#শুনলাম_বসন্ত_নাকি_আবার_এসেছে
#লেখিকা_সিনথিয়া_জাহান
#পর্বঃ৯
রাস্তায় যেন আজ যানবাহনের অভাব দেখা দিয়েছে ৷ ফোনে ক্যাব বুক করতে গিয়ে একটাও ফাঁকা ক্যাব পাওয়া গেল না ৷ সব আগে থেকেই বুকড ৷ অগত্যা মনে মনে ভাইকে কটূ কথা শোনাতে শোনাতে আয়েশা ভার্সিটির দিকে এগিয়ে যেতে লাগল ৷ সাভাশ ওকে প্রায় অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়ে গেছে ৷
ভার্সিটিতে আসতে আসতে আয়েশার জিহ্বা বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো ৷ হাঁটুতে হাত রেখে জোরে জোরে কিছুক্ষণ শ্বাস নিয়ে ক্লাসের দিকে ছুটে গেল ও ৷ ক্লাসের সামনে এসেই ওর কদম থেমে গেল ৷ দ্রুত আড়াল হয়ে কপাল চা*পড়ে বলল,,,
হায় আল্লাহ আমার তো মনেই ছিল না এই অ্যা*নাকন্ডা সা*পের ক্লাস আজ ফাস্টে ৷ অল্প একটু খুঁত পেলেই যে সা*পের মতো পেঁচিয়ে পেঁচিয়ে অ*পমান করে তার ক্লাসের দিনই লেট হতে হলো? ছ্যাহ জীবনটাই শেষ!
বুক ভরে সাহস নিয়ে আয়েশা মুখটা একটু হাসিহাসি করে ক্লাসের সামনে এসে অত্যন্ত শীতল গলায় বলল,,, ম্যা আই কাম ইন স্যার?
পুরুষালী ভরাট কন্ঠস্বর ভেসে আসল,,, নো ইউ কান্ট ৷
হাতের ঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল,,, ইউ আর টুয়েন্টি মিনিটস লেইট! কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকো ৷
আয়েশা অনুরোধ করে বলতে লাগল,, স-স্যার আসলে আমি একটু সমস্যায়…..
নো এক্সকিউজ ৷ যা বলছি তা শোনো ৷
আয়েশা হতাশ হয়ে ক্লাসের এক দিকে তাকাল যেখানে সাভাশ বসে আছে ৷ ও তাকাতেই সাভাশ ওকে জিহ্বা দেখাল ৷ আয়েশা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকল হঠাৎ সাভাশের চুলের দিকে তাকাতেই ওর কুঞ্চিত ভ্রু যুগল সরু হয়ে এলো ৷ সাভাশের চুলে এখনও সেন্টার ফ্রুট লেগে আছে ৷ তা দেখে আয়েশার প্রচন্ড হাসি পেল ৷ হঠাৎ স্যারের দিকে নজর যেতেই ও চট জলদি ক্লাসের দেয়ালে ঠেশ দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকল ৷
বিরবির করে দাঁতে দাঁত চেপে বলতে লাগল,,, অ্যা*ন্ডাকন্ডা এই আধুনিক যুগে এসেও পুরাতন পদ্ধতি ইউজ করে ছ্যাহ! কোথায় একটু এক্সট্রা ক্লাস করাবে তা না কান ধরিয়ে দাঁড় করে রাখল যত্তসব!
ক্লাস শেষে সবাই এক এক করে বাইরে যেতে লাগল ৷ সাভাশ আয়েশার কাছে গিয়ে ওর মাথায় একটা টোকা মে*রে বলল,,,, এভাবে তোকে ভীষণ সুন্দর মানিয়েছে ৷ দাঁড়া তোর একটা ছবি তুলি ৷
বলে ফোন বের করে সাভাশ ছবি তুলতে নিলেই আয়েশা ওর ফোন কেড়ে নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে মে*রে বলল,,,
অলরেডি মেজাজ খারাপ ৷ আর খারাপ করবি না সাভাশ!
সাভাশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে ডাস্টবিন থেকে নিজের ফোনটা তুলে অন্যদিকে চলে গেল ৷ আবারও সাভাশের চুলের দিকে নজর যেতেই আয়েশা জোরে হেসে উঠল ৷ হাসতেই থাকল ৷ এমন সময় ক্লাস থেকে ওর অ্যা*নাকন্ডা স্যার বেরিয়ে আসল ৷ ওকে হাসতে দেখে ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে উঠল,,,
আজ কালকার স্টুডেন্টদের একটুও লজ্জা নেই ৷ ক্লাসের বাইরে কান ধরা অবস্থাতেও এভাবে হাসতেছো? নিজেকে পরিবর্তন করো ৷
কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেল ৷ আয়েশা পিছন থেকে বলতে লাগল,,, আজ কালকার টিচারদেরও বলি হারি ৷ কারো সমস্যা থাকতেই পারে, একটু লেট হতেই পারে , তার জন্য এভাবে সবার সামনে অ*পমান করে কান ধরিয়ে রাখতে হবে বিজয় আহমেদ বারিশ স্যার?
বারিশ ওর বলা কথাটা শুনল কিনা বোঝা গেল না ৷ নিজের স্বাভাবিক গতিতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও ৷ সেদিকে তাকিয়ে আয়েশা মুখ ভেংচি কেটে বলতে লাগল,,,
একদিকে আমার হাফ মেন্টাল ভাই, অন্যদিকে এই অ্যা*নাকন্ডা সা*প!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ড্রয়িংরুমে বসে সবাই গভীর মনোযোগে সামনের দৃশ্যের দিকে তাকিয়ে আছে ৷ সিনু সাভাশের চুল থেকে সেন্টার ফ্রুট ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে সেই কখন থেকে ৷ সরিষার তেল দিয়ে বহুকষ্টে কিছুটা চুল থেকে ছাড়াতে সক্ষম হয়েছে ৷ সম্পূর্ণ টা তুলতে আরও পরিশ্রমের দরকার ৷
অবশেষে সিনু নিজের পরিশ্রমের দ্বারা সাভাশের চুল সেন্টার ফ্রুট মুক্ত করতে সক্ষম হয়েছে ৷ মাঝখানে সাভাশ অবশ্য বিরক্ত হয়ে বলেই ফেলেছিল,,
একবারে চুল টাই কেটে ফেলো তো মাম্মা ৷
কিন্তু সিনু শোনেনি ৷ ছেলের চুল কাটতে কোনোভাবেই রাজি ছিল না ও ৷ তবে এতোকিছুর মধ্যে সাভাশের সব চুল তেল দিয়ে ভরে গেছে ৷ ওর অবস্থা দেখে আয়েশা হাসতে হাসতে বলল,,,
এমনিতেই তুই কালাচাঁদ তার উপর মাথায় তেল দেওয়ার কারনে একদম কয়লার চেয়েও কালো লাগছে ৷ সত্যি বলছি কয়লার খনিতে গেলে কয়লা আর তোকে আলাদা ভাবে পার্থক্য করা অসম্ভব ব্যাপার হবে ৷
মেয়ের কথা শুনে সিনুর মাথায় রা*গ চেপে গেল, প্রচন্ড ক্ষে*পে গেল যদিও সাভাশ নির্লিপ্ত ভাবে বসে আছে ৷ সিনু অত্যন্ত রা’গত স্বরে চেঁ*চিয়ে উঠে বলল,,,
এই বে’য়াদব তুমি যা তা বলবে আর আমরা সেটা হাসিমুখে মেনে নিব? কারো গায়ের কালার নিয়ে তাকে অ*পমান করার, তু*চ্ছ তা*চ্ছিল্য করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই শিক্ষা পেয়েছো পরিবার থেকে? আমি সব সময় দেখেছি তুমি ভাইয়ের গায়ের কালার নিয়ে মজা করতে থাকো ৷ এসব কি আদৌই মজার কাতারে পড়ে?
পরিবেশ টা মুহূর্তেই গুমোট হয়ে উঠল ৷ সাভাশ মাকে ক্ষে*পে যেতে দেখে বলল,,, মাম্মা আমি কিছু মনে করিনি ৷ তুমি শান্ত হও ৷
তুমি কিছু না মনে করলেও আমি করেছি ৷ ও লাই পেয়ে গেছে? ও কোন সাহসে অন্যকে অ*পমান করছে? ও এই শিক্ষা কোথা থেকে পেয়েছে? আমি তো দিইনি ৷
আয়েশার চোখ ছলছল করে উঠল ৷ কম্পিত গলায় বলতে লাগল,,, আফওয়ান মাম্মা ৷ আমি আসলে….
তুমি আসলে কি হাহ? নিজেকে শুধরে নাও আয়েশা, স্বভাব পরিবর্তন করো ৷
আফওয়ান মাম্মা আর কখনো হবে না ৷
সিনুর মাথা এখনও ঠান্ডা হয়নি ৷ তা দেখে সাভাশ শান্ত গলায় বলে উঠল,,, মাম্মা প্লিজ মাফ করে দাও ৷ প্লিজ মাম্মা প্লিজ ৷ অনেক হয়েছে ৷
সিনু অন্যদিকে মুখ করে বলল,,, ঠিক আছে মাফ করে দিলাম ৷
আয়েশা আরও একবার ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল ৷ ড্রয়িংরুমে শুধু তানিয়া, সাভাশ আর সিনু রয়েছে ৷ শেহনাজ আর তুষার ডিনার শেষে নিজেদের রুমে চলে গেছে ৷ সাভাশ বোনের গমনপথের দিকে তাকিয়ে বিরবির করে বলতে লাগল,,,
আজ সবার থেকেই ধ*মক খেলি!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আয়েশা বিছানায় আধশোয়া হয়ে বসে কোলে একটা বালিশ ধরে কান্না করতেছে ৷ হঠাৎ দরজায় টোকা পড়তেই আয়েশা কান্না থামিয়ে সেদিকে তাকাল ৷ সাভাশ মাথা সামান্য ঢুকিয়ে বলতে লাগল,,,
আসি? নাকি আমি কালাচাঁদ জন্য আসতে দিবি না?
আয়েশা তৎক্ষণাৎ বলে উঠল,,, আফওয়ান সাভাশ আমি ওভাবে বলতে চাইনি ৷ আমি তোকে অ*পমান করতে চাইনি ৷
সাভাশ ভিতরে প্রবেশ করে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলল,,, হয়েছে চুপ কর ৷
সাভাশের হাতে খাবারের প্লেট ৷ ও আয়েশার সম্মুখে বসে পড়ল তারপর এক লোকমা খাবার ওর মুখের সামনে ধরে বলল,,,
নে খা ৷ রাগ করে না খাওয়ার অভ্যাস তো তোর আদিকাল থেকে ৷ এই সাভাশ থাকতে তা আর হচ্ছে না বুঝলি?
আয়েশা আবারও ক্রন্দনরত কন্ঠে বলতে লাগল,,, সত্যি বলছি সাভাশ আমি তোকে অ*পমান করতে চাইনি ৷
সাভাশ বিরক্তিতে চ কারান্ত উচ্চারণ করে বলল,,, জানি আমি ৷ এসব মেলোড্রামা বাদ দিয়ে চুপচাপ খেয়ে নে তো বা*ল ৷
আয়েশা ক্রন্দনরত মুখেই হেসে উঠল আর ভাইয়ের হাতে খাবার খেতে লাগল ৷ দরজার সামনে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখে সিনু মুচকি হাসল ৷ ওর হাতেও খাবার ৷ তখন মেয়ের সাথে একটু বেশিই রা*গারা*গি করে ফেলেছিল তাই ঠান্ডা মাথায় কথা বলতে এসেছিল ৷ কিন্তু এসে সামনের দৃশ্য দেখে ওর মন ভরে গেল ৷ ভাই বোনকে একলা রেখে ও নিচে চলে গেল ৷
সাভাশ খাওয়ানোর পাশাপাশি বলতে লাগল,,, এই শোন বেশি খুশি হয়ে যাস না আবার ৷ আমি ফাও ফাও তোকে খাওয়াতে আসিনি ৷ তুই এখনি আমার মাথায় শ্যাম্পু করে দিয়ে আমার মুখের কালা কালা ভাব টা একটু শ্যামলা শ্যামলা করে দে তো বা*ল ৷
চলবে,,,,,,