Surprise Lover -Part 1+2

0
1691

😍Surprise Lover😍

#Arohi_Afrin

Part:01+2

আরো???????

আরো:,,,,,,,

-উফ মেয়েটাকে নিয়ে আর পারি না,,,,,আজ নাকি important class আর উনি এখনো ঘুম,,,,

আরো:ওহহো মাম্মাম,,,ওঠে গেছি দেখতো,,,

-একদিন ও কি ডাক মা দেওয়া ছাড়া ওঠতে পারিসনা তুই??

আরো:মাম্মাম তুমি না ডাকলে তো ঘুমটা ভাঙেনা,,,,,You have to বুঝতে হবে,,,

,,,,fresh হো,,,,,আমি টেবিলে নাস্তা দিচ্ছি,,,

আরো:উফ ok,,, ok,,,, একদিন দেখিও খুব সকালে ওঠে তোমাদের সবাইকে #Surprise দিয়ে দিব,,

-এটা একটা Surprise হলো??

আরো:তোমাদের জন্য তো Surprise,,

-বকবক কম করে fresh হতে যা,,

আরো fresh হতে চলে গেল,,ততোক্ষণে পরিচয়টা দিয়ে দি,,,,আরো আমাদের গল্পের নায়িকা,,Full name আরোহি আফরিন,,,সবাই আদর করে আরো ডাকে,,,, চোখ গুলা টানা টানা,,দেখতে খুব সুন্দর,,inter 2nd year এর ছাত্রী ,তার একটা স্বপ্ন অনেক বড় ডাক্তার হওয়া,,,,একটু দুষ্টু টাইপের, but অনেক সহজ সরল,, বাবা আফজাল রহমান,বিদেশ থাকেন,,মা রেহানা রহমান,,একটা মাত্র ভাই আরিফ,,যদিও ছোট কিন্তু ভীষন দুষ্টু,,,আমাদের গল্পের নায়িকা কিন্তু Surprise lover😊, এবার গল্পে ফিরা যাক,,,,

আরো fresh হয়ে ready হয়ে নিচে যাই,,,,তাকে দেকে আরিফ বলে,,

আরিফ:মাম্মাম দেখো তোমার মেয়ে প্রতিদিন দেরী করে,,

আরো:তাতে তুর কি??নাস্তা কর চুপচাপ,,

রেহানা:তুরা দুজন সবসময় tom and jerry মতো লেগে তাকিস কেন বলতো??

আরো & আরিফ:এটাইতো ভালোবাসা,,দুজন একসাথে বলে হেসে দিল,,

আরো নাস্তা শেষ করে,,সাজিকে Call দিল,,

আরো:কই তুই??

সাজি:আরো আজ আমি অসুস্থ তাই college এ যাবো না,,

আরো:কি?????আচ্ছা আমি আসছি, কি অসুখ তুর??

সাজি:না তুর আসতে হবে না,,এইতো একটু জ্বর,,,আজ তুই না গেলে note গুলা নিতে পারবনা,,

আরো:কিন্তু,,,

সাজি:কেনো কিন্তু না আমি ঠিক হয়ে যাবো,,,

আরো:ওকে Byee,,

সাজি:byee,,

আরো হাঠছে এমন সময় তার পায়ের কাছে কোথা থেকে যেন একটা Football আসে,,আরো ভাবছে মনে হয় কে খেলছে ভুলে রাস্তাই চলে এসেছে,,,,,আরো মাথায় আসলো এক দুষ্টু বুদ্ধি,,,

আরো:(এক হাটু হেড়ে বসে football টা কে বললো)বুঝলি football রাস্তাই কিছু দেখলে
আমার brain বলে দে লাথি,,so সে হিসেবে তুই একটা লাথি উপহার পাবি(বলে ওঠে গেল)

১,,২,,৩ বলে football টা কে দিল এক লাথি,,
একটা ছেলে গাড়ির সাথে হেলান দিয়ে মুবাইলে কথা বলছে আর football টা পরলো সোজা তার মাথায়, football টা পরায় ছেলেটার হাত থেকে মুবাইলটা,, ঠাস,,,,,মানে পরে গেল,,,,,
,,,,,,,,,,,,,,,

গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আয়ান গাড়ি থেকে নেমে driver কে call করতে গেলে কোথা থেকে যেন একটা football এসে পরলো তার মাথায়,, ওমনি মুবাইলটা পরে যাই,,আয়ানের রাগ চরম পর্যায়ে পৌছাল,,,

বুঝতে পারছেন ইনি আমাদের গল্পের নায়ক আয়ান চৌধুরি,,,,, দেখতে ফর্সা,,হাইট ৬’২ ইঞ্চি,,,,, জুবরান চৌধুরি আর রিমা চৌধুরির একমাত্র সন্তান,,,America থেকে Study Complete করেছে,তার বাবার ইচ্ছা ছিল সে চৌধুরি Company দেখাশুনা করবে কিন্তু সে এখন Company দেখাশুনা করতে ইচ্ছুক না,, ,,আয়ান ভীষণ রাগী আর জেদি,,, মাঝপথে গাড়ি নষ্ট হওয়ায় গাড়ি থেকে নামে driver কে call করতে যাচ্ছিলো,,,,তারপর তো ঘটনা টা ঘটলো,,,,

আরো দেখলো,, football টা পরলো একটা ছেলের মাথায়,,, আরো তো ছেলেটা কে দেখে Crush খেল,,,Black টি-শার্ট,,Black কোর্ট,,Black জিন্স,,,,চোখে Black Sun Glass,, দেখতে পুরাই কিলার look,,,মূহুর্তেই Crush বাশেঁ পরিণত হলো,,,

আয়ান রাগে বোম হয়ে গেল,,তার ফর্সা গাল টমেটোর মতো লাল হয়ে গেল,,আয়ান আরোর কাছে এসে বললো,,,

আয়ান:You idiot,,, রাস্তায় কেউ football খেলে,,,

আরো:কি?? আমি idiot,,, রাস্তায় football খেলে না জানি কিন্তু রাস্তায় দাড়িয়ে কেউ style করে কথা বলে,,শাঁকচুন্না,,

আয়ান:what??

আরো:hey you English কম মারেন ok,,

আয়ান:just shut up,,,,তোমার সাহস তো কম না তুমি রাস্তায় দাড়িয়ে আমার সাথে ঝগড়া করছো,,

আরো:সাহসের এখনো কি দেখেছেন,,আর এটা আপনার Surprise ছিল,,,আমি যেমন surprise পেতে পছন্দ করি ঠিক তেমন দিতেও পছন্দ করি,,,

আয়ান:What do you mean by Surprise,, এটা আবার কি রকম Surprise,,??

আরো:যেরকম দিছি ওইরকম,,,,আর মাঝ রাস্তায় এভাবে কথা বললে ছোট খাটো Surprise পাবেন,,,

আয়ান:আমার ইচ্ছে আমি কথা বলবো,,

আরো:আমার ও ইচ্ছে আমি football খেলবো😒😒😒

আরো গড়ি দেখে,,,oh my god আজ important class আছে,,আর মাত্র 10 minute এ পৌছাতে হবে,,,,আয়ানকে আঙুল দেখিয়ে বললো,,,

আরো:আপনার জন্য যদি আজ আমি বকা খায় দেখিয়েন আপনার একদিন কি আমার দশ দিন,,,,

আয়ান:what?? আমি কি করলাম,,আপনার জন্যই তো আমার ও late হবে,,পাগল ছাগল কোথ্থেকে আসে কে জানে,, বলে চলে গেল,,,

আরো:কি??আমি পাগল??শয়তান ধলা চিকা তুর class আমি পরে দেখছি,,হায় আল্লাহ তারাতারি পৌছালে হয়,,,

আরো রিকশা নিয়ে college যাচ্ছে,,অন্যদিকে আায়ন ও,,,আয়ান মোবাইল টা ঠিক করে driver কে call দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে,,,,

দুজনেই College এসে পৌছালো,কিন্তু এখনো কেউ কাউকে দেখেনি,,,,,

College গেটে আরো তারাতারি ডুকতেই,,খেলো এক ধাক্কা,,,

আরো:হায় আল্লাহ আমার কোমর শেষ,,আজকাল এখানে কে খাম্বা রাখে,ও মা গো,,, বলেই সামনে তাকালো,,,,তাকাতেই Shocked

আয়ান : College গেটে তাড়াহুড়া করে ডুকছি, এমন সময় একটা ধাক্কা খেলাম ওমনি নিছে পরে গেলাম,,,ওঠে হাত ঝারছি,উফ কোন idiot ধাক্কা দেই,,

আরো:এই যে মিস্টার সমস্যা কি আপনার,,

আয়ান:আমার কি সমস্যা মানে??আপনার কি সমস্যা সেটা বলেন,,আমাকে Follow করছেন কেন??

আরো:কি?? follow করবো??তাও আবার আপনাকে??Jokes of the year,,Follow তো আপনি আমাকে করছেন,,,

আয়ান:আমার খেয়ে দেয়ে কাজ নেই আপনাকে follow করতাম,, Idiot,,

বলে চলে গেল,,,,

আরো:শাঁকচুন্না ধলা চিকা,,তুকে আমি দেখে নিব,,,

বলে Class এ চলে গেল,,,

চলবে!!!!!
😍Surprise Lover😍

#Arohi_Afrin

Part:02

আরো খুব মন দিয়ে class শেষ করে তার অন্য friend জান্নাতকে নিয়ে কেন্টিনে যায়,,,দুজনে গল্প করছে আর হাসছে,,,,

জান্নাত :জানিস কাল নতুন English teacher আসবে,,

আরো:তো??

জান্নাত :শুনেছি স্যার নাকি অনেক handsome,,

আরো:ওওও বুঝেছি,,,,তুর মাথায় কি ঘুর পাক খাচ্ছে,,আমি কিন্তু জুনায়েদ ভাইয়াকে বলে দিব,,,(জুনায়েদ জান্নাতের bf)

জান্নাত :বেশি বুঝিস তুই,,

আয়ান আরোর college এ teacher হিসেবে join করেছে,,,,কিন্ত class করবে কাল থেকে,,আয়ান Principal এর সাথে কথা বলে তার friend আবিরের সাথে দেখা হয়ে গেল,আয়ান বললো

আয়ান:আরে আবির তুই এখানে??

আবির:আমি তো আমার বোন কে নিতে এসেছি,,তুই এখানে কিভাবে??

আয়ান:Teacher হিসেবে join করলাম,,

আবির:ওওওও,,, চল কেন্টিনে,,

,,,দুজনে কেন্টিনে গেল,,,,কথা বলার সময় দেখলো সকালের ওই মেয়েটা কথা বলছে আর হাসছে,,

আয়ান:huh!!দেখতে কি কিউট কিন্তু আস্ত একটা ঝগড়াটে,,,,,,

আবির:কিরে কে ঝগড়াটে??

আয়ান:আর বলিস না সকালে কি হয়েছে জানিস?বলে সব ঘটনা খুলে বললো,,,

আবির হাসতে হাসতে পরে যাওয়ার উপক্রম,,,

আয়ান:তুই হাসছিস,,,

আবির:কি আর করবো,,,,,,

আয়ান:আচ্ছা আমার যেতে হবে,,,

আবির:ওকে চল আমাকে যেতে হবে,,,

দুজনে চলে গেল,,,,,

আরো ঘরে এসে বললো,,,

মাম্মাম??????

-চিল্লাচ্ছিস কেন?? fresh হয়ে নে তারপর খেতে আয়,,

-ওকে,,,,,

fresh হয়ে নিচে আসলো,, খাবার টেবিলে,,,

আরিফ:আপু আমার জন্য কি এনেছিস??

আরো: তুর জন্য দুইটা গরু নিয়ে এসেছি,,,

আরিফ:আপু কি বলছিস তুই,,

আরো:কেন রে college যাই যে তুর জন্য জিনিস নিয়ে আসার জন্য?😠😠😠

আরিফ:মাম্মাম??? 😣😣😣😣

আরো:উফ মেরি ভাই চুপ হো যা,,,নে তুর চকলেট,,(একটা চকলেট বের করে দিয়ে)

আরিফ:টিংকু আপু,,,

আরো:হুম ঢং কম কর,,,

মাম্মাম এসে বললো,,,,বিকালে তোদের জন্য একটা Surprise আছে!!

আরো&আরিফ:what??কি Surprise মাম্মাম??..

রেহানা:বললে তো আর surprise থাকলো না,,,

দুজনে খুশি হয়ে গেল,,,,

আয়ানের বাসায়,,,

আয়ান সহ সবাই খেতে বসলো,,,,,তার বাবা বললো,,

জুবরান চৌধুরি :বাবা College এ join কখন হবে??

আয়ান:জি ড্যাড কাল থেকে,,,

জুবরান চৌধুরি :ভালো,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

বিকালে,,,

কলিং বেল বাজতেই আরোর মাম্মাম বললো,,

রেহানা:আরো মা দেখ তো কে এসেছে!(জেনেও না জানার ভান করে)

আরো:আসছি,,,,

দরজা খুলতেই আরো অবাক হয়ে যাই,,,কারণ তার পাপ্পা এসেছে,,,,

আরো পাপ্পা বলে খুশিতে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে,,,,

আরো:পাপ্পা আমি কিন্তু রাগ করেছি,,

আফজাল রহমান:আমার মামনি টা রাগ কেন করেছে শুনি??

আরো:তুমি আসবে আর আমাকে একবার ও বললে না,,

আফজাল রহমান :বললে কি surprise থাকলো,,,

-পাপ্পা তো দেখছি মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছে,,,(আরিফ এসে বললো)

আফজাল রহমান :ওমা বুড়ো তোমাকে কি বলে,,,,(পাপ্পা গিয়ে আরিফকে খুলে নিয়ে বললো)আমার আব্বুটা কে কি করে ভুলবো!!

রেহানা রহমান:তোদের বাবাকে এভাবে দাড় করায় রাখবি নাকি ভেতরে নিয়ে আসবি,,,

আরো:পাপ্পা তুমি fresh হতে যাও আগে,,

আফজাল রহমান:ওকে মামনি যাচ্ছি,,,,,

আরো:মাম্মাম আজ থেকে তুমি আমাকে বকা দিতে পারবে না,,আমার এত্তো এত্তো খুশি লাগতেছে,,

রেহানা রহমান:😒😒😒😒

আরো:😘😘

রেহানা রহমান : তুর বাবাকে নিয়ে নাস্তা করতে আই,,,

নাস্তার টেবিলে সবাই অনেক মজা করে,,,

রাতে,,

আফজাল রহমান সবার জন্য যে gift নিয়ে আসে তা সবাইকে দেয়,,আরো তো ভীষণ খুশি,, তার পাপ্পা তার জন্য অনেক চকলেট নিয়ে আসে,,,খুশির টেলাই রাতে আর পড়া হলো না,,,

সকালে,,,,,

চলবে!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here