এল_এ_ডেইস পর্ব ২৯

0
186

#এল_এ_ডেইস
পর্ব ২৯
লেখনী মাহীরা ফারহীন

‘এসব কি? তোমরা কেউই জানো না ও কোথায়?’
উদ্বিগ্ন স্বরে বলল সাইলোহ। কপালে গভীর চিন্তার ছাপ। জেনেট উৎকন্ঠিত গলায় বলছে,’দেখো আমার এতটুকু মনে আছে মাহীনের একটা ফোন আসছিল। তখন কোন সময় জানি না। রাতের বেলাও হতে পারে। তারপরই মাহীন গায়েব হয়ে গিয়েছে।’
নায়েল শান্ত কন্ঠে বলল, ‘আরেকটু অপেক্ষা করো। এমনো তো হতে পারে ও কোথাও হাঁটতে হাঁটতে গিয়েছে। ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে।’
সাইলোহ বিরক্ত কন্ঠে বলল, ‘বলেও তো যেতে পারতো কাউকে। সাড়ে ছয়টা বাজে। গড নোজ হোয়েন উইল শি রিটার্ন!’
লিও বলল, ‘এখনো ফোন আনরিচেবল আসছে। নেটওয়ার্ক পাচ্ছে না।’
ক্যারোট বলল, ‘এত নেতিবাচক কথা না বলে একটু ইতিবাচক ভাবেও তো ভাবতে পারো। এসে পরবে।’
লিম উদ্বিগ্ন কন্ঠে বলল, ‘তা এসেই পরবে। কিন্তু ওর পায়ের যে কি অবস্থা কে জানে।’
নিজেদের ক্যাম্পের সামনে বসে কথা বলছে সকলে। এতক্ষণে বেশির ভাগ ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে পরেছে। তবুও কেউ কেউ হয়তো এখনো পরে পরে ঘুমচ্ছে। ভোরের আরামদায়ক রোদের আলোয় ঝলমল করছে গাছ পালা। ফুরফুরে অচেনা ফুলের মিষ্টি ঘ্রাণ মিশ্রিত বাতাস স্নিগ্ধতায় ভরিয়ে তুলেছে পরিবেশ। এসিসিয়া এতক্ষণে বলল, ‘ওকে যেহেতু কেউ ফোন দিয়েছিল এবং তারপরই ও গায়েব হয়ে গিয়েছে। সুতরাং ধরে নেওয়া যায় যে ফোন দিয়েছিল তার সাথেই কোথাও গিয়েছে।’
নায়েল বলল, ‘সিরিয়াসলি এখান থেকে এখানে কেউ ওকে ফোনই বা দিবে কেন?’
লিম বলল, ‘সেটাই তো। আর যে ফোন দিয়েছিল সে তো এখান থেকে নাও হতে পারে। হয়তো অন্য কোথাও থেকে কেউ ফোন দিয়েছিল।’
এসিসিয়া হঠাৎ জিজ্ঞেস করল, ‘র‌্যবিট কোথায়?’
লিম জু বলল, ‘কি জানি। ও বোধহয় এখনো ঘুম থেকে ওঠেনি।’
তখনই বিল সেখানে দাঁড়াল এসিসিয়ার পাশে। এবং বলল, ‘সিয়া হোয়াট হ্যাপেন্ড? হোয়াট আর ইউ গাইস ওয়ারিড আবাউট?’
এসিসিয়া পানসে গলায় বলল, ‘ওদের ধারণা মাহীন হারিয়ে গেছে।’
বিল চমকে উঠে, ‘কী? মাহীন হারিয়ে গেছে?’
কথাটা একটু উচ্চস্বরে বলায় লিও বলল, ‘হারিয়ে গেছে ঠিক তা বলা যায় না। মাহীনের একটা ফোন এসেছিল তারপর ও তাঁবু থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর আর কেউ ওকে দেখেনি।’
বিল জিজ্ঞেস করল, ‘তোমরা তখন কোথায় ছিলা?’
ক্যারোট বলল, ‘ওটা আরো অনেকক্ষণ আগের কথা। আমরা তখন ঘুমিয়ে ছিলাম।’
তখনই দেখা গেল বামদিকের বন থেকে মাহীন ও রায়েদ হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছে। ওরা একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত। এসিসিয়া সবার আগে সেটা খেয়াল করে বলল,
‘ওহ ঐতো দেখো মাহীন ফিরে আসছে। আমি বলেছিলাম না অহেতুক চিন্তা না করতে।’
ওর কথায় সকলেই সেদিকে দৃষ্টি ফেরাল। জেনেট বলল,’ও ওয়াও রায়েদের সাথে কোথাও গিয়েছিল বোধহয়।’
লিম বলল, ‘আমাদের আগে এটা কেন মাথায় আসলো না।’
ওরা সকলে কিছুটা সামনে এগিয়ে গেল। তবে এসিসিয়া এবং বিল দাঁড়িয়ে রইল। এসিসিয়া বলল,
‘ওহ ইট’স রিয়েলি আমেজিং তাই না? রায়েদ মাহীনের মতো একজন ফ্রেন্ড পেয়েছে।’
বিল বলল, ‘হুম আমেজিং। এতবছরে অবশেষে একজন ফ্রেন্ড পেয়েছে তাও আবার মাহীন। কোথাও যাওয়ার সময় তো ওর কথাই মনে পরবে।’
সিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল বিলের দিকে। বলল, ‘তো কি সমস্যা তাতে? ইউ নো হোয়াট এখানে মাহীনের মোটামুটি সব ফ্রেন্ডরাই ওদের শীপ করে।’
বিল বাঁকা হেসে বলল, ‘ওদের শীপ করে হাউ ফানি! এমন কিছু হলে তো ভালোই রায়েদের জন্য।’
শেষ কথাটা তেজের সঙ্গে বলে হেঁটে অন্যদিকে এগিয়ে গেল। এসিসিয়া দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, ‘অবশ্যই ভালো।’

মাহীন হাঁটতে হাঁটতে যখন দেখলো ওদের থেকে আরেকটু সামনেই বাকিরা দাঁড়িয়ে আছে তখন বলল,
‘রায়েদ আমার মনে হয় ওরা আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পরেছে। আফটার অল আমি তো কাউকে কিছু বলে যেতেই ভুলে গিয়েছি।’
‘না সমস্যা নেই। তুমি এখন গিয়ে ওদের সব কনফিউশন দূর করো।’
মাহীন সায় জানিয়ে মাথা নাড়ল। তারপর সামনের দিকে এগিয়ে গেল। রায়েদ নিজের তাবুর দিকে এগিয়ে গেল। মাহীন ওদের কাছাকাছি এসে দাঁড়াতেই সাইলোহ টিটকারির সুরে বলল, ‘ওহ ওয়াও! আমাদের তো ভুলেই গিয়েছো তুমি।’
মাহীন বলল, ‘এখন পর্যন্ত তো না।’
জেনেট বলল, ‘ওসব ছাড়ো আগে এটা বল তখন কি রায়েদই তোমাকে ফোন দিয়েছিল?’
‘হ্যা। ওই দিয়েছিল।’ বলল মাহীন।
ওরা কথা বলতে বলতে আবার নিজেদের তাঁবুর দিকে এগিয়ে যাচ্ছে। ক্যারোট বলল,’কেন?’
মাহীন দীর্ঘশ্বাস ফেলে বললো, ‘কারণ ও একটা জায়গায় যাচ্ছিল এন্ড আমাকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল তাই ফোন দিয়েছিল।’
লিও বলল, ‘বাট এই শেষ রাতের সময় ও কোথায় গিয়েছিল? এবং ও তোমাকে এসেও ডাকতে পারতো। এখান এখান থেকে এখানে ফোন দিলো কেন?’
মাহীন বলল, ‘কারণ ও আমাকে ডাকতে আসলে সকলের ঘুমে বিঘ্ন ঘটতো। তাছাড়া আমরা শেষ রাতে কোথাও গিয়েছিলাম কারণ আমরা সূর্যদয় দেখতে গিয়েছিলাম।’
লিম জু উল্লাস ভরা কন্ঠে বলল, ‘তাই! এখানে কোথাও সানরাইজ পয়েন্ট আছে নাকি? তো শেষ পর্যন্ত তোমরা সূর্যদয় দেখতে পেরেছিলা?’
‘অবশ্যই, আমার জীবনের দেখা সবচাইতে সুন্দর দৃশ্য ছিলো। এখান থেকে কিছুটা দূরে এই সমতল ভূমি গিয়ে শেষ হয়েছে। তার চূড়া থেকেই দেখা যায় যে পিনাকেল মাউন্টেইনের ওপাশ থেকে সূর্যদয় হচ্ছে।’
নায়েল হাসি মুখে বলল, ‘অসাধারণ। কিন্তু রায়েদের তোমার কথাই কেন মনে পরলো?’
‘কারণ পাহাড়ে আমি উঠতে পারবো না। এইজন্যে আমাকে এখানে নিয়ে গিয়েছিল। এখন আমার আর কোনো আফসোস থাকবে না।’
.
.
.
.
প্রায় সকাল সাড়ে আটটা নাগাদ সকল ছেলে মেয়েদেরকে দুটো হাইকিং দলে ভাগ করা হলো। গ্রুপ এ এবং গ্রুপ বি। প্রথম গ্রুপ ইতোমধ্যে তিনজন টিচার সহ যাত্রা শুরু করে দিয়েছে। পিনাকেল মাউন্টেইন বেয়ে একবার উঠে আবার নেমে আসতে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে। গ্রুপ এ ক্যাম্পে ফিরে আসার পর গ্রুপ বি যাবে। তবে গ্রুপ বি সরাসরি ক্যাম্পে না ফিরে বিকেল নাগাদ মাউমেল নদীর তীরে বোটিং স্পটে পৌঁছবে। মাহীনের সকল ফ্রেন্ডরাই গ্রুপ এ হিসেবে চলে গিয়েছে। তবে মাহীনের পক্ষে কোনো ভাবেই পাহাড়ে ওঠা সম্ভব না বিধায় বেচারি থেকে গিয়েছে। তবে বিকেলে বোটিং করতে ঠিকই যাবে। মাহীন একা একা ঘুরে বেড়াচ্ছে এবং ফোনে মিসেস নাসরিনের সঙ্গে ফোনে কথা বলছে। মিসেস নাসরিন মূলত কনফার্ম হতে ফোন করেছেন যে মাহীন আসলে পাহাড়ে গিয়েছে কিনা। এদিকে আবার এসিসিয়াও বাকিদের সঙ্গে থেকে গিয়েছে। সে নাকি দ্বিতীয় দফায় যাবে। মাহীন কথা শেষ করে নিজের ক্যাম্পের আশেপাশে হাঁটতে হাঁটতে ভাবছে, এখন পাহাড়ের কথা না ভেবে অন্য কিছু ভাবা উচিৎ। বিকালে যখন বোটিং করতে যাবো, রায়েদের সঙ্গে গেলে ভালো হয় না? রায়েদ যেমন আমাকে সূর্যদয় দেখাতে নিয়ে গেল তেমনি আমি ওকে আমার সাথে নৌকায় ওঠার প্রস্তাব দিবো। যদিও আমি নিজেই নৌকা বাইতে পারি না। কিন্তু রায়েদ তো ক্যাম্প গাইড হিসেবে কাজ করেছে। অবশ্যই ও নৌকা বাইতে পারে। হ্যা সেটা একদম পার্ফেক্ট হবে।’
‘কি এত ভাবছো?’ হঠাৎ এসিসিয়ার কথায় চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসল মাহীন। এসিসিয়া ওর পাশে এসে দাঁড়িয়েছে। মাহীন প্রতুত্তরে বলল,
‘তেমন কিছু না। এমনিই হাঁটছিলাম এক মনে।’
এসিসিয়া ঠোঁটের কোণে হালকা ফিচেল হাসি ঝুলিয়ে বলল,’ডেট কেমন গেলো?’
‘কোন ডেট?’ অবাক হয়ে জিজ্ঞেস করল মাহীন।
‘রায়েদের সাথে তোমার ডেট।’
মাহীন হেসে উঠল। হাসতে হাসতে বলল, ‘তুমি কিন্তু অনেক ফানি। আমি কখনো রায়েদের সাথে ডেটে যাইনি। আর আজ সকালের কথা বললে বলবো, ওটা হ্যাঙ্গআউট ছিল। ডেট না।’
এসিসিয়া নির্বিকার চিত্তে বলল,’পার্থক্য টা কি?’
মাহীন বলল,’পার্থক্য হচ্ছে যখন কোনো ফ্রেন্ডরা একসাথে ঘুরতে যায় সেটাকে হ্যাঙ্গআউট বলে। এবং কোনো কাপল যদি ঘুরতে যায় সেটাকে ডেট বলে। সো আমরা কোনো কাপল না।’
রোদের আলোয় এসিসিয়ার সোনালী চুল চকচক করে উঠছে। সিয়া ভ্রু উঁচু করে বলল,’তুমি নিশ্চিত?’
‘অবশ্যই।’ আত্নবিশ্বাসের সঙ্গে বলল মাহীন।

বিকেলের মিষ্টি সোনালি রোদ গাছপালার ফাঁক গলে উঁকি দেয়। বেশ বাতাস হচ্ছে ফলে ঝলমল করে দুলছে গাছের ডালগুলো। মাউমেল নদীর সেদ্ধ জলপাই রঙের পানি ঢেউয়ের টানে বয়ে চলেছে আপন গতিতে। একদিকে কাঠের লম্বা তক্তার সঙ্গে সারি সারি অনেক গুলো কাঠের নৌকা ও কেনু বাঁধা রয়েছে। প্রবল ঢেউয়ের প্রভাবে স্থির নেই সেগুলো। প্রতিনিয়ত দুলছে। যারা মাত্র পিনাকেল মাউন্টেইন থেকে সরাসরি এখানে এসেছে তারা ক্লান্তিতে মিইয়ে গেছে। অন্যান্যরা উদ্যোমি। সেই নৌকা গুলোর কাছে এক মধ্য বয়সি লোক রয়েছে যে সারা দিনের ধরা মাছ গুলো একে একে আলাদা করে বাকেটে ভরছে। সেই লোক লিটল রক থেকে এখানে এসে মাছ ধরে এবং নৌকাগুলো রক্ষণাবেক্ষণ করে। তার কাছ থেকেই অনুমতি নিয়ে একেকজন নৌকাগুলো নিয়ে পানিতে ভেসে পরছে। মাহীন তার কাছাকাছি দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, ‘মি.ববোফিট আপনি কি জানেন আশেপাশে কোথাও এমন কোনো জায়গা আছে যেখান থেকে সবচাইতে সুন্দর সূর্যাস্ত দেখা যায় এবং অবশ্যই নৌকা করে যাওয়া যায়। মি.ববোফিট গোলমতো খাঁচা ওয়ালা জাল থেকে ছোট ছেট মাছগুলো একটা বাকেটে ঢালতে ঢালতে বললেন,
‘দেখো মা এখানে সব জায়গা থেকেই সুন্দর সূর্যাস্ত দেখা যায়।’
মাহীন বলল, ‘হ্যা তা ঠিক। কিন্তু নৌকা নিয়ে গেলে তো তা বনের মাঝখান দিয়ে নদীতে চলবে। তাহলে বনের জন্য তো সূর্যাস্ত দেখাই যাবে না।’
মি.ববোফিট কিছুক্ষণ চিন্তাভাবনা করে শান্ত কন্ঠে বললেন, ‘দেখো একটা জায়গা আছে। যেখানে মাউমেল নদী এবং আরকানসাস নদী মিলিত হয় সেখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা তো যায়। কিন্তু সেটা অনেক দূর।’
মাহীন নিরাশ গলায় জিজ্ঞেস করল, ‘আর কোনো জায়গা?’
‘হুম আরেকটা জায়গা আছে কাছাকাছি যদিও সেটা একটু বিপদজনক। উত্তর মাউমেল নদী এবং দক্ষিণ মাউমেল নদীর মিলন স্থলের আশেপাশে। তবে সাবধানে ওখানে কিন্তু তীব্র স্রোত।’
মাহীন বলল, ‘চলবে। আপনি শুধু বলেন কোন দিকে যেতে হবে।’
মি.ববোফিট ওকে বুঝিয়ে বললেন যাওয়ার গতিপথ। জেনেট ও লিও একসাথে নৌকা নিয়ে বেরিয়ে পরেছে ইতোমধ্যে। নায়েল, লিম ও সাইলোহ একসাথে যাবে। যদিও ক্যারোল চাচ্ছিল ওদের সাথে চলে যেতে তবে মাঝখান দিয়ে রাবিত এসে বাঁধ সাধলো। ক্যারোলকে বোটিংয়ের প্রস্তাব দেওয়ায় প্রথমে সে দোনোমোনো করছিলো বটে। পরে মাহীন জোর করে পাঠিয়ে দিয়েছে ওদের। নায়েল ও লিম দাঁড়িয়ে আছে এখনো। মাহীন গিয়ে ওদের কাছাকাছি দাঁড়াতেই লিম বলল, ‘মাহীন তুমি আদৌ মনে রাখতে পারবা কোন দিক থেকে যেতে হবে?’
মাহীন নিজের সেলফোনটা সামনে তুলে ধরে বলল,
‘বুম! আমি সব রেকর্ড করে আনসি। ইন কেস যদি আমার মনে না থাকে তাহলে এটা সাহায্য করবে।’নায়েল বলল, ‘অবিশ্বাস্য।’
মাহীন মুচকি হাসল। তারপর ওদের পার করে সামনে এগিয়ে গেল। এদিকে অনেকেই গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে বা বসে আছে। অনেকেই সামনাসামনিই নৌকা নিয়ে ভেসে রয়েছে। বেশি দূর যাচ্ছে না। মাহীন হাঁটতে হাঁটতে কোথাও রায়েদকে দেখতে পেল না। তবে ওর নিশ্চিত মনে আছে ও রায়েদকে এখানে আসতে দেখেছে। ও দাঁড়িয়ে চারিদিকটা পরখ করতে ব্যস্ত তখন বিল ওর পাশে এসে দাঁড়াল। মাহীন ওকে দেখে জিজ্ঞেস করল,
‘আরেহ বিল তুমি এখনো বোটিং করতে যাওনি?’
বিল বলল, ‘না। সেজন্যেই তো এসেছি। আমি যাচ্ছি বোটিং করতে, তুমি আমার সাথে যাবা?’
হঠাৎ এমন প্রস্তাবে মাহীন থতমত খেয়ে গেল। মনে মনে ভাবল, এই না। মাঝখান দিয়ে বিল আবার ঝামেলা করছে। আমার প্ল্যানটাই বানচাল হয়ে যাবে। এখন ওকে কাটাই কিভাবে?’
তখনই এসিসিয়া ওখানে এসে দাঁড়াল। এবং হাসি মুখে বলল,
‘হেই বিল তুমি কি ওকে বোটিং এর প্রস্তাব দিচ্ছো?’
সিয়ার কথায় মাহীন চমকে উঠল। সিয়া মাহীনের এক কাঁধ জড়িয়ে ধরে বলল,
‘কিন্তু মাহীন তো মাত্র এখানে এসে পৌছলো। জায়গাটা তো কম দূর না। এবং ওর পায়ে ব্যথা। ওর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেওয়া উচিৎ না?’
মাহীনের মুখে আরেকটু হলেই হাসি ফুটে উঠছিল। ও নিজেকে সংযত করে বলল,
‘হুম তোমার কথা খুব একটা ভুল নয়। আর..
‘কেন মাহীন? বোটিং এ তো পা চালানোর দরকারই নেই। তুমি তো জাস্ট নৌকায় বসে থাকবা।’ মাঝখান দিয়ে এসে বলল, সাইলোহ।
বিল আগ্রহী কন্ঠে বলল, ‘তো তুমি যেতে পারবে তো?’
সাইলোহ অপর পাশ থেকে মাহীনের কাঁধ জড়িয়ে ধরে হাসি মুখে বলল,
‘অবশ্যই। ও জাস্ট লজ্জা পাচ্ছে।’
মাহীনের নিজের মাথা চাপড়াতে ইচ্ছা করল। সাইলোর ওপর এমন রাগ হলো তা আর বলার নয়। এসিসিয়া বলল, ‘সাইলোহ বিল মাহীনকে জিজ্ঞেস করেছে তোমাকে নয়। মাহীন কে বলতে দাও।’
মাহীন অতিষ্ঠ হয়ে বলল, ‘আচ্ছা ঠিক আছে। তোমরা দুইজনই চুপ হও। আমি যাচ্ছি ওর সাথে।’
বিলের মুখখানা উদ্ভাসিত হয়ে উঠল। ও মাহীনকে আসতে বলে সামনে এগিয়ে গেল। মাহীন নিজের কাঁধ থেকে সিয়া ও সাইলোহ দুইজনের হাতই ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে পেছনে ঘুরে ওদের মুখোমুখি দাঁড়িয়ে কঠোর গলায় বলল, ‘তোমরা দুইজন নিজের শত্রুতার মাঝে যদি আমাকে আরেকবার ফাঁসিয়েছ না! তাহলে বলছি আমি কাউকে শাস্তি কিভাবে দেই সেটা এখনো দেখোনি।’
বলেই পেছন ঘুরে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেল। মাহীনের প্রসন্ন মন মেজাজ মূহুর্তেই তিরিক্ষ হয়ে গিয়েছে। বিল নৌকার বাঁধন খুঁটি থেকে খুলছে তখন মাহীন গিয়ে সেখানে দাঁড়াল। নৌকা দুলছে বিধায় মাহীনের পা টলমলিয়ে উঠল। তাড়াতাড়ি নৌকায় বসে পরল। বিল একাই বৈঠা হাতে নৌকা বাইতে লাগল।
.
.
রায়েদ হাঁটতে হাঁটতে বনের ভেতর থেকে বাইরে নদীর পাড়ের দিকে আসছে। ও কিছুক্ষণ পূর্বে হাঁটতে হাঁটতে বনের দিকে গিয়েছিল। পাড়ের দিকে এসে দাঁড়ায়। দূরে নদীতে একটা নৌকায় মাহীনকে পেছন থেকে বসে থাকতে দেখা গেল। রায়েদ তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে চেয়ে বুঝতে পারল অপর পাশে বসে বিল নৌকা বাইছে। হঠাৎ মনটা কেমন তেঁতো হওয়া লেবুর রসে তলিয়ে গেল। দমকা হাওয়ার তোরে ফুরফুরে মেজাজটা নাড়া খেয়ে তিরিক্ষি হয়ে উঠল। আবার হাঁটতে হাঁটতে নানান ভাবনা চলতে থাকল মনে, ‘ওহ ওয়াও এত মানুষ থাকতে বিলের মাহীনকেই নিয়ে নৌকায় উঠতে হলো! মানে এমন একটা মানুষ কিভাবে হয়ে যেতে পারে ও? এক কালে তো আমারই ভাইয়ের মতো বন্ধু ছিলো। এন্ড নাও সি মাহীন আমার সবচাইতে ভালো ফ্রেন্ড বলে ওর পেছনে গিয়ে লেগেছে। আমার খুশি তো ওর সহ্য হয় না। ও নিজে বাস্কেটবল টিমের ক্যাপ্টেন হয়ে স্কুলের পার্ফেক্ট বয় হয়ে ঘুরে বেড়াচ্ছে আনন্দে। আর আমি যে এই সবকিছু থেকেই দূরে ছিলাম। বিচ্ছিন্ন ছিলাম সেটাই বোধহয় ওর মনপুত ছিলো। এখন আমার আবার সকলের সাথে মেলামেশা, পিকনিকে আসা কোনোটাই তার হজম হচ্ছে না। বিল তো স্কুলের ক্রাস পয়েন্ট। তাহলে? এতজন থাকতে, ইভেন ওর বেস্ট ফ্রেন্ড এসিসিয়া দিনরাত ওর পেছনে ঘুরেবেড়ানোর পরও মাহীনের পেছনে গিয়ে ভিরলো। কারণ ওর ধারণা আমি মাহীনকে পছন্দ করি? হ্যা এই সবকিছু মাহীনের জন্য হয়েছে। তাই বলে কী ওকেই আমার কাছ থেকে ছিনিয়ে নেবে? কেন আমার কী বন্ধু থাকতে পারে না? আমি কাউকে পছন্দ করতে পারি না? আলবাত পারি। আর মাহীন কি ছিনিয়ে নেওয়ার জিনিস? ও মানুষ। ও নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে। বিল চাইলেই তো আর সবকিছু নিজের ইচ্ছা মতো চালাতে পারবে না। ঠিক যেমন বেনু পাখিও উড়ে সাগর পার করে এসে দ্বীপে বসে এবং চিৎকার করে। বলা হয় সেই চিৎকারের ওপর নির্ভর করে পৃথিবীতে কি থাকবে আর কী থাকবে না। কিন্তু এটা শুধুই একটা কল্পকথা যা কখনো বাস্তবে হবে না। তবে মাহীনও কী অদ্ভুত একটা মেয়ে। আজ সকালেই আমার সাথে সূর্যদয় দেখতে গেলো। তখন মনে হয়েছিল আসলেই বোধহয় মাহীন আমাকে বিশেষ ভাবেই দেখে। ওর সকল বন্ধুদের থেকেও বেশি কিছু আমি। নাহ বোধহয় আমি ভুল ছিলাম। এই এখন বোটিং এ আসার পর একবারও তো আমার সাথে কথা বললো না। বিলের সঙ্গে চলে গেলো বোটিংয়ে।’
এসিসিয়া রায়েদের পাশে এসে দাঁড়িয়েছে নিঃশব্দে। ও কিছু না বলতেই রায়েদ নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসল। তারপর গম্ভীরমুখে বলল, ‘কি চাই?’
এসিসিয়া ভাবলেশহীন মুখে বললো, ‘কিছুই না। কে কী করল আর কে কী করল না তাতে আমার কোনো কাজ নেই।’ বলে একটু বিরতি দিয়ে শান্ত কন্ঠে বলল,
‘তুমি যখন মাহীনকে পছন্দ করো, বলে দাও না ওকে।’
রায়েদ এসিসিয়ার কথায় চমকে উঠল তবে তা প্রকাশ করলো না। দীর্ঘশ্বাস ফেললো। তারপর টিটকারির সুরে বলল, ‘হ্যা আমি মাহীনকে পছন্দ করি, তোমার স্বপ্নে। আমাকে এসব বলে তুমি আসলে কি করতে চাচ্ছো বলোতো?’
সিয়া বাঁকা হাসল। বলল, ‘মাহীন আসলে সবার পছন্দ হওয়ার মতোই মেয়ে। দেখো আবার কার কার মাহীনকে পছন্দ।’
রায়েদ বিদ্রুপ করে হাসল। বলল, ‘কার কার মাহীনকে পছন্দ সেটা আমার দেখার বিষয় না। আমার সাথে কি হবে না হবে সেটা আমি বুঝে নেব। তুমি নিজের চরকায় তেল দাও।’ বলে একটু বিরতি দিয়ে আবার বলল,
‘দেখাই যায় বিল তো তোমার দিকে তাকিয়েও দেখে না। শুধু শুধু ওর পেছনে ঘুরে বেড়াচ্ছ এবং এখন এখানে এসে সময় নষ্ট করছ।’
এসিসিয়া বাঁকা হেসে বললো, ‘ইউ নোও হোয়াট? আমি না নিজের সম্পর্কে অনেক কিছু পাল্টাতে চাই। কিন্তু একটা জিনিস পাল্টাতে চাই না। আর সেটা হলো আমি শুধু নিজের কথা ভাবি। এবং এখনো আমি যাই করছি সবই নিজের জন্য করছি, না তোমার জন্য, না মাহীনের জন্য।’ বলেই হাঁটা ধরল। রায়েদ দীর্ঘশ্বাস ফেললো।
.
.
.
মাহীন মাত্র মাটিতে পা ছোঁয়াল এবং স্বস্তির নিঃশ্বাস ফেললো। ওর মাথাও ঘুরছে কিছুটা। এবং কুর্তির এক হাতটা একটু ভিজে গিয়েছে। সাইলোহ, নায়েল বা লিম এখন আর আশেপাশে নেই। ওরা নৌকা নিয়ে বেরিয়ে গেছে। তবে এসিসিয়া এখনো আশেপাশেই রয়েছে। ও এগিয়ে এসে অবাক স্বরে বলল, ‘ওমা মাহীন মাত্র বিশ মিনিটের মাথায় ফিরে আসলা যে?’
বিল নৌকা থেকে নামেনি তখনো। ও বলল,’মাহীনের মাথা ঘুরছিল।’
মাহীন ম্লান কন্ঠে বলল, ‘হ্যা আমার মাথা এখনো ঘুরছে। যাই হোক তুমি এখনো যাওনি কেন? বিল আবারও বোটিং করতে যাবে। তুমিও যাও ওর সাথে। আমার জন্যে তো পুরো সময়টাই নষ্ট হলো।’
বিল বলল, ‘না না। কোনো সমস্যা না। স্রোতে নৌকা এত দোলে অভ্যাস না থাকলে মাথা ঘুরতেই পারে।’
এসিসিয়া নৌকায় উঠতে উঠতে বলল, ‘আচ্ছা মাহীন তুমি বিশ্রাম নাও।’
মাহীন ওদের উদ্দেশ্যে হাত নেড়ে অন্য দিকে হাঁটা দিল। দীর্ঘশ্বাস ফেলে একটা গাছে হেলান দিয়ে ঘাসের ওপর বসলো। বিরক্ত দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকল। নরম টিয়ে রঙের মখমলের কার্পেটের মতো ঘাস। একটা সিডার গাছের উঁচু ডালে বসে লম্বা লেজ ওয়ালা লাল কার্ডিনাল সুর তুলে গান ধরেছে। তবে সে বড় মন নাড়িয়ে দেওয়া সুর। মন কেমন করে উঠল মাহীনের। গাছের ডালপালার ফাঁক ফোকর হতে উপরের দিকে তাকিয়ে থেকে নীল আকাশের ছোট ছোট টুকরো দেখতে লাগল মাহীন।
মনে নানা ধরনের ভাবনা তালগোল পাকিয়ে উঠছে, ওফ আমার প্ল্যান প্রোগ্রাম সবই বানচাল করেছে ওরা।
সাইলোহর হঠাৎ কী হয়ে গিয়েছিল? কেন করল এমনটা? আশ্চর্য! আর আমিও কী এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নাকি? বাধ্য হয়ে গিয়েছিলাম ঠিকই। খুব সুইট সুইট লাগে না আমাকে? কিন্তু আমার রাগ ওরা এখনো দেখেনি। যাই হোক এসিসিয়ার কল্যাণে অবশ্য আমি তখন বেঁচে যেতাম যদি না সাইলোহ মাঝখান দিয়ে ঝামেলা করত। তাই তো এসিসিয়াকে আবার বিলের সাথে যেতে সাহায্য করলাম। মনে হয় যেন কোনো দিকেই আমার চোখ কান খোলা নেই। এসিসিয়া যে বিলকে পছন্দ করে সেটা আমি অনেক আগেই বুঝেছি।’ ভেবে আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে।

ইনশাআল্লাহ চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here