Addicted_love Part:59

0
865

#Addicted_love

Part:59

Aarizona Ella

জান ফ্রেশ হয়ে নাও আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে।।।আমি আছি তোমার কোন কিছুর চিন্তাও করতে হবে না।(ইশফাক)

আপনি এতো গুছিয়ে কথা ও বলতে জানেন আগে জানতাম না😊(এলা)

সব আপনার মেহেরবানী ম্যাডাম😂এবার ফ্রেশ হয়ে তারাতাড়ি বেরিয়ে আসুন,,আমারও ফ্রেশ হওয়া লাগবে,,,আরেকটু দেরি করলে কিন্তু সমস্যা আছে😜শয়তানি হাসি দিলো ইশফাক।

এলা ইশফাক এর দিকে আড়চোখে তাকিয়ে আছে,,,ইশফাক হাসছে😂।

রাতে খেয়ে দুজন বিছানায় গা এলিয়ে দিলো,,এলার ক্লান্ত লাগছে খুব তাই সে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লো।

এলাকে নিজের বুকে টেনে নিলো ইশফাক।টিভি দেখছে সে আর বার বার ঠোঁট দিয়ে এলার কপাল ছুয়ে দিচ্ছে।
ফোন বাজছে ইশফাক এর,,,ফোন এর স্ক্রিনে তাকিয়ে দেখছে আননোউন নাম্বার,,,নাম্বার না চিনার কারনে ফোন ধরছে না ইশফাক,,কিন্ত বার বার ফোন দেয়ার কারনে ধরলো সে,,,

হ্যালো,,,,,,হ্যালো?????কে,,(ইশফাক)

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,কেউ কথা বলছে না,,,ইশফাক চেচিয়ে উঠলো যার কারনে এলা নড়ে উঠলো,,,সেই দিকে লক্ষ করে ইশফাক উঠে বারান্দায় চলে গেলো যেনো এলার ঘুমের ব্যাঘাত না ঘটে।।

ইশফাক অনেক্ষন যাবৎ হ্যালো হ্যালো করছে কিন্তু কেউ কথা বলছে না,,,,

কোন অমানুষ রে এতো রাতে কল করে আবার কথা বলছো না😠😠(ইশফাক)

কেমন আছো??(ফোনের অপর পাশ থেকে)

কে?(ইশফাক)

বউ এর নেশায় এমন মাতাল হয়ে গেছো যে আমার কন্ঠটা পর্যন্ত চিনতে পারছো না ইশফাক?(ফোনের অপর পাশ থেকে)

এথিনা!কেন কল করেছিস এখানে?(ইশফাক)

তোমাকে খুব মিস করছিলাম তাই,কেন কল করে খবর নেয়া টা ও কি মানা?(ফোনের ওপাশ থেকে এথিনা)

তুই আবার আমার সংসারে আগুন লাগাতে চাচ্ছিস?মানুষের সংসারে আগুন লাগানো টা তোর দাশত্বে পরিনত হয়েছে?(ইশফাক)

বাবু এভাবে বলছো কেন আমি তো তোমাকে ভালবাসি,,মিস করছিলাম তাই একটু খবর নিচ্ছি আর তার জন্য এতো কথা??(ফোনের ওপাশ থেকে এথিনা)

শুন তোর কারনে যদি আমার বউ আমাকে ভুল বুঝে তাহলে তোকে আমি টুকরো টুকরো করে কুকুরদের খাওয়াবো। 😡😡(ইশফাক)

আহা,,,,আমার তো অবাক লাগছে এতো রেগে যাওয়ার পরও ইশফাক চৌধুরী গলা চাপিয়ে কথা বলছে😱(ফোনের ওপাশ থেকে এথিনা)

সবাই তোর মতো রোড সাইড প্রস্টিটিউট না যে রাত জেগে জেগে ছেলেদের বশ করার চেষ্টা করবে,,বউ আছে আমার,,,ঘুমাচ্ছে সে আর আমি চাই না তোর মতো প্রস্টিটিউট এর জন্য আমার বউয়ের শান্তির ঘুমে ব্যাঘাত ঘটুক,,।।আর শুন আমার বউকে আমি অনেক ভালবাসি শুধু তুই কেন হাজার রুপ কথার পরি ও যদি আমার সামনে আসে তাদের দিকে তাকানোর ইচ্ছে টা ও নেই আর না কখনো থাকবে আমার,,কারন আমার বউ কোটির মাঝে একজন।।এরপর থেকে যদি আর কখনো ফোন করেছিস তো কিছু বলবো না সোজা গিয়ে শুট করবো তোকে আমি।😡😠(ইশফাক)।
বলেউ লাইন কেটে দিলো ইশফাক।রাগে মাথা ফেটে যাচ্ছে ইশফাকের ইচ্ছা করছে এথিনাকে কুচি কুচি করে কাক দের খাওয়াতে😤😤😤।

ইশফাক এর কাঁধে কারও হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলো সে।পেছনে ফিরতেই দেখছে এলা।।

ভয় পেয়ে গেছে ইশফাক এলা কিছু শুনেছে কিনা,,যদি শুনে তবে সে খুব কষ্ট পাবে তা ভেবেই ইশফাক এর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে।

এলা আসলে আমি,,,,,,,,,,,,,,আমতা আমতা করছে ইশফাক।

আপনি এখানে কি করছেন?কে কল করেছিলো?খুব স্বাভাবিক ভাবে জিজ্ঞাসা করলো এলা।

না,,আসলে আননোউন কল এসেছিলো,, নেটওয়ার্ক প্রব্লেম করছিলো তাই বেল্কুনি তে এসে ক্লিয়ার করলাম।😊চাপা হেসে বললো ইশফাক।

এ কি, আপনি এমন চুপসে গেছেন কেন?😕(এলা)

তুমি হঠাৎ করে আসাতে ভয় পেয়ে গেছিলাম,,ভেবেছি কোন শাকচুন্নি আমার গলা চেপে রক্ত খেতে এসেছে বুঝি,😂(ইশফাক)

কি আমাকে আপনার শাকচুন্নির মতো লেগেছে😠সত্যিই আমি আপনার মাথা ফাটিয়ে দিবো😠😠(এলা)

ইশফাক রুমের ভিতরে ঢুকে এদিক ওদিক ছুটছে আর এলা ইশফাক কে গোটা রুমে তাড়া করছে,,ইশফাক এর গায়ে এলা কখনও বালিশ ছুড়ে মারছে তো কখনো ব্লেংকেট,এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে ইশফাক খাটে এলার উপর এসে পড়লো,,,,এলার হাত চেপে ধরেছে ইশফাক,,

এখন আমার কবল থেকে পালাবে কোথায় হ্যাঁ?বাঁকা হেসে বলছে ইশফাক।

কি করবেন হ্যাঁ?(এলা)

তুমি শাকচুন্নি হলে আমি শাকচুন্নির জামাই শাকচুন্নির চেয়ে আরও ভয়ংকর,,,এখন তোমাকে খাবো আমি😌😌😌বলেই ইশফাক এলার গলায় ঠোঁট ডুবিয়ে দিলো।

ইশফায়ায়ায়ায়ায়ায়ায়াক্কক্কক্ক,,,,,এভাবে দুষ্টু মিষ্টি মুহুর্তের সাথে রাত কাটলো তাদের।

সকালে তারা ঘুরার উদ্দেশ্যে বেরিয়ে গেলো।গোটা শহর ঘুরলো,, চার্চের ঐতিহাসিক প্রদর্শন গুলা এক এক করে দেখছে এলা আর বেশ অবাক হচ্ছে।কৌতুহলতায় বাচ্চাদের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে এলা আর তা ইশফাক মুগ্ধ নয়নে দেখে মুচকি হাসছে।

এলা এখানে একটা উইশিং ট্রী আছে,,শুনেছি এই গাছের সামনে দাঁড়িয়ে কেউ খাস মনে কিছু মানত করলে তার সুফল পাওয়া যায়।।(ইশফাক)

আপনি কখনো করেছেন মানত?(এলা)

কখনো করি নি,আজকে করবো তুমি আমি একসাথে 😊(ইশফাক)

হুম মুচকি হাসলো এলা।দুজন সেই উইশিং ট্রীর মুখোমুখি দাঁড়িয়ে চোখ বন্ধ করে উইশ করছে।

এলা আমার লাইফ,আর আমার এলা যেনো সবসময় আমার চোখের সামনে থাকে,,জীবনে যতই সংঘর্ষ আসুক যেনো সে আমাকে কখনো অবিশ্বাস না করে,,আর এভাবে যেনো সে আমাকে ভালবেসে যায়।প্রতিটি মুহুর্তে আমি আমার ভালবাসার অংশকে নিজের মাঝে বিরাজ করে রাখবো যেন সে আবার আমার থেকে কোথাও হারিয়ে না যায়।আমি প্রত্যেকটি প্রহরে এলাকে চাইবো শেষ মুহুর্ত পর্যন্ত। মনে মনে বলছে ইশফাক।

কাল রাতে এথিনা কে বলা প্রতিটি কথা আমি শুনেছি আর প্রতিনিয়ত অবাক হয়েছি,,আমি জানতাম না যে আমার প্রতি ইশফাক এর ভালবাসার রঙ আমার জীবন কে এভাবে রাঙ্গিয়ে দিবে,,আমি জানি ইশফাক আমাকে অনেক বেশি ভালবাসে হয়তো আমার চেয়ে হাজার গুনে বেশি,,আর আমি যেনো ইশফাকের ভালবাসায় সারাজীবন এভাবেই আবদ্ধ থাকি তার প্রতি আমার বিশ্বাস যেনো সবসময় অটল থাকে।মনে মনে বললো এলা।

এলা তাকিয়ে আছে ইশফাক এর দিকে,,ইশফাক এখনো চোখ বন্ধ করে আছে।

তো কি উইশ করলেন আপনি?ইশফাক চোখ মেলে তাকাতেই জিজ্ঞেস করলো এলা।

আমি উইশ করেছি আমাদের যেনো ১ ডজন বাচ্চা হয়,,আমার বাচ্চাদের নিয়ে একটা ফুটবল টিম বানানোর খুব ইচ্ছে,হাসছে ইশফাক।।😂

হুহ,,,আড়চোখে তাকিয়ে এলাও হেসে উঠলো।

বেশ কয়েক দিন তারা নিউইয়র্ক ঘুরলো। দীর্ঘ ৩ দিন পর তারা বাড়ি ফিরলো।।

এক সপ্তাহ পর।।

রাতে ইশফাক এলার পাশে এসে শুলো,,

ইশফাক আপনি ফ্রেশ হোননি?ঘামের গন্ধ আসছে আপনার গা থেকে,,ইয়ায়ায়ায়াক্কক্কক,,খাটাস যান গোসল করে আসুন।।।😷😷😷😖নাক মুখ বিকৃত করে বললো এলা।

এলার কথা শুনে ইশফাক বেকুব বনে গেলো,, 😕

নিজের শরীর একবার শুকে নিলো ইশফাক,,কি বলো এসব,,মাত্রই তো গোসল করে আসলাম,আর তুমি আমাকে এত নোংরা একটা অপবাদ দিচ্ছো😭😭আমার শরীর থেকে তো সুগন্ধি আসছে তুমি গন্ধ কই পেলে😢😢(ইশফাক)

আমার লাগছে,,,আপনি আমার গা ঘেঁষবেন না,,😤খাটাস।।

এলায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া,,,তুমি পাগল হয়ে গেছো?😭😭😭😭আমার বউ আমাকে দূরে সরিয়ে দিচ্ছে এর চেয়ে বড় আপমানি আর কি হতে পারে😭😭😭😭।হুদায় গায়ে গন্ধ লাগার অপবাদ দিচ্ছো,,সাবান দিয়ে ঘষে ঘষে গোসল করেছি আমি😭।

এতক্ষণে এলা ঘুমিয়ে গেছে দেখে ইশফাক ও ঘুমিয়ে পড়লো।।।

চলবে।

গল্প লিখতে গেলে ভুলক্রমে কয়েকটা শব্দের এদিক ওদিক টাইপিং মিস্টেক হয়ে যায়,,,ভুল কম বেশি সবার হয় সেটা কেউ অস্বীকার করতে পারবে না,,,ভুল কেউ ইচ্ছা করে করে না,,,যোগ্যতা ছাড়া কেউ হুদায় লিখতে আসে না।

এক সুপুরুষ আমার গল্পে বানান ভুল ধরে হুদায় চুল্কাইতে এসেছিলেন,,জনাবের কথা শুনে মনে হয়েছে তিনি জীবনে কখনো ভুল করেননি।বিদ্যাসাগরের ২য় ভার্সন জনাব,,আমিতো ভাই অযোগ্য তাই ভুলভাল লিখি,কিন্তু আপনি তো বহুত যোগ্য ভুল গুলা সঠিক ভাবে পড়েন না নাকি পড়তে জানেন না,,যা ই হোক ভাই আপনাকেই খুজছে বাংলাদেশ। 😒।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here