#আঁধারের_তারাবাজি
#অভ্রায়ীনি_ঐশি
#পর্ব_৩০
গাড়ির শো শো আওয়াজের সাথে বাতাসের প্রবল বেগ ছুয়ে দিচ্ছে মোমের মুখ মন্ডল।
পাশেই নভ বসে আছে।সে ব্যস্ত ফোনের স্ক্রিনে।,,
বিকেলের আবছা রোদ উঁকি দিচ্ছে মোমের গায়ে।কোথায় যাচ্ছে জানা নেই মোমের।অনেকবার জিজ্ঞেস করার পরেও বলতে নারাজ নভ।মোয়ানও সকাল বেলায়ই চলে গিয়েছে রায়ানিশ নিবাস থেকে।
মাথাটা হালকা এলিয়ে দিলো সীটে মোম।সেদিকে নজর পড়তেই ফোন পকেটে পুড়লো নভ।মোমের মাথাটা টেনে নিজের কাধে রাখলো।
“কি হলো বউ?”
ইশশ কি মোহনীয় কন্ঠে মোহনীয় সম্মোধন।চোখটা মেললো মোম,,নভের মুখে দৃষ্টি দিলো। নভের মুখে জিজ্ঞাসু ভাব।আবার আস্তে করে বলে উঠলো…
“কিছু হয়েছে?”
“ভালো লাগছে না।”
এই একটা কথায় যথেষ্ট ছিলো নভের কপালে চিন্তার ছাপ ফুটিয়ে তোলার জন্য..
“ভালো লাগছে না??কি হয়েছে??বলো??শরীর খারাপ করছে?”
মোম মুগ্ধ হয়ে দেখলো নভের ব্যকুলতা।সত্যিই এই মোমের কপালেও এমন একটা পাগল প্রেমিক জুটলো??আচ্ছা? মোম যখন দুনিয়ার মায়া ত্যাগ করবে,তখন নভ কিকরে নিজেকে সামলাবে??,,,
ভাবতে চাইলো না মোম,,কিছু সুন্দর মুহুর্তে খারাপ চিন্তা না করাই ভালো।,,
“কিছু নাহ। এমনিই ভালো লাগছে না।”
নভ একদৃষ্টিতে তাকিয়ে রইলো কিছুক্ষণ তার জুলিয়েটের দিকে।তারপর হঠাৎই মোমকে কাছে টেনে জড়িয়ে ধরলো একহাতে,,
“মুড সুইং তাই না??,,ওকেয়,,,আমার বউটার মুড অন করার জন্য আমি কিছু কি করতে পারি??”
নভের এমন টেনে টেনে কথা শুনে ফিক করে হেসে ফেললো মোম।হাসলো নভও।
বেশ কিছুক্ষণ পর গাড়ি থামলো এহসান বাড়ির সামনে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মোম।সত্যিই সে নিজের সেই বাড়িতে এসেছে?,আর একটু পরেই কি সে তার আম্মি আব্বুকে দেখতে পাবে??,,
অবাক নয়নে তাকালো নভের দিকে।ততক্ষনে নভ নেমে এসে মোমের দিকের দরজাটা খুললো..
“কি ম্যাডাম?এভাবেই তাকিয়ে থাকবেন?নামবেন না?”
খুশিতে আত্মহারা হয়ে উঠলো মোম।দ্রুত নেমে এগিয়ে গেলো বাড়ির দিকে।নভ তাকিয়ে রইলো তার জুলিয়েটের দিকে।একটু পর মোয়ান এসে গাড়ি থেকে সুটক্যাসটা নিয়ে নভ সহ বাড়িতে ঢুকলো।
মোম অঝর ধারায় কাদছে আতিয়া আর জয়নালকে জড়িয়ে ধরে।দীর্ঘ ৪ মাস পরে নিজের নীড়ে ফিরে এসেছে মোম।নিজের মা বাবাকে চোখের সামনে দেখছে।তারাও কাদছে,একমাত্র মেয়েকে এতোদিন পরে বুকে আগলাতে পেরে।,,মোয়ান বড় করে শ্বাস ফেলে এগিয়ে গিয়ে মোমকে ছাড়াতে লাগলো…
“কাদে না বোনি,,,কাদলে কষ্ট হবে তো তোর??দেখি??কান্না থামা??”
বেশ কিছুক্ষন পর নিজেকে সামলালো মোম।বাড়ির সকলেই উপস্থিত রয়েছে এখানে।মোমের বড় চাচি সাজেদা বলে উঠলো..
“এই মেয়ে এই বাড়িতে কেন এসেছে??”
হঠাৎ তার জোড়ালো কথায় সকলেই তার দিকে দৃষ্টিপাত করলো,,,এরপর মোমের বড় চাচাও একই সুরে বলে উঠলো..
“হুম?ওর এই বাড়িতে পা রাখা বারণ জানো না তোমরা??কেন এসেছে মোম এখানে??”
মোয়ানের শিরদাড়া শীতল হয়ে যাচ্ছে।বললো…
“এই বাড়িতে তোমাদের যতটুকু অধিকার আছে,ঠিক ততটুকু অধিকার আমাদেরও আছে।তাই আমার বোনি নির্দিধায় এখানে আসতে পারে।”
সাথে সাথেই উত্তর দিলো আবিদ।এগিয়ে এলো মোমের সামনা সামনি,,মোমের দিকে দৃষ্টি রেখে বললো..
“না পারে না।কেন আসবে ও??এতদিন কোথায় ছিলো??নিজেকে নষ্ট করে কেন আসবে এই বাড়িতে? সোসাইটিতে আমাদের একটা নাম আছে।এতগুলো দিন পরপুরুষের সাথে থেকে এখন আমাদের নাম ডোবাতে এসেছে??”
এতোক্ষনে মুখ খুললো নভ।,,
“কে পরপুরুষ??”
নভের কথায় তার দিকে তাকালো আবিদ।তীব্র কন্ঠে বললো…
“কেন আপনি???মনে নেই?ঐদিন কিভাবে ওকে তুলে নিয়ে গেলেন??তারপরেও ও পবিত্র আছে,এটা আমাদের মানতে বলছেন.?নষ্টা মেয়ে একটা??”
ঘৃনার সহীত কথাটা বললো আবিদ।মোম অবাক নয়নে তাকিয়ে আছে আবিদের দিকে,,,এই কি সেই আবিদ ভাই?যে একটা সময় মোমকে চোখে হারাতো??মোম বলতে পাগল ছিলো??কি করে এতোটা বদলে গেলো আবিদ ভাই??,,
একপা দু পা করে এগিয়ে এলো নভ,,মুখোমুখি দাড়ালো আবিদের,,ঠান্ডা তবে গম্ভীর কন্ঠে বললো…
“Hold your tought Mr.Abid Ahsan,,,আপনি হয়তো জানেন না আপনি কার সাথে কথা বলছেন,,,”
আবিদ আগের মতোই ক্ষীপ্ত কন্ঠে বললো…
“কার সাথে কথা বলছি মানে??আমি আমার চাচাতো বোনের সাথে কথা বলছি,,আপনি কে বাধা দেওয়ার??”
ফিচেল হাসলো নভ,,হালকা মাথা ঝাকিয়ে আবার তাকালো আবিদের দিকে..
“Wrong,,একটু ভুল হয়ে গেলো যে মি.আবিদ এহসান??”
অবাক হলো আবিদ,সাথে তার বাবা মা ও,,,
“মানে আপনি এখন যার সাথে কথা বলছেন,সে আপনার চাচাতো বোন ঠিক আছে।তবে এই মুহুর্তে তার আগে সে মিসেস মৌচাক রায়ানিশ।মানে,,ওয়াইফ অফ অবয়ব রায়ানিশ”
নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না আবিদ।কি শুনছে সে??অবাক কন্ঠেই উচ্চারণ করলো..
“ক্ কী??”
“হুম,,আমর বউ,, মিসেস,,,,,অবয়ব,,,, রায়ানিশ।।”
নভের একন মাথা হেলিয়ে হেলিয়ে কথায় যেন জলন ধরে যাচ্ছে আবিদের শরীরে…
“ম্ মোমের ব্ বিয়ে??বিয়ে হয়ে গেছে??”
এবার জয়নাল শক্ত কন্ঠে বলে উঠলো…
“হ্যা,,,,বিয়ে হয়ে গেছে ওর…”
আবিদের দৃষ্টি মোমের দিকে স্থির,,,মাথা হ্যাং হয়ে যাচ্ছে তার,,এটা কি শুনছে সে??
“ন্ নাহ,,,এএএটা হতে পারে নাহ।,ম্ মোমের বিয়ে হতে পারে নাহ…”
বলতে বলতেই এগিয়ে যেতে লাগলো মোমের দিকে।মোমকে হাত বাড়িয়ে ধরতে নিয়ে বললো…
“মোম,তুই বিয়ে করতে পারিস না,,,বল??বল তোর বিয়ে হয় নি,, বল মোম??ব…”
তবে মোমকে ছোয়ার আগেই নভ তার হাত আটকে দেয়,,
“আবিদ,,,,ডোন্ট টাচ মাই ওয়াইফ,,”
পরিস্থিতি মানতে পারছে না আবিদ।তার বাবা মাও স্তব্ধ হয়ে দেখছে সব,,,,আবিদ হিতাহিত বুদ্ধি হারিয়ে ফেললো,,দুপা পেছাতে পেছাতে মাথা নাড়িয়ে ধীরে ধীরে বলতে লাগলো…
“এটা হতে পারে নাহ,,,এটা হতে পারে না,,কিছুতেই না,,,,এটা হতে পারে নাহ…”
ধীরে ধীরে আবিদের কন্ঠ চিৎকারে পরিনত হতে লাগলো,,শেষ কথাটি বলতে বলতে হাতের কাছে টেবিলে থাকা ফুলদানিটি জোড়ে ছুড়ে ফেললো ফ্লোরে,,,
আর থাকলো না এখানে,,,চিৎকার করতে করতেই চলে গেলো নিজের রুমে,,,দরজা জোরে বন্ধ করে দিলো।উপস্থিত সবাই শুনতে লাগলো ভেতর থেকে ভাংচুড়ের শব্দ।,,,,,
এসব শুনে সবাই অবাক হলেও হলো না নভ।একটা নিঃশ্বাস ফেলে জয়নালের দিকে তাকিয়ে বললো…
“মোমের রেস্ট প্রয়োজন,৷ ”
জয়নাল বুঝলো,,তাই তো মোমকে বললো…
“মোমমা,,, যা, স্যারকে নিয়ে তোর রুমে যা,ফ্রেশ হয়ে নে।,,,”
মোম মাথা নাড়িয়ে সায় জানালো,,,নভের দিকে তাকিয়ে বললো..
“আসুন,,,”..
বলেই এগিয়ে গেলো নিকের সেই পুরোনো রুমের দিকে,,নভপ পিছু পিছু যেতে লাগলো,,,জয়নালের পাশ দিয়ে যাওয়ার সময় একটু থামলো..
” স্যার নয়,,,,নভ বলে ডাকবেন আব্বু”
বলেই আর থামলো না। চলে গেলো মোমের পিছু পিছু।আর এদিকে নভের এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলো জয়নাল এহসান।,,,
—
ভীরানো দরজাটা ঠেলে খুলতেই উন্মুক্ত হলো মোমের ছোট্ট দুনিয়া।চোখ পড়লো সামনের দেওয়ালে প্যাচানো হাতের লেখাটায়..
“মৌচাকের মধূময় রাজ্যে আপনাকে স্বাগতম ”
সেই পরিচিত লেখা।চোখ ঘুরিয়ে সব কিছু দেখতে লাগলো মোম,,সব ঠিকই আছে।তার ছবির কালেকশন,,খাটে থাকা টেডি গুলো,,,কিন্তু কিছু একটা মনে হচ্ছে নেই,,,কি নেই???
ভ্রু কুচকে এলো মোমের,, কিছুক্ষণ ভাবতে লাগলো, মাথায় আসতেই পরক্ষণেই ডান পাশে তাকালো,,,নেই,, তার প্রিয় একটা জিনিস নেই,,,উদ্যিগ্ন হলো মোম..
“আমার তোতা???আমার তোতা কোথায়???ভাইয়া??””
বলতে বলতেই বাইরে যাওয়ার জন্য ছুটলো মোম,,তবে যেতে পারলো না।দরজার কাছে যেতেই নভ আটকালো তাকে..
“মোম,,,দৌড়ায় না…”
মোমের সেই আগের মতোই উদ্বিগ্নতা..
“আরে আমার তোতাকে পাচ্ছি না,,,আমার তোতা কোথায়??”
“মোম মোম মোম,,,,রিলাক্স,,,, তোতা আছে,,,”
“তোতা আছে মানে??কোথায় আমার তোতা??”
“আছে তো বাবাহ,,,আমাদের বাড়িতে আছে।”
“মানে??”
“আমি আরো আগেই তোমার তোতাকে আমাদের বাড়ি নিয়ে গেছিলাম।ওটা ওখানেই আছে”
শান্ত হলো মোম..
“আপনি আমার তোতাকে নিয়ে গেলেন,,আমার কাছে দিলেন না কেন???”
দুষ্টু হাসলে নভ।হাত পেছনে নিয়ে দরজাটা আটকে দিলো,,,,মোমের দিকে এগোতে এগোতে বললো..
“কারন ওটা তোমার কাছে দিলে,তুমি সব আদর ওকেই করতে।আমাকে নয়,,”.
নাক কুচকালো মোম,,,
” কী??”..
“হুম,,,আর আমি আমার আদর কাউকে শেয়ার দিবো না।এমনকি তোমার তোতাকেও নাহ,,,বুঝলে বউ?”
+++++চলবে++++