Addicted_love Part:49

0
940

#Addicted_love
Part:49
Aarizona Ella
এভাবেই নিজেকে আড়াল করতে লাগ্লো এলা আর এভাবেই আড়ালে দিন কাটছে তার।কখনো অফিস তো কখনো অসুস্থ থাকার বাহানায় রুমে বসে থাকা ছাড়া আর কোন উপায় মাথায় ঠেকছে না এলার।
বেশ কয়েক সপ্তাহ কেটো গেলো কিন্ত আর কয়দিন দিন এভাবে নিজেকে বাঁচাতে থাকবে সে?
ইশফাক বেরিয়েছে সেই সকালে,,,রাত প্রায় ১২ টা বাজে কিন্তু এখনো আসতে না দেখে চিন্তিত হয়ে পরেছে আদিয়ান।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো সে ইশফাকের,,কিন্তু ইশফাক না আসাতে আদিয়ান তাকে খুজতে যাওয়ার জন্য গাড়ির চাবি আনতে
নিজের রুমে যেতেই ইশফাক দুলতে দুলতে বাড়ির ভিতরে প্রবেশ করলো।
চোখ মুখ লাল হয়ে আছে ইশফাক এর,,মাতাল অবস্থায় ইশফাক সোজা এলার রুমে ঢুকে পড়লো,,এলার রুম এর দরজা আধখোলা থাকায় ইশফাক এর ঢুকতে কোন অসুবিধে হয় নি,, এলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচড়াচ্ছে,,এমন সময় ইশফাক এলার পিছনে এসে দাড়াঁলো।।।
এলা আয়নার দিকে অবাক চোখে তাকিয়ে আছে,, প্রকৃতি যেন নিরবতা প্রকাশ করছে,,,সময় টা যেন ওখানেই থমকে গেছে।হার্ট অ্যাটাক করার উপক্রম,,,😟😲
এ কি দেখছি আমি?আসলে কি আমি ধরা পড়ে গেছি,,এখন আমার কি হবে?😭
কাপছে এলা,,বুক ধুক ধুক করছে এলার যেনো নিঃশ্বাস এখনি বন্ধ হয়ে যাবে।।
ইশফাক নেশালো চোখে তাকিয়ে আছে এলার দিকে,,ইশফাক তার ঠোঁট এলার ঘাড় এর কাছে নিয়ে হাল্কা ছোয়ালো।এলা কেপে উঠলো।
এলা আমি জানতাম তুমি আমার আশেপাশেই আছো,,,আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আনুভব করেছি,,,তুমি জানো আমি না এখনও তোমাকে খুজে এসেছি, কিন্তু কত্থাও পাই নি,,কই ছিলা তুমি?আমি সব কিছু ছেড়ে এসেছি একমাত্র তোমাকে ফিরিয়ে আনার জন্য,, তুমি আমার শিরায় শিরায় বয়ে চলেছো,,,। ইশফাক তার থুতনি এলার কাধে রেখে বলছে কথা গুলো।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এলা চোখ উল্টো করে তাকিয়ে আছে,,,কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে,এই মুহুর্তে কি করা উচিত তাও ভেবে কিনারা পাচ্ছে না সে।ইশফাক এগুলা কেন বলছে তার মানে কি ইশফাক আদৌ এলাকে ভালবাসা শুরু করেছে?গভীর চিন্তায় মগ্ন সে।চোখ বেয়ে অঝোরে জল পড়ছে এলার তার সাথে ইশফাকের ও।ইশফাকের অশ্রুর ফোটা এক এক করে এলার কাধ বেয়ে গড়িয়ে পড়ছে।
এলা আমার দিকে ফিরো প্লিজ???কিছু বলো,আমি পাগল হয়ে যাচ্ছি😢আমাকে ক্ষমা করে দাও,কেঁদে কেঁদে বলছে ইশফাক কথা গুলো।
,,,,,,,,,,,,,,,,,এলা শুধু কেঁদেই চলেছে।।।।এলা আয়নার মাঝেই তাকিয়ে আছে ইশফাক এর দিকে।
ইশফাক এলার কাধে দু-হাত দিয়ে তার দিকে ফিরিয়ে নিয়ে এক হাত দিয়ে হাল্কা ছুয়ে দিচ্ছে এলার গালে,,এলা চোখ বন্ধ করে আছে,,ইশফাকের প্রত্যেকটা ছোয়ায় কেপে উঠছে সে।
ইশফাক এলাকে আরও কাছে টেনে তার গায়ের সাথে একদম লেগে দাঁড়ালো।এক হাত দিয়ে এলার কোমর জরিয়ে ধরেছে ইশফাক।
ইশফাকের মুখ এলার একদম কাছাকাছি,,, ইশফাক এর নিঃশ্বাস এলার মুখের সাথে বারি খাচ্ছে।
উনার সামনে আসলে আমি কেন এতো দুর্বল হয়ে যায়?কেন নিজেকে সাম্লাতে পারি না,,কেন আমার হৃদয় বার বার উনাকে কাছে টানতে চাই?
না তা হতে পারে না,আমি অসহায় কিন্তু দুর্বল না,আমি কখনো ক্ষমা করবো না উনাকে।আমাকে খন্ডবিখন্ড করে দিয়েছে ইশফাক।মাঝ পথে ছেড়ে দিয়েছে সে,,ইশফাকের শহরে আমি অচেনা পথিক এর মতো এদিক ওদিক ঘুরে বেরিয়েছি।
ইশফাক নিজের ঠোঁট এলার ঠোঁটে ডুবিয়ে দিতে যাবে এমন সময় এলা ধাক্কা দিয়ে সরিয়ে দিলো ইশফাক কে।
এমনিতেই ইশফাক মাতাল অবস্থায় আছে তার উপর তাল সাম্লাতে না পেরে মাটিতে লুটিয়ে পরলো সে।
এলা,,,,,, i love u sooo much,,,Don’t leave me plzz,,,i can’t live without u….৩ বার কথা গুলো বলে বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়লো ইশফাক।
এলা ইশফাক কে ধরতে চেয়েও ধরতে পারছে না।শুধু কেঁদেই চলছে সে।ইশফাকের এমন স্বভাবে আর বুঝতে বাকি রইলো না এলার যে ইশফাক এখন নিঃস্বার্থ ভাবে ভালবাসতে শুরু করেছে তাকে।
দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলো এলা,,কেঁদে চলেছে সে,,,কিন্তু না এমন হলে চলবে না!!!যেভাবেই হোক ইশফাক থেকে দূরে থাকতে হবে এলার।😢😢
ইশফাক সজ্ঞানে কথা গুলো বলে নি,,ইশফাক মাতাল ছিলো খুব বেশি মাতাল ছিলো,, তাই হইতো এসব বলেছে।।মনে মনে ভাবছে।আর কেঁদেই যাচ্ছে।
চলবে।
রোমাঞ্চ এর র ও জানি না😑তাই বুঝতে পারছি না কেমনে কি দিব 😣ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here