অদ্ভুত বর – পর্ব 11

0
498

#অদ্ভুদ_বর
#দিয়া_মনি [ DîYã MôÑî ]
#পর্ব_১১
[ নিচের কথাগুলো দয়া করে অবশ্যই পড়বেন ]
পরদিন সকালে ঘুম ভাঙ্গতেই নিজেকে রওশনের উদাম বুকের ওপর আবিষ্কার করে দিয়া। রওশন দুহাতে দিয়াকে জরিয়ে ধরে আছে। দিয়া গোসল করার জন্য ওঠার চেষ্টা করতেই রওশন বলে উঠলো,,
—- উফ দিয়াপাখি নড়ছো কেন..? চুপ করে ঘুমাও।
—- আমার ঘুম শেষ। আমি যাবো। ছাড়ুন।
—- আমার ঘুম শেষ হয়নি এখনো। তাই ছাড়াছাড়ির প্রশ্নই আসে না। আমি তো ঘুম প্রথম থেকে শুরু করবো।
বলেই দিয়াকে হালকা উচু করে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিলো রওশন। রওশনের দাড়ির খোচায় শিউরে উঠলো দিয়া।
—- আমি নিচে যাবো। বাড়িতে অনেক কাজ আছে। তাছাড়া এতো বেলা করে ঘুমানোর অভ্যাস নেই আমার। ছাড়ুন।
রওশন দিয়াকে আরো শক্ত করে জরিয়ে ধরলো।
—- এবার কিন্তু কামড় দিবো আপনাকে।
—- দিতে থাকো। রাতে খামচি দিয়েছো এখন কামড় দিবা,, বড় কোনো ব্যাপার না।
—- বেশরম লোক
—- বউ এর কাছে কিসের শরম..?? ধুর ঘুমটাই ভেঙ্গে দিলা। এবার আদর করো।
—- কি..?
—- আমি না তোমার বর..?
—- তো কি হইছে,,, অসময়ে উল্টাপাল্টা কথা বললেই মেনে নিতে হবে নাকি..? রাতে তো ভালোই ভয় দেখিয়েছিলেন। আপনার ওপর জ্বীনের আছড় আছে হ্যানত্যান। তাই এক কাজ করুন একটা পরি এনে তার সাথেই পিরিত করুন।
—- তুমি পুরোনো হয়ে গেলে সেটাই করবো এখন তুমি তোমার কাজ করো। কামড় দাও।
—- অদ্ভুদ,,, মাথায় বুদ্ধিসুদ্ধি নেই নাকি..? দুই মিনিটের মধ্যে ছাড়বেন আমাকে নাহলে,,,
রওশন উঠে দিয়াকে বিছানার সাথে চেপে ধরলো
—- নাহলে কি..? রাতের কার্যক্রম পুনরায় শুরু করবো..?
—- উফ মাথা,,,
রওশন ঝটপট দিয়ার ওপর থেকে সরে গেলো,, দিয়াকে একটু উঠিয়ে, দিয়ার গালে হাত রেখে বলতে লাগলো
—- মাথা ব্যাথা করছে..??কষ্ট হচ্ছে অনেক..? ডক্টর আংকেলকে কল দিবো..??
দিয়া রওশনের দিকে তাকিয়ে চোখ বুজতেই রওশন কেঁদে দিলো,,, দিয়া চট করে বসে পড়লো,,
—- আরে আরে কাঁদছেন কেন..?? আমি তো মজা করছিলাম। এই সামান্য কারনেও কেউ কাঁদে..?
রওশন দিয়ার দিকে তাকালো না। উঠে ওয়াসরুমে চলে গেলো।
—- এই লোকটাও না কেমন জানি,,, সারাদিন মুড নিয়ে থাকে,,, সবার ওপর হম্বিতম্বি,, হুকুমজারি আর যত কান্না সব আমার সামনে।
রওশন ওয়াসরুম থেকে বেরিয়ে দিয়াকে কিছু না বলেই নিচে চলে যায়। দিয়া উঠে ফ্রেস হয়ে গোসল করে নিলো। তারপর বিছানায় এসেই শুয়ে পরে। মাথা ঝিমঝিম করছে ওর।
দিয়া যখন চোখ খুললো তখন ও টের পেলো যে ওর বালিশটা আগের তুলনায় শক্ত হয়ে গেছে। পিটপিট করে চোখ খুলতে খুলতে উঠে বসতে যাচ্ছিলো ও,,, অমনি একজোড়া শক্ত হাত চেপে ধরে ওর দুবাহু।
—- বিছানা থেকে উঠলে এমন মাইর দিবো যে ১০দিনের আগে বিছানা থেকে নামার নামও নিবা না।
রওশনের রাগি ভয়েজ শুনে চুপসে যায় দিয়া। এই প্রথম রওশন ওর সাথে এভাবে রেগে কথা বললো।
—- আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবা না..?? তোমার জন্য কতো ভুগতে হবে আমায়..?? মাথা ভিজিয়েছো কেন..??
দিয়া এখনো বুঝতে পারছে না যে রওশন কেন ওকে বকা দিচ্ছে।
—- কি হলো চুপ করে আছো কেন…?? কিছু জানতে চেয়েছি তো আমি। কাল কান্না কাটি করছিলে বলে ডক্টর আংকেলকে রিকুয়েস্ট করে বান্ডেজ খুলে দিয়েছিলাম। তার ফল এই দিলে….?? বলেছিলাম না মাথায় পানি দিবা না..??
—- মনে ছিলো না আমার।
—- মন থাকে কোথায়..??? একটা কথা এতোবার বললেও ভুলে যাও কিভাবে..?? পেয়েছোটা কি..? নিজের ইচ্ছা ছাড়া কারোর ইচ্ছারই দাম দিতে শেখো নি নাকি তুমি।
দিয়া আর সহ্য করতে পারছে না। একটা ভুল করেছে,, ইচ্ছা করে তো কিছু করেনি,, তাই বলে রওশন এভাবে বলবে..?? এতো রাগ করবে..??
চলবে,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here