Addicted_love Part:21

0
910

#Addicted_love
Part:21
Aarizona Ella
এভাবেই দিন কাটছে,প্রায় উনি আমাদের খবর নেন,মাঝে মাঝে আমাদের বাসায় অসেন।
মা বাজারে গেছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে।আমি ঘরের এদিক ওদিক হাটাহাটি করছি আর জানালার পাশে গিয়ে আকাশ দেখছি,ফোন বাজছে কিন্তু এইসময় কে কল করবে😕
ফোন বিছানায় রাখা ছিলো ফোন হাতে নিতেই দেখি ইশফাক কল করেছে,এই সময়ে তো কখন কল করেন না তবে আজকে হঠাৎ এই টাইমে কল দেওয়ার কারন টা ঠিক বুঝতে পারছি না।আমার চিন্তা করাকালীন এরমধ্যে পর পর ২_৩ বার কল এসে কেটে পর্যন্ত গেছে।এভাবে পর পর কল দেওয়ার ব্যাপার টা আমার কেমন জানি সুবিধের ঠেকছে না।তাই যদিও এতক্ষণে অনেক কিছু ভেবে ফেলেছি তাই আর সাত পাচ না ভেবেই কল ধরলাম।
হ্যালো,,,,,,,,
হ্যালো,,,,,,,জলদি বাজারের পাশের হাসপাতালে এসো।(ইশফাক)খুব অস্থিরতা আর ঘাব্রে। 😰
কিন্তু হয়েছে টা কি?😰😰
এতো প্রশ্নের উত্তর দেওয়ার টাইম নেই আমার হসপিটালে রোমাঞ্চ করতে ডাকছি না,সবসময় ঘেউড়ামি করা টা জরুরি না,আসতে বলেছি নিশ্চয় কোন জরুরী কারনে বলেছি😠😡(ইশফাক)অনেক জোরে ধমক দিয়ে।
কিন্তু আমার কথ,,,,,,,,,,,,,,,
টুট টুট টুট।।।
😰😰😰😰😰
তারাতারি ওড়না পেচিয়ে বেরিয়ে পরলাম।রিকশা নিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রোয়ানা হলাম।মাথা ঘুরছে খুব বেশি টেনশন হচ্ছে,হঠাৎ এতো আতংকিত হয়ে আমাকে হাসপাতালে ডাকার কারন কি,আল্লাহ রক্ষা করো।😭
রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দৌড়ে হাসপতালের ভিতরে ঢুকে পড়লাম।রিসিপশনের সামনে দাঁড়িয়ে উনাকে এদিক ওদিক পাগলের মতো খুজছি কিন্তু আশেপাশে উনাকে কথাও দেখা যাচ্ছে না, দেখতে না পেয়ে উনার নাম্বারে কল দিলাম,কিন্তু কল ধরছেন না কেন?পর পর ৩ বার কল দিলাম কিন্তু এরপরও ধরছেন না,,
উফফফফফফফফ।।।।আমাকে এখানেই আসতে বলে নিজে গায়েব😡নাকি উনার কিছু হয়েছে আল্লাহ আমাকে পথ দেখাও।খুব চিন্তা লাগছে।😰😰
হাসপাতালের গেইটের দিকে তাকাতেই দেখছি উনি খুব তড়িঘড়ি ভাবে আসছেন,পুরা মুখ ফেকাসে লাগছে কেন?হাতে বড় একটা প্যাকেট দেখছি হয়তো ঔষধের হবে।আমার সামনে আমাকে অতিক্রম করে যাচ্ছেন
তাড়াহুড়োয় আমাকে খেয়াল করেন নি।কয়েকবার ডাক ও দিলাম কিন্তু শুনেন নি।খুব ব্যাস্ততা আর অস্থিরতার সাথে যাচ্ছেন।
আর না ডেকে উনার পিছু পিছু হাটা শুরু করলাম।
দু তলায় উঠছি উনার পিছে পিছে।দু তলার ১২ নাম্বার কেবিনে উনি প্রবেশ করেছে কিন্তু আমি রীতিমতো অবাক হচ্ছি উনি এভাবে আমাকে এখানে ডাকার মানে কি?কে হতে পারে কেবিনে?😕
গিয়ে দেখে আসি।
না না এভাবে না বলেন যাওয়া টা কি উচিত হবে?কিন্তু উনি নিজেই তো আমাকে এখানে আসতে বলেছেন।তাইলে প্রব্লেম কিসের।
কেবিনের সামনে দৌড় দিয়ে দরজায় গিয়ে দাঁড়ালাম।
কেবিনের বেডের সামনে ডাক্তার,একজন নার্স আর উনি দাঁড়িয়ে আছেন।
যার কারনে রোগির চেহরা দেখতে পারছি না।
ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছেন।
মিস্টার ইশফাক চৌধুরী যদি আপনি রাইট সময়ে উনাকে এখানে নিয়ে না আসতেন তবে মাইনর থেকে মেজর কিছু হওয়ার সম্ভাবনা ছিলো।আর এই ইঞ্জেকশন টি অনেক গুরুত্বপূর্ণ ছিলো এটি এখানে খুব কম পাওয়া যায় আর এটা ও আপনি নির্দিধায় যোগাড় করে দিয়েছেন।(ডাক্তার)
আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনি সঠিক চিকিৎসা পরিচালনা করায় এটা সম্ভব হয়েছে।thank u soo much docotor.আপনি যা বলেন আমি তাই দিতে রাজি আছি।(ইশফাক)
আরেহ না না মিস্টার চৌধুরী এইসব আপনি কি বলছেন।আপনি আমাদের হাসপাতালে এসেছেন এর থেকে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কি হতে পারে,ইশফাক চৌধুরীর এখানে আসা আমাদের সাথে সরাসরি কথা বলা এর থেকে বেশি কিছু হয় না আমাদের জন্য। 😊(ডাক্তার)
thank u soo much doctor.thanks a lot.(ইশফাক)
u are most welcome. (ডাক্তার)
বলেই ডাক্তার সাহেব কক্ষ ত্যাগ করলেন।
আমি কিছুই বুঝতে পারছি না।কে যার জন্য উনি এভাবে মরে যাচ্ছেন?উনি রোগির সামনে থেকে সরতেই আমার মাথায় বাজ পরলো।
রোগি আর কেও না আমার মা।😱
মা দেখেই ধচমচিয়ে ভিতরে ঢুকে হাউমাউ করে কাদতে লাগ্লাম।
মায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া!!আমার মায়ের কি হয়েছে?😭😭😭
নিজেকে সামলাও আন্টি এখন সুস্থ আছেন।তুমি এভাবে চিৎকার করো না আন্টির ঘুমে ব্যাঘাত ঘটবে।(ইশফাক)
বলুন না আমার মায়ের কি হয়েছে?আপনি কিছু বলছেন না কেন?(উনার কাধে দুহাত দিয়ে উনাকেই ঝাকাতে ঝাকাতে বলছি আর আর অঝোরে কাদছি)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন।
উনার কাছে আর কিছু জিজ্ঞেস না করে মায়ের দিকে এগিয়ে গেলাম।মায়ের মাথা হাত বুলাচ্ছি আর কাদছি।ময়ের চোখ এর নিচে কালো হয়ে গেছে।মায়ের এই অবস্থা আমার আর সহ্য হচ্ছে না।
মাাা😭😭😭😭😭😭
আমাকে ক্ষমা করে দাও মা।আমি কখনও আর তোমার কথার অবাদ্ধ হব না,তুমি তারাতারি ঠিক হয়ে যাও মা।আমি তিতা করলা খাওয়া ছেরে দিবো,সব কাজ করবো ঘরের।তোমাকে কিচ্ছু রাঁধতে দিব না,প্রমিস মা,😭😭😭
এই মেয়ে এই এদিকে উঠে আসো,উনি ঘুমাচ্ছেন এখন সুস্থ আছেন,তোমার কান্নারচোটে আন্টি আবার অসুস্থ হয়ে পরবে।(ইশফাক)
আমার মায়ের কি হয়েছে বলেন না,মা ছাড়া আমার আর কেও নেই।😭
হঠাৎ উনি আমাকে বুকে জড়িয়ে নিলেন।আবেগে আমিও উনাকে জাপটে ধরেছি।।
উনি একহাতে আমাকে ধরে আছেন আরেক হাত দিয়ে আমার মাথা হাত বুলাচ্ছেন।।
এখন থেকে মাকে কখনো একা বের হতে দিবে না যদি বের হতে হয় তবে তুমিও সাথে যাবে(ইশফাক)আমার মাথায় হাত বুলাতে বুলাতে।
কি হয়েছে মায়ের?
বি পি খুব বেশি হাই হওয়ার কারনে মাইনর স্ট্রোক করেছেন।কিন্তু এখন ঠিকাছেন।তুমি শান্ত হও।(ইশফাক)
উনার কথায় সস্থি ফিরে পেলাম।কিন্তু এই আমি কি করছি বেহায়ার মতো উনাকে এখনো জাপটে ধরে আছি ছি।।।আচমকা উনার কাছ থেকে দূরে সরে এলাম।
উনি অবাক দৃষ্টি তে আমার দিকে তকিয়ে আছেন।
,,,,,,,,,,,,,,,,,,,আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি।
স্যারি আসলে ধ্যান ছিলো না।😞
ইটস ওকে,এটা তোমার জন্মগত সমস্যা।আমি একটু আমার বাড়ি যাচ্ছি ফ্রেশ হতে হবে।তুমি আন্টির খেয়াল রেখো আর দুপুরের খাবার আমি আমার সার্ভেন্টস এর দিয়ে পঠিয়ে দিচ্ছি।খেয়ে নিও আন্টি উঠলে উনাকে খাইয়ে ঔষধ খাইয়ে দিও।আমি বিকেলে আসবো। (ইশফাক)
হুম।😦😯উনি এতো সদয় তা আগে জানতাম না,আজকে জা করেছেন তার জন্য উনার প্রতি আমার সম্মান আর মায়া আরও বেশি তীব্র হয়ে গেছে।হয়তো আমি উনাকে বুঝতে ভুল করেছি।
উনি চলে যাচ্ছেন আমি উনার যাওয়ার পথে তাকিয়ে আছি।ইচ্ছা করছে উনাকে থামিয়ে আলতো করে ছুয়ে দিতে।😖😖
মায়ের পাশে গিয়ে বসলাম।মায়ের দিকে তাকিয়ে আছি।আর উনাকে খুব বেশি মিস করছি।
আমার মাকে মেরো না প্লিজ,আমার মাকে মেরো না,,,মাাাা
একটা কামরায় রেস্টিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে পরম নিরবতায় মনে করছে ২২ বছর আগে তার মায়ের কথা।ভাবতেই তার চোখে নোনা জল এসে জমাট বেধেছে।
hey ishfak,,where were you?i have been waiting for u so long,bt u have no worries about me😡রাগে গজ গজ করে ভিতরে ঢুকতে ঢুকতে(মহিলা)
ইশফাকের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাড়ালো।
ইশফাক চোখ খুলে তাকালো মহিলার দিকে।
bring a galss of wine for me.(ইশফাক)
রুমে থাকা ওয়াইন কেজের সামনে গিয়ে গ্লাস ভর্তি করে ইশফাকের সামনে এনে ধরলো।
ইশফাক গ্লাসে চুমুক দিচ্ছে আর রক্তচক্ষু নিয়ে মহিলাটির দিকে তাকিয়ে আছে।
আজকে তোমার হাতের দেওয়া গ্লাসের চুমুকে আগের মতো স্বাদ পাচ্ছি না।
ওইদিন রুম অন্ধকার ছিলো তোমার চোখে বদলার আগুন ছিলো,একটা জোশ ছিল যার কারনে গ্লাস ছুরে মেরে পুরা ঘরে গ্লাসের ভাংগা টুকরো বিচ্ছিন্ন কিরে দিয়েছিলে।কিন্তু আজকে ওই বদলার আগুন না অন্য কিছু দেখতে পাচ্ছি আমি।আজকে তোমার চোখে কারও জন্য পরওয়া খুজে পাচ্ছি।(মহিলা)
আমি কোন অগন্তক নই,মায়ের কথা মনে পড়ছিলো তাই হয়তো তোমার এমনটা লেগেছে (ইশফাক)
যা ই হোক।তুমি এভাবে দুর্বল হতে পারবে না।(মহিলা)
আমি দুর্বল হচ্ছি না,,,অন্য দিকে তাকিয়ে(ইশফাক)
বদলা নেওয়ার কথা ভুলে যেও না ইশফাক।(মহিলা)
আমি কিছুই ভুলিনি,শুধু মাত্র বদলা নেওয়ার জন্য ই আজকে এতদুর পর্যন্ত আসা।চিৎকার করে(ইশফাক)।😡
i m glad,u haven’t forgotten anything yet,,let me kiss u baby(মহিলা)
No Athina,not today.i have to go to the hospital as soon as possible.
এথিনা ইশফাকের সামনে গিয়ে থেমে গেলো।
কিন্তু,,,,,,,,,,,,,,,(এথিনা)
বললাম তো আজকে না তুমি এখন যাও।
ওকে মুখ ভেংচিয়ে(এথিনা)
রাগে ফুসতে ফুসতে বেরিয়ে গেলো রিয়ানা।
এদিকে হাসপাতালে,,,
মা জেগে উঠেছে।
মা এখন কেমন লাগছে?
হুম এখন ভাল আছি,তুই কখন আসলি?(মা)
সকালে আসলাম,ইশফাক কল করে আসতে বলেছিলো।কিন্তু কিভাবে এমন হলো মা?
বাজার করে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ বুকে ব্যাথা করে উঠেছিলো সহ্য করতে না পেরে ওখানে মেঝেতে ই পড়ে যাই।কএকজন লোক ধরাধরি করে আমাকে এখানে নিয়ে আসে,সব দেখছিলাম কিন্তু কিছু বলার শক্তি টুকু পাচ্ছিলাম না আমি।এমন সময় ইশফাকের সামনে পড়ি,সেও হাতের কুনুই রুই দিয়ে চেপে চেপে ডাক্তার এর কেবিন থেকে বের হচ্ছিলো। আমাকে দেখতেই সে অস্থির হয়ে পরলো,আর ভি আই পি কেবিনে এডমিট করিয়ে এমারজেন্সি ট্রিটমেন্ট শুরু করে দেয়ার হুকম করে,সবাই ওর কথায় আমার সেবায় লেগে পরেছে,খুব সযত্নে ওরা সবাই আমার খেয়াল রেখেছে।আজ যদি ইশফাক না থাকতো তবে হয়তো আমি এতক্ষণ বেচে থাকতাম না।(মা)
এইসব বলা বন্ধ করোতো ,,😩😡
একটা কথা বলবো? (মা)
হুম
ছেলেটা কে আর ফিরিয়ে দিস না।বাকিটা তুই ভালো বুঝিস।(মা)
,,,,,,,,,,,,,,,,,,,,,,মাথা নিচু করে চুপ হয়ে আছি।মা যা বলছে তা একবার ভেবে দেখা উচিত।
চলবে
কিছু মানুষ অহেতুক কথা বাড়ায়,তাই রিয়ানা নামটির পরিবর্তে এথিনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here