Addicted_love Part:54( ২য় খন্ড ) Aarizona Ella

0
985

#Addicted_love
Part:54( ২য় খন্ড )
Aarizona Ella
বউ আমার আমাকে এতো ভালবাসে জানলে ঘর থেকে আজ বেরই হোতাম না,,একপ্রকার ভালোই হয়েছে,,আমার প্রতি তোমার ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে,, 😘
এখানে রঙ করতে আসিনি আমি,,আপনার বাবা বলেছিলেন আপনার জন্য খাবার নিয়ে আসতে উনাকে না করতে আমার বিবেগে বেধেছে তাই আসতে বাধ্য হয়েছি।
আপনার জন্য খাবার আনার না শখ আছে না কোন ইচ্ছে।আমাকে দিতে বলেছে আমি এসেছি দিতে,দেয়া শেষ তো আমি এবার আসি।😤(এলা)
আরেহ আরেহ আরেহ!!সবেই তো এসেছো,এতো জলদি কিসের?😀এতো আদর করে আমার জন্য খাবার নিয়ে এসেছো যেহেতু নিজের হাতে খাইয়েও দাও।(ইশফাক)
কেন আপনার হাত কি নেই?নিজে খেতে পারেন না?এতো ন্যাকামি ভাল্লাগেনা আমার😠(এলা)
আমি ন্যাকামি করছি কোথায় কলিজা?তুমি খাইয়ে না দিলে আমি কিন্তু খাবো না😢(ইশফাক)
না খান,,,,না খেয়ে মরে যান আপনি এরপরও আমাকে প্লিজ ছাড় দেন🙏আপনাকে বিরক্ত লাগছে আমার😡(এলা)
যদি এটা বিরক্তি হয় তবে ওকে i except it😂..খাইয়ে দাও।।বলতে বলতে ইশফাক তার চেয়ারে গিয়ে বসলো।
এলা রাগে ফুসতে ফুসতে চলে যেতে নিলে দরজার সামনে গিয়ে দেখছে দরজা খুলছে না।।এলা দরজা টানছে😰
কিরে দরজা খুলছে না কেন।।😰😰😰😰(এলা)
এটা ইশফাক চৌধুরীর অফিস,,, আমার হুকুম ছাড়া দরজা পর্যন্ত খুলে না😂বলেই হো হো করে হেসে উঠলো ইশফাক😆।।
ইশফাক বেশি হয়ে যাচ্ছে কিন্তু,দরজা খুলুন বলছি আমি যাবো। 😠(এলা)
খাইয়ে দাও আগে তারপর দেখছি।😁(ইশফাক)
আপনার দরজাও আপনার মতো ছেচড়া।😡(এলা)
আমি তো বলেছি তোমার জন্য হাজার বার ছেচড়া হতে রাজি আছি,যদি খাইয়ে না দাও তবে সত্যি আমি খাবো না,শুধু এখন না আগামি দুই দিন পর্যন্ত আমি কিচ্ছু খাবো না😞।(ইশফাক)
না খেলে আপনি মরবেন আমি না,😤(এলা)
সত্যি আমি মরে গেলে কি তুমি খুশি হবে?আমার কিন্তু আলসারের সমস্যা আছে.।(ইশফাক)
ইশফাক এর কথা শুনে এলা মায়া ভরা চাহনি তে তার দিকে তাকিয়ে ইশফাক এর সামনে চেয়ার টেনে বসলো।
এলার চোখ এর কোনে হাল্কা পানি এসে জমাট বাঁধলো।কিন্তু তা সে ইশফাক কে বুঝতে দেই নি।
বক্স খুকে এলা ইশফাক কে খাইয়ে দিতে শুরু করলো,ইশফাক যেনো বিশ্ব জয় করা হাসি হাসছে,খুশি তে আত্মহারা সে।
দু এক লোকমা খাওয়ার পর ইশফাক এলাকে থামিয়ে দিলো।
এলা জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে আছে ইশফাক এর দিকে।
ইশফাক এক লোকমা তুলে এলার মুখের সামনে ধরলো।
খাবো না আমি,,ক্ষিদে নেই আমার😤(এলা)
যেভাবে তাকিয়ে ছিলে নজর লাগবে,,,তাই এটা খাও আর দিচ্ছি না😂(ইশফাক)
এলা জেদ করে ওই লোকমা টা মুখে নিয়ে ইশফাকের আংগুলে জোরে কামড় বসিয়ে দিলো।
আহহহহহহ।।।।এতো জোরে কেউ কামড় দেই বাবু?(ইশফাক)😩
বেশি শখ হয়েছে খাইয়ে দেয়ার তাই শখ পুরন করে দিয়েছি😤
tera ishq bara tikha,,mujhe tikha accha lage😂,,,তোমার তিতা মার্কা ঘৃনা ও আমার ভালো লাগে😍তুমি যতই ঘৃনা করবে আমই ততই ভালবাসবো।❤(ইশফাক)
খাবেন নাকি চলে যাবো? (এলা)
হায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া।।।মুখ হা করে রেখেছে ইশফাক।ইশফাকের অবস্থা দেখে এলার হাসি পাচ্ছে আবার রাগও লাগছে এলা নিজেকে সামলে ইশফাক কে খাওয়াতে শুরু করলো।
এবার দরজা খুলুন আমি যাবো। (এলা)
কিছুক্ষণ বসো একসাথে যাবো।(ইশফাক)
আমি একা এসেছি একা যেতে পারবো। 😒(এলা)
ড্রাইভার কে আমি পাঠিয়ে দিয়েছি,নাহলে একা যেতে পারতে।বাইরে বৃষ্টি হচ্ছে মে বি।তাই বসো একসাথে যাবো।(ইশফাক)
আপনার সাথে কেন যাবো আমি?(এলা)
আমার বউ আপনি,,,আপনার এই প্রশ্ন আমার মোটেও প্রাসঙ্গিক লাগছে না।😒(ইশফাক)
আপনি মানুষ টা আসলেই খুব বেশি বিরক্তিকর। 😤(এলা)
i agree😁(ইশফাক)
প্রায় সন্ধ্যা হয়ে এসেছে কেবিনের থাই জানালা টা বিশাল হওয়াই বাইরে দেখা যাচ্ছে,এলা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে,আর ইশফাক এলার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে।
এতটা মায়াবী লাগছে যেন তাকিয়েই থাকতে ইচ্ছা করে।।মনে মনে বলছে ইশফাক।
হয়েছে আপনার?এলার ডাকে ধ্যান ফিরলো ইশফাকের।
হ্যাঁ চলো।
বেরিয়ে পড়লো তারা। গাড়ি তে উঠে বসলো এলা।
আপনি মিথ্যা বলেছেন কেন?গাড়ি তো এখনো আছে😡(এলা)
মিথ্যে না বললে কি তোমার সাথে যেতে পারতাম?(ইশফাক)
রাগে এলার মাথা ফেটে যাচ্ছে😡😠😤
ইশফাক ও এলার সাথে পেছনে এসে বসলো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই ইশফাক গাড়ির গ্লাস তুলে দিয়েছে।
গ্লাস তুলেছেন কেন?আপনি জানেন না গ্লাস তুল্লে আমার বমি আসে?(এলা)
বৃষ্টি খুব বেশি হচ্ছে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে,কমলেই নামিয়ে দিবো।(ইশফাক)
গাড়ি চলছে,এলা মুখ চেপে রেখেছে,,কিছুক্ষন যাওয়ার পর খুব বমি বমি লাগছে এলার আর সহ্য হচ্ছে না।
কি হলো বেশি খারাপ লাগছে?ইশফাক চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো😟
এলা কথা বলতে পারছে না,,,আর কন্ট্রোল করতে না পেরে বমি করে ইশফাক এর কাধ থেকে বুক পর্যন্ত ভরিয়ে দিয়েছে😣😣😣😖
ইশফাক এর পুরা শার্ট বমিতে শেষ।
সরি আমি ইচ্ছে করে কিছু করি নি😭কন্ট্রোল করতে পারি নি।😭(এলা)
আমি জানি বাবু ইচ্ছে করে করোনি,এখন ভাল্লাগছে?(ইশফাক)
এলা অবাক চোখে ইশফাকের দিকে তাকিয়ে হ্যাঁ সুচক মাথা ঝাকালো।
ইশফাকের অবস্থা দেখে এলার নিজের ঘেন্না লাগছে,খাচ্ছর ইয়ায়ায়ায়ায়াক্কক্কক্ক।।
আর ইশফাক কোন রিএ্যাক্ট করছে না,না ইশফাক ঘেন্না পাচ্ছে,,আর না শার্ট টা ও খুলছে।
এলা শার্ট মুছে দিয়ার জন্য এগিয়ে আসতেই ইশফাক এলাকে ধমক দিলো।
কি করছো?(ইশফাক)
আ,,,,আপনার শার্টে সব বমি😨😨😨ছিইই।।।(এলা)
আমার শার্টে বমি তোমার সমস্যা কি?(ইশফাক)ধমক দিয়ে।
এলা তাকিয়ে আছে ইশফাক এর দিকে।
বাসায় না যাওয়া পর্যন্ত দূরে থাকো,আরও অসুস্থ হয়ে যাবে নাহলে।এদিকে তাকিয়ো না অসস্থি লাগবে।(ইশফাক)
শার্ট টা খুলে ফেলুন অন্তত 😟😟😩(এলা)
আমার সমস্যা হচ্ছে না,, তো৷ তোমার সমস্যা কোথায় আজিব.?(ইশফাক)😡
এলা নাক মুখ ভেটকে রেখেছে ইশফাকের কথা শুনে।
হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখো।ভাল্লাগবে।বাসায় পৌছলে আমি ডেকে দিবো।(ইশফাক)
এলা অবাক হচ্ছে আবার নির্বাকও😱😟
চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here