Addicted_love Part : 22

0
968

#Addicted_love
Part : 22
Aarizona Ella
দুপুরে মাকে খাইয়ে দিলাম,মা বিশ্রাম করছে,আমিও এদিক ওদিক পয়রাচারি করছি,শুধু মায়ের কথাটি মাথায় ঘুরপাক খাচ্ছে।
জানালার পাশে দাঁড়িয়ে আছি ধ্যানমগ্ন হয়ে।হঠাৎ কেউ আমার কাধে হাত রাখলো।।
আপনি?কখন আসলেন?😊
এইতো এখনি এসেছি,আন্টি কে খাইয়ে দিয়েছো?মেডিসিন দিয়েছো?(ইশফাক)
হুম দিয়েছি।।
তুমি খেয়েছো?(ইশফাক)
হুম,আপনি?
খুব খিদা পেয়েছিল, আমি আবার না খেয়ে বেশীক্ষন থাকলে আমার পেটের ইদুর মারা যায়😂(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শুধু তাকিয়ে আছি উনার দিকে,লোক টা এতো মায়াবি কেন? 😍
আন্টি কবে ঘুমিয়েছে?(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কিছু জিজ্ঞেস করছি,হ্যালো মিস কি ভাবছো?(ইশফাক)আমার মুখের সামনে হাত নাড়া দিয়ে।
না,, ক,,,,কই কি ভাবছি,!!তো কি বলছিলেন আপনি?
😝😜আমাকে দেখছিলে,তাই না?(ইশফাক)
😒আমার বেধেছে একদম আপনাকে দেখার।হুহ।মা ঘুমিয়েছে ঘন্টা খানেক হলো।
হুম।তুমিও কিছুক্ষন রেস্ট করো আমি আছি আন্টির খেয়াল রাখার।(ইশফাক)
না না আমি ঠিক আছি।
আচ্ছা আমাকে দেখো তাহলে😂😂(ইশফাক)
😒মুখ বেকে তাকিয়ে আছি।
একদিন পর বাসায় আনলাম মাকে।আসতে আসতে প্রায় রাত হয়েছে।ফ্রেশ হয়ে রান্না করলাম, মাকে খাইয়ে শুইয়ে দিয়ে নিজেও শুতে গেলাম।
ইশফাক কে একাবার থ্যাংকস বলা উচিত।যদিও উনি আমাদের অনেক উপকার করেছে।কল করবো? না না যদি কিছু মনে করে😩
কল দিয়ে একবার ধন্যবাদ জানিয়ে দেই নাহলে উনি বলবে আমরা স্বার্থপর।
উনার নাম্বার ডাইল করে কল দিলাম।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,
হ্যালো!!!!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
হ্যালোওওওওওও।।।মিস তিতা করলা কথা বলছো না কেন?(ইশফাক)
আমি মোটেও তিতা না হুহ😒
এইতো এখন বেরিয়েছে কথা মুখ দিয়ে,যদি তিতা করলা না বলতাম তবে তুমি পুরা রাত আব্দি চুপ থাকতে😂(ইশফাক)
কেমন আছেন?
তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো?(ইশফাক)
সোজা ভাবে উত্তর দেওয়া কি আপনার ডিকশনারি তে নেই?😒
বাকা উত্তর তো তুমি দাও সবসময় আমি না😂(ইশফাক)
হুহ।
তো কিছু বলবে নাকি?নিশ্চয় কিছু বলবে কারন মিস তিতা করলা তো আমাকে আর মিস করছে না যে ফন দিয়ে আমার খবর নিবে😛(ইশফাক)
একটা কথা জিজ্ঞেস করবো?
হুম ১ টা কেন হাজার টা করো?(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,৷
কি হলো চুপ হয়ে আছো কেন?(ইশফাক)
না মানে বলছিলাম কি,,,,,,,,,,,,,,,
কি বলছিলে?আমায় মিস করছো তাই না?(ইশফাক)
আপনাকে কেন মিস করবো আমি হুহ।মিস ত অনেক করি।মনে মনে।
সত্যিই কি আমাকে তুমি মিস করনা?(ইশফাক)
আপনি আমাদের জন্য এইসব কেন করছেন।?
আমি তোমাকে ভালবাসি এর বেশি কিছু নেই আমার তোমাকে বলার। (ইশফাক)
আপনি আমাকে ভালবাসেন আমি কিভাবে বিশ্বাস করবো?
আর কিভাবে প্রমান করতে হবে আমার?বলো?যেভাবে বলবে সেভাবেই প্রমান করতে রাজি আছি আমি,আমার ভাগের টা আমি সম্পন্ন করেছি,এবার তোমার পালা(ইশফাক)।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কিভাবে ভালবাসতে হয় আমি জানি না।
আমি শিখিয়ে দিব।।।(ইশফাক)
আমাকে ভালবাসলে আপনি কিছুই পাবেন না।
আমার তুমি ছাড়া আর কিছুই চায় না,সব আছে আমার।(ইশফাক)
কেন আমাকে চায় আপনার?এমন কি আছে আমার মাঝে?
এমন কি আছে আমি জানি না তবে তুমি সবার চেয়ে আলাদা।(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
এবার হ্যা বলছো তো?(ইশফাক)
চিন্তা করে বলবো।।।
চিন্তা করতে আর কয়বছর সময় লাগবে?😒(ইশফাক)
হিহিহিহিহি।রাখছি।
আবার কখন দেখা হবে?(ইশফাক)
u are always welcome!!!
Really😀love u sweety..(ইশফাক)
বাই।।।
রেখে দিবে?(ইশফাক)
ঘুমাবো।
ঠিক আছে আন্টির খেয়াল রেখো।বাই।
বেশ কয়েকদিন মায়ের দেখাশুনা করলাম,উনিও মাঝে মাঝে আসতেন মাকে দেখার জন্য।
মা সুস্থ হতে প্রায় ১০ দিন মতো লেগেছে।এই কয়েকদিনে ইশফাক আমার মনে বেশ খানিকটা জায়গা দখল করে নিয়েছে,যেখানেই যাচ্ছি উনাকেই দেখছি,উনার হাসি মাখা চেহরা,নেশায় ভরা চাহনি,উনার বলা প্রতিটি কথা আমার সচারাচর কানে বাজা,উনার সাথে কাটানো প্রত্যকটি মুহুর্ত প্রতিনিয়ত মনে পড়া বিশেষ করে উনার কথা মনে পড়তেই ঠোঁটের কোনে এক চিলতে হাসি ফুটে ওঠা উনাকে অনুভব করতেই বুকের বামপাশে চিনচিনিয়ে ওঠা।যদি এগুলার মাঝেই ভালবাসার বহিঃপ্রকাশ হয় তবে হ্যা হয়তো আমি উনাকে ভালবাসি।
ফোন হাতে নিয়ে উনাকে কল দিলাম।
হ্যালো?
হ্যালো,কি অবস্থা কেমন আছো?(ইশফাক)
হুম ভালো, আমাদের বাসার নিচে একটু আসুন।
কিন্তু কেন?কি হয়েছে?আন্টি ঠিক আছে?(ইশফাক)😰😰
হুম মা ঠিক আছে।আপনি আসুন তারাতারি।
আমি আসছি কিন্তু হঠাৎ এভাবে কেন ডাকছো?খুব চিন্তা হচ্ছে আমার।(ইশফাক)
চিন্তা করার কিছু নেই,আপনি আসুন আমি অপেক্ষা করছি।
ওকে।(ইশফাক)
টু টু টুট।
প্রায় বিশ মিনিটের মধ্যে উনি আমাদের বাসার নিচে এসে হাজির হলেন।
গাড়ি হর্ন শুনে বুঝেছি উনি এসেছেন।দরজা খুলে বেরিয়ে গেলাম,নিচে নেমে দেখি উনি দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে।আমাকে দেখেতেই সোজা হয়ে দাঁড়ালেন।
উনার সামনে গিয়ে দাঁড়াতেই উনি ইশারায় জিজ্ঞেস করলেন কি হয়েছে।
চলুন আমার সাথে।।
কথায় যাবো? (ইশফাক)
কেন ভয় পাচ্ছেন?😒
ভয় কেন পাবো?যদিও তোমাকে দেখতে শাকচুন্নির মতো লাগে এরপরও আমি ভয় পাই না হাহাহাহা😂(ইশফাক)
সবসময় কথার কি মজা নেয়া জরুরী?
তুমিই তো বলছো আমি ভয় পাচ্ছি কিনা?আমার কি দোস?😟(ইশফাক)
তাহলে বার বার জিজ্ঞেস করছেন কেন কই যাচ্ছি?
আজিব মেয়ে তো কোথায় যাবে জায়গার নাম না বল্লে আমি কোন জায়গায় গিয়ে গাড়ি থামাবো?(ইশফাক)।
প্রাকৃতিক কোন স্থানে নিয়ে চলুন,কেন জানি আজকে আপনার সাথে কিছু মুহুর্ত উপভোগ করতে খুব ইচ্ছে করছে প্রকৃতির সহিত।।
আজকে দেখছি খুব রোমান্টিক মুডে আছেন আপনি?ব্যাপার কি?স্পেশাল কিছু অপেক্ষা করছে নাকি আমার জন্য? (ইশফাক)😀😀
যাবেন?😒
যো হুকুম মেরি রানি।(ইশফাক)
গাড়ি স্টার্ট দিল।
সিট বেল্ট বাধো!!!(ইশফাক)
হুম।
কিভাবে লাগায় আমি তো জানিও না।😰
কি হলো বসে আছো যে?(ইশফাক)
না মানে আমি,,,,,,,,,,,,😖😖😖
লাগাতে জানো না সেটা বললেই তো পারো😒(ইশফাক)
আমার উপর দিয়ে হাল্কা পাশ কাটিয়ে সিট বেল্ট বাধছেন।আমার পেটের সাথে উনার বাম কাধ হাল্কা লাগছে।উনার ছোয়ায় আমার বিদঘুটে লাগছে।
আমি চোখ মুখ কুচকে বন্ধ করে আছি😖
হঠাৎ আমার কানে নিশ্বাস লাগছে, আমি কোনা চোখে তাকাতেই দেখছি উনি নেশা ভরা চহনি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে,আমার কানের আরো কাছে এসেছে,উনার ঠোঁট এর ছোয়া আমার কানে হাল্কা লাগছে,আমার বুকের ধুক ধুক শব্দ টা ক্রমশ বাড়তেই আছে,আমি থ হয়ে আছি,লজ্জায় মাথা যাচ্ছে আমার,হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার অউরা ফ্রিজ্ড আমি।
তোমাকে এখনো টাচ পর্যন্ত করি নি তোমার এই অবস্থা আর করলে কি হতো (ইশফাক)ফিসফিসিয়ে।
চলবে।
গত পর্বে রিয়ানা নামটির পরিবর্তে এথিনা দেয়া হয়েছে।এখন থেকে রিয়ানার পরিবর্তে এথিনা নামটি দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here