#তোমার_পিছু_পিছুপর্ব-৯

0
356

#তোমার_পিছু_পিছুপর্ব-৯

তামান্না কলিজায় হাত রেখে ডেস্ক থেকে উঠল… মনে মনে “দুরুদ শরীফ” পড়তে পড়তে… বর্নর রুমের দরজায় নক করল। ভিতর থেকে সাড়া পেয়ে আস্তে করে দরজা ঠেলে ভিতরে গেলো….
-দাড়িয়ে কেনো!! বসুন মিস তামান্না…..
বাধ্য মেয়ের মত তামান্না যেয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল।
বর্ন হাতের বইটা নিচে নামিয়ে রাখল।
-মিস তামান্না,,,আজকে আমার সারাদিনের সিডিউল কি বলুন তো……
-জ্বী!?…
তামান্না একটু হতভম্ব হয়ে গেলো…
-আমার জানা মতে আপনি আমার সিডিউল এরেঞ্জ করবেন….. তাই নয় কি!?…
-জ্বী মানে… হ্যা… জ্বী স্যার…… স্যার এখনো কোন প্রকার মিটিং ফিক্স হয় নি…. সু.. সুতরাং আপনি ফ্রি আছেন বলেই ধরা যায়…..
-ওকে….. তার মানে… আপনি নিজেও ফ্রি আছেন…..
-জ্বী… হয়ত স্যার….
তামান্নার ভয়টা বাড়ছে…. এই লোক গোল গোল কথা ঘুরাচ্ছে…… কখন জানি বোম ফাটায়!!!
-লাঞ্চের সময়… আর একবার আমার অফিসে আসবেন…..
-……….. জ্বী স্যার…..
-এখন আপনি আসতে পারেন…..
তামান্না কিছুক্ষন ইতস্তত করে উঠে পড়ল। যতক্ষন উনি নিজ থেকে কিছু না বলছেন… ততক্ষন তামান্নারও কিছু বলার কোন দরকার নেই…… তামান্না একটু খুশী হয়েই দরজার দিকে পা বাড়ালো…. বর্ন তখনই পিছন ডেকে উঠল…
-মিস তামান্না….
তামান্নার কলিজা ধড়াস করে লাফিয়ে উঠল….
-জ্ব.. জ্বী স্যার?…
-মিস তামান্না… আপনি কি বলতে পারবেন মেয়ে পটানো কাকে বলে….
তামান্না কিছুক্ষন বর্নর দিকে হা করে তাকিয়ে রইল। বর্ন এতোটা সিরিয়াসলি প্রশ্নটা করল…. যেনো অংকের টিচার তার কোন স্টুডেন্টকে বীজগণিতের সূত্র জিজ্ঞেস করছে…..
তামান্না আস্তে করে ঢোক গিলল,
-স….. সরি স্যার?
-নাথিং সিরিয়াস তামান্না…. আই ওয়াজ যাস্ট কিউরিয়াস… দ্যাটস অল..…
বলেই বর্ন সুন্দর করে হাসল…. এই হাসি দেখে তামান্নার পিত্তি জ্বলে গেলো… কত্তবড় ফাজিল না হলে… এরকম ইচ্ছে করে মজা নেয়…!!!! প্রথমে তামান্না ভেবেছিলো…. হয়ত সেদিনের ঘটনা ভুলে গেছে…. কিন্তু এখন অক্ষরে অক্ষরে বুঝতে পারছে এগুলো সব এই শালার নাটক। ভদ্র সেজে ইচ্ছে করে মজা নিচ্ছে……আবার হাসে!!!! কত্তবড় নিমচা….
মনে মনে এসব কথা আওড়ালেও…. মুখে একটা শক্ত নকল হাসি ঝুলিয়ে রেখে রুম থেকে বেড়িয়ে গেলো…..

বর্ন ফ্রেশ হয়ে এসে রুমের দক্ষিণ দিকের জানালার ধারে বসল….. সারাদিনে বলতে গেলে কোন পরিশ্রমই করা হয় নি….. শুধু অফিসের চেয়ারেই বসে ছিল….. তাই তেমন টায়ার্ডই লাগছে না…. কতক্ষন এভাবে বসে ছিলো জানে না…. কিন্তু মনোযোগ ফিরল দরজার শব্দে…. ঘাড় ঘুড়িয়ে দেখল…. মিলন সাহেব দরজার আড়াল থেকে উঁকি দিয়ে আছেন….. বাবার এই কান্ডটা দেখলে বর্নর খুব হাসি পায়…… ছোটবেলা থেকে দেখে আসছে…. বাবা কখনো রুমে প্রবেশ করার আগে নক করে না… বরং দরজা ঠেলে কেবল মাথা দিয়ে একটু উঁকি দিবে…..
মিলন সাহেব ছেলের হাসি মুখ দেখে ছেলের রুমে প্রবেশ করে সোজা ওর সামনে বরাবর চেয়ারে বসলেন…..
-সো,,,, ইয়াং ম্যান….. হাও ওয়াজ ইউর ডে টুডে?
বাবার প্রশ্ন শুনে বর্নর খুব হাসি পেয়ে গেলো…. ছেলের হাসি দেখে মিলন সাহেব ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন…
-হাসছিস যে!!! অফিসে কিছু ঘটেছে!!
-নাহ…. না বাবা…. আসলে তোমার প্রশ্ন শুনে….. “ফার্স্ট ডে এট স্কুল” রচনার কথা মনে পড়ে গেলো…. তাই হাসছি….
-ওহ,,,,আচ্ছা,,,,,তাহলে সেভাবেই বল,,,,হাও ওয়াজ ইউর ফার্স্ট ডে এট অফিস?
-ইট ওয়াজ গুড…..
-হুম…. প্রথম প্রথম একটু বোরিং লাগতে পারে… কিন্তু আশা করি ধীরে ধীড়ে তুই এডজাস্ট হয়ে যাবি…. প্রথম মিটিং, প্রথম ডিল, প্রথম ক্লাইন্ট, প্রথম সাকসেস….. ইউ উইল ডেফেনেটলি ফিল গুড….
-আই হোপ সো……
(আসছে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here