Addicted_love Part: ৪৯(২য় খন্ড) aarizona ella

0
1053

#Addicted_love
Part: ৪৯(২য় খন্ড)
aarizona ella
ঘুম থেকে ধড়ফড়িয়ে উঠে এলাকে এদিক ওদিক পাগল এর মতো খুজতে লাগলো ইশফাক।
এই কি ইশফাক নিজেকে তার খাটে দেখেই কিছুটা অবাক হলো ,,তবে কাল রাতে যা হয়েছে তা কি স্বপ্ন ছিলো? হয়তো বেশি মাতাল ছিলো তাই এমনটা হচ্ছে।ভাবছে ইশফাক।এই কেমন সমীকরণ?যা মিলাতে কষ্ট হয়ে যাচ্ছে ইশফাক এর।যতই দিন যাচ্ছে ইশফাক ততই যেন অগোছালো হয়ে পড়ছে।কোন ভাবেই যেনো নিজেকে ঠিক রাখতে পারছে না।
দীর্ঘ শ্বাস ফেলে উঠে ওয়াস্রুম এর দিকে এগুলো সে।
বেসিনে কুলি করার সময় হাল্কা কাশি দিতেই কিছুটা রক্ত কাশির সাথে বেরিয়ে আসতে দেখে চমকে উঠলো ইশফাক।।
কিছুই ভাল্লাগছে না,,, কেন জানি খুব বেশি অস্থির লাগছে।।।মনে মনে ভাবছে এলা আর খুব অস্থিরতার সাথে অফিসের এদিক ওদিক পয়রাচারি করছে আর গত রাতের কথা চিন্তা করছে।
flashback….
এলা রুমের বাইরে কান্না করছে,,হঠাৎ আদিয়ান কে রুমের দিকে আসতে দেখে এলা চোখ মুছে স্বাভাবিক হয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো।
ইশা ইশফাক কে দেখেছেন?সেই সকালে বেরিয়েছে এখনো আসার কোন নাম নেই😰গোটা রাস্তা বার সবখানে খুজে এলাম কিন্তু কোথাও পাই নি😟(আদিয়ান)
উনি আমার রুমে।খুব মাতাল অবস্থায় ছিলেন হয়তো তাই নিজের রুম মনে করে আমার রুমে ঢুকে পড়েছেন।আমি আপনার কাছেই যাচ্ছিলাম।নিজেকে বহু কষ্টে কন্ট্রোল করে এলা কথা গুলো বলছে।
কোন মিসবিহেভ করে নি তো?(আদিয়ান)চোখ বড় করে জিজ্ঞেস করলো।
ন,,,ন,,না না উনি তো এসেই মাটিতে লুটিয়ে পড়ে গেছেন।😑তাই আপনার কাছেই যাচ্ছিলাম আমি।
চলুন।(আদিয়ান)
দুজন এলার রুম এর ফ্লোর থেকে ইশফাক কে উঠিয়ে তার রুমে নিয়ে শুইয়ে দিলো।ইশফাক বেঘোর ঘুমে অতল।
আদিয়ান এর ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো এলা।
মিস ইশা কার ভাবনায় মগ্ন হয়ে আছেন আপনি??(আদিয়ান)।
ক,,,,ক,,কই না তো।।এমনি ভাল্লাগছিলো না☺চাপা হাসি দিয়ে।
তো বাড়ি চলুন?(আদিয়ান)
আপনি যান আমার কিছু কাজ বাকি আছে,তা সেড়ে আমি আসছি।
ওকে!! (আদিয়ান) মুচকি হেসে।
বেশ রাত করেই বাসায় ফিরলো এলা।রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেল্কুনি তে দাঁড়িয়ে আছে।কিছু ভাল্লাগছে না।সকাল থেকে কান্না করেই যাচ্ছে সে।
বেল্কুনি তে দাঁড়িয়েই দু ঘন্টা পাড় করেছে। কিছু টা দূর থেকে গিটারের শব্দ ভেসে আসছে এলার কানে।
এতো রাতে গিটার বাজাবে কে?আর এই আওয়াজ এখানে আশেপাশে কোথাও হবে।ওড়না মাথায় পেচিয়ে রুম থেকে বেরিয়ে গিটারের আওয়াজটা কে লক্ষ করে এক পা এক পা এগুতে লাগলো এলা।
যেতে যেতে ছাদের সিড়ির পাশে এসে থামলো সে।আওয়াজ টা ছাদ থেকেই আসছে।সিড়ি বেয়ে উঠতে লাগলো এলা।
ছাদের দরজা অর্ধেক খোলা। ঠিক ছাদের মাঝখানে থাকা লং বেঞ্চটি তে বসে আছে কেউ একজন।লোক টির একপাশ দেখে এলার আর বুঝতে বাকি রইলো না যে এটা ইশফাক।
ওড়নার কিছুটা অংশ দিয়ে মুখের অর্ধেক ঢেকে নিলাম।ইশফাক গিটার হাতে নিয়ে রেখেছে আর সামনে একটা মদের বোতল,আর ওয়ালেট এর উপর আমার চেন টা অতি সযত্নে রেখেছে তা দেখেই অবাক লাগছে আমার।
ইশফাক গান গাচ্ছে।
tu jo nazro ke samne jab hoga nahi,
Tujhko dekhe bin mai marna jau kahi,
Tujhko vul jau kaise maney
Na manau kaise,,tu bata
Rokey na rukey yeh naina,,
Teri odh hai inhe to rehna…
…..,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Kat ta hu lakho lamhe,,
Kat te nahi hai,,
Saaye teri yaad o ke,,
Haat te nahi hai,,
Sukh gaye hai ansu,,
Teri judaai ke,,
Palko se phir bhi badal,,
Chad te nahi hai.
Khud ko mai hasau kaise,
Mane na manau kaise,,
Tu bata……..
Rokey na rukey yeh naina,,
Teri odh hai inhe to rehna…..
ইশফাক গান টি গাওয়া অবস্থায় বার বার এলার লকেট টির দিকে তাকাচ্ছিলো।তা উকি মেরে লুকিয়ে লুকিয়ে দেখছে আর মুখ চেপে অঝোরে কেঁদে যাচ্ছে এলা।
ইশফাক এর কষ্ট আর এলার কান্নায় আজ আশেপাশের নিরব পরিবেশ টা ও বুঝি নিরবে কাঁদছে।
এলার ফুপানোর আওয়াজ শুনে ইশফাক এদিক ওদিক তাকালো,,ইশফাক তা বুঝে ওঠার আগেই এলা সেখান থেকে পালিয়ে সোজা নিচে নেমে এলো।
চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here