#ইয়াসমিন_রিমা
#অসম_প্রেম
#পর্ব_৫৯
সবাই সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে গল্প করছিল।
সেখানে হঠাৎ আগমন ঘটে প্রিয়র।এই প্রথম চৌধুরী বাড়িতে প্রিয় পা রাখলো। সবাই সে দিকে তাকিয়ে আছে।আদি অবাক হলো। প্রিয় কেন এসছে। প্রেমাকে ধরে নিয়ে যেতে না কি অন্য কিছু।
প্রেমা খুব খুশি হলো। দাঁড়িয়ে আছে। প্রিয়র সামনে। সবার মাঝখানে।
সবার মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে ।কি হবে এখন।
প্রেমা খুব খুশি হয়ে, তুমি এখানে হে।আজ প্রেমার মুখে এত খুশি আভা যেন কোনো দিন ছিল না।
আসরাফ চৌধুরী,ও এখানে কেন রেগে।
অনেক ই চিনতে পারেনি।প্রেমা প্রিয়কে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, এই হলো আমার প্রিয়। আমার ভালোবাসা।আজ দু চোখ ভরে ছলছল নয়নে তাকিয়ে আছে প্রিয়র দিকে।
সবাই শুধু নিরব দর্শকের মতো দেখে যাচ্ছে।
খুশি তে প্রিয়র হাত ধরতে যাবে তখন
প্রিয় প্রেমাকে সবার সামনে কত গুলো চর থাপ্পড় মেরে দিল। চিৎকার করে বলছে, তুমি আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলে।তুমি কিভাবে আমার বাচ্চা টা কে মেরে ফেলতে পারলে। আমার ভালোবাসা তোমাকে অন্ধ করে দিয়েছে।যে কোন টা ঠিক ভুল বুঝতে পারছো না। কেন করলে এমন।
প্রেমার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না।সে শুধু প্রান ভরে প্রিয়কে দেখে যাচ্ছে।কত গুলো দিন দেখেনি।যেন এই দেখার তৃষ্ণা কোনো কিছু দিয়ে মিটানো সম্ভব নয়।
সবার সামনে আঙ্গুল উঁচিয়ে বললো, তুমি একটা খু নি। চিৎকার করে বলছে খু নি। তুমি জানো এই প্রথম আমি বাবা হতে চলেছি। আমি আমার সন্তানের জন্য কত অপেক্ষা করেছি।আর তুমি মে রে ফেললে।যে আমার স্ত্রী তাকে ও তুমি। প্রিয়র চোখ থেকে অস্রু গড়িয়ে পড়ছে।
প্রেমা পলক হীন ভাবে তাকিয়ে আছে।
চিৎকার করে,কি হলো কথা বলছো না কেন।দু হাত কাঁধে ঝাঁকি দিয়ে। কেন এমন করছ।
আবারো মারলো এক সময় গাল লাল হয়ে গেল।মুখ থেকে রক্ত ঝরছে।
প্রেমা বলে উঠলো,তুমি ঠিক ই বলেছ তোমার ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছে। কারন আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসার জন্য মারতেও পারি আবার মরতেও রাজি আছি।এ জীবন টা কি তুমি বিহীন শুন্যই থাকবে। কখনো পূর্ন হবে না। আঙ্গুল উঁচিয়ে। আমি তোমাকে ভালোবাসি। ভীষণ ভালোবাসি। তুমি ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার।এ জীবনে যতদিন বাঁচবো ততদিন শুনতে হবে ।পরের জীবনে ও আমি জন্ম নেই তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো । আমি তোমাকে ভালোবাসি। অনেক ভালোবাসি।পাগলের মতো ভালো বাসি।
তুমি ই তো বলেছিলে আমার এখনো মনে আছে,আমি ছাড়া তোমার অন্য কোথাও আনন্দ হলে ।আমার দুঃখ লাগে। আমি বেশি স্বার্থপর মানুষ।
আমি তুমি শুধু আমার কাছে ই সুখে থাকো অন্য কারো কাছে না। আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো। তোমার সব আনন্দ আমাকে ঘিরে হোক । তুমি আমার হয়ে থেকো। শুধু ই আমার।
শোনো প্রিয়তমা আমি এই পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ।
পাবনা জেনেও তোমাকে এতটা ভালোবেসে ছি পেয়ে গেলে কত ট ভালো বাসবো বলো।
প্রিয়, তুমি যতই বলনা কেন আমি তোমাকে ঘৃণা করি শুধু ঘৃণা করি কারণ তুমি খু নি। একটা জঘন্য মানুষ। তোমার জায়গা আমার জীবনে নেই।
,প্লিজ প্রিয় এমন করে বলো না। আমি সহ্য করতে পারছি না। তোমার দেওয়া কষ্ট আমি সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি আমার সব ভুল শুধরে নেবো। তুমি একবার আমাকে তোমার জীবনে নাও প্লিজ।
, কখনো না। আমার স্ত্রী আমার সব কিছু।সে আর যাই হোক তোমার মতো ছলনাময়ী না।
,তাই নারী যদি ছলনাময়ী হয় তাহলে পুরুষ তুমি শান্ত মস্তিষ্কের এক নিষ্ঠুর খু নি । আমি তো পারিনি তোমায় ভুলতে।আজ এত গুলো বছর পর আমি আজো তোমাকে সেই আগের মতই ভালোবাসি। আমি কোনো সম্পর্ক জরাতে পারিনি কারণ তুমি আমার মনে সব টুকু জায়গা দখল করে আছো।আর তুমি কত সহজে অন্য কাউকে বিয়ে করে ফেলেছো। তাকে জীবনের সব থেকে দামী জায়গা দিয়েছো। খুব সুখে আছো তাই না। ঠোঁট কাঁপছে।
খুব ভালোবাসে তাই না। আমার থেকে ও বেশি। আমি না একটু বেশি ই পাগলামী করি কিন্তু তুমি কি পারতে না আমাকে সুধরে দিতে। তোমার মতো করে গড়ে নিতে।
প্রেমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কোনো অভিযোগ নেই তোমার প্রতি । কিন্তু নিজের প্রতি ক্ষোভ আছে অনেক। কেন আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে মুগ্ধ করতে পারলাম না । কেন আমি তোমাকে সারাজীবনের মত করে আমার করতে পারিনি।
, ওহে শখের নারী স্বরন কালের সর্ব সুখ তোমার হোক। তবুও তুমি ক্ষমার অযোগ্য। আগামী তিন দিনের মধ্যেই তোমাকে সারেনডার করতে হবে। তোমার জঘন্য তম শাস্তি হওয়া উচিত।
শখের মানুষ টা আজ বহু অচেনা।
, আমি তোমার সব কথা শুনব তুমি শুধু আমার হও।
, সেটা তুমি কোনো দিন পাবে না। তুমি আমার সন্তানের খুনি। আমি তোমাকে ঘৃণা করি। খুব জঘন্য তম ঘৃণা করি।না তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য আর না আমায় পাওয়ার যোগ্য।
বলেই চলে যাচ্ছিল তখন অসহায়ের মতো প্রেমা হাঁটু ভেঙ্গে বসে পড়লো। কাঁদছে।আজ যেন শক্ত গরনের মানুষ টা ও আজ ভেঙ্গে গেল। কোনো কিছু দীর্ঘস্থায়ী নয় না দম্ভ না অহংকার আর না ক্ষমতা। ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
,তোমায় রেখে দিতে পারলাম না। কারন তুমি আমার হয়ে পৃথিবীতে আসোনি। তুমি এসেছ পৃথিবীতে অন্য কারো হতে ।অন্য কারো স্বপ্ন সাজাতে ।আর আমি বোধহয় এসেছি তুমিহীন অনাকাঙ্ক্ষিত কষ্ট গুলো ঠোঁট চেপে বয়ে বেড়াতে।
হ্যা আমি খু নি আমি খারাপ জঘন্যতম খারাপ। তুমি ঠিক বলেছ আমি যোগ্য নই।
আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই।
আমি নিজেকে কখনো ই চেনার চেষ্টা করিনি । আমি মানুষ অমানুষের ভিরে নিজেকে হারিয়ে কে মানুষ কে অমানুষ চিনতে চেষ্টা করেছি । আমি কখনো ভালো থাকতে চাই নি আমার আসেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ গুলো কে ভালো রাখতে । আমি কখনো নিজেকে ভালো বাসিনি । কিছু মানুষ অমানুষকে ভালো বেসে ছি ।যাদের মনে কখনো মনুষ্যত্ব ছিল না। আমি মনুষ্যত্ব মানুষ গুলো কে ভালোবেসে । নিজেকে কখনো ভালোবাসা দিতে পারিনি । কখনো ভাবিনি আমার মন কি চায় । আমি ভেবেছি আমার পাশের মানুষ গুলোর কথা তাদের মন কি চায় । কখনো তাদের মনকে ভালো রাখতে নিজের মন কে করেছি রক্তাক্ত ক্ষত বিক্ষত বিষন্নতায় মনকে ভরিয়ে তুলেছি আমি মাঝে মাঝে বিবেকহীন হয়ে ছি। বিবেকহীন মানুষ কে বিবেকবান মনে করতে গিয়ে । আমি হার মেনে ছি কিছু হেরেযাওয়া মানুষের কাছে ।যারা প্রতিনিয়ত নিজেদেরকে বড় মনে করত। আমি অন্যায় করে ছি আমি নিজেই সত্তা র সাথে। আমি ঠকিয়েছি নিজেকে । আমি আমার মনকে বিষন্ন করে । নিজের মনের কাছে অপরাধী। ভালোবাসা আমার জন্য নয়। কারন আমি নিজে কে ভালো বাসতে পারিনি । দায়িত্ব কথাটি আমার জন্য নয় । আমি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিতে পারিনি ।আর জেদের লড়াই ও আমার জন্য না। কারন আমি প্রতিনিয়ত হেরেযাওয়া মানুষের কাছে হারি। তবুও আমি মনে করি । সঠিক মানুষ ও অমানুষ দু’টোকেই ভালো বাসা দিতে পেরেছি। আমি নিজেকে দিয়ে মানুষ ও অমানুষ কে শনাক্ত করতে পেরেছি। আমি বুঝতে পেরেছি নিজেকে মানুষ বলে দাবি করলেই মানুষ হওয়া যায়। নিজেকে বড় মনে করলেই বড় হওয়া যায় না। বিবেক মনুষ্যত্ব র সফটওয়্যার সবার মধ্যে থাকে না। মানুষের মধ্যে জেদ হওয়ার মধ্যে কৃতিত্ব আছে । নিজের অহংকার ইগো বরত্বের কাছে জেদ হওয়ার মধ্যে কোনো বরত্ব নেই । আমি নিজেকে আজও চিনতে পারিনি।
হ্যা আমি রাগি হ্যা আমি বড্ড অভিমানী হ্যা আমি একটুতেই কেদে ফেলি হ্যা আমি কথায় কথায় রাগ করি কিন্তু আমার এতগুলো ইমোশনের মাঝে যে আমার আসল ভেতরের মানুষটা কে চিনতে পারলে না।
আমার ভালোবাসা সকল সীমারেখা পার করেছে। সকল বাধা অতিক্রম করেছে। আমার ভালোবাসা কারো কাছে পাগলামী লেগেছে ।কারো কাছে সাইকো কারো কাছে মৃ ত্যু কারো কাছে নেশা । কিন্তু কারো কাছে আমার দুঃখ দেখতে পায় না। কেউ অনুভব ই করতে পারলো না প্রিয় শুধু আমার নয় অন্য কারোর অধিকার।আফসানা।ওর জন্য আমার কাছে এসেও ছেড়ে চলে গেছে। আমার ভেতরের যন্তনা কেউ বুঝতেই পারছে না।No one can understand my pain inside.
একসাথে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কথা থাকলেও আমরা আজ আলাদা পথের পথিক। ভালোবাসা সুন্দর কিন্তু ভয়ংকর রকমের সুন্দর।
প্রিয় যেতে গিয়ে যেন যেতে পারলো না পেছনে প্রেমা অঝোরে কাঁদছে আর বলছে। প্রিয় দাঁড়িয়ে আছে।
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন ।সে জানে তোমারে ভোলা কি কঠিন।
কাঁদছে আর বলছে, আমি চাই না আমায় কেউ ভালোবাসুক ।আমায় নিয়ে স্বপ্ন দেখুক। আমি কারোর জন্য Perfect না কারোর কাছে ও Perfect না
পুরুষ প্রথম নারীর থেকে দ্বিতীয় নারীকে অনেক বেশি ভালো বাসে। সবাই বলে নারী এক পুরুষে আসক্ত হয় না। আমি বলি নারী এক পুরুষে আসক্ত হয়।
কাঁদছে আর হাসছে।
আমি হেরে গেছি।না পাওয়া গল্পে আমি ভীষণ ভাবে হেরে গেছি। আমি হেরে গেছি।।হেরে যাওয়া গল্পের পথিক আমি। আমি ক্ষমার অযোগ্য।হা হা হা হা। আমি হেরে গেছি।ভালোবাসা পাওয়ার গল্পে রাজা হারানো রানি আমি।
নিজের খেয়াল রেখো আমার না হওয়া মহারাজা।
চলবে,