#তোমার_পিছু_পিছুপর্ব- ১২

0
337

#তোমার_পিছু_পিছুপর্ব- ১২

তামান্না বড় বড় চোখ করে তাকিয়ে রইল বর্নর দিকে….. এভাবে সেকেন্ডের ভিতরেও কি কাওকে চাকরি থেকে বরখাস্ত করা যায়!!!! তামান্না বার কয়েক শুকনো ঢোক গিলল…..
আকিজ সাহেব কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে রইলেন বর্নর দিকে…. কিন্তু বর্নর কোন ভাবান্তর নেই…. ঠিক আগের মতই গম্ভীরভাবে তাকিয়ে রইল…..
নিরবতা ভেঙে আকিজ সাহেবই প্রথম প্রশ্ন করলেন….
-কারন?
বর্ন মৃদু হাসলো এবার…..
-মি. ইমতেয়াজ…..
প্রথমত,,,,,আপনি আমার এমপ্লয়ি… সুতরাং….. ইউ শুড এড্রেস মি এজ স্যার….. ডোন্ট ইউ থিংক….
আকিজ সাহেব এখন একটু নড়েচড়ে বসলেন…
-দ্বিতীয়ত,,,,,এটা আমার কোম্পানি… সুতরাং আমি চাইবো,,,,আমার এমপ্লয়ি,,,, আমাকে মানবে,, আমার সিদ্ধান্ত অনুসরণ করবে,, কিন্তু তাদের উপর আমার চেয়ে আপনার কর্তৃত্ব বেশি ফলে। সেটা কি আদৌ ঠিক!!! আমার এমপ্লয়ি,,, এমনকি আপনিও…. আমার আন্ডার কোন্ট্রলে থাকবেন সেটাই বিধিসম্মত নয় কি!!
-এবং,,,,মি. ইমতেয়াজ…. আপনি আমাকে খুব ভালোভাবে চিনেন…. অর্থাৎ একদম ছোটবেলা থেকেই চিনেন…. আমার দুর্বলতা, সবলতা সম্পর্কে আপনি অবগত…… আমার এমপ্লয়ি,,, আমার দুর্বলতা সম্পর্কে অবগত থাকবে,,,,দ্যট ইজ এ হিউজ রিস্ক…… ফর মি… এন্ড ফর দ্যা কোম্পানি….. আপনি যেকোনো সময় আমার বিরুদ্ধে আমার দুর্বলতা ব্যবহার করতে পারেন…..!!!
-কিন্তু মি. ইমতেয়াজ,,,, আপনাকে বরখাস্ত করার সবচেয়ে বড় কারন…… এমপ্লয়িদের মনে আমার জন্য যেমন সম্মান থাকাটা জরুরি,,,ঠিক তেমনই ভয় থাকাটাও জরুরি…. আপনি আমার এবং কোম্পানির জন্য,,,, বলতে গেলে রাইট হেন্ড….. খুবই উচ্চপদস্থ কর্মচারী…. আপনাকে বরখাস্ত করা মানে… প্রত্যেকের মনে একটা সূক্ষ্ণ ভয় জন্ম নেয়া….. এবং আমার জন্য তাদের মনে এই ভয়টাই এইমুহুর্তে আমার প্রয়োজন… কোম্পানির প্রগ্রেসের জন্য….
আকিজ সাহেব খুব মনোযোগ দিয়ে বর্নর প্রতিটা কথা শুনলেন….. তারপর হালকা হেসে মাথা ঝাকালেন….
-ইউ আর গোয়িং টু বি এ গ্রেট বিজনেসম্যান….
-থ্যাংক ইউ…. মি. ইমতেয়াজ…..
আকিজ সাহেব রুম ছেড়ে বের হয়ে গেলে…. বর্ন তামান্নার দিকে ফিরল… তামান্না এখনো পুরো বিষয়টা বুঝে উঠতে পারছে না…..
-মিস তামান্না,,,
-ই,,,ইয়েস স্যার…
-এত টায়ারিং একটা মিটিং-এর পর একটু কফি খাওয়া যায়…. কি বলেন…..
-তামান্না উচা নিচা ভ্রু করে তাকালো বর্ন দিকে….. কত্তবড় পাষান…. মিনিট খানিক আগে এভাবে একজনকে বরখাস্ত করে দিয়ে লাটসাহেব এখন কফি খাবেন!!!!
তামান্নার মনের কথা বুঝতে পেরেই যেন…. বর্ন একটা আশ্বস্তের হাসি দিয়ে বলল,,,
-ডোন্ট ওয়ারি মিস তামান্না…. আকিজ চাচা আমার বাবার আন্ডারে কাজ করছেন….. আমার কোম্পানিতে উনি টেম্পোরারি কর্মচারী ছিলেন…. সুতরাং এখান থেকে উনাকে বরখাস্ত করে দিলেও উনার কোন প্রকার অসুবিধাই হবে না…..

@@@
বর্ন শাওয়ার নিয়ে বের হয়েই একটা বই হাতে নিলো…. গলায় ভিজা টাওয়াল ঝুলানো…. ঝাকড়া চুল থেকে তখনো টপ টপ করে পানির ফোটা পড়ছে…… বর্নর তারপর চুল শুকাতে ইচ্ছে করছে না….. হঠাৎ কাধে কারো স্পর্শ পেয়ে ফিরে তাকালো….
মিলন সাহেব ছেলের গলায় ঝুলানো ভিজা টাওয়াল নিয়ে বর্নর রুমের বারান্দায় শুকাতে দিয়ে এলেন…..
ছেলের সামনে বসলেন…. বর্ন বইয়ে মুখ গুজে….
-বর্ন,,,, অফিসে দিন কেমন গেলো…
-হুম….
বর্ন মাথা না তুলেই জবাব দিলো….
-বর্ন….
-বলো বাবা….
-বর্ন,,,,তুমি ইমতেয়াজকে বরখাস্ত করেছো!!!….
-হুম….
-কারন?
এবার বর্ন বই রেখে বাবার দিকে তাকালো…..
-বাবা….. বিজনেসটা আমার….. আমি কাকে এপয়েন্ট করবো,,, কাকে ফায়ার করবো এটা নিয়ে তোমার জবাবদিহি করাটা কি যৌক্তিক!!!! তোমার বিজনেস নিয়ে কিন্তু আমি কখনো কোন প্রশ্ন করি না বাবা……..
ছেলের স্পষ্ট জবাবে মিলন সাহেব কিছুটা থতমত খেয়ে গেলেন…… তারপর কোন জবাব না দিয়েই দরজার দিকে পা বাড়ালেন….
– ব্যবসা সম্পর্কে তোমার আর কোন ধারনা লাগবে বলে আমার মনে হয় না…..
তারপর ছেলের দিকে ফিরে তাকালেন….
-ইউ হেভ অলওয়েস… এন্ড আর মেকিং মি প্রাউড অফ ইউ…..সান….
বর্ন কেবল জবাবে শুধু মাথা ঝাকিয়ে হাসলো….
(আসছে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here