#কাজের_মেয়ে
#Jannat_Mim
#পর্বঃ৩৭
ফোন থেকে চোখ সরিয়ে মীম এ-র দিকে চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে তার আগেই মীম বিরক্তিকর একটা ভেংচি কেটে চলে যায়।
[হোয়াট দা হেল!এতো সাহস হয় কিকরে ওর? একেতো ভুল করেছে তার ওপর আমাকে উলটো কথা শুনিয়ে গেল।অ*সভ্য একটা মেয়ে।ধু*র আমিবা কেন ওর সাথে কথা বলতে যাই?কি দরকার ছিল এখন কথা ওঠানোর?]ফোনটা বিছানায় ছুরে মেরে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে।
__
মিমম
হে আন্টি বলুন।
আমি আজ আমার বাসায় যাব।নাদিম এ-র বাবাও অফিস থেকে ওইখানেই যাবে।তুই কি যাবি আমার সাথে?
না।আমি এখানেই থাকি। আপনারা যান।আমার অন্য মানুষের সামনে লজ্জা লাগে।(ন্যাকামি করে)
হা হা।আচ্ছা সাবধানে থাকিস।
__
সকাল থেকেই বাসা ফাকা।কেমন একটা লাগছে একা একা।সব কাজ সেরে নিজের রুমে নিজের কাজ করছিল মীম।এখন বিকেল টাইম।কলিং বেলের শব্দে চমকে উঠলো মীম।[এখন আবার কে এলো?আন্টি না বললো ২ দিন থাকবে?বাকিদের ওতো ওখানে থাকার কথা।তাহলে কী অন্য কেও।অন্য কেও কে হবে।যদি চোর ডাকাত হয়?না বাবা খুলবো না।আন্টি বার বার বলে ঘেছে সাবধানে থাকতে বাইরের কেও এলে দরজা না খুলতে।বাজাতে থাক আমি কিছুতেই খুলবো না।]
অনেক খন ধরে বেল বাজার পরো মীম দরজা খুললো না।এবার ওর ফোন ও বেজে উঠলো। ফোন ধরতেই,
হ্যালো
নাকে তেল দিয়ে কি ঘুমাচ্ছো?এতখন ধরে বেল বাজছে শুনতে পাও না?নাকি ইচ্ছা করে এই শয়*তানি করছো যেন আমি আজ রুমে ঢুকতে না পারি।
কে?
কি অ*সভ্য মেয়ে?মজা নাও আমার সাথে? কন্ঠো চিনো না।একবার আসি ভিতরে তারপর দেখছি তোমাকে।
না চিনি না।আর চেনার প্রোয়জনও মনে করি না।নাম বললে বলেন আর নাহয় যেখান থেকে আসছেন যেখানে ফিরে যান।
আমি নাদিম😠
ওও,তো এখানে কেন নানু বাসায় যান নাই?
তোমাকে এখন আমি বাড়ির বাইরে দারিয়ে দারিয়েই ফোনে কেচ্ছা শোনাতে থাকি।স্টু*পিড মেয়ে।দরজা খোল।(ধমকের সুরে)
চিল্লাচিল্লি আপনার সভাব হয়ে গেছে। ভাল কথাও ভালো ভাবে বলতে পারেন না।আসতেছি আমি।
মীম গিয়ে দরজা খুলতেই মৃদু চিৎকার দিয়ে ওঠে,
আয়া
কি হোলো তুমি চিল্লাচ্ছো কেন?
কি হইছে আপনার?😟
তোমাকে জানতে হবে না।সরো সামনে থেকে।তুমি তো আবার খুব বিজি মানুষ।অন্যকে নিয়ে ভাবনা চিনতা করার কি আর তোমার সময় আছে?
সাজিদ ভাইয়া কি হইছে ওনার?
চলবে,,