পারবোনা আমি ছাড়তে তোকে ❤❤ #লেখিকাঃ লামিয়া ইসলাম তন্নি ❤ #পর্বঃ ২৪

0
740

#পারবোনা আমি ছাড়তে তোকে ❤❤
#লেখিকাঃ লামিয়া ইসলাম তন্নি ❤
#পর্বঃ ২৪ ❤
.
.
🍁
.
কারো হেঁচকা টানে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। হঠাৎ এভাবে টান দেওয়ায় কিছুটা ভয় পেয়ে যাই। আশ্চর্য! ঘুমের মাঝে কেউ কাউকে এভাবে তুলে? ম্যানার্স বলতে কিছু বোঝে না নাকি? আজকে খবর আছে! মনে মনে যতটা রাগ নিয়ে কথাগুলো বললাম! সামনের মানুষটাকে দেখে যেন সব হাওয়া! ইয়া আল্লাহ! আবার সেই বউহীন খাটাশের টর্চার ! কে জানে এবার আবার কি টর্চার করবে ?
.
—- এই! তুই ঘুমাইছিস কেন?
.
—- মানে ?
.
—– মানে! তোকে না আমি সারারাত আমার পা টিপতে বললাম ?
.
—- সারারাত নির্ঘুম কাটানো সম্ভব ?
.
—- চাইলে সব সম্ভব! এখন যেহেতু কথা অমান্য করছিস শাস্তি বেড়ে গেছে।
.
—- এ্যাঁ….!
.
—- এ্যাঁ নয় হ্যাঁ!
.
—- দেখুন এটা ঠিক না।
.
—- এটাই ঠিক। তুই কথা অমান্য করলি কেন ? কাল ভালোয ভালো চলে এলে কোনো শাস্তি পেতে হতো না।
.
—- আমি তো আপনার শাস্তির ভয়েই আসতে চাইনি !
.
—- সেটা তোর বোঝার ভুল আমার কি দোষ ? যাই হোক! অন্যায় করেছিস শাস্তি পাবি।
.
—- আশ্চর্য! আমি কি অন্যায় করলাম?
.
—- কেন আমার কথা শুনিস নি এটা অন্যায় না ?
.
—- ভাইয়া এবারের মতো মাফ করেন প্লিজ !
.
—- দেব এক ঠাটিয়ে! বেয়াদব মেয়ে কতোবার বলেছি ভাই বলবি না ?
.
—- আমার কি দোষ?
.
—- আবার কথা বলে? একদম নেকামো করবি না! যা কাপড় গুলো কেচে দে । তারপর পুরো বাড়ি পরিষ্কার করবি। তারপর রান্না করবি। আজও কেউ আসবেনা আমি না করে দিয়েছি। আর রহিমাকে একদিনের ছুটি দিয়েছি। আজ পুরো বাড়ির সব কাজ তুই করবি ।
.
—- মানেহ্! আপনি কি পাগল? আমি এগুলো কখনো করেছি নাকি? আমি পারব না।
.
—- একদম চুপ! যা বলছি তাই করবি। নয়তো খবর আছে। তাড়াতাড়ি যা!
.
উনার ধমকে দৌড়ে গিয়ে ওয়াশ রুমে ঢুকলাম। ওয়াশরুমে ঢুকে আমার মাথা যেন ঘুরে গেল। ও আল্লাহ্ গো!!!!! এগুলা কি ? এতো কাপড় আমি কতোদিনে ধুমু ? কে কইছিল উনার লগে বাড়াবাড়ি করতে? এখন এই ৪ বালতি কাপড় সব আমাকেই ধুতে হবে ! আল্লাহ দড়ি ফালাও আমারে তুইলা নাও !
.
প্রায় দু’ঘন্টা পর ক্লান্ত হয়ে ওয়াশরুম থেকে বেড়িয়ে এলাম। ইশ! যদি একটু শুতে পারতাম। নাহ্! একটু না শুলে শরীর চলবেনা। যেই ভাবা সেই কাজ! দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার শুতে দেড়ি হয়েছে কিন্তু উনার রুমে ঢুকতে এক মিনিটও লেট হয়নি। আমি শোয়া মাত্রই উনি দৌড়ে রুমে ঢুকেই চেঁচিয়ে উঠলেন……
.
—- আলো! উঠ, বাকী কাজ কে করবে?
.
আমি উনার চেঁচানো শুনে এক প্রকার লাফিয়ে উঠলাম। সতর্ক চোখে উনার দিকে তাকালাম।
.
—- একটু বিশ্রাম নেই প্লিজ! অনেক টায়ার্ড লাগছে।
.
—- টায়ার্ড মাই ফুট! যাবি কিনা?
.
কি আর করার! উনার কথা মতো চলতে হচ্ছে। নয়তো যে আমার কপালে দুঃখ আছে।
.
—- যাচ্ছি।
.
এইটুকু বলে যেতে নিলে উনি আমার বা হাতটা ধরে একটানে উনার বুকের সাথে মিশিয়ে নেন। আমার দু’হাত উল্টো করে কোমরের সাথে শক্ত করে চেপে ধরেন। আমি বারবার ছাড়ানো চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। ইশ! কি পরিমাণ শক্ত উনার হাত। আল্লাহ্ই ভালো জানে খাটাশটা কি খায়? ওরে বাবা গো! আমার হাড় ভেঙে গেল গো! খাটাশ,অসভ্য,বানর,বিড়াল,হনুমান,ইঁদুর, তেলাপোকা, গন্ডার ছাড় আমারে। আমি ব্যথা পাইতাছি! কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলাম না। কি করে বলব? ভয়ে শেষ আমি!
.
—- আমাকে ধরলেন কেন? কি করছি আমি ?
.
—- না কিচ্ছু না। তবে আগে তুই আমার জন্য গরম গরম পরোটা আর গরুর মাংস ভুনা করবি। ইশ! কি মজা করে খাবো !
.
উনার কথায় রাগে আমার সারা শরীর জ্বলে গেল। বলে কি আমি করব রান্না? অসম্ভব! জীবনে কখনো রান্না করতে কি লাগে তাই শুনিনি। সেখানে রান্না? জীবনেও করমু না। তোর রান্না তুই কর খাটাশ। তোর বউরে ক রাইন্দা দিতে । আমি তো ভুলে গিয়েছিলাম। তুই তো বউহীন খাটাশ ! কিন্তু মুখে বললাম……

—- আমি তো রান্না পারিনা !
.
—- ছিঃ! লজ্জা করে না? মেয়ে হয়ে জন্মেছিস অথচ রান্না করতে কি লাগে তাই জানিস না? তোর লজ্জা করে না? রান্না না করতে পারলে তো তোর না খেয়ে থাকা উচিত ।
.
—- আপনি আমাকে অপমান করছেন?
.
—- আমি অপমান কখন করলাম? আমি তো তোর গুন বর্ণনা করলাম। যাই হোক আমি সব বলে দিব তুই রান্নক করবি।
.
—- না আমি পারব না। আপনি আমাকে কথা শুনিয়েছেন
.
—- তুই পারবি তোর ঘাড়ও পারবো হুহ!
.
অবশেষে বাধ্য হয়ে রান্না ঘরে ঢুকলাম। রুটি বানিয়েছি রুটি তো নয় যেন বাংলাদেশের মানচিত্র। উনি তা দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তা দেখে রাগে আমার গা পিত্তি জ্বলে গেল। তোরে বক্ষপূর্ত্রর পঁচা পানিতে চুবামু হুহ!
.
উনি হাসি থামিয়ে ছোট একটা বাটি নিয়ে রুটিতে চাপা দিযে বাড়ির মাপে ছোট্ট গোল করে কেটে নেন। আর আমাকে দেখিয়ে দেন! এভাবে করে ৬টি রুটি বেলে নিই। তারপর ভাজলাম। ২টা একটু কাচা রযে গেছে। অবশেষে মাংস উনার কথা মতো সব দিয়ে চুলায় বসালাম।ইশ! কি কষ্ট রান্না করতে! যদি রান্না করতে গিয়ে হাত কাটলেও ভালো হতো!
.
অবশেষে সব রান্না করা শেষ। খাওয়া- দাওয়া শেষে আমাকে রান্না ঘরে পাঠিয়ে দিল সব ধোয়ার জন্য।

#চলবে……

[#বিঃদ্রঃ সরি গাইস! লেট হওযার জন্য। আজকে প্রায় ৩ দিন যাবৎ ফোনে ওয়াই-ফাই কানেক্ট হচ্ছে না।এমবি নিয়ে গল্প দিচ্ছি। বাট তাও প্রায় ২০/২৫ মিনিট ওয়েট করে। ফোনে প্রচুর প্রবলেম। জানিনা আবার কবে গল্প দিব! তাই সরি! দোয়া করুন যাতে ফোন্টার কিচ্ছু না হয়।তহলে আমিশেষ! সরি এগেওর। সবাইকে শুভ সকাল ❤]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here