Addicted_love Part:17

0
1019

#Addicted_love
Part:17
Writer:Aarizona Ella
চোখ খুলতেই নিজেকে বিছানায় আবিস্কার করলাম।
মাথা খুব ভারি হয়ে আছে,নিজেকে খুব দুর্বল মনে হচ্ছে কিন্তু আমি।কোথায়?
হাসপাতালের বেডে শুয়ে আছি,হাটুতে হাল্কা ব্যান্ডেজ করা হয়েছে।
ব্যান্ডেজ দেখতেই ইশফাকের কথা মনে পরলো আর তার সাথে গত সময়ের ঘটনা সহ উনার রক্তাক্ত দেহ😨😥
বেড থেকে নেমে দৌড়ে সোজা ড্রেসিং রুমের বাইরে এসে এদিক ওদিক ইশফাক কে খুজতে লাগ্লাম।
যেতে যেতে আই সি ইউ এর সামনে মা,মারিয়া,আর একটি ভদ্রলোক কে দেখতে পেলাম।তারা সবাই এদিক ওদিক পয়রাচারী করছে,সবাই কে খুব অস্থির আর নিরাশ দেখা যাচ্ছে,, দৌড়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম,।।
মা ইশফাক কেমন আছে?(করুন কন্ঠে]
ঠাাাাসসসসসস,,,,
গালে হাত দিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি,,,,
তোর কারনে আজকে ছেলেটার এই অবস্থা।।।কি মনে করেছিস তুই ছেলেটা কে এভাবে কুকুরের মতো নিজের পিছনে পিছনে দৌড়াবি?হা দৌড়িয়েছিস ই তো,,যার পরিনতি আজকে এতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে😡না তুই এভাবে ছেলেটা কে এড়িয়ে যেতি না আজকে এমন অবস্থা হতো,, এই মেয়ে কি দরকার ছিলো তোর রাস্তার মাঝখানে গাড়ি চলাচল অবাস্থায় পার হওয়ার?বল????
বল না চুপ করে আছিস কেন?ছেলেটার কথা একটা বার শুনলে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যেতো? তোর কারনে আজকে ছেলেটা মৃত্যুর মুখে একামাত্র তোকে বাঁচানোর জন্য ছেলেটা নিজের জীবন এর পরওয়া করে নি।কতো এতো কষ্ট পাচ্ছে ছেলেটা !!!!কি না করেছে ছেলেটা তোর জন্য তার পরিনামে ছেলেটা কে তুই উপহার স্বরুপ মৃত্যুর মুখে ঠেলে দিলি?😭।যদি আজকে ওর কিছু হয়ে যাই তাহলে আমি তোকে কখনো ই ক্ষমা করবো না।😡😡😡(মা)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,(ফুপিয়ে ফুপিয়ে কাদছি শুধু অপরাধীর মতো দাঁড়িয়ে।।)
আমার কারনে উনি মৃত্যুর সম্মুখীন হয়েছেন,এমন কি হয়ে যেতো যদি আমি উনার কথা একটি বারের জন্য শুনতে দাঁড়াতাম।।মা ঠিক ই বলেছেন সব দোস আমার,,আমার উচিত হয় নি উনার সামনে থেকে এভাবে পালিয়ে আসার।না আমি এভাবে পালিয়ে আসতাম না উনি আমার পিছনে ছুটতে ছুটতে আসতেন না এইসব হতো।। সহুধু মা কেন আজকে যদি উনার কিছু হয়ে যায় আমি নিজেকে স্বয়ং ক্ষমা করতে পারবো না।।😭😭😭।
বেশ ঘন্টা দুয়েক পর ডাক্তার ও টি থেকে বেরিয়ে এসেছেন।।
উনার অবস্থা কেমন এখন?কেমন আছেন উনি?(কান্না করতে করতে)
পায়ে প্রচন্ড চোট পাওয়ার কারনে উনার এক পায়ে প্লাস্টার বাঁধা হয়েছে,খুব জোরে গাড়ির ধাক্কা লাগার কারনে উনার হার্ট এর দুটো হাড্ডি ভেংগে গিয়েছে,সার্জারি করে দিয়েছি,মাথায় ও হাল্কা আঘাত পেয়েছে,,,ভাগ্য ভালো ছিল মাথায় সাংঘাতিক ভাবে কোন এ্যাটাক হয় নি,তা না হলে হয়তো উনাকে বাচনো কষ্টকর হয়ে যেতো।।
ওয়েল,,আপাতত উনি মোটামুটি ভালো আছেন,আর উনাকে দেড় মাস বেড রেস্ট এ থাকতে হবে,আগামি দেড় যাবৎ উনার হাটা চলা বা কোন ভারি কাজ করা থেকে সম্পুর্ন ভাবে বিরত রাখবেন।আর ৫ দিন পর্যন্ত উনাকে এখানে থাকতে হবে।।(ডাক্তার)
জ্বী (মাথা নিচু করে)
উনার খাবার দাবারের ব্যাপারে কি কোন সতর্কতা অবলম্বন করতে হবে?(মা)
জ্বী।। দের মাস পর্যন্ত উনাকে হাল্কা আর পানীয় জাতীয় খাবার খাওয়াবেন,,,স্বাস্থসম্মত খাবার খাওয়ানোর চেস্টা করবেন।(ডাক্তার)
অবশ্যই।।(মা)
প্রায় ৩ ঘন্টা পর উনার জ্ঞান ফিরেছে।।উনার জ্ঞান ফিরতেই সবাই এক এক করে উনার কেবিনে গিয়েছে উনাকে দেখতে।।আমি যাচ্ছি না,উনাকে ফেস করার সাহস নেই আমার।আমি যা করেছি উনার সাথে এরপর থেকে উনি আমাকে ঘৃনা ছাড়া আর কিছু করবেন না হয়তো।
আমি কেবিন এর বাইরের পাব্লিক কেদারায় বসে আছি মাথা নিচু করে।কারো স্পর্শ পেয়ে মাথা তুলে তাকাতেই দেখি মা।।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,😢😢
ইশফাক কে দেখতে যাবি না?(মা)
,,,,,,,,,,,,,,,,,,মা😭বিশ্বাস করো আমি জানতাম না এমনটা হয়ে যাবে জানলে কখনোই এমন করতাম না,,(কান্না করতে করতে)
যা হওয়ার হয়ে গেছে,,আল্লাহর অশেষ দয়ায় ছেলেটা এখন সুস্থ আছে।যা গিয়ে একবার দেখে আয়।(মা)
ন,,,,না মা আমি কোন মুখ নিয়ে উনার সামনে যাবো? উনার সামনে যাবার সাহস নেই আমার।।😭আমার কারনে এমনিতে অনেক কিছু ভুগছেন উনি,উনার সামনে গিয়ে উনাকে আমি আর আতংকিত করতে চাচ্ছি না।। (কান্না করছি)
যদি বলি তোকে ইশফাক ডেকেছে তবে কি এরপরও তুই যাবি না??(মা)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমি শুধু অবাক নয়নে মায়ে দিকে তাকিয়ে আছি।।😮😮
হা মা যা একবার দেখে আয়।।(মা)
মায়ের কথায় উঠে দাঁড়ালাম,,ধীর গতিতে এক পা এক পা করে উনার কেবিন এর দিকে এগুতে শুরু করলাম।।
উনার কেবিন এর সামনে গিয়ে থমকে গেলাম।।দরজার সামনে দাঁড়িয়ে আছি সাহসে কুলচ্ছে না আমার ভিতরে ঢুকার।।একটা হাফ নিঃশ্বাস ছেড়ে ভিতরের দিকে পা বাড়ালাম।।
উনি আধশোয়া হয়ে আছেন আর পাশে ভদ্র লোক টি বসে আছেন।
তুমি একটু বাহিরে যাও রাফিন।(ইশফাক)
উনি বলার সাথে সাথেই লোকটি উঠে বেরিয়ে গেলেন।আমি উনার বেড এর থেকে দুহাত মতো দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি।উনার দিকে তাকানোর সাহস হচ্ছে না আমার।
ওখানে দাঁড়িয়ে আছো কেন?(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দাঁড়িয়ে আছি মাথা নিচু করে।।
এখনো কি আমার কাছ থেকে পালিয়ে যাবা?(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।
দেখ যদি এখনো পালানোর মুডে থাক তবে একটা কথা আগে থেকে জানিয়ে রাখি এই মুহুর্তে আমার হাত,পা,মুখ,বুক,মাথা সব ভাংগা আমি চাইলেও এখন তোমার পেছনে ছুটতে পারবো না।।হাহাহাহাহাহাহাহাহাহা(ইশফাক)অট্টহাসি দিয়ে।।।😂😂
,,,,,,,,,,,,,,,,,,,,,(অবাক হয়ে উনার দিকে তাকিয়ে তাকালাম)😳
আমার কারনে এতো কিছু হওয়ার পরও উনি কিভাবে এতো টা স্বাভাবিক ভাবে আচরণ করছেন।আর যেভাবে হাসছেন যেন চারলি চাপ্লিন এর কমেডি দেখছেন।😧
কি হলো এখনো কি চুপচাপ দাঁড়িয়ে ই থাকবে নাকি আমাকে একটু শান্তনাও দিবে?(ইশফাক)
আমি আস্তে আস্তে উনার দিকে এগিয়ে বেডের গিয়ে চেয়ারে গিয়ে বস্লাম।
thank god,,,,তুমি হাতের নাগালে এসেছো,,যদি এমন টা ই হয় তবে তুমি পাশে আসার জন্য আমি বার বার এক্সিডেন্ট হতে রাজি আছি।।(ইশফাক)
কি বলছেন এইসব?পাগল হয়ে গিয়েছেন?আপনার পাগ্লামির কারনে এম্নিতেই অনেক কান্ড হয়ে গিয়েছে,প্লিজ দয়া করে আর কখনো এমন করবেন না।।প্লিজ।(কান্না করে)
কান্না করছো কেন?আমি ঠিক আছি,আর তোমাকে বাচাতে যদি আমার মর‍তে হয় তবে আমি তাতেও রাজি (ইশফাক)😟😟
আপনি কেন এমন করছেন?আপনি অনেক সিক প্লিজ এইসব কথা বাদ দেন এখন।
দূরে সরার আর কতো বাহানা দেখাবে তুমি?(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আবেগি দৃষ্টি নিয়ে শুধু তাকিয়ে আছি আমি উনার দিকে।
,,,,,,,,,,,,,,,,,,,চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে(ইশফাক)
একজন নার্স দরজায় এসে নক দিচ্ছে।
উনি ভিতরে আসতে বললেন।
পেশেন্ট এর খাওয়ার এর সময় হয়েছে খাওয়ার পর মেডিসিন নিতে হবে(নার্স)
জ্বি আপনি রেখে যান আমি খেয়ে নিব।(ইশফাক)
কিন্তু স্যার?আপনি কিভাবে খাবেন?পেশেন্ট এর দিয়ে কিছু করানো আমাদের হাসপাতালের রুলস এর বাইরে।(নার্স)
আপনি রেখে যান।ইশফাক(আমার দিকে তাকিয়ে)
নার্স টেবিল এ খাওওর গুলো রেখে চলে গেলো।
আমি উনার দিকে তাকিয়ে আছি।
এই আমাকে একটু খাইয়ে দাওনা প্লিজ?(ইশফাক)
আ,,,,আ,আমি?😦😧
আমি কিভাবে খাবো,দেখ নড়তে পর্যন্ত পারছি না,আমাকে দেখে কি একটু মায়াও হচ্ছে না তোমার? (ইশফাক)
ন,,না মানে তা বোঝায় নি।(আমতা আমতা করে বললাম।)
উনি তো আর শখ করে বলছে না একটু খাইয়ে দিলে কি এমন হয়ে যাবে।(মনে মনে)
এই দাওনা খাইয়ে প্লিজ!!!(ইশফাক)
হুম।।।।
চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here