#তোকে চাই পর্ব ৪৫

0
1062

#তোকে চাই❤পর্ব৪৫
#নৌশিন আহমেদ রোদেলা❤



পুরো বাড়িতে সাজ সাজ রব,,,আর হবেই না বা কেন,,আমাদের পুচকো যে আসতে চলেছে,,,আমাদের দুটো ফ্যামিলির প্রথম পুচকুসোনা,,,আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে,,,ইচ্ছে করছে পুরো বাড়িটা নিজের হাতে ফুলে ফুলে ভরিয়ে দিই কিন্তু শুভ্রর জন্য তা আর হওয়ার নয়,,,নিজে তো ভাতিজা আসার খুশিতে সারাবাড়ি নেচে বেড়াচ্ছেন,,,আর আমি উঠে দাঁড়ালেই ধমক দিয়ে বসিয়ে দিচ্ছেন,,,এটা কি মানা যায়??বাড়ির বাইরে গাড়ির শব্দ শুনেই দিলাম এক দৌড় এবার আমায় আর পাই কে??আপু নিশ্চয় চলে এসেছে,,সাথে আমার গুলোগুলোটা,,,,দরজায় দাড়িয়ে উঁকি ঝুঁকি দিচ্ছি ঠিক তখনই অভ্র ভাইয়া গাড়ি থেকে নামলেন,,আর নেমেই আপুকে কোলে তোলে নিলেন,,,ইসস কি সুইট মোমেন্ট,,ভাইয়ার কোলে আপু,,আর আপুর কোলে বেবি,,,এই সময়টাকে ক্যামেরায় বন্ধী করতে পারলে কতই না ভালো হতো,,বাট আমার কাছে ক্যামেরা তো দূরের কথা ফোনটাও নেই।।ধেৎ।।ভাইয়া আপুকে ধীরেসুস্থে সোফায় বসিয়ে দিলেন,,আপুর শরীর এখনো বেশ দুর্বল,,,

আপুইইই,,,,বুঝছিস,,,আমার এতো এতো খুশি লাগছে,, আই কান্ট এক্সপ্রেস,,,ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দেই,,,তোর মনে আছে??আগে তোকে বলতাম,,তোর বেবি পালার দায়িত্ব আমার,,,তুই তো আমাকেই ঠিক মতো খাওয়াতে পারিস না,, বেবি কে কি খাওয়াবি,,,,(আপুকে জড়িয়ে ধরে)

হুমমম,,,এখনো তাই বলি,,ওর দায়িত্ব তোর,,,

ইয়াপপপ,,,আমার বেবিটা,,,দে দে,,আমার কোলে দে,,,মাশাল্লাহ আমার আব্বুটা কি কিউট হইছে,,,,(বাবুকে কোলে নিতে নিতে)

আস্তে,,,বেবি উড়ে যাবে না,,, সো রিলাক্স,,,আর তুমি কেন,,,আমার কাছে দাও বেবিকে,,আমি ওর চাচ্চু,,,তুমি ওর খালামনি,,অনেক দূরের সম্পর্ক,,বুঝছো??

একদম টাচ করবেন না,,,এহহহহ আসছে দূরের সম্পর্ক,,, আপনি জানেন না,,,”মায়ের চেয়ে মাসীর দরদ বেশি”,,,কোনোদিন শুনছেন “বাবার চেয়ে চাচ্চুর দরদ বেশি”??? আসছে ঢং দেখাতে,,,(মুখ ভেঙিয়ে)

আরে,,,বললেই হলো??ওর চেহারাতেই আমি আমি ছাপ আছে,, দেখো ঠিক আমার মতো,,,

একদম না,,,,আপনি,,,,

তোরা থাম তো,,বাবুর নামটা ঠিক করা লাগবে তো নাকি??কালকেই আকিকার আয়োজন করা হয়েছে,,এদিকে নামই ঠিক করা হয় নি।।

আমি বলি?? আমি বলি??

বাবুকে আপুর কাছে দিয়েই লাফিয়ে উঠলাম,,,আর সাথে সাথেই পড়লো এক ধমক,,,আমি সাধারনত এমন করি না বাট আজ যেনো কিছুতেই বাঁধ মানছে না,,,

রোদ??সাবধানে,,তুমি এখনো বাচ্চা না,,,কিছুদিনপর বাবুর মা হয়ে যাবে,,নিজের জন্য না হলেও বেবির জন্য হলেও সেফলি চলাফেরা করো,,, প্লিজ (রাগী গলায়)

সরি,,বাট নামটাতো বলতে দিন,,,(মুখ গোমরা করে)

রোদ তুমি বলো,, আমিও শুনি আমার শালী সাহেবা কী নাম ভেবেছে??(মুচকি হেসে)

R তে রাফসান,,,এন্ড A তে আফসান,,,,এবার আপনারা ডিসাইড করুন কার নামের সাথে মিলিয়ে রাখবেন,,

রুহির নামের সাথে মিলিয়েই আমি বাবুর নামটা রাখতে চাই,,,কারন বাবুকে আমার লাইফে এনে দেওয়ার জন্য রুহিই সবচেয়ে বেশি কষ্ট করেছে,,থেংকিউ রুহি,,,

ওকে তাহলে রাফসান ইজ ডান??(সবার দিকে একনজর তাকিয়ে)

আমি কি একটা নাম সাজেস্ট করতে পারি??

কি যে বলেন ভাইজান,,,ফর্মালিটি না করে বলুন তো,,আপনার নাতি,,আপনার তো অগ্রাধিকার,,,,

হ্যা,, বলো,,অরি তুমিও বলো কোনো নাম,,

হ্যা বাবা,,বলো বলো,,

তৌফিক,,আমার মেয়ে তার ছেলে ও স্বামী সংসার নিয়ে সবসময় সুখে থাকুক,,আল্লাহ তার তৌফিক দান করুন।।আমার নাতি আমার মেয়ের জীবনে আল্লাহর দেওয়া একটি উপহার,,তাই আমি ভাবছি তৌফিক রাখলে কেমন হয়??

ফুপা,,বেস্ট হয়।।কোনো আর্গুমেন্ট নেই,,,জাস্ট ফাইনাল,,

আমি বলি কি,,,রোদও যেহেতু একটা নাম দিয়েছে তো দুটো নামই রেখে দিলে কেমন হয়??রাফসান আহমেদ তৌফিক।।।

অস্থির মামানি,,,লাভ ইউ(দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে)


জানালার পাশে দাঁড়িয়ে আছি,,,পূর্ন চাঁদটা যেনো তার আলোয় আমার মন ভুলানোর প্রয়াশ চালিয়ে যাচ্ছে,,,সত্যি জীবনটা কতো অদ্ভূত,,একদিন আগেও যে মানুষগুলো কাউকে হারানোর ভয়ে দিশেহারা ছিলো আজ সেই মানুষগুলোই হাসিতে আনন্দে,,নতুনের আগমনে পাগলপ্রায়।।সবার মাথায় একটাই চিন্তা,,এই ছোট্ট জানটাকে কিভাবে আগলে রাখবে,,,কিভাবে তাদের খুশিটা প্রকাশ করবে,,,কিভাবে তাদের এতো এতো ভালোবাসাগুলো ছোট্ট জানটাকে উপলব্ধি করাবে,,,সত্যি একটা বাচ্চায় পারে নতুন উদ্যমে বাঁচার উৎসাহ দিতে ,,”এইযে বাবার প্রিন্সেস,,,তুমিও কি খুশিতে আত্মহারা??জানো তোমার একটা কিউট ভাইয়া হয়েছে,,তোমায় অনেক ভালোবাসবে,,তুমিও তাড়াতাড়ি চলে আসো তো,,আমাদের খুশিটাকে দ্বিগুণ করতে তোমার আগমনই যথেষ্ট,,, লাভ ইউ বেবি,,””হঠাৎ ই পেটে কারো স্পর্শে ভাবনার প্রহর কাটলো,,,স্পর্শটা যে শুভ্রর তা বুঝতে আর বাকি রইলো না,,,উনার ছোঁয়ায় আমার শরীরে অটোমেটিক কাঁপুনি শুরু হয়ে যায়,,,উনি আমার কাঁধে মুখ ঢুবিয়ে বলে উঠলেন,,,

কি করছো??

কিছু না,,,আকাশ দেখছিলাম,,,কোথায় ছিলেন আপনি??(ঘুরে উনার দিকে তাকিয়ে)

উনি আমার কথায় মুচকি হেসে সামনে থেকে আমার কোমর জড়িয়ে নিলেন,,,

বাবুর কাছে ছিলাম,,কি কিউট তাই না??আমার মামুনিটা আরো কিউট হবে,,,আমার ঘরে থাকবে দুই পরির বসবাস,,(নাক টেনে)

যদি ছেলে হয় তো??(ভ্রু নাচিয়ে)

আমার কেনো জানি মনে হচ্ছে,, প্রিন্সেসই আসবে,,জানো আমি নামও ভেবে রাখছি,,,

তাই??আপনার এসব ভাবারও সময় আছে নাকি??(অবাক হয়ে)

আমার বউ আর বাচ্চার জন্য আমার অফুরন্ত সময়,,বাট বউ তো তা বুঝে না,,,(চোখ টিপে,,শয়তানী হাসি দিয়ে)

আহারে,,,বেচারা,,,আপনার বউ দেখি বড্ড নির্দয়,,,(মুচকি হেসে)

বাচ্চা তো,,,বুদ্ধি কম,,,বর তারসাথে রোমান্স করতে গেলে সে ভাবে তাকে কাতুকুতু দেওয়ার চেষ্টায় আছি,,,আর রোমান্স না করলে ভাবে আমি আমার জাস্ট ফ্রেন্ডদের সাথে মাখামাখির চেষ্টায় আছি,,,(মুখ ভার করে,,হাত উল্টে)

উনার কথায় আমি খিলখিল করে হেসে উঠলাম,,,কোনোরকম হাসি থামিয়ে বলে উঠলাম,,

তাই বুঝি??ইসসস কি কষ্ট,,

হুমম,,খুব,,,বাট কষ্টটা আমি পুষিয়ে নিতে পারি,,(চোখ টিপে)

কথাটা বলেই উনি আমাকে কোলে তুলে নিলেন,,,আমিও চুপচাপ উনার বুকে মুখ গুজলাম,,,কারন আমি জানি,,আমি এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করলেও উনি আমায় ছাড়বেন না,,,,সো শুধু শুধু এনার্জি ওয়েস্ট করে কি লাভ??

আচ্ছা,,,বেবির নামটা তো বললেন না,,,

আমার প্রিন্সেসের নাম হবে,,,রোধৌশী আহমেদ শুভ্রতা,,,তুমি আমি মিলেই তো সে,,,

আর ছেলে বেবি??

সেটা তো ভাবি নি সোনা,,(গালে ঠোঁট ছুইয়ে)

এটা তো ঠিক না,,,আপনি ছেলে বেবির নামটাও এখন বলবেন ব্যস,,,(মুখ গোমরা করে)

ভেবে বলি??(করুন চোখে)

না এখনি এখনি এখনি,,,(মুখ ফুলিয়ে)

ওকে ফাইন,,,ওর নাম হবে,,রেদুয়ান আহমেদ শুভ্রব,,হ্যাপি??

হুমমম,,অননননেক,,,(দাঁত কেলিয়ে)

উফফ,,তোমার দাঁতগুলোও হেব্বি কিউট গো,,,,তুমি পুরোটাই একদম মাথা নষ্ট টাইপ,,,

মাথা নষ্ট টাইপ মান?(ভ্রু কুঁচকে)

মানে হলো,,,,দেখলেই মাথা নষ্ট হয়ে যায় এমন টাইপ,,ইচ্ছে করে,,,না থাক পরে আবার লজ্জায় লজ্জায় টমেটো হয়ে যাবে,,,(ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে)

#চলবে,,,

(তৌফিক নামটা আমার এক পাঠকের,,উনি রিকু করেছিলেন যেনো আমার গল্পের কোনো ক্যারেক্টার হিসেবে উনার নাম টা দিই,,তাই তৌফিক নামটা দেওয়া,,,বিয়ে বাড়িতে আছি,,,সবাই বাসরঘর সাজাতে ব্যস্ত আর আমি গল্প সাজাতে ব্যস্ত,,,,)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here