#তোমার_পিছু_পিছুপর্ব-১৭

0
450

#তোমার_পিছু_পিছুপর্ব-১৭

তামান্না হাত ঘড়িটার দিকে তাকালো… ২টা বেজে ৫মিনিট হতে চলছে…. ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে কয়েক ঢোক পানি খেলো,,,,তামান্না বুঝে উঠতে পারে না,,,এটা আসলে কি সিজন চলছে,,,এই বৃষ্টি পড়ছে তো,,, এই ঠাডা পড়া রোদ,,,আবার এই কুয়াশা,,৷ আশ্চর্য্য!!!!!,,,,, সেই সকাল ১০টায় বের হয়েছে বাসা থেকে….. উদ্দেশ্য ছোট খাটো একটা সিংগেল রুমের বাসা খোজা… কিন্তু এই অতি ক্ষুদ্র কাজটা যতটা সহজ মনে হয় ততটাও সহজ নয়,,,,একটা পার্মানেন্ট জবের অপেক্ষাতেই ছিলো তামান্না,,,,যার জন্য প্রথম সেলারী পেতেই বাসা খুজতে লাগলো,,,,অনেকতো হলো উঠতে বসতে মানুষের কথা শোনা,,,,এবার অবশ্যই নিজের রাস্তা নিজেরই খুজে নিতে হবে,,,,,
কিন্তু সমস্যা হচ্ছে এই যে,,,এতো এতো বাসা দেখার পরও তামান্নার চাহিদা মত বাসা মিলছে না,,,,,শুক্রবার বিধায় আজই বাসা একটা খুজে বের করতে হবে,,,,কাল থেকে আবার ডিউটি শুরু,,,,আরো একসপ্তাহ অপেক্ষা করা অবশ্যই সম্ভব না,,,,,
ভাবতেই ভাবতেই তামান্না একটা খয়েরী রঙের লোহার গেটের সামনে এসে দাড়ালো,,,গেটের মাথায় টুলেট লিখা,,,,তামান্না দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল।

বর্ন লেপটপ ওপেন করে ই-মেইল চেক করছে,,,বেশ কয়েকটা কোম্পানির সাথে মিটিং আছে,,,,,এবং সেই কোম্পানিগুলোর ই-মেইলের রিপ্লাই দিচ্ছে বসে বসে,,,,বেশিরভাগ ক্ষেত্রেই তামান্নাই এইকাজগুলো করে,,,কিন্তু যেহেতু আজ অফিস নেই তাই বর্ন নিজেই করছে….. এর মধ্যেই জরজরি বেগম ধপাস করে বর্নর রুমের দরজা ঠেলে দৌড়ে ভিতরে প্রবেশ করল,,,,দৌড়ে সোজা বর্নর সামনে দাড়ালো,,
-ও ছুড স্যার,,আফনে এনো বোয়াগো ছুড স্যার,,,,হেনোগো আম্মায় ছুড স্যার বাইত আগুন দিয়া দিলোগো,,,, আমি বারান্দাত খাড়ায় চাইয়া রইলাম,,,ছেড়িডা ফাল মাইরা দেয়ালের উপুর দিয়া বাইত ডুকলো,,,,ছুড স্যার আম্মায় ও দরল,,,ছেড়ি আপনেরে চায়,,,,আম্মায়তো স্যারগো এমন গাইল মারলোগো স্যার,,,,আপনে এইব্যলা লওন,,,, লওন নিচে,,,চাল্লি মারেন স্যার,,,,
বর্ন আতংকিত চোখে জরজরি বেগমের দিকে তাকিয়ে রইল,,,তারপর ধীরে ধীরে মুখ খুলল,
-ইয়ে মানে,,,জরজরি বেগম, আপনি এতক্ষন যেই কথাগুলো বললেন,,, সেগুলো কষ্ট করে একটু বাংলায় অনুবাদ করবেন,,,,?
জরজরি বেগম কিছু বলার আগে,,,নিচে থেকে পারভিন বেগমের হুংকার শোনা গেলো,,,, জরজরি বেগম যেই বেগে বর্নর রুমে প্রবেশ করেছিলেন ঠিক তার দ্বিগুন বেগে রুম থেকে “ও আল্লাগো,,,,আম্মাগো ক্ষ্যামা দেন এল্লা” চিৎকার করে বলতে বলতে বের হয়ে গেলেন,,৷
বর্ন নিজেও লেপটপ বন্ধ করে রুম থেকে বের হয়ে গেলো,,,সিড়ি বেয়ে নিচে নামাতেই দেখল,,
মিলন সাহেব ভাবলেশহীন ভাবে সোফায় বসে,,,,পারভিন বেগম অতিমাত্রায় রাগে ফুসছেন,,,ঠিক তার সামনে ব্লু কালার টি-শার্ট আর রিপড জিন্স পরহিতা নীলময়ী দাঁড়িয়ে,,
বর্নকে দেখেই বিশাল বড় একটা হাসি ফুটিয়ে বলল
-হেই দেয়ার,,, ,, হ্যান্ডসাম স্ট্রেঞ্জার,,,, আই হেভ জাস্ট কেম টু মিট ইউ,, বাট ইউর মম ইজ গেটিং ভেরি ফিউরিয়াস,,,,
সাথেই সাথেই পারভিন বেগম হুংকার ছাড়লেন,৷
-এই মেয়ে,,আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার ছেলের সাথে ইংলিশ লটর পটর করছো,,,, কত্ত বড় সাহস তোমার,,,,৷

তামান্না বাসা কনফার্ম করে লোহার গেট দিয়ে বাহিরে বের হলো,,,,দিনটা এখন খুব সুন্দর লাগছে,,,, বাসাটা তামান্নার পছন্দ হয়েছে,,,,খুব বেশি পছন্দ হয়েছে,,৷ টিন শেডের বাসা হলেও বাসাটা ওর চাহিদা মতই,,, বাথরুমও রুমেত ভিতর,,,,শেয়ার করার ঝামেলা নেই,,,,,এমনি এডভান্স পে-ও করতে হয়নি,,,,মন থেকে যেনো অনেক বড় একটা পাথর নেমে গেলো,,,বাসায় পৌছেই মা’র কাছে একবার ফোন দিতে হবে,,, টাকা পৌছেছে কিনা,,তরীর পড়াশোনা কেমন চলছে,,,,সবকিছু মিলিয়ে এতোটা টেনশনে ছিলো যে বাড়িতে একবার খোজ নেওয়া হয়নি,, আচ্ছা এরমধ্যে একবার বাড়িতে গেলে কেমন হয়,,,আচ্ছা বর্ন সাহেবকে সাথে যেতে ইনভাইট করলে কেমন হয়,,,!!!! ওনার কথাবার্তায় বুঝা যায় ঢাকার বাহিরে উনি কখনো কোথাও যান নি,,,৷ নিশ্চয়ই তামান্নাদের গ্রাম ওনার খুব পছন্দ হবে,,, একবার জিগ্যেস করবে কি!!!
(আসছে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here