Surprise Lover -Part 3+4

0
890

😍Surprise Lover😍

#Arohi_Afrin

Part:03+4

-অরো????

,,,,,,

-আর কতো ঘুমাবি,,,বলি কি এলার্ম আছে এলার্ম দিলে কি হয়,,

-ওহহো মাম্মাম তুমি থাকতে এলার্ম এর কি প্রয়োজন,,আমার কিউট গুলুমুলু মাম্মাম টা,,

-হয়ছে ঢং কম কর,,

-হিহিহি😁😁

এরপর অরো fresh হয়ে Breakfast করে সাজির সাথে College এ চলে যাই,,,,,College gate এ ঢুকতেই জান্নাত এলো,,,

জান্নত :হেই কেমন আছিস তুরা??

আরো:বেবী বালো না থাকলে তো আর College এ আসতাম না তাই না??ভালো আছি বলেই তো আসছি,,

জান্নত :আরো কি বাচ্চি,,

আরো:বিয়ে হয়নাই বাচ্চা কোথা থেকে আসবে??

জান্নাত :শাঁকচুন্নি আমার মাতা থেকে!!

আরো:কি?????????তুর মাথায় বাচ্চা আছে??oh my God,,

জান্নত :আরো???😠😠😠

সাজি:আহহা চুপ কর তুরা,,

জান্নত :আরোকে চুপ করতে বল,,

আরো:আমি আবার কখন বকবক করলাম?

সাজি:আরো😠😠

আরো:ok ok,,😒😒😒

সাজি;ok Calss এ চল,,,,

তিনজন Class এ গেল,, 1st class Complete করলো,,,

আরো:দোস্ত আমি আর Calss করবো না😭😭

জান্নাত :কি???

সাজি:মাত্র 1st class complete হলো,,শাঁকচুন্নি না পরার ধান্দা,,

আরো:😒😒😒

জান্নত :এই সাজি জানিস আজ নতুন English teacher join হবে,,

আরো:এই কথা তুই কইবার বলেছিস,,

জান্নাত :উপ তুকে বলেছি সাজি কে তো বলিনি,,

সাজি:তুরা একটু চুপ করবি,, দেখ principle Sir এসেছেন,,

জান্নাত সামনে থাকালেও আরো কলম দিয়ে খাতায় লিখালিখি করছে,,

প্রিন্সিপাল :My dear students,, আশা করি সবাই ভালো আছো!!ইনি মিস্টার আয়ান চৌধুরি,,তোমাদের New English Teacher,

সব মেয়েরা আয়ানকে দেখে Crush এর উপর crush খাচ্ছে,,,সবাই ডেবডেব করে তাকিয়ে আছে,,

আরো সামনে তাকাতেই অবাক,,,

আরো:(ওহ My dear Allah,এই ধলা চিকা নাকি English teacher,,আমার কি হবে!!)আরো তাড়াতাড়ি খাতা দিয়ে মুখ ডাকলো,,

প্রিন্সিপাল স্যার আয়ানকে সব বুঝিয়ে দিয়ে চলে গেলেন,,,,

জান্নাত :কিরে মুক ডেকে বসে আছিস কেন?

আরো:স্যার আমাকে দেখে Crush খাবে সেই জন্য ডায়নি চুপ কর,,পরে বলছি,,

আয়ান:Dear Students, আমি যেহেতু New তাই আজ সবার সাথে পরিচয় হয়ে নিয়,,

আায়ান সবার পরিচয় নিল,,এবার আসলো আরোর পালা,,,আরো মুখ থেকে খাতা সরাতেই আয়ান রাগে বোম হয়ে গেল,,আয়ানের ফর্সা মুক খানা টমাটোর মতো লাল হয়ে গেল,,

আয়ান:(বাহ এই বজ্জাতনির Class এ আসলাম তাহলে,,,, এইবার বুঝবা তুৃমি আমার সাথে পান্ঙা নেওয়ার মজা)
এই মিস আপনাকে কি Invite Card পাঠাতে হবে পরিচয় দেওয়ার জন্য?(রেগে বললো)

আরো:No Sir(শাঁকচুন্না ধলা চিকা)Sir. আমি আরোহি আফরি,,,😬😬

আয়ান:Ok Sit down,😒😒(নাম কত সুন্দর অতচ পুরাই ফাজিল)

আরো মনে মনে আায়ানের চৌদ্দ গোষ্টি উদ্ধার করছে,,

পরিচয় হতে হতে Class. শেষ হয়ে গেল,,,আয়ান বিদায় নিয়ে যাওয়ার সময় আরোর দিকে রাগি দৃষ্টি নিক্ষেপ করলো,,,

আয়ান যেতেই সব মেয়েরা বলাবলি করছে,,

-Wow year,, Sir is so Handsome 😍😍

-আমি তো Crush খেয়ে ফেলেছি,,

অনেকে অনেক কতা বলছে আরোর রাগ চরম পর্যায়ে,,

আরো:এই মেয়ে গুলা সব লুচু,,

সাজি:এই স্যার তুর দিকে অমন রাগে রাগে কতা বললো কেন??

জান্নাত :নিশ্চয় কোনো উল্টা পাল্টা কাজ করেছিস??বল তো কোন অকাম টা করেছিস?

আরো:জানতু😠😠😠

সাজি:জান্নাত থাম,আরো বল,,

আরো সব ঘটনা খুলে বললো,,,সাজি আর জান্নাত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে,,

জান্নাত:Uff year joss ছিল,,নামটাও Cute ধলা চিকা,,😂😂

সাজি:জানতু ঠিক বলেছিস😂😂😂

আরো:তুরা হাসছিস??আমার কি হবে!!😔😔

সাজি:Cool year,, কিছু হবে না,,,

জান্নাত :কিচ্ছু হবে না,, স্যার তুকে আদর করবে😂

আরো:জানটু😠😠😠😠

সাজি:উফ থাম,,by the পথ ঘাট আরো তুই কি ভয় পাচ্ছিস??

আরো:ভয়! আর আমি??How funny!!ধলা চিকাকে কোন দুঃখে ভয় পাবো,,

আয়ান বেড়িয়ে যাচ্ছে এমন সময় আরোদের কথা শুনে আয়ান রেগে গেল আর বললো,,

আয়ান:(ভয় পাবেনা তাই না??আরোহি তুমার ১২ টা আমি কিভাবে বাজায় দেখ)

এরপর আরো সাজি জান্নাত সব Class Complete করে বাসায় যাই,,,বাসায় এসে fresh হয়ে lunch করে লম্বা ঘুম দেয়,,,

বিকালে,,,

চলবে!!

😍Surprise Lover😍

#Arohi_Afrin

Part:04

বিকালে,,,,,

আরো????
,,,,,,

আরো মামনি কই তুৃমি???

আরো:জ্বি পাপ্পা আসছি,,,

আরো নিচে নেমে তার পাপ্পার কাছে গেল,,

আরো:পাপ্পা ডাকছিলে বুঝি!!

পাপ্পা :হুম মামনি একটা কথা বলার জন্য,

আরো:জ্বী পাপ্পা বলো,,

পাপ্পা :আমার মামনির স্বপ্ন তো অনেক বড় ডাক্তার হওয়া তাই না???

আরো:জ্বী পাপ্পা,,

পাপ্পা : আমি চাই তুমি foreign Country থেকে লেখাপড়া করে বড় ডাক্তার হও,,,

আরো:কিন্তু পাপ্পা,,

আফজাল রহমান:তুমি তো জানো তুমার ফুফি কানাডা গিয়েছে,,আমি চাই তুৃমি ঐখানে যাও,,

আরো:পাপ্পা please,,, আমি পারবো না যেতে,,আমি এখন যেই College এ পড়ি ওইটা যথেষ্ট ভালো,,

আফজাল রহমান :আমি জানি মামনি কিন্তু,,

আরো:পাপ্পা please 😟😟😟

আফজাল রহমান :আচ্ছা যাও,,আমি তোমাকে force করবো না,, তোমার যেখানে মন চাইবে ওখানে পড়ালেখা করবে ঠিক আছে??

আরো:really pappa??? Thank you

আফজাল রহমান :welcome মামনি,,

আরো:পাপ্পা তুমি রাগ করোনাই তো??

আফজাল রহমান :আরে না,,রাগ কেন করবো??আমার এই মামনিটার সাথে রাগ করে কি থাকতে পারি??

আরো:You are the best pappa,, 😍

আফজাল রহমান:পাগলি মেয়ে,,

আরো:পাপ্পা আমি রুমে যাচ্ছি,

আফজাল রহমান:ওকে মামনি যাও,,

আরো রুমে চলে গেল,,,,,,

পরদিন সকালে আরোর ঘুম থেকে উঠতে দেরী হয়ে যাই,,,,আরো তারাতারি ready হয়ে college যাওয়ার জন্য পা বাড়াতেই তার মাম্মাম এর ডাক,,

রেহানা রহমান:আরো মা Breakfast করে যা,,

আরো:না মাম্মাম,, এমনিতেই অনেক দেরী হয়ে গেছে,,,,,কেন্টিন থেকে কিছু খেয়ে নিব,,

রেহানা রহমান:দেখ breakfast না করলে তুর শরীল খারাপ করবে,,আগের বার কি কান্ড ঘটিয়েছিস মনে আছে??

(একদিন আরো না খেয়ে College এ যায়,,,,,এক তো extra Class হওয়া তার উপর না খেয়ে থাকে ফলে ওইদিন তার অবস্তা অনেক খারাপ হয়ে যাই)

আরো:মাম্মাম আমার কিছু হবে না তুমি টেনশন করিও না,,,,

রেহানা রহমান:হুম সাবধানে যাস,,,

আরো:ওকে মাম্মাম Byee,,

আরো আর সাজি College এ চলে গেল,,, first class ভালোভাবে Complete হলো,,

আরো:ও জানতু রে,,কাজু বাদাম রে আজ থেকে আমার জীবনটা তেনা তেনা হয়ে যাবে রে,

আরোর কথা শুনে সাজি আর জান্নাত হাসতে লাগলো,,,জান্নাত বললো,,

জান্নাত :উফ আমার কতো আনন্দ হচ্ছে জানিস,,,আজ থেকে আয়ান স্যার তুর জীবনটা তেনা তেনা করবে,

আরো:জানতু😠😠😠

সাজি:আরে year এমনটা নাও হতে পারে,,,হয়তো আয়ান স্যার কিছুই করবে না,,

আরো:সাজি soo sweet of you,,😘😘

সাজি:বেবী পাম কম মার ,,, ওই স্যার আসছে,,,

আয়ান:Dear Students আশা করি সবাই ভালো আছো!!

-Yes Sir,,

আরো মনে মনে বললো,,শাঁকচুন্না ধলা চিকা তুই তো ভালো থাকতে দিবি না😒😒

আয়ান class start করে,,মাঝে মাঝে আরোর দিকে রাগি রাগি ভাবে তাকাচ্ছে,, আয়ান ইচ্ছা করে আরোকে ডাক দিলো,,

আয়ান:এই যে মিস নাম জেনো কি??(না জানার ভান করে)

আরো:আরোহি আফরিন,😒😒

আয়ান:Whatever. , Class এ তুমার মনোযোগ নেই কেন??

আরো:আসতাগফিরুল্লাহ,,,,স্যার আমার মনোযোগ পুরাই Class এ,,

আরোর কথা শুনে সবাই হেসে ফেললো,,

আয়ান:Stop 😠😠,,আয়ান অনেকটা চিল্লিয়ে কথাটা বললো,,যার কারণে সবাই অনেক ভয় পেয়ে যায়,,

আরো: Sir really বলছি,,

আয়ান:really?? ok তাহলে এতক্ষণ যা পড়িয়েছি সব বলো,,,

আরো বলতে শুরু করলো,,আয়ন সহ Class এ সবাই অবাক,,কারণ আয়ান যেরকম পড়িয়েছে আরো ও ঠিক সেইভাবে বলছে,,

আয়ান:(ভাবলাম মেয়েটাকে ফাসাবো,, এখন উল্টা আমি নিজেই ফেসেছি,,,)Good Sit down,,

আরো মনে মনে আয়ানকে বকছে,,,আয়ান Class শেষ করে চলে গেল,,,

সাজি:ওফ year আমি কতো ভয় পেয়েছিলাম জানিস,,,

আরো:ডারপোক,,,আমি ভয় পায় নাএই ধলা চিকা কে,,আমি ভালো করে বুঝতে পেরেছি স্যার ইচ্ছা করে করেছে,,,

জান্নাত :Seriously Aro তুই পারিস ও বটে,,

আরো:বুঝতে হবে বেবী It’s me,,

আরো হঠাৎ মাথা ধরলো,,

সাজি:আরো নিশ্চয় আজ Breakfast করিসনি,,,

আরো:কককরেছি তো,,

সাজি:দেখে বুঝা যাচ্ছে,,,

জান্নাত:চল কেন্টিনে যাই,,,,

এদিকে আয়ান Class শেষ করেই ভাবলো কেন্টিনে যাবে,,

আরো কেন্টিনের দিকে পা বারালো হঠাৎ আরো মাথা ঘুরে পরে যাই,,ভাগ্য বশত আয়ান ধরে ফেলে,,

আয়ন:(কেন্টিনের সামনে যেতে দেকি আরো মেয়েট মাথা ঘুরে পরে যাচ্ছিল,,,ওমনি গিয়ে ধরে ফেললাম,,) hey aroo(গালে হাত দিয়ে আরোকে ডাকতে লাগলো)

সাজি:বারবার বলেছিলাম Breakfast করতে,,কিন্তু কারো কথা শুনেনি,,

আয়ান:sajiya I think Aro Senseless হয়ে গেছে,,,,ও কে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে,,তুমি আর জান্নাত আসো,,আর ওর বাড়ির কাউকে খবর দাও,,

সাজি:ওকে স্যার,,বাট কিভাবে নিবেন স্যার??

আয়ান: No problem (বলে আরোকে কোলে তুমে নিলে নিলো,আরোকে কোলে নিতেই আয়ানের কেমন অদ্ভুদ feelings কাজ করে,)

সাজি আর জান্নাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে,,,,

আয়ান: কি হলো আসবে??

সাজি আর জান্নাত: জ্বী স্যার,,,

আয়ান আরোকে কোলে নিয়ে গাড়িতে নিয়ে যাই,,,গাড়ির পেছনের সিটে সাজির কোলে আরোর মাথা রাখে,,,আর জান্নাত সামনের সিটে বসে,,,

আয়ান Drive করতে করতে বললো,,

আয়ান:আচ্ছা সাজি ওর কি হয়েছে বলতো??

সাজি :স্যার আসলে ও সকালের Breakfast না করলে এভাবে অসুস্থ হয়ে যাই,,

আয়ান:আগেও কি হয়েছে??

সাজি:জ্বী স্যার,,

এরপর ওরা Hospital এ আসে,,,ডাক্তার আরোকে cheak up করিয়ে বললো,,

ডাক্তার :ওনি বেশি দূর্বল,,,, i think সকাল থেকে কিছু খায়নি যার কারণে senseless হয়ে গেছে,,,,

এর মধ্যে আরের মাম্মা আর পাপ্পা আসে,,

আফজাল রহমান:ডক্টর আমার মেয়ের sense ফিরেছে??

ডক্টর :না বাট কিছুক্ষনের মধ্য ফিরবে,,আপনারা ওর খাবারের দিকে খেয়াল রাখবেন,

আফজাল রহমান: ok Doctor,, Thank you,,

ডক্টর :My pleasure,, আপনারা দেখা করে আসতে পারেন,,,,বলে ডক্টর চলে গেল,,

আরোর sense ফিরতেই দেকে,,

চলবে!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here