Addicted_love Part:15

0
1439

#Addicted_love
Part:15
Writer:Aarizona Ella
দরজা খুলতেই দেখি ইশফাক চৌধুরী আমার সামনে দাঁড়িয়ে আছে।
আমি অবাক।।।!!!!
আ,,,,,আ,,আপনি এখানে?
কেন আসা কি মানা?(ইশফাক)
ন,,,ন,,ন,না মানে তা বলি নি।।(মাথা নিছু করে)
আমার কল ধরছিলে না কেন?(ইশফাক)
ফোন সাইলেন্ট তাই হয়তো দেখি নি(পুরা মিথ্যা একটা বানায় ফালাইছি)
আচ্ছা?বাসায় ও আসতে বলবে না?(ইশফাক)করুন দৃষ্টি নিয়ে)
না মানে ক,,, 😖
কথা বের করার আগেই মা চেচিয়ে উঠলো
কিরে কে এসেছে?এতক্ষণ কি করছিস ওখানে (মা)
😖😖,,,,,,,,,,না মানে মা ওই যে বলছিলাম কি।।
কি হলো এতো তোতলাচ্ছিস কেন? (দারজার দিকে আসতে আসতে মা বলছে)
মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি।মা সামনে আসতেই আমেরিকান চামচিকার ঢং শুরু হয়ে গেছে😒
আরে বাবা তুমি?(মা)খুশি হয়ে।
আসসালামু আলাইকুম আন্টি!!😊!(মুচকি হেসে)ইশফাক)
আরে বাবা বাইরে দাঁড়িয়ে আছো কেন?ভিতরে আসো।(মা)
কেমনে আসবো আন্টি ঘরের মানুষ যদি ভিতরে ঢুকতে না দেয়,তাহলে কি আর আসা যায়?😐(ইশফাক)
যেভাবে বলছে যেমন আমি ঘর থেকে ঝাড়ু দিয়ে উনাকে দৌড়ানি দিয়েছি।হহু!😒(মনে মনে)
কি সমস্যা তোর হা?একটা মানুষ বাইরে দাঁড়িয়ে আছে আর তুই বাসায় ঢুকতে পর্যন্ত বলছিস না?(ধমক দিয়ে)(মা)।
উনি মুখ টিপে হাসছে😠😡ইচ্ছা করছে আমাদের ঘরের ইদুর গুলা রে উনার পিছনে ছেড়ে দেই।অসভ্য বেটা।(মনে মনে)
বাবা আসো।।(মা)
মা হাত ধরে উনাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন।যেমন এটা উনার রাজ্জ্য আর আমি রহিংগা।😡
দরজা বন্ধ করে ভিতরে গেলাম।দেখি আমার জায়গায় উনাকে বসিয়ে রেখেছে😱😤
আমার ঘরে উনি রাজার মতো রাজ করছে আর আমি যেন কামের বেটি!!!উফফ অসহ্য।।।
ইচ্ছা করছে বেটা রে হকি স্টিক দিয়া পিটাই।😠
আমি টেবিলের একপাশ কোনাই দাঁড়িয়ে আছি।
ওহ সিট আন্টি!খাওয়ার সময় বিরক্ত করতে চলে এসেছি।আমি জানতাম না সরি!!!(ইশফাক)
আরে ছি!বাবা কি বলছো এইসব?😮তুমি এসেছো আমার খুব বেশি ভাল্লাগছে।ঠিক সময়ে এসেছো একসাথে খাবে।(মা)
না না আন্টি আমি খেতে আসি নি,একটা জরুরি কথা বলতে এসেছি।(ইশফাক)
কথা পরে আগে খেয়ে নাও বাবা।(মা)
আহা আন্টি কি যে করছেন না।(ইশফাক)
মা উৎফুল্লো হয়ে খাবার বাড়ছে আর উনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে।
ঢং দেখে আর বাচি না।খাওয়ার সময়ে আসছিস খাইতে আবার ঢং দেখাস।আমারে কইতি আমি তোরে বিষ খাওয়াই দিতাম।।।(রাগে ফুসতে ফুসতে)
বাবা খাও(মা)
আপনারা খাবেন না? (ইশফাক)
হা বাবা খাবো,আগে তুমি খাও।(মা)
জন্মদিন আমার আর নেকামি উনি করছে,আমার খাওয়ার সব উনারে খাওয়ায় দিচ্ছে,,মা তুমি এটা কি করলে?(মনে মনে)
তিতা করলা ও খান আন্টি?(ইশফাক)
তিতা করলা এলার খুব বেশি প্রিয়,ওর জন্যই রান্না করা হয়(মা)
তাই তো চিন্তা করি ও এতো তিতা স্বভাবের কেন?(ইশফাক)হাসতে হাসতে।
ইচ্ছা করছে গরম তেল মেরে উনার মুখ ঝলসে দেই😤মা আমাকে খেতেও ডাকছে না।এ কেমন মা?😭আল্লাহ উঠাইয়া নাও!!! আমারে না এই বেটা রে।খিদায় মরে যাচ্ছি আমি আর খাওয়ার ঠেলে ঠেলে খাওয়ানো হচ্ছে উনাকে।যখন থেকে এই বেটা আমার জীবনে আসছে তখন থেকে আমার জীবন টা তেজপাতা হয়ে গেছে।
রান্না অনেক ভালো হয়েছে আগে খেয়ে নাও আমাকে গালাগালি পরে দিও।(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,(দাতে দাত চেপে উনার দিকে তাকিয়ে আছি)
আরে খেয়ে নে মা আয়।(মা)
এ্যাাাা,,,,এতক্ষণ পর মেয়ের কথা মনে পড়েছে।😒
কি চিন্তা করছিস আয় খেয়ে নে?(মা)
আন্টি ও তো পারছেনা আমাকে খেয়ে ফেলতে হাহাহাহাহাহাহা😂😆।।(ইশফাক)
মাও হাসছে।।।।আজাইরা কারবার।।সব।
,,,,,,,,,,,,,,,,,,,,আমি কি বলেছি আপনাকে আমি খাব?😡
না তা বলো নি কিছু আবেগ বুঝে নিতে হয়।।হাহাহাহাহাহাহা(ইশফাক)
কথা আর না বাড়িয়ে খাওয়া শুরু করলাম।।উনিও খাচ্ছে কিন্তু খাওয়ার সময় হঠাৎ উনার চোখে একটা চাপা কষ্টের ছাপ দেখছি।😕
সাথে মাও খেলো।
খাওয়া শেষে মা আর উনি সোফায় গিয়ে বসলো।
আমিও পাশেই দাঁড়িয়ে আছি।।
তো বাবা কিভাবে আসা হলো এখানে?(মা)
আপনিও দেখছি এলার মতো প্রশ্ন করছেন😞এমনি কি আসতে পারি না?(ইশফাক)
আরে নাহ বাবা তা বুঝায় নি,তুমি বলেছিলে একটা জরুরী কথা বলতে এসেছো তার উপর ভিত্তি করে ই এই কথা টা জিজ্ঞেস করলাম।(মা)
হুম আন্টি,কিভাবে শুরু করবো তা বুঝতে পারছি না,আমি এটাও জানি না কথা টা বলার পর আপনি আমায় কি ভাব্বেন।,শুধু এইটুকু জানি কথা টা না বললে অনেক দেরি হয়ে যেতে পারে।(ইশফাক)
উনি এমন কি বলবেন যার জন্য এতো আবেগপ্রবণ হয়ে গেলেন।(ভ্রু কুচকে উনার দিকে তাকিয়ে আছি)
কিছুই মনে করবো মা বাবা নিরদ্বিধায় বলো কি বলতে চাও কারন আমি তোমার মায়ের মতো (মা)
আসলে আন্টি যদি আপনার রজামন্দি থাকে তাহলে,,, আ,,,,,আ,,,আ,আমি এলা কে বিয়ে করতে চাই।(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমার চোখ কপালে,নিরবাক হয়ে তাকিয়ে আছি উনার দিকে।।উনি এটা কি বলে ফেললেন।😟😟😱
আসলে বাবা আমার তোমাকে খুব ভালো লাগে,আর তাতে আমার কোন আপত্তি নেই কিন্তু ব্যাপার টা যার প্রসঙ্গে সে কি আদৌ রাজি হবে।যদি সে রাজি থাকে তবে আমার কোন আপত্তি নেই।(মা)
আমি রাগি ভাবে মায়ের দিকে একবার উনার দিকে একবার তাকাচ্ছি।
এমন রাগ হচ্ছে উনার উপর কি মনে করে নিজেকে আল্লাহ ই ভালো জানেন।রাগে ফুসতে ফুসতে রুমে গিয়ে দরজা আটকে দিলাম।
হয়তো এটা ও স্বাভাবিক ভাবে নিতে পারে নি ও তুমি কিছু মনে করো না বাবা।(মা)
আরেহ না না আন্টি কি বলেন।আমি অপেক্ষা করবো ওর হা বলার।যতদিন ও রাজি হবে না ততদিন আমি চেষ্টা করে যাবো ওকে রাজি করাবার।(ইশফাক)
আমিও কথা বলে দেখবো বাবা।(মা)
আচ্ছা আন্টি আজকে আসি।(ইশফাক)
ঠিক আছে বাবা।(মা)
চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here