Addicted_love Part:54

0
964

#Addicted_love
Part:54
Aarizona Ella
এলা কাঁদতে কাঁদতে রুমে আসলো।। তার পিছে পিছে ইশফাক ও এসে হাজির হলো।।
এলায়ায়ায়ায়া,,,,কি হয়েছে?এভাবে মন খারাপ করছো কেন?(ইশফাক)
আপনি এখন যান এখান থেকে আমি কিছুক্ষণ একা থাকতে চাইছি।। (এলা)
আমার কথা একবার শুনো?(ইশফাক)
কি শুনবো হ্যাঁ?কি শুনাতে চাইছেন?আমি চিপ ক্লাস আর আপনার মতো শিল্পপতি,বিজনেজ আইকন এর সাথে আমাকে মানায় না।।😤(এলা)
এসব বলছো কেন তুমি?আমি কি তোমাকে এসব বলেছি?(ইশফাক)
এখন বলেন নি তবে আপনার বলা প্রতিটি কথা এখনো আমার কানে বাজে।।।(এলা)
যা ই হও তুমি আমার এন্ড সারাজীবন থাকবে।😠(ইশফাক)
আপনি এখান থেকে যান এখন প্লিজ।(এলা)
ওকে।।মাইন্ড রিফ্রেশ হলে নিচে এসো খেতে।।(ইশফাক)
😤😤😤😤(এলা)
ইশফাক মুচকি হেসে নিচে নেমে এলো,, এলার মাথা ফেটে যাচ্ছে রাগে।এরপরও কেন জানি মনের কোনে অজানা এক খুশি অনুভব করছে সে।
পরেরদিন সকালে ইশফাক আর এলা আমেরিকা ব্যাক করলো।
এলা যখন তখন সুযোগ খুজে ইশফাক এর সাথে ঝগড়া লাগানোর কিন্তু ইশফাক সবসময় তার ঝগড়ার মুডকে ইগ্নোর করে এমন বিহেভ করে যেনো কখনো কিছুই হয় নি খুব শান্ত থাকে ইশফাক।
এভাবেই বেশ মাসখানেক কেটে গেছে।তার মধ্যে ইশফাক একবারও এলাকে তার ইচ্ছার বিরুদ্ধে ছোয়ার চেষ্টা পর্যন্ত করে নি।
এলা আজকে বাবা এখানে আসছে আমার জন্য নাহলেও বাবার জন্য একটু নরমাল থেকো প্লিজ।(ইশফাক)
তো আমি এবনরমাল কবে ছিলাম?😒(এলা)
তুমি তো পুরাই তার ছেড়া😂😆(ইশফাক)
আপনার এই অভিনয় দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়ছি।😤(এলা)
আমি অভিনয় করছি না 😡আমার ইমোশনকে আর কতো দোষারোপ করবে তুমি?(ইশফাক)
এলাকে দেয়ালের সাথে দুহাত দিয়ে চেপে ধরলো ইশফাক।
ছাড়ুন লাগছে আমার,আপনার প্রত্যেকটা ছোয়াতে ই আমার ঘেন্না লাগে যেন কেউ আমার গায়ে এসিড ঢেলে দিচ্ছে(এলা)😤
এতো ঘৃনা তোমার মনে আমার জন্য এভাবে পুষে রেখেছো,একটা বার কি আমাকে সুযোগ দেয়া যায় না?(ইশফাক)
কেমন সুযোগ? আমি কে আপনাকে সুযোগ দেয়ার?আমি তো চিপ মিডেল ক্লাস ফ্যামিলির মেয়ে আমার কোন যোগ্যতা নেই আপনার মতো বিজনেস আইকনের সাথে থাকার বা সুযোগ দেয়ার।(এলা)
রাগে ইশফাক এর চোখ রক্তাক্ত প্রায়,,নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সে এলার মাথার পিছনে এক হাত ঘাড়ে চেপে এলার মুখ একদম তার মুখের সামনে এনে ধরেছে।এলা ধাক্কা দিতেই ইশফাক তার ঠোঁটে স্বজোরে কামড় বসিয়ে দিলো।
এলার ঠোঁট থেকে রক্ত আসার উপক্রম।এলা ব্যাথায় ঠোঁট ধরে কাত্রাচ্ছে।।
এলার অবস্থা বুঝতে পেরে ইশফাক তাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো।
এলা এখনো ঠোঁট ধরে ভ্রু কুচকে চোখ বন্ধ করে আছে।
বাবা কিছুক্ষণের মধ্যে আসছে তুমি এগুলো চেঞ্জ করে শাড়ি পরে নিবে।যেনো আর বলতে না হয়,আমি চাই না তোমার এই মনোভংগো বাবার কানে পৌছাক।(ইশফাক)
এতো মাওলানা সাজার তর্কিপ কেউ আপনার কাছে শিখুক 😠😤এতটা ভালো সাজার কি দরকার আপনার বাবাও জানুক আপনি কত্তবড় স্টুপিড।(এলা)
যদি আমার কলিজার টুকরো না হতে তবে এতক্ষণে তোমাকে দিনের বেলায় তারার সাথে মুলাকাত করাতাম।😡(ইশফাক)
আপনার সাথে কথা বলাটাই আমার ঘাট হয়েছে।😠ইচ্ছা করছে নিজের মাথা নিজে ফাটাই।(এলা)
আমার ভালবাসার অংশ তুমি,,,তোমার জান টা এখন তোমার না আমার তোমার কোন হক নেই আমার জানের উপর অত্যাচার করার,,সো উল্টো পাল্টা কিছু করার আগে হাজারবার চিন্তা করবে,,(ইশফাক)
এলা আর কিছু না বলে হনহন করতে করতে রুম থেকে বেরিয়ে পড়লো।
ইশফাক মুচকি হাসছে।।😂
নিচে হলে গিয়ে এলা রাগে এপ্রান্ত থেকে অপর প্রান্তে পয়রাচারী করছে।😤😤
কি হলো এভাবে রেগে আছো কেন তুমি?(আন্টি)
আন্টি আপনি কোথায় ছিলেন?কখন এলেন?😀😀বলেই এলা আন্টিকে জড়িয়ে ধরলো।
কাল রাতে এসেছি,বোন অসুস্থ ছিলো তাই মাসখানেক তার কাছেই থাকতে হয়েছে,স্যার বলেছেন তুমি এসেছো তাই তারাতাড়ি করেই কাল রাতে এসে পড়েছি😊(আন্টি)
আই মিসড্ ইউ সো মাচ আন্টি।😢(এলা)
আই মিসড্ ইউ টু😊এভাবে রেগে ছিলে কেন?আর এই কি তোমার ঠোঁট ফুলে আছে কেন?(আন্টি)
ইশফাকের বাচ্চা করেছে😤😤।আমার জীবনকে তেজপাতা বানিয়ে দিয়েছে।😭(এলা)
তোমাকে সুখের রাজ্যে নিয়ে এসেছে,,ইশফাক অনেক বদলে গেছে এলা।(আন্টি)
উনি হচ্ছেন বাংলা সিনেমার খলনায়ক😡😡এক এক বার এক এক রুপ ধারন করে😡।i hate him…(এলা)
থাক এখন তোমাকে কিছু বোঝানো টা আমার বোকামি ব্যাতীত আর কিছু হবে না এই মুহুর্তে,, যতক্ষণ না তুমি নিজে থেকে কিছু বুঝবে😊(আন্টি)
ইশফাক এর বাবা এসেছে বাড়ির সব সার্ভেন্টস রা এদিক ওদিক বলাবলি করছে,,
ইশফাক নিচে নেমে এলাকে ধমক দিলো,
বাবা এসে পড়েছেন তুমি শাড়ি না পড়ে এখনো এভাবেই আছো?তোমাকে যে কি করি আমি কিছুই বুঝতে পারছি না,না পারছি বোকতে না পারছি কিছু করতে,উফফফফফ এই মেয়ে এতো কষ্ট দাও কেন হ্যাঁ?(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,এলা নাক ফুলিয়ে দাঁড়িয়ে আছে।
যাও তারাতাড়ি শাড়িটা পড়ে এসো প্লিজ!!!তোমার যা অভিযোগ সব আমার কাছে বাবার সাথে কিছু না সো প্লিজ যাও,বাবা যতদিন আছে ততদিন,,এরপর আর কোন কিছুর জন্য জোর করবো না😟😟(ইশফাক)
এলা কিছু না বলে সোজা উপরে গিয়ে শাড়ি পড়ে নিচে নেমে ইশফাকের বাবার আগমন করলো।
দুপুরে খেয়ে দেয়ে সবাই একসাথে আড্ডা দিলো।
ইশফাক এর বাবার স্নেহ দেখে এলাও মন থেকে সম্মান করতে শুরু করলো ইশফাকের বাবাকে।ইশফাক যা ই হোক কিন্তু উনার বাবাটা বেশ উত্তম চরিত্রের লোক। এভাবেই দিন কাটছিলো তাদের।
সকালে সবাই একসাথে নাস্তা করছে,,ইশফাক অফিসে যাওয়ার জন্য তাড়াহুরো করছে যার কারনে সকালের নাস্তা না করেই অফিসের উদ্দেশ্য বেরিয়ে পড়েলো কারন আজ অনেক বড় একটা ডিলের মিটিং।
বৌমা ইশফাকের জন্য আজ দুপুরের খাবার নিয়ে যেও।ছেলেটা না খেয়েই চলে গেছে(ইশফাকের বাবা)
কিন্তু আমি তো উনার অফিস চিনি না😟(এলা)
চিনলেও জীবনে যাবো না হুহ😏মনে মনে বলছে এলা।
ড্রইভারকে বলে দিচ্ছি সে তোমাকে পৌছে দিবে।(ইশফাকের বাবা)
কিন্তু বাবা আমি😣😣(এলা)
এ কোথায় ফেসে গেলাম,,এতো আবেগ দেখানোর ইচ্ছে নেই আমার,,আপনার ছেলে যে কত্তবড় কুকুরের লেজ সেটা আপনাকে কিভাবে বুঝাই।মনে মনে বলছে এলা।
যাও মা ও বেশিক্ষন খালি পেটে থাকতে পারে না।(ইশফাকের বাবা)
জ্বী।। (এলা)😞
১ টার দিকে এলা ইশফাক এর জন্য খাবার নিয়ে বেরিয়ে পরলো অফিসের উদ্দেশ্য।
অফিসে পৌছে খুব আনিজি ফিল করছে সে,কারন সেখানে সবাই ফরেইনার আর কাউকেই চিনে না সে।
where is the way to reach Ishfaque Chowdhury’s cabin? রিসেপশনিস্ট এর কাছে গিয়ে জিজ্ঞেস করলো এলা।
sir is busy in meeting,, wait there miss,,,u have to wait untill he comes..(রিসেপশনিস্ট)
It’s very urgent Ma’am,, i just need to pass the box to him..it’s humbly requested 😟(এলা)
okay let me call him,,what’s ur name miss?(রিসেপশনিস্ট)
i m ella…
কিছুক্ষন কথা বলার পর মহিলা এলাকে ইশফাকের কেবিনের দিকে নিয়ে গেলো।
Miss this is sir’s cabin,u can go inside,sir will be back after a While…he is in meeting room..(মহিলা)
thanks?বলেই এলা ইশফাক এর কেবিনে ঢুকে পড়লো এলা।
ঢুকেই দেখছে অনেক আলেশান ইশফাকের কেবিন টা খুব সুন্দর ভাবে গোছানো সবকিছু।এলা বক্স টা টেবিলের উপরে রেখে কেবিনের চারদিকে চোখ বুলাচ্ছে,,বেশ ভালোই লাগছে এলার,কেবিনের আসবাবপত্র গুলাতে হাত বুলাচ্ছে আর মুচকি হাসছে।।
ইশফাক দরজা খুলে দেখছে এলা তার ফাইলপত্র গুলো খুটে খুটে দেখছে,,তা দেখে ইশফাক মুচকি হাসতে হাসতে দরজা লাগিয়ে এলার দিকে আস্তে আস্তে এগুলো।
এলার কানের একদম কাছে তার ঠোঁট এনে ফিসফিসিয়ে কথা বলতে শুরু করলো।
আজ আমার বউ আমাকে খুব মিস করছিলো বুঝি?(ইশফাক)
এমন হঠাৎ কিছু হবে জানতো না এলা,,চমকে উঠলো সে হাত থেকে ফাইলগুলো পড়ে গেলো,,😰
আসলে আমি এমনিতেই দেখছিলাম,আমার উদ্দেশ্য খারাপ না😨😨আমতা আমতা করে বলছে এলা।
এটা আমার অফিস মানে তোমার ও বটে তুমি আমার একবার না দু দু বার বিয়ে করা বউ,যা ইচ্ছা তা ই করতে পারবে,এমন করার দরকার নেই,,নিজেকে তোমার মাঝে আবদ্ধ করে ফেলেছি,আর এটা তো সামান্য অফিস।সো এতো হেস্টিটেশন ফিল করার দরকার নেই।এলাকে নিজের দিকে ঘুরিয়ে দু গালে হাত রেখে বলছে ইশফাক।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এলা তাকিয়ে আছে ইশফাক এর দিকে।।।
চলবে।
আমার আইডিতে কে জানি হুদাই রিপোর্ট মেরেছে।😭😭😭😭আইডি বন্ধ হয়ে গেলে কি করবো কিছুই বুঝতে পারছি না😭আমার লগে কার এমন দুশ্মনি😭আল্লাহ তোমার কাছে বিচার দিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here