#তোকে চাই পর্ব ১৬

0
1132

#তোকে চাই❤পর্ব১৬
#নৌশিন আহমেদ রোদেলা❤



উনি আমাকে কোলে নিয়ে হেঁটে চলেছেন,,,,একটাবারও আমার দিকে তাকাচ্ছেন না আর আমি??আমি একদৃষ্টিতে শুধু উনাকেই দেখছি।।।আমার হার্ট খুবই স্পিডলি বিট করছে।।যে জিনিস টা পাবো না জেনেও আমরা চাই,,,সে জিনিসটা হঠাৎই পেয়ে গেলে কি রিয়েকশন দেওয়া যেতে পারে বা কিভাবে নিজের খুশিটা দেখানো যেতে পারে তাই আমরা ভুলে যাই,,,আমার অবস্থাও এখন ঠিক তাই,,,মারাত্মক খুশিতে এই মুহূর্তে যেনো অনুভূতি শূন্য হয়ে পড়েছি ।।।উনাকে এতোটা কাছ থেকে অনুভব করতে পারবো ভাবি নি কখনো।।।ইসসস কি কিউট লাগছে উনাকে,,ফারসা মুখটায় রাগের আভা থাকায় কেমন লালচে হয়ে আছে,,,সিল্ক চুল গুলো হালকা উড়ে এসে কপালে পড়ছে,,,ইচ্ছা করছে নজর ফোঁটা দিয়ে দিই,,যদি কারো নজর লেগে যায় তখন??আমার ভাবনাগুলোর মাঝপথে উনি বলে উঠলেন,,,

এভাবে তাকিয়ে আছো কেন??অন্যদিকে তাকাও,,আমার অস্বস্তি লাগছে,,,

কেনো??অস্বস্তি লাগার কি আছে??চাইলে আপনিও আমার দিকে তাকিয়ে থাকতে পারেন,,আমি মাইন্ড করবো না(ভাব নিয়ে)

একদম বেশি কথা বলবা না,,,,তোমার মধ্যে দেখার মতো কিছু আছে নাকি,,যত্তোসব।।।

আপনি আমাকে অপমান করছেন??(ভ্রু কুঁচকে)

না,,তোমাকে সত্যটা বলছি,,,শুধুমাত্র মার কথা ভেবে তোমাকে কোলে নিয়েছি,,নয়তো এই খানেই ফেলে যেতাম হুহ,,,

তাও তো নিয়েছেন তাতেই আমি খুশি,,(বলেই উনার গালে দিলাম একটা কিস,,,টাইট কিস যাকে বলে)

কিন্তু এরপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।। উনার গালে ঠোঁট ছোঁয়াতে আমার দেরি হলেও হতে পারে বাট উনার আমাকে ছেড়ে দিতে এক সেকেন্ড দেরীও হলো না।।।আস্ত খাটাস একটা,,,এভাবে কেউ ছেড়ে দেয়??আহহ,,আমার কোমর,,অসভ্য,, ফাজিল,,,পাগলা গন্টী একটা।।

এভাবে ছেড়ে দিলেন কেন??এ্যা এ্যা আমার কোমর(কোমরে হাত বুলাতে বুলাতে)

তুমি যা করছো তার জন্য এটা তোমার প্রাপ্য,,হুহ।।

এএহহ তোমার প্রাপ্য,,(মুখ ভেঙিয়ে)আপনি এতো আনরোমান্টিক কেন শুনি,,,রিভেঞ্জ নিবেন ঠিক আছে,,আমি আপনাকে গালে কিস করছি,,আপনি আমার ঠোঁটে দিয়ে দিতেন,,,তাহলেই হতো।।মুভিতে দেখেন না??নায়ক রাগ পেয়ে নায়িকার ঠোঁটে কিস করে দেই,,হুহ(মুখ উল্টিয়ে)

ঠাডায় একটা চড় বসাবো,,বেয়াদব মেয়ে,,মাথায় কি সমস্যা আছে নাকি??এটা কোনো ফিল্ম না,,,আর তুমিও কোনো হিরোইন না।।।এনিওয়ে আমি তোমাকে কিস করতে যাবো কোন দুঃখে??? পিচ্চি মেয়ে একটা তবু মাথায় যত্তসব বাজে চিন্তা,,,,আর কোনোদিন এসব কথা শুনলে,,,দাঁত একটাও মুখে থাকবে না,,,,থাপড়াইয়া সব ফেলে দিবো।।

দেখুন একদম পিচ্চি পিচ্চি করবেন না বলে দিলাম,,,,আমি মোটেও পিচ্চি না,,,(মুখ গোমড়া করে)

মামার বাড়ির আবদার,,

বলতে বলতেই উনি নিচের দিকে ঝুকে হাত বাড়ালেন,,,আমিও খুশি খুশি মনে হাত বাড়ালাম,,উনার হাত ধরে উঠে দাড়াবো কিন্তু ওই যে,,, খাটাশ তো খাটাশই,,,শালা বান্দর একটা,,আমার হাত না ধরে,,উনি নিচু হয়ে জুতোর ফিতা ঠিক করে,,আমাকে ডিঙিয়ে হাটা দিলেন।।।আমি তো হা করে তাকিয়ে আছি,,,এটা কি হলো??বজ্জাত কোথাকার,,তোর চুল আমি সবকটা টেনে টেনে ছিঁড়বো,,,রাগে শরীর ফেটে যাচ্ছে,,,কিন্তু রাগ দেখাতেও পারছি না,,,আমি এখন অবলা নারী,,মাঝ রাস্তায় ভাঙা কোমর নিয়ে পড়ে আছি।।।আচ্ছা?উনি আমাকে রেখে চলে যাচ্ছেন না তো??হায় আল্লাহ্,,,আমার কি হবে??

এই,, এই কই যান??আরে আরে আমাকে তো নিয়ে যান,,,যাহ বাবা,, চলে গেলো?খা,,খা বেশি করে খা আইসক্রিম,,,, আইসক্রিমের মধ্যে ডুবে মরে যা তুই রোদ।।।অসভ্য মাইয়া,,সিম্পল সেন্সটা তোর মাঝে নেই??খুব তো আইসক্রিম খেতে এসেছিলি,,,এবার গলে যাওয়া আইসক্রিম আর ভাঙা কোমর নিয়ে তুই ভূতের খাবারে পরিনত হ,,,,,নিজের মনে বিরবির করছিলাম তখনই কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো,,,আমি তো খুব খুশি শুভ্র ফিরে এসেছে,,,খুশি খুশি মোড নিয়ে উপরে তাকাতেই দেখি না,,,এতো শুভ্র নয় অন্য একটা ছেলে।।।এবার আমার ভয় করতে লাগলো,,,,এই ছেলে আবার আমার,সাথে কিছু করবে না তো??উফফ,,,যত্ত ঝামেলা শুধু আমার সাথে,,,,আমার ভাবনায় এক বালতি জল ঢেলে দিয়ে উনি বলে উঠলেন,,,

এক্সকিউজ মি আপু??

আমি চোখ তুলে তাকাকাম,,,

কি ব্যাপার???কোনো সমস্যা??এভাবে রাস্তায় বসে আছেন কেন??(অবাক হয়ে)

তোকে কোন দুঃখে বলতে যাবো রে,,,জ্বালায় বাঁচি না,,আরেক আবালে আসছে মরতে(মনে মনে),,কোমর ভেঙে গেছে তাই বসে আছি,,,(বিরক্তি নিয়ে)

হোয়াট???আপনার কোমর ভেঙে গেছে কিন্তু কিভাবে??আর আশেপাশে কাউকে দেখছি না তো।।।আপনি একা নাকি??

লোকটার অতিরিক্ত উৎসাহ আমার চরম বিরক্তির কারন হয়ে দাঁড়াচ্ছে,,,বিরক্ত মুখেই বলে উঠলাম,,,ছিলো একটা খাটাস,,যে আমাকে রেখে হাওয়া খেতে গেছে,,আর কোনো প্রশ্ন??

স্ট্রেঞ্জ,,,আপনার মতো পিচ্চি একটা মেয়েকে ফেলে রেখে,,হাওয়া খেতে গেছে??(অবাক হয়ে)

আবার সেই পিচ্চি,,,এই পিচ্চি পিচ্চি শুনতে শুনতে কান পঁচে গেলো।।।মেজাজটা প্রচুর গরম হচ্ছে,,,আমার ওয়ান পিস জামাই আমাকে পিচ্চি পিচ্চি বলে পাত্তায় দিচ্ছে না,,আর এদিকে ইনি আসছেন,,কাটা গায়ে নুনের ছিটা দিতে হুহ,,,

খবরদার পিচ্চি বলবেন না,,,,আমাকে কোন এংগেল থেকে পিচ্চি মনে হচ্ছে শুনি,,,(ভ্রু কুঁচকে)আপনার কোনো ধারনা আছে আমি কোন ক্লাসে পড়ি??

আরেহ,,বাবা,,রেগে যাচ্ছেন কেন??ওকে ওকে,,আপনি একদম পিচ্চি না,,অনেক বড়,,,এবার হেপি??

হুহ।।

আচ্ছা আপনি এখানে থাকুন,,আমি গাড়ি নিয়ে আসছি,,আপনাকে ড্রপ করে দিবো ওকে???

বলেই মুচকি হেসে দৌড়ে চলে গেলেন,,, আমি কিছু বলার সুযোগই পেলাম না।।আরে ব্যাটা,,আমার তোর গাড়িতে উঠতে হবে কেন??যত্তসব,,কচুক্ষেতে গিয়ে মর,,,হুহ।।।নিজের মনে বিরবির করছিলাম,,,হঠাৎই কেউ আমায় কোলে তোলে নিলো,,,ঘটনার আকস্মিকতায় চমকে উঠে যেই না চিৎকার দিবো তখনি লোকটির মুখের দিকে তাকিয়ে থেমে গেলাম,,,আরে এ তো আমার খাটাস বরটা।।উনি আমাকে রিকশায় বসিয়ে দিয়ে পাশে বসে পড়লেন।।
দুজন রিকশার দুই বর্ডারে বসে আছি,,,,মাঝে প্রায় এক হাত ফাঁকা।।ব্যাপারটা নিঃসন্দেহে বিরক্তিকর,,উনি এমনভাবে বসে আছেন যেনো আমার শরীরের সাথে শরীর লাগলে উনার শরীর পুড়ে যাবে,,,

এই যে শুনোন?

কি?

আমাকে একটু ধরুন প্লিজ,,,আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো,,(ইনোসেন্ট ফেস নিয়ে)

উনি দু’মিনিট ভ্রু কুচঁকে আমার দিকে তাকিয়ে থেকে বললেন,,,’পারবো না”।।এবার মেজাজটা আরো খারাপ হচ্ছে,,ব্যাটা বলিস কি??পারবি না মানে?তুই পারবি,,, তোর বাপ সহ পারবে হুহ।।।মুখে বললাম,,”ওকে,,”।।আমি ক্রমাগত উনার শরীর ঘেষে বসছি আর উনি সরে যাচ্ছেন।।সড়ার মতো তিল জায়গা অবশিষ্ট না থাকায় আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললেন,,,

কি সমস্যা?? কোলে বসার ইচ্ছা জাগছে নাকি?

হুমম,,ব্যাপক।।কিন্তু আপাতত সেই ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছি না

তাহলে গায়ের সাথে লেগে বসছো কেন??(ভ্রু কুঁচকে)

তো কি করবো??যদি রিকশা থেকে পরে যাই,,,,,ভয় লাগছে তো

আমি কিছু জানি না,,,তুমি সরে বসো,,,আই সেইড,,,সরো বসো(রাগী চোখে)

আপনি আমাকে না ধরলে আমার পক্ষে সরা সম্ভব নয়,,,,যা করার করেন(আরেকটু চেপে বসে)

ওকে ফাইন,,,(দাঁতে দাঁত চেপে)ধরছি,,তবু সরে বসো নয়তো আমি নিজেই পড়ে যাবো।।

আমি খুশি মনে সরে বসলাম,,,উনি আলতো হাতে আমার কোমর চেপে ধরলেন।।।বাহ,,,কী অনুভূতি।। এবার আমি উনার কাঁধে মাথা রাখলাম,,,

হেয়াট দ্যা হেল??মাথা সড়াও😡কাঁধে মাথা রাখছো কেন??(রাগী চোখে)

এহহহহহ,,,আপনিই তো ফেলে দিয়ে কোমরে ব্যাথা দিলেন,, আবার জিজ্ঞেস করা হচ্ছে,,,”কাঁধে মাথা রাখছো কেন??”হুহ

ব্যাথাটা তোমার কোমরে মাথায় না,,,মাথা সড়াও(দাঁতে দাঁত চেপে)

আরে কোমর নিয়ে টেনশন করতে করতে মাথা ব্যাথা হয়ে গেছে।।।বুঝেন না কেন???

উনি আর কিছু বলেন নি,,হয়তো বুঝে গিয়েছিলেন আমার সাথে পেড়ে উঠবেন না।।।


গত দুইদিন,,, আমি কোমর ব্যাথায় না পেড়েছি ঠিকমতো ঘুমাতে না পেড়েছি ঠিকমতো পড়তে।।।তবে একটা জিনিস খুব করে করেছি তা হলো উনাকে বকা দেওয়া।।পৃথিবীর এমন কোনো গালি হয়তো বাকি নেই,,,যেখানে আমি উনাকে ম্যানশন করি নি।।

কি হলো উঠো,,

না(মুখ গোমরা করে)

না মানে?(অবাক হয়ে)

আজ গাড়িতে না,,বাইকে যাবো

অসম্ভব,, আমার বাইকে তোমায় আমি কখনোই নিবো না,,,ওই সিটটা শুধু………(মাঝপথে থেমে গেলেন)

যারই হোক না কেন,,,আমি বাইকেই যাবো ব্যাস।।

আর আমি তোমাকে নিবো না ব্যস।।

ওকে,,,,আমি মামানিকে বলছি,,,আমার কোমরের ১২ বাজার পেছনে ওনলি এন্ড ওনলি আপনার হাত,,আমি মোটেও পিছলে পড়ি নি,,আপনি আমাকে ফেলেছেন।।

ইউউউ,,,,(রাগী চোখে)

আপনার মাথা

বলেই মুখ ভেঙিয়ে যেই না বাড়ির দিকে হাঁটা দিবো,, তখনি উনি বলে উঠলেন,,,”ওকে ফাইন।।চলো।।”আমি উনার পেছনে বসে আছি,,,,দুজনেই চুপচাপ।।।আমিও কোনো কথা বলছি না,,,উনি হয়তো নীলি আপুকে অনুভব করছেন,,,করুক না,,,সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত।।হঠাৎই উনি বাইক দাড় করালেন।।ভাবনার প্রহর কাটিয়ে সামনে তাকিয়ে দেখলাম উনার বন্ধুরা দাড়িয়ে আছেন,,,এর মধ্যে বেশ কয়েকজনকে আমি চিনি,,,সবচেয়ে ভালো চিনি সাব্বির ভাই আর রোহান ভাই কে(শুভ্রর বেস্ট ফ্রেন্ড)।।উনার ফ্রেন্ড সার্কেলে উনারা দু’জনই শুধু আমাদের বিয়ের ব্যাপারটা জানে।।উনাদের মধ্যে একজনকে দেখে আমি অবাক হলাম,,,এ তো সেই রাস্তায় দেখা হওয়া ছেলেটা,,যে আমার জন্য গাড়ি আনতে গিয়েছিলো।।উনিও যে আমাকে দেখে যথেষ্ট অবাক হয়েছেন,,, তা উনার মুখ দেখেই বুঝা যাচ্ছে।।।

আরে শুভ্র এটা কে??জিএফ??(আমাকে দেখিয়ে)

আরে নাহ,,,ও রোদেলা,,আমার ফুপ্পির মেয়ে।।

কথাটা শুনে সামনের মানুষটা মনে হলো বেশ স্বস্তি পেলেন বাট আমি তিল পরিমান স্বস্তি পেলাম না।।।রাগী চোখে উনার দিকে তাকালাম।।এসবের মানে কি??আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিতেও উনার ইগোতে লাগে নাকি??সাব্বির ভাইয়া আর রোহন ভাইয়াও দেখলাম অবাক চোখে তাকিয়ে আছে,,,

#চলবে,,,,

(কয়েকজন আপু ইনবক্সে রিকুয়েষ্ট করেছে যেনো আমি রাইটারের নামে আমার পুরো নামটা লিখি।।ওদের কথা রাখতেই গল্পের লিখিকার পুরো নাম দেওয়া হলো,,,কেউ কনফিউজড হবেন না প্লিজ ❤❤)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here