Surprise Lover -Part 5+6

0
881

😍Surprise Lover😍

#Arohi_Afrin

Part:05+6

ডক্টর :My pleasure,, আপনারা দেখা করে আসতে পারেন,,,,বলে ডক্টর চলে গেল,,

আরোর sense ফিরতেই দেখে তার বেডের চারপাশে সবাই দাড়িয়ে আছে,,আরো মাথা তোলার চেষ্টা করলো,,কিন্তু তার চেষ্টা বৃথা গেল,,প্রচন্ড মাথা ব্যাথার কারণে মাথা তোলতেই পারছেনা,,,আরোর sense ফিরতে দেখে তার মাম্মাম আর আর পাপ্পার মুখে হাসি ফুটে ওঠলো,,আরোর মাম্মাম বলে,,

রেহানা রহমান:কতোবার করে বললাম Breakfast করে যা শুনলি না আমার কথা,,,এখন দেখ নিজের কি হাল করেছিস,,,

আফজাল রহমান:থাক রেহানা তুমি ও কে আর বকোনা,,,,মামনি তুমার এখন কেমন লাগছে???

আরো:অনেকটা সুস্থ আছি পাপ্পা,, কিন্তু আমি এখানে কি করে এলাম??

সাজি:তুকে স্যার এনেছেন,,

সাজির কথা শুনে আরো বেশ অবাক হলো মনে মনে ভাবলো,,

আরো:(বাহ ধলা চিকার মনে তাহলে দয়া মায়া বলতে কিছু আছে,,আমি তো মনে করলাম তার মনটা রাগ আর জেদ দিয়ে ভরা,,)

আয়ান ভাবছে,,(আরোর family টা কতো অদ্ভুদ,,, সামন্য মাথা ঘুরে পড়ে যাওয়ায় সবার কতো চিন্তা,,,আসলেই আরো খুব আদরের,,কিন্তু আস্ত শয়তানের ডিব্বা)

আরো আয়ানের দিকে তাকিয়ে আছে,,এই প্রথম আরোর মনে কেমন যেন আয়ানের জন্য মায়া জন্ম নিচ্ছে,,,,পরোক্ষনে ভাবলো,,ছি ছি আরো তুই কি ভাবছিস ওনি তুর টিচার,,

আরো এতক্ষণে খেয়াল করলো তার ভাই আরিফ কেঁদে কেঁদে একাকার হয়ে গেছে,,যতই ঝগরা করুক না কেন দিন শেষে দুজন দুজন কে ছাড়া চলেই না,,

আরো:কি রে পুচকু তুই কাঁদছিস কেন?

আরিফ,,,,,,

আরো:এমনভাবে কাঁদছিস জেন আমি মরে গেছি,,

আরিফ:আপু মরার কথা যদি মুখে আনিস তাহলে আমি তুকে মেরে দিব বলে দিলাম,,

এইটুকু ছেলের কথা শুনে সবাই হেসে দিল,,

আরো আরিফকে জড়িয়ে ধরে,,,

আয়ান আরোর মুখে মরে যাওয়ার কথা শুনে তার বুকের ভেতরটা মুচর দিয়ে উঠলো,,,তার ইচ্ছা করছে এখনি আরো কে কয়েকটা থাপ্পড় দিতে,,আয়ান নিজেই জানে না কেন তার এমন হচ্ছে,,,

আরোর পাপ্পা বললো,,

আফজাল রহমান:বাবা আয়ান তোমাকে কিভাবে ধন্যবাদ দিব আমার জানা নেই,,,অনেক বড় উপকার করলে তুমি,,

আয়ান:আন্কেল কি বলছেন,, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই,,মানুষ তো মানুষের জন্য,

আফজাল রহমান:দোয়া করি বাবা তোমার যেন অনেক উন্নতি হয়,,

আয়ান মুচকি হাসি উপহার দিলো,

আরো ভাবছে,,

আরো:এ্যাঁ পাপ্পার সাথে কি মিষ্টি মিষ্টি কথা,,আরেকটু শুনলেই ডায়াবেটিকস হয়ে যাবে,,অথচ আমার সাথে সবসময় রাগী রাগী তাকে,

আয়ান সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল,,,

আরোকে বাসায় নিয়ে আসলো,,,সকালের মধ্যে আরো সুস্থ হয়ে যাই,,পরদিন আরোর মাম্মা অনেক বারণ করা সত্তেও College এ যাই,,,College এ সবাই আরোর দিকে কেমন করে তাকিয়ে আছে,,

আরো:সাজি ওরা এভাবে তাকিয়ে আছে কেন রে??মনে হয় কোনো এলিয়েন তাদের সামনে দাড়িয়ে আছে,,

সাজি:তুই কি কোনো এলিয়েনের চেয়ে কম??

আরো:ধুর,,,,ডাল মে কুচ কালা হে,,

সাজি:ওরা কেন তাকিয়ে আছে জানিস??

আরো:জানলে কি তুকে ask করতাম😒😒

সাজি:আয়ান স্যার তুকে কোলে করে hospital এ নিয়ে গিয়েছিল তাই,,

সাজির কথা শুনে আরো shocked,

আরো:কি???ধলা চিকা কোলে করে,, ওরে বাবারে কি বলিস,,,

এর মধ্যে জান্নাত আসে,,

জান্নাত :সাজি কাল আমরা কতো romantic একটা সিন দেখেছি,,,

আরো:জানটু তুকে মেরে কিমা কিমা করবো দেখ তুই,,আরো জান্নাতের পিছনে দিলো দৌড়,, দৌড়াতে দৌড়াতে আরো একটা ইটের সাথে হোচট খেয়ে পড়ে যেতেই চোখ বন্ধ করে ফেলে,,,, আরো ভাবছে,, কিরে আমি হাওয়ায় ভাসছি কি করে😐😐

আরো চোখ খুলে তাকাতেই দেকে আয়ান তাকে ধরে ফেলেছে,,

আয়ান:এই মেয়ে পাগল নাকি তুমি ,,,,, বাচ্চাদের মতো দৌড়াচ্ছো কেন,,?আমি না ধরলেই তো পরে যেতে,,

আরো:আপনাকে ধরতে বলেছি আমি??

আয়ান:(কি মেয়েরে বাবা উপকার করতে নেই)oh really??ok,, বলে আরোকে ছেড়ে দিলো,,,,আরো “ধপাস” করে পড়ে গেল,,

আরো:ও আল্লাহ গো,,ও মাগো,,কোমর তো ভেঙে গেল,,শাঁকচুন্না,ধলা চিকা,,,

আয়ান:What??এগুৃলা কি Language,,

আরো:ওওওও সাজি মাজি কাজি,,,,আমারে উঠা না,,

সাজি আর জান্নাত ওদের কান্ড দেখে হাসতে হাসতে আসলো আর আরোকে উঠালো,,,

আরো চলে যেতেই আয়ান বললো,,

আয়ান:মিস চারু না আরো Whatever,, এটাতো সবে শুরু,,আগে আগে দেখো হোতা কিয়া,,বলেই শার্ট থেকে ঝুলানো চশমাটা নিয়ে Attitude ভাব নিয়ে চলে গেল,,

আরো:ধলা বিলায়,,,,,😠😠😠

আরো দেখলো সাজি আর জান্নাত হাসতে হাসতে একজনের উপর আরেকজন পরে যাচ্ছে,,,

আরো:হাসো হাসো,, সময় আমার ও আসবে,,,,,আয়ান স্যার এর একটা না একটা ব্যবস্থা করতেই হবে,,

জান্নাত :হা হা,হা,তুই স্যার এর ব্যবস্তা করতে করতে স্যার তুর কি অবস্থা করে দেখ,,,

আরো:জানটু আমার doubt নয় তুরা আসলেই আমার বন্ধু না শত্রু 😒😒😒

জান্নাত আর সাজি :বন্ধু না বেপি বান্ডুপি,, দুজন একসাথে বলে হাসতে লাগলো,,

আরো:বান্ডুপি না ছাই,,ধুর class এ গেলাম তুরা থাক,,,

সাজি:আরে দাড়া আমারাও আসছি,,যা বাবা বান্ডুপি রাগ করছেরে জানটু,

জান্নাত:ধুর ওর রাগ কি,, class এ গেলে দেখবি বকবক শুরু,,

সাজি:ঠিক বলেছিস,,,চল class এ যাই,,

জান্নাত :হুম চল,,,

1st Class Complete হলো,,,, 2nd class যেহেতু আয়ানের তাই আয়ান এলো,,,সাথে প্রিন্সিপাল ও এলো,,সবাই অবাক,,তার মধ্যে প্রিন্সিপাল বললো,,,

প্রিন্সিপাল:My dear students,, College এর বিশেষ এক সমস্যার কারণে তোমাদের 1st class English হবে,,,,কাল থেকে শুরু,,,,

-Ok Sir,

প্রিন্সিপাল স্যার চলে গেলেন,,,,

আয়ান Class করাচ্ছে আর বার,বার আরোকে আড় চোখে দেখছে,,,আয়ান ভাবছে,, কি মিষ্টি মেয়ে,,পুরাই কিউটিপাই,,আবার ভাবলো,,ছি ছি আয়ান কি ভাবছিস তুই,,এই ঝগড়াটে মেয়েকে নিয়ে,,না না মেয়েটাকে একটা শিক্ষা দিতেই হবে,,,

আরো:আরো মনে মনে বললো,,(ধলা বিলায় কি ভাবছে মনে মনে কি জানি,,,,দেখতে কতো Handsome cute sweet, কিন্তু পুরাই রাগের ড্রাম,,,হাহ!কি জানি আমার কপালে কি আছে)

আয়ান Class করে চলে গেল,,,

আরো সাজি জান্নাত সব Class complete করে যে যার বাসায় চলে গেল,,,,

বাসায় এসে,,

চলবে!!!
😍Surprise Lover😍

#Arohi_Afrin

Part:06

বাসায় এসে,,আরোর মাম্মাম বললো,,,

রেহানা রহমান :আরো তুর এখন কেমন লাগছে??ভালো আছিস তো মা,,

আরো:মাম্মাম আমি এখন Full সুস্থ,,, আমার Cute মাম্মাম টা এতো সেবা যত্ন করেছে ভালো না হয়ে কি উপায় আছে!!!

রেহানা রহমান:পাগলি মেয়ে আমার,,,তুর জন্য অনেক টেনশন হয়রে মা,,

আরো:মাম্মাম এতো টেনশন করিও না,,শুধু দোয়া করো আমি যেন অনেক বড়ো একজন ডাক্তার হতে পারি,,

রেহেনা রহমান:তুর জন্য সব সময় দোয়া করি 😊😊

আরো:Love You মাম্মাম,,

রেহানা রহমান:Love you to ☺☺☺যা fresh হয়ে খেতে আই,

আরো:হুম যাচ্ছি,,,,

আরো fresh হয়ে নিল,, than lunch করে প্রতিদিনের মতো লম্বা একটা ঘুম দিল,,,আরোর এটা প্রতিদিনের অভ্যাস,, ঘুম ছাড়া সে অচল,,সব ছাড়তে পারলেও ঘুম ছাড়তে পারবে না,,,

বিকালে আরো ঘুম থেকে উঠে নাস্তা করে ছাদেঁ ওঠে,,,

আরো:আয়ান স্যার টা এমন কেন বুঝিনা,,সবসময় আমার সাথে কেমন রাগি রাগি ভাব নিয়ে তাকে,,,,ধুর আমি এই এনাকন্ডার কথা কেন ভাবছি,,,,যাই একটু পড়তে বসি,,,ধলা বিলায় এত্তোগুলা পড়া দিয়েছে,,,,,ডাক্তার হওয়ার জন্য science নিলাম এখন পড়তে পড়তে রোগী হয়ে যাচ্ছি,,আম্মু 😭😭😭😭

আরো পড়তে চলে গেল,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

আয়ান বিকালে বারান্দায় বসে বই পড়ছে,,,,এমন সময় তার বাবার আগমন,,,,

আয়ান:ড্যাড তুমি এই সময় এখানে??

জুবরান চৌধুরি : না এমনে কি করছো??

আয়ান:কিছুনা বই পড়ছি,,,কিছু বলবে??

জুবরান চৌধুরি : না মানে বলছিলাম কি তুমি যদি আমাদের বিজনেসটা দেখতে তাহলে ভালো হতো,,দেখ বাবা আমি তো বুড়ো হয়ে যাচ্ছি,,,আর কতো,,সব তো তোমার,,,

আয়ান:হুম যানি,,,,আমি তো আর বলছি না বিজনেস দেখবো না,,,,দেখবো But সময় হোক,,

জুবরান চৌধুরি : ওকে যা ভালো মনে করো,,

জুবরান চৌধুরি চলে গেলেন নিজ কাজে,,,,,

পরদিন,,,আরোর ফোন বেজেয় যাচ্ছে,,, আরো ঘুম ঘুম কন্ঠে ফোন receive করলো,,

আরো:কোন শাঁকচুন্নি না শাঁকচুন্না এত্তো সকাল সকাল ফোন দিয়ে Distrub করিস,,

সাজি:শাঁকচুন্নি সকাল তাই না???ঘড়ি দেখ কুত্তী কয়টা বাজে,,

আরো ঘড়ি দেখে চোখ কপালে,,,,

আরো:হায় আল্লাহ,, সাজু তুই ৫ মিনিট দাড়া আমি ১০ মিনিটের মধ্যে আসছি,,,
সাজিকে কিছু বলার সুযোগ না দিয়ে আরো ফোন কেটে দেয়,,,

আরো তাড়াতাড়ি রেডি হয়ে নেই,,,সামান্য Breakfast করে বেড়িয়ে যাই,,,,

সাজি:বাহ বাহ মহারাণীর এখন সময় হলো,,, তুর কি আজই দেরী করতে হলো!!

আরো:বাহরে আজ কি এমন বিশেষ দিন,,

সাজি:আরো???আজ আয়ান স্যার এর first English Class,, ভুলে গেলি???এমনিতেই স্যার কতো রাগি,, তারওপর ওনার first class এ late,,

আরো:আল্লাহ!!!!!!!!! বেশি কথা না বলে চল,,

সাজি: শাঁকচুন্নি কাহিকে,,আমি খেয়াল করে দিলাম,, আর আমাকে বকছিস!!

আরো:Sorry,,চল এখন,,

আরো আর সাজি রিকশা করে চলে আসে College এ,,,,যতই তাড়াতাড়ি আসুক না কেন class শুরু হয়ে গেছে,,

আরো:আজ তো মনে হয় কপালে শনি থেকে শুরু করে শুক্ত পর্যন্ত আছে,,,

সাজি:চুপ কর,,তুর জন্য হয়েছে,,,

দুজনে Class এর সামনে গিয়ে বললো,,

আরো & সাজি:May I come in sir??

আয়ান:ওওও আপনারা এসে গেছেন,,,,তো মিস আপনাদের দেরী কেন হলো শুনি??(দাত চেপে বললো)

আরো:(মুখটা কি রকম করেছে দেখ ধলা চিকা) স্যার কি আর বলবো রাস্তায় কতে জ্যাম,,,

আয়ান:Shut up!!first class late করেছো তোমরা,,,,,আজ যদি শাস্তি না দেই তাহলে প্রতিদিন late করবে,,,,,

সাজি:Sir please,,

আয়ান:No excuse,, কান ধরে দাড়িয়ে থাকো,, যতক্ষণনা আমি আসতে বলব,,
(মিস আরো এইবার বুঝবা আমার সঙ্গে লাগতে আসার ফল,,,,,,)

আরো:(ভালো করে বুঝতে পারছি প্রতিশোধ নিচ্ছে এই ধলা বিলায়টা)

সাজি:পেত্নি সাদা বিল্লি তুর জন্য হয়ছে সব,,

আরো:আমার কি দোষ,,আমাকে কিছুক্ষন আগে ঘুম থেকে জাগাসনি কেন,,তুর দোষ সব,

সাজি:ধুর,,,😭😭😭

আয়ান কিছুক্ষন পর আরো আর সাজি কে Class এ ডুকতে বলে,,,,

আরো আর সাজি নিজেদের sit এ বসে,,,

জান্নাত :কিরে আজ তুদের এতো late??

সাজি:মহারাণী আরো কি বাচ্চি চারুকে ask কর,,মরার মতো ঘুমাচ্ছিলো,, আমি না জাগালে তো আজ class টাই মিস যেতো,,

জান্নাত: জানতাম এই বিল্লি টার জন্য হয়ছে late,,

আরো:কিছুই কইতামনা খালি শুনুম,,

জান্নাত :বলিস না চুপ করে থাক,,,

আরো:😏😏😏

আয়ান দেখলো আরো আসার সাথে কথা বলা start করে দিছে,,,

আয়ান:(বাহ আসার সাথে redio on করে দিছে,,এতো কথা কিবাবে বলতে পারে,মিস বকবক)এই যে মিস আরো,,stand up,,

আরো দাড়িয়ে গেল,,

আয়ান: কালকে যে পড়া দিয়েছি সব বলো,,যদিও একটুও mistake হয় দেখিও,,

আরো:(জানি তো আমিই তুর চোখে পরবো)ok sir,,

আয়ান:(বাহ কি Confidence) হুম বলো,,

আরো বলা start করলো,,,আয়ান অবাক হলো সাথে class এর সবাই অবাক,,,আরো সব পড়া গড় গড় করে বলে দিল,,,

আয়ান:(মেয়েটাকে বাজাতে গিয়ে নিজে বেজে যাই সবসময়) Good Aro,,Sit down,,

আরো বসে গেল আর মনে মনে বললো,,,(কলিজার পানি তো শুকায় গেল,,আহ মিস্টার আয়ান স্যার আমাকে ফাঁসাতে পারবেননা)

আয়ান class করছে মাঝে মাঝে আরোকে দেখছে,,,,,,class এর ফাঁকেফাঁকে আয়ান সবার কাছে question করছে,,কেউ কেউ পারছে তো কেউ কেউ পারছেনা,,কিন্তু আরো সব question এর ans ঠিকঠাক ভাবে দিচ্ছিল,,

আয়ান মনে মনে ভাবলো:(মাশাল্লাহ পড়ালেখায় নাম্বার ওয়ান সাথে বজ্জাতি করাই ও নাম্বার ওয়ান)

আজও আয়ান আরোকে ফাঁসাতে পারলো না,,,আরো তো সেই লেবেলের খুশি,,

class শেষ হতেই আরো সাজি আর জান্নাত ফুচকা খেতে গেল,,,

জান্নাত :যাই বলিস আরো তুই আজ ফাটিয়ে দিয়েছিস,,

আরো:হুম বুঝতে হবে it’s,,আরো কে বলতে না দিয়ে সাজি বললো,,

সাজি:জানি জানি it’s you,, বলে তিনজন হাসতে লাগলো,,আর ফুচকা খেতে লাগলো,,

আয়ান বেরিয়ে যেতেই কারো হাসির শব্দ শুনে পাশে তাকাতেই চমকে গেল,,আয়ানের চোখ আটকে গেল আরোর দিকে,,College ড্রেসে আরোকে ভীষণ সুন্দর লাগছে,,,আরোর হাসি দেখে আয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে আছে,,,

আয়ান ভাবছে,,এই মিষ্টি হাসি দেখে কেউ কি চোখ ফিরাতে পারবে??আরো তোমার হাসি আর চোখের মায়ায় নিজেকে জড়িয়ে নিতে ইচ্ছা করছে,,,পরোক্ষণে আবার ভাবলো,,ছি ছি আয়ান,, কি করছিস তুই,কি ভাবছিস এসব,,,এই মেয়েটাকে নিয়ে ভাবছিস তুই?কিন্তু মেয়েটার দিক থেকে চোখ ফেরানো ও বড় দায় হয়ে যাচ্ছে,,,,কাল থেকে কেন এমন হচ্ছে নিজেই বুঝতে পারছিনা,,,

আয়ান কিছুক্ষন পর ঐখান থেকে চলে গেল,,,

আরো সাজি জান্নাত ফুচকা খেয়ে যে যার বাসায় চলে গেল,,


চলবে!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here