বন্ধ দরজায় তুমি🖤পর্ব-১২

0
1282

#বন্ধ_দরজায়_তুমি🖤
#Written_By_Mêhèriyâr_Mêhèr
#Part: 12…….

— কি অদ্ভুত আমার কাছে তুমি হুশের চেয়েও বেহুশ ই বেশি থাক। কবে না আমি আমার হুশ হারিয়ে ফেলি। যাই হোক বিষ ছিল তবে মরার মত এতটা মারাত্মক না। তবুও লবন পানি খাওয়ালাম।
,
,

,
,
,
,

,,
,

,
পরের দিন সকালে ঘুম থেকে উঠে তুর দেখে তার পাশে কিছু খাবার আর চিড়কুট রাখা। তুর চিড়কুটটা হাতে নিতেই দেখে তাতে লেখা……

,,,,,,,,,,,, সবকিছু রেডি করা আছে। ফ্রেশ হয়ে খেয়ে মেডিসিনটা নিয়ে রেস্ট নেও। নাইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কালকের রাতের কথা যদি ভুলে না যাও তাহলে খেয়ে নেও।

চিড়কুট টা দেখে তুরের রাগটা বেড়ে গেল। অসভ্য একটা লোক মরার জন্য বিষ দিয়ে আবার লবন পানি খাওয়াচ্ছে। ভেবেই চিড়কুট ছিড়ে কুটি কুটি করে ফেলে। আর রাগে উঠে সব খাবার ফেলে দেয়।

—- ” কি ভেবেছে লোকটা যা বলবে তাই করতে হবে নাকি। ”

তারপর সেখানেই চুপচাপ বসে পরে। আজ আর তীব্র সারাদিনে বাসায় ফেরে না। ও একদম রাতে বাসায় ফেরে। বাড়িতে ফিরে সারাদিনের ক্লান্তি নিয়ে তুরের কাছে যায়। কিন্তু গিয়ে যা দেখে তাতে ওর মাথা পুরোটাই গরম হয়ে যায়। খাবার নষ্ট করা তীব্রের একদম পছন্দ না কিন্তু তুর সেই কাজটাই করেছে। ও তুরকে বিছানা থেকে তুলেই খুব জোরে একটা থাপ্পড় মারে। হকচকিয়ে উঠে তুর….

— খাবার পেয়েছিস বলে মুখে রুচ্ছে না তাই না। জানিস দুনিয়ার কত মানুষ এক মুঠো খবারের জন্য কি কি করে? মানুষ খাবার পায় না বলে মরে যায় আর তুই….

— মরতেই তো চাই। তাই তো খাই না। কারন আমি মরতে চাই। থাকতে পারছি না এভাবে…

কালকের সেই এক কথা শুনে তীব্রের রাগটা আরো বেড়ে গেল।

— তুই খাবি না তোর ঘাড় খাবে। তোর চাকর আমি তোর কথা মত চলব। আর ফ্রেশ খাবার না যেগুলো নষ্ট করেছিস সেগুলোই খাবি তুই….

বলেই তীব্র মেঝে থেকে খাবার তুলে জোর করে গাল চিপে ধরে খাইয়ে দিল। তুর তা গিলতে বাধ্য হলো। তারপর তীব্রকে ধাক্কা মেরে বাইরে বের হতে চাইল। কিন্তু তার আগেই তীব্র ওকে ধরে ফেলল….

-_ অনেক বেশি তেজ। ভাঙবে কিন্তু মচকাবেনা। 😡 মরা এত সহজ নয় বুঝলি। অনেক কষ্ট হয় তাতে।

— মরার চাইতে বেশি কষ্ট দিচ্ছেন আর বলছেন মরতে অনেক কষ্ট।

— কালকের পরেও শিক্ষা হয়নি না।

— বাচতে তো চাইনি তাহলে বাচালেন কেন?এভাবে তিলে তিলে মারবেন বলে…..

-_ ও বাচিয়েছিলাম বলে আমার দোষ হয়েছে। ঠিক আছে আজ আর তা চাইব না।আজকে তুই যদি বাচতে না চাস তাহলে আর তোকে বাচাব না।

তীব্র বাইরে বেড়িয়ে একটা ধারালো ছুরি নিয়ে আসে। ছুরিটা তুরের হাতে না দিয়ে তীব্র নিজেই তুরের হাতটা ধরে। তুর কিছু বুঝতে পারে না।

— কি করছেন ছা…..

তুরের কথা শেষ করতে না দিয়েই তুরের হাতের উপরের চামড়া কেটে দেয়। তুর তখনি চিতকার করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। অঝোরে রক্ত পরছে…… এটা দেখে তীব্র বলে…..

— এইবার ঠিক মৃত্যুর স্বাদ পুরন হবে তোমার। এবার বলো বাচতে চাও নাকি মরতে?

কিন্তু তুর কোনো কথাই বলতে পারল না। ওকে চুপ করে থাকতে দেখে তীব্র আরো রেগে গেল। এতটাই রেগে যে তুর যে কথা বলতে পারছে না সেটা খেয়ালে এলো না
।তীব্র ওকে টানতে টানতে ছাদে নিয়ে গেলো। ছাদের একবারে কিনারায় নিয়ে দাড় করিয়ে দেয় তুরকে…

— কাটা হাত থেকে রক্ত বের হয়ে মরতে গেলে অনেক সময় লাগবে। তারচেয়ে সবচেয়ে কম সময়ে তুমি এইখান থেকে মরতে পারবে। So ready for die…..

বলেই ছাদের থেকে তুরকে ধাক্কা দেয় তুরকে। তুর ভয়ে নিজের চোখ বন্ধ করে নিতেই তীব্র ওর হাত ধরে নেয়। তারপর ওকে টেনে আবার নিজের দিকে নিয়ে নিতেই তুর গিয়ে তীব্রের বুকের মধ্যে পরে….. ভয়ে ও তীব্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়….

— মৃত্যুর ইচ্ছে কি এখনো আছে নাকি বাচতে চাও?

তুর কিছু বলতে পারছে না। আর তীব্রের একটাই কথা ওর মুখ থেকে স্বীকার করিয়েই ছাডবে ও বাচতে চায়। যা বলার অবস্থা তুরের নেই।

— এখনো বলবে না যে তুমি বাচতে চাও নাকি মরতে….. ঠিক আছে…..

তীব্রের বাড়ির ছাদের সুইমিং পুলে নিয়ে যায়। তারপর ওপাশ থেকে টান দিয়ে কারেন্টের তারটা ছিড়ে তা পুলের পানিতে ছুড়ে মারে…. ওদিকে তুরের হাত থেকে রক্ত পরছে। তারপর তুরকে সুইমিং পুলের কাছে নিয়ে যায়। তুর দেখে পানিতে বিদ্যুতের আলোক রশ্মি চক চক করে উঠছে…..

— এবার আর তোমাকে আমি কোনো কষ্টই দিব না। দেখ এই পানিতে পরা মাত্র মুহুর্তের মধ্যে মৃত্যুর স্বাদ নেবে। তোমাকে আর তার জন্য অপেক্ষা করা লাগবে না।

টেনে হিচড়ে তুরকে পানিতে ফেলতে চায়। এবার তুর নিজের পিছিয়ে যায়।

— প্লিজ এমনটা করবেন না। ছাড়ুন আমাকে…

_- মরার অনেক শখ না তোমার তাহলে ছাড়তে কেন বলছ….

তীব্র ওকে পুকুরের পানিতে ফেলে দিতে নেয়। কিন্তু তখনি তুর চিতকার করে বলে উঠে….

— মরতে চাই না আমি বাচতে চাই। প্লিজ ছেড়ে দিন আমাকে। মুক্ত ভাবে বাচতে চাই আমি। প্লিজ এই পানিতে ফেলবেন না আমাকে……

তখনি তীব্র ওকে জোরে টান দিয়ে নিজের বুকের ভিতর টেনে নেয়। আর তুর প্রচন্ড ভয় পেয়ে তীব্রকে জড়িয়ে ধরে চিতকার করে কাদতে কাদতে বলতে থাকে….

— বাচতে চাই আমি। মরতে চাই না। খুব ভয় হয় আমার। প্লিজ…..

তুরের শরীর নিস্তেজ হয়ে ওকে ছেড়ে পরে যেতে নেয়। তীব্র এতক্ষন চুপচাপ দাড়িয়ে থাকলেও তুরের পরে যাওয়াতে খুব শক্ত করেই জড়িয়ে ধরে ওকে….. দেখে তুর হালকা গলায় বুলি আওরাসছে…..

— বাচতে চাই আমি মারবেন না আমাকে…..

তীব্র ওকে কোলে তুলে নিজের রুমে যায়। ওকে বিছানায় শুইয়ে রিদ্ধকে ফোন দিয়ে আসতে বলে……

ফোন কেটে ও তুরের কাছে যায়। তুর তখনো সেই বুলি আওরাসছে…. ” আমি বাচতে চাই। আমাকে মারবেন না। ”

— তোমাকে আমি এমনি মরতে দেব না। তবে তমি যেভাবে বাচতে চাও সেভাবেও দেব না। মুক্ত ভাবে নয় বন্ধ হয়ে বাচতে হবে তোমাকে।

তীব্র ওর কাটা হাতের দিকে তাকায়। মেয়েটা আঘাতের চেয়ে ভয়টা বেশি পেয়েছে। রক্ত পরাটা বন্ধ হয়ে গেছে। কারন তীব্র খুব সুক্ষ্ম ভাবে তুরের হাতের চামড়া কেটেছে। কিন্তু তুরের পক্ষে তা জানাটা একবারেই অসম্ভব। তীব্র হালকা মেডিসিন দিয়ে তুরের হাতে একটা কোনো রকম একটা ব্যান্ডেজ করে যাতে তুর ভয় পায়। কারন তীব্র এটাই চায় যে তুর ওকে ভয় পাক। তবে তুরের সাহসটা ওকে খুব বেশি অবাক করেছে। ৩ বার মৃত্যুর মুখে গিয়ে শেষ বার ও বাচতে চেয়েছে।

তখনি রুমে রিদ্ধ আর ম্যানেজার প্রবেশ করে। ওদের দেখে তীব্র উঠে দাড়ায়।

— কি হয়েছে মেয়েটার.. [ ম্যানেজার ]

— তেমন কিছুই না শুধু একটু ভয় পেয়েছে। আর কেন সেটা আপনাদের না জানলেও চলবে? [ অন্যদিকে তাকিয়ে মুড নিয়ে ]

— তা স্যার এবার মেয়েটাকে নিয়ে আমাদের প্লান কি?

তীব্র ভ্রু কুচকে রিদ্ধর দিকে তাকাতেই ও জিহবায় কামর দেয়।

— না মানে মেয়েটাকে নিয়ে কি করবেন। ওর জন্য ডেকেছেন মনে হলো।

— হুমম ওর জন্যই ডেকেছি। ওকে আমার বাড়ি থেকে I mean… এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো।

— স্যার তারমানে আমরা কি আবার সেই লোকগুলোকে ডাকব। 🤔

— shut up রিদ্ধ…. 😡

— না তাহলে স্যার…. 🙄

— আমি ওকে এখানে রাখতে চাচ্ছি না। এখানে রাখা ওর জন্য সেইভ না। ওকে আমি আমার সাথে দেশের বাইরে নিয়ে যেতে চাই….

— স্যার তারমানে আপনি এই মেয়েটাকে আপনি দেশের বাইরের সেই বাড়িতে নিয়ে যাবেন। [ বেশ অবাক হয়ে ]

— কেন তোমার তাতে কোনো সমস্যা।

— না কিন্তু আপনি একটা মেয়েকে নিয়ে করবেন টা কি?

রিদ্ধের এই কথায় তীব্র অবাক চোখে ওর দিকে তাকায়। রিদ্ধ এমন একটা প্রশ্ন করবে তা প্রত্যাশা ছিল না তীব্রের…..

— মানে? কি বলতে চাইছ তুমি?

— না মানে স্যার। আপনি তো মেয়েটিকে ওই লোক গুলোর হাতে তুলে যেতে চেয়েছিলেন যাতে….

রিদ্ধের কথায় প্রচন্ড রাগ উঠে তীব্রের….

— চুপ করো রিদ্ধ। এমনটা চেয়েছিলাম ঠিকি। [ তারপর তুরের দিকে তাকায় ] ও যখন দোষ করেছে একজনের সাথে ওকে শাস্তি দেওয়ার অধিকার একজনের হওয়া উচিত। আর সেটা আমি…..

— স্যার আরেকটা প্রশ্ম ছিল।

এবার তীব্রের চরম রাগ উঠে। এ কাকে কাজের জন্য রেখেছে। তীব্র প্রচন্ড রাগলেও রিদ্ধর তার উত্তর চাই। এটা দেখে ম্যানেজার হাসছে। কারন কয়েক বছর ধরেই এসব কাহিনী দেখে আসছে তিনি। তীব্রকে এমনি কিছু বলে দমাতে পারেনা কেউ একমাত্র রিদ্ধের এসব বোকা বোকা কথা ছাড়া। কারন ও তীব্রের কাজে অনেক বেশি কনফিউজড। আর সেই কনফিউশানে এমন প্রশ্ন করে যার উত্তর তীব্রের কাছে নেই……

— স্যার ওই লোকগুলো তো মেয়েটার সাথে খারাপ কিছুই করত। কিন্তু আমার প্রশ্ন আপনি কিভাবে একটা মেয়ের সাথে এমন করবেন? 🤔 আর ওই মেয়ে কেন আপনি তো কোনো মেয়ের সাথেই.…..

রিদ্ধ আর কিছু বলার আগেই তীব্র ওর গানটা রিদ্ধর মাথায় তাক করে…..

— আমাকে দেখে তোমার লেসবিয়ান মনে হচ্ছে নাকি? 😡

_- এই না না স্যার ছি ছি… আমি বলতে চাইছি আপনি তো নারী বিদ্বেষী। বরাবরই মেয়েদের সহ্য করতে পারেন না। তাই আরকি বলছি। কারন আপনি কখনোই কোনো মেয়ের সাথে খারাপ কিছু করবেন না তাই…. তাই ওই লোকগুলোর মত কিছুই করবেন না।
স্যার প্রশংসা করছি এবার তো বন্দুকটা সরান। 😬

এবার আর তীব্র রাগ করে থাকতে পারল না
কোন মতে নিজের হাসি চেপে রাখল।

— স্যার আমি জানতাম আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই আমাকে মারবেন মা। [ হাফ ছেড়ে ]

— মানে….

— আরে ভালোবাসা মানে। ভাই বন্ধুদের মত ভালোবাসা। 😁 তাই আপনি চাইলেও কিছু করবেন না।

— বাজে বকা বন্ধ করে আমার যাওয়ার ব্যবস্থা করো। Now get lost…😡

ম্যানেজার আর রিদ্ধ বেড়িয়ে আসে। ওরা বেড়িয়ে যেতেই তীব্র নিজের মনে হেসে উঠে। সত্যি কয়েকটা মানুশের জন্যই ও বেচে আছে। তার মধ্যে রিদ্ধ ও একটা। ছেলেটা ওর হাসির খোড়াক ইচ্ছে করেই এমন কথা বলে যে রাগ ও উঠে আর আবার হাসিও পাও…….

ওরা বাইরে বেড়িয়ে রিদ্ধ বলে উঠল.. …

— জোর বাচা বেচে গেছি….

— আচ্ছা তুই শুধু স্যারের পিছনে কেন লাগিস। যদি রাগ করে সত্যি সত্যি….

— আরে ম্যানেজার কাকু। আমি ওনাকে সেই ক্ললেজ লাইফ থেকে চিনি। ওনি উপরে যতই রাগী হোক না কেন ভিতরে ততটাই মিষ্টি। । যাই হোক চলুন।

— আচ্ছা স্যার মেয়েটাকে ওখানে কেন নিয়ে যাচ্ছেন?

— আমারো একই প্রশ্ন? আজ পর্যন্ত আমিও সেই বাড়িতে যাইনি অথচ ওই মেয়েটাকে কেন নিতে চাইবে?
,
,
,
,
,
,
,

,
,তীব্র তুরের পাশে বসে আছে….

খুব শীঘ্রই তোমাকে এই দেশ থেকে নিয়ে চলে যাব। যেখানে কেউ তোমাকে দেখতে পাওয়া তো দুরে থাক খোজার চেষ্টাও করবে ন। তোমাকে আমি পুরো দুনিয়া থেকে আড়াল করে রাখব। কেউ চাইলেও তোমাকে কোনোদিন খুজে পাবে না।

তার ৩ দিন পর তীব্র তুরকে নিয়ে দেশ ত্যাগ করে। তীব্র ছাড়া কেউ জানেনা যে ও তুরকে নিয়ে কোথায় যাচ্ছে। তুরকে নিজের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়েছে তীব্র। আর ওকে নিয়ে যাওয়া হচ্ছে একজন পেসেন্ট হিসেবে। যে কিনা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছে। আর তার জন্য সবকিছুর ব্যবস্থা করেছে তীব্র……

৪ দিনের মাথায় তীব্র পৌঁছে যায় তার কাঙ্ক্ষিত জায়গায়। তবে সেখানে গাড়িতে নয় হেলিকপ্টারে গিয়েছে তীব্র। সেখানে হেলিকপ্টার থামতেই কিছু কালো পোশাক ধারী বডি গার্ড তীব্রকে নিতে এগিয়ে আসে।

তীব্রের হেলিকপ্টার থেকে নেমেই বুক ভরে একটা নিশ্বাস নেয়৷ তারপর নিজের কোর্টটা ঠিক করে….. সানগ্লাসটা চোখে পরে।

কালো শার্ট, ব্লাক ডেনিম প্যান্ট, কালো সু, হাতে ব্যান্ডের ঘড়ি আর চোখে সানগ্লাস…. যার সাথে ফর্সা বুকের অংশটা একদম উন্মুক্ত। হেলিকপ্টারের বাতাসে ওর চুলগুলো উড়ছে। আর তার পাশে ফরমাল ব্লাক ড্রেসআপের বডিগার্ড। যাতে পুরাই ব্লাক পিন্স লাগছে তীব্রকে। তীব্রেকে দেখেই একটা লোক এগিয়ে এসে বলল….

— welcome to back your home sir….

তীব্র কিছু বলল না শুধু চোখ দিয়ে কিছু একটা ইশারা করল। লোকটা মাথা নেড়ে চলে গেল…..

তারপর তীব্র হেলিকপ্টারে ঘুমন্ত তুরের দিকে তাকাল। কয়েকটা লোক তুরকে হেলিকপ্টার থেকে নিচে নামাতে যায় তখনি তীব্র বলে উঠে……

— Don’t touch her… Everyone stay away from her…..

তিব্রের কথায় সবাই Ok বলে সরে গেল।

তীব্র নিজেই তুরকে কোলে তুলে নিল তারপর ওর লোকদের নিয়ে আসা গাড়িতে উঠে বসল….আর তুরকে শুইয়ে ল্যাপটপে কিছু দেখতে লাগল।

কিছুক্ষনের মধ্যেই তীব্র তুরকে নিয়ে সেই কাঙ্ক্ষিত বাড়িতে পৌঁছে যায়। যার খবর কেউ জানে না। তীব্র যদি না আসে তবে এই বাড়ি থেকে তুরকে খুজে বের করা কারো পক্ষে সম্ভব না। আর এখানেই তুরকে নিয়ে এসেছে ওর বন্দীনী করার জন্য…..

তারপর তীব্র গাড়ি থেকে নেমে তুরকে কোলে নিয়ে বাড়ির ভিতরে যায়। বাড়িতে ঢোকার অনুমতি নেই কারো। তাই সমস্ত গার্ডরা নিজেদের কাজে চলে যায়। তীব্র তুরকে সেই রুমে নিয়ে শুইয়ে দেয় যেখানে তুরকে নিজের বন্দীনী করে রাখার জন্য নিয়ে এসেছে। তীব্র আগে থেকেই রুমটাকে তুরের থাকার জন্য রেডি করে রেখেছে। তুরের প্রয়োজনীয় সবকিছু সহ ক্যামেরা পর্যন্ত লাগানো হয়েছে। এটা একটা সিক্রেট রুম তীব্র না চাইলে কেউ এটা খুজে বের করতে পারবে না।

তুরকে ওখানে শুইয়ে দিয়ে তীব্র নিজের রুমে চলে যায়। তারপর ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে শুয়ে পরে।

এই বাড়িতে তেমন আসে না তীব্র। খুব বেশি প্রয়োজন ছাড়া। বলতে গেলে বছরে দু একবার। আর এখানেই তুরকে নিয়ে এসেছে #বন্ধ_দরজার_বন্দীনী করতে যেটা না চাইতেও তীব্রের #বন্দ_দরজার_তুমি🖤 হয়ে যায়….

,
,
,
,
,
,
,

,,
বেশ খানিকটা সময় পর তুর জেগে উঠে ও নিজেকে সম্পুর্ন নতুন একটা পরিবেশে আবিষ্কার করে। সবকিছুই অদ্ভুত……

ঠিক তখনি রুমে প্রবেশ করে তীব্র।

— আপনি….?

— কেন অন্যকাউকে আশা করেছিলে নাকি?

এসে তুরের পাশে বসে ওর গালে নিজের আঙুল ছোয়ায়…. তুরের বেশ ইতস্তত লাগে..

— না তেমন কিছু না। [ গাল থেকে তীব্রের হাত সরিয়ে দিতে চেয়ে ]

তীব্র সেটা খুব ভালোই বুঝতে পারল যে তুর চায়না ওকে রাগাতে। কারন তার পরিনাম তুর জানে…. তাই তীব্র এবার তীব্র ওর ঠোঁট স্পর্শ করে। তুর কিছু বলতেও পারছে না। আর সহ্য করতেও পারছে না। এটা দেখে তীব্র বলে উঠে…..

—- তাহলে কেমন..??

— আসলে এই রুমটা….

— তুমি আগে যে রুমে ছিলে এটা তার পাশের একটা রুম। আসলে সেই রুমটা একটু ছোট ছিল। তাই তোমাকে এই রুমে শিফট করা হয়েছে।

— ওওওও….

তুরের কথায় তীব্র হাসে। কারন জানে তুর পালানোর জন্য বোঝার চেষ্টা করছে। তাই ও নিজের মনেই বলল…

[ আপনি নিজেও জানেন না আপনি সেই বাড়ি কেন সেই দেশেও নেই। আর এখান থেকে যাওয়া আপনার জন্য সম্ভব না। ]

— তা তোমার এখানে থাকতে সমস্যা হবে? তাহলে আমি আগের রুমে…

— না না তার দরকার নেই?

এইটা শুনে তীব্র তুরের দিকে আরেকটু এগিয়ে গেল। ওর খুব কাছে গিয়ে তুরের গাল দুটো ধরে বলল…

— এখানে থাকতে সমস্যা হবে না বুঝলাম কিন্তু আমার সাথে…..

তীব্রের কথায় তুরের কলিজা শুকিয়ে এলো। চোখের কোনে পানি জমে গেল। কিছু বলতে চাইল কিন্তু পারল না। কান্নার বেগ আটকে রাখতে চাইল যার কারনে ঠোঁট জোরা প্রচন্ড কাপছে তুরের…..

তুরের কাপা ঠোঁট জোরা বড্ড টানতে লাগল তীব্রকে। তীব্র ওর একহাতে ওর গাল ধরে তুরের দিকে এগোলো। তীব্রের গরম নিশ্বাস তুরের উপর পরতেই ও চোখ বন্ধ করে নিয়ে দুচোখের পানি ছেড়ে দিল। কিন্তু অদ্ভুত ভাবে তীব্র ওর মুখে আলত করে ফু দিয়ে ওর অশ্রুসিক্ত বন্ধ চোখ জোরায় চুমো একে দেয়। তীব্রের এমন বিহেভে তুর চোখ খুলে অবাক চোখে তাকায় তীব্রের দিকে…

— জানো তো খোলা চোখের চেয়ে বন্ধ চোখের নেশা বেশি হয়। আর যদি তা অশ্রু সিক্ত ভেজা হয় তবে তার স্বাদ হয় অমৃত…. আর তুমি সেই অমৃতের ধারা দু চোখ দিয়ে বর্ষন করে আমার সামনে নষ্ট করছ এতে আমার দোষ কই?

তুর কি বলবে ভেব পায় না। তখনি তীব্র শুয়ে পরে তুরের পাশে। তুরকেও নিজের পাশে শুইয়ে দেয়। তারপর ওর দিকে তাকিয়ে আরেকটু কাছে যায় তীব্র। ওর গালে নিজের নাক দিয়ে আলত করে স্লাইড করতে করতে বলে…..

—- কিহল চুপ আছো যে? আমার সাথে কথা বলতে চাইছ না নাকি ইচ্ছে নেই এখন?

তুর কি বলবে ভেবে পায় না। তীব্র ওর আরো কাছে আসতে থাকে। তুরের একহাত তীব্র নিজের হাতের ভাজে আটকে নেয়। তারপর তুরের গলায় মুখ ডুবাতেই তুর পাথর হয়ে যায়। তুরকে কোনো পাথরের মূর্তি লাগছে। তুর বুঝতে পারে হয়তো এই লোকের হাত থেকে আজ ওর নিস্তার নেই। তাই নিজেকে ভাগ্যের উপর ছাড়া কোনো উপায় নেই তুরের…..

বেশ কিছুক্ষন পর তুরের কোনো রেসপন্স পায় না তীব্র। ও তুরের দিকে তাকাতেই দেখে বন্ধ চোখের পানি নিরবে ঝরছে। তীব্র দ্রুত উঠে বসে। ও ভেবেছিল তুর ভয় পেয়ে ওকে বাধা দেবার চেষ্টা করবে কিন্তু তুর এমন কিছু করল না। কারন ওর আসল উদ্দেশ্য তুরকে ভয় দেখানো। কিন্তু বুঝতে পারল তুর ওকে নিয়তি ভেবে মেনে নিয়েছে। এটা ভেবে রাগ উঠল তীব্রের…. ইচ্ছে করছে তুরকে ঠাটিয়ে দুইটা চড় মারতে। কিন্তু তা চেয়েও পারল না। মেয়েটাকে আর কোনো আঘাত দিতে ইচ্ছে করে না তীব্রের। যখন নিজের রাগটাকে সইতে পারে না তখনি ওমন করে…..

কিন্তু এবার সত্যি তীব্রের রাগ উঠে গেল। তীব্র ওর ঘাড়ের নিচে হাত দিয়ে টান মেরে শোয়া থেকে বসিয়ে ওর মুখটা একেবারে নিজের কাছে নিয়ে এলো। এবার তুর ব্যাথায় নিজেকে ছাড়াতে চাইল। কিন্তু তীব্র ওর দুহাত নিজের একহাতে তুরের পিছনে মুড়ে ধরল…

_- কিহল আজকে বুঝি আমার ছোয়ায় খারাপ লাগছে না। বাধা দিচ্ছ না যে?

তুর কাপা কাপা কান্না মিশ্রিত কন্ঠে অনেকটা অভিমানী সুরে বলে উঠল…..

— যদি বাধা দেই শুনবেন। আর যদি নিজেকে রক্ষা করতে চাই তাহলে ভেবে বলুন… আমি কি তা পারব।

— নিজেকে কি আমার মর্জির মালিক করে আমার উপর ছাড়ছ….

— নাহহহ…. ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আমার কিছু করার নেই ভাগ্য যা বলবে তাই। এতটুকু তো বুঝেই গেছি।

কথাগুলো খুব গায়ে লাগল তীব্রের…..

— ঠিক আছে। তাহলে বলতে পারি আমার সব কাজেই তোমার সন্মতি আছে?

তুর চুপ…..

তীব্র তুরের সারা মুখে নিজের ঠোঁটের পরশ আকে। তুর তখনো স্থীর। তীব্র তখনি তুরকে ধাক্কা মেরে উঠে দাড়ায়। মেয়েটা ওর সব ভাবনায় পানি ফেলে দিয়েছে। আর তীব্র চাইলেও এমনটা করতে পারবে না। রাগ থেকে তুরের সাথে এমন করে যাতে ও ভয় পায়। এখন ও যদি ভয়টাই না পায় তাহলে তীব্র কি করবে। এখন কোনো মেয়ের সাথে জঘন্য কিছু করে আর যাই হোক নিজেকে কোন নর্দমার কিট বানাতে পারবে না তীব্র। একজনের চোখে নিজেকে খারাপ প্রুভ করে নিজেকে নিচে নামাতে পারবে না। কিন্তু এমনি এমনি মেয়েটাকে এখন ছাডতেও পারছে না। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে….

তখনি তীব্র মুখ ফোসকে বলে উঠল ,‘‘তোমার জন্মতারিখ কত?‘‘

তীব্রের মুখে এই কথা শুনে অবাক হয় তুর
লোকটা ওর জন্মতারিখ কেন জানতে চাইছে….

— কিহলো বলো জন্মতারিখ কত? [ ধমক দিয়ে ]

— জি ২৩ সেপ্টেম্বর ২০০৩….

কথাটা শুনেই তীব্র হাফ ছেড়ে বাচে। আর এখন ২০১৯….. এটা ভেবে তীব্র নিজের মনে বলে উঠে…

— তারমানে ১৮ বছর এখনো হয়নি। ৩ মাস এখনো বাকি। ওর সাথে এমন করাটা আমার উচিত হচ্ছে না। ও আগে বড় হোক তারপর যা করার করব আমি।

এখন এই কথাগুলো দ্বারা তীব্র ওকে বড় হয়ে উঠতে বলল। নাকি নিজেকে ওর থেকে দুরে রাখার উপায় খুজল তা হয়ত ও নিজেও জানে না। কিন্তু ব্যাপারটা ভেবে বেশ খুশি লাগল তীব্র। তুরের থেকে নিজেকে দুরে রাখার, তুরকে শাস্তি না দেবার এক অন্যান্য উপায় এটা। যাতে তীব্র তুরকে কিছু বলবেও না। আর তুরকে কিছু বলতে পারবে না বলে নিজের উপর রাগ ও হবে না……

— তায়্যিরাত তুমি এখনো ছোট তাই বলছি এসব বড় বড় কথা আরেকদিন বলবে না।

এটা শুনে তুর চমকে গেল। তীব্রের কাছে ওকে ছোট লাগছে। হ্যা মা বললে মানা যেত।

— আরেকটা কথা তোমার নামটা এতটা বড় কেন? আর কোনো নাম নাই নাকি? কোনো শর্ট নাম বলো। [ ধমক দিয়ে ]

— তু…তু.. তুর….

— এখন থেকে এখানেই থাকবে তুমি… কয়েক মাসের জন্য তোমার যা যা দরকার সব এখানে আছে। সো কাউকে তোমার লাগবে বলে মনে হচ্ছে না।
,
তুর কিছু বলার আগেই তীব্র বেড়িয়ে দরজা আটকে দেয়। সে এখানেই তার বন্দীনী কে রেখে গেল। তার #বন্ধ_দরজার_তুমি করে…..

আর তখন থেকেই শুরু হয় তুরের বন্দী জীবন। তীব্র ৩ মাসে কয়েকবার এখানে এসেছে। প্রথম মাসে শুধু মাত্র একবার এসেছিল। পরের মাসে তীব্র আসেনাই। আর আসলে বা কি ২ বা ১ দিন থাকে। যাতে তুরের কোনই লাভ হয় না। বরং লোকটা থাকলে কয়েকঘন্টায় ও ধম বন্ধ হয়ে আসে। প্রথম প্রথম প্রথম খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে গেছে।

তবে পরিবর্তন টা হয় শেষ মাসে। তীব্র তেমন ভাবে তুরের সাথে কথা বলত না। আর না এখানে এসে বেশিক্ষন তুরের কাছে থাকত ওকে দেখেই চলে যেত। কিন্তু শেষ মাসে অদ্ভুত ভাবে তীব্র বেশ কয়েকবার এসেছে। তুরের সাথে দেখা না করলেও এসেছে।

তবে তুরকে সামনা সামনি দেখুক বা না দেখুক। ল্যাপটপে তুরের অববয় সবটা সময় তুরের সামনে ছিল। যেখানে তুর ও বাধ্য মেয়েই হয়ে ছিল…..

এভাবেই কেটে গেছে তুরের ৩ মাসের বন্দী জিবন।

.
.
..

.
.
.
.
.
.
বর্তমান……………..

.
.
.
.
.
তীব্র এতক্ষন গাড়িতে বসে বসে পুরানো কথাগুলো ভাবছিল। আসলেই মেয়েটা আসার পর ওর লাইফের অন্যরকম একটা লক্ষ্য হয়ে গেছে। আগে বাচার কারন না থাকলেও এখন ওই মেয়েটাকে বাচিয়ে রাখার জন্য বাচতে ইচ্ছে করে। নিজের সমস্ত কাজ শেষ করার পর দু একদিন অবসর পেলেই হাজার মাইল পারি দিয়ে ওর কাছে আসতে ইচ্ছে করে। এখন আর কোনো সময় এমনি কাটে না সবটাই ব্যস্ততায় কাটে। হয়তো ওকে দেখার ব্যস্তটা নয়তো ওর কাছে আসার ব্যস্ততা…….

,

,
,
,
,
,
,
,
[বাকিটা পরের পর্ব গুলোতে জানবেন। ]

যাদের রহস্য নিয়ে সমস্যা হচ্ছে তাদের বলছি। অনেকটা ক্লিয়ার করেছি আর বাকিটা তো আমি আগা মাথা ছাড়া দিতে পারব না। সেটা খুব দ্রুত ক্লিয়ার করব। সো প্লিজ একটু ধৈর্য ধরুন….
.
.
.
Åriyâñà Jâbiñ Mêhèr
#Åriyâñà_Jâbiñ_Mêhèr

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here