নেশাক্ত_ভালোবাসা #লেখিকাঃ Tamanna Islam #পর্বঃ ৩৮ & {বোনাস🌺}

0
735

#নেশাক্ত_ভালোবাসা
#লেখিকাঃ Tamanna Islam
#পর্বঃ ৩৮ & {বোনাস🌺}

আব্রাহাম আইরাতকে গাড়িতে করে নিয়ে সোজা চলে আসে। নিজের আনমনেই গাড়ি চালাচ্ছে আব্রাহাম। এদিকে আইরাত এই যে চিল্লাচ্ছে, কথা বলছে সেগুলো যেনো আব্রাহামের কানের পর্দাকে উপেক্ষা করে অন্যদিকে চলে যাচ্ছে। আইরাত আরো একটু চিল্লাতে যাবে তখনই তার কাশি উঠে পরে। কাশির বেগ তীব্র হয়ে এলে আব্রাহাম আইরাতের দিকে পানির বোতল টা এগিয়ে দেয়। আইরাত তা আব্রাহামের হাত থেকে ছিনিয়ে নেয়। তারপর পানি খেয়ে কিছুটা শান্ত হয়। আব্রাহাম এক নজর আইরাতের দিকে তাকিয়ে দেখে যে আইরাত এবার তার দুই হাত ভাজ করে গম্ভীর মুডে বসে আছে।

আব্রাহাম;; শেষ মানে এনার্জি শেষ কি? আরো করো বেশি করে চিল্লা-পাল্লা।

আইরাত তার অগ্নিদৃষ্টি আব্রাহামের দিকে নিক্ষেপ করলে আব্রাহাম কিছুটা বাকা হেসে আবার গাড়ি ড্রাইভ করাতে মন দেয়। দেখতে দেখতে এক সময় আব্রাহাম তার গাড়ি হাইওয়ে এর রোডে নিয়ে এসে থামায়। গাড়িটা এক সাইডে নিয়ে রাখে। এখানে বরাবরই গাড়ি-ঘোড়া বা মানুষ-জনের যাতায়াত বেশি। আব্রাহাম তার গাড়ি থেকে নেমে পরে। আইরাত কপাল কুচকে প্রথমে আব্রাহামের দিকে তকিয়ে থাকে তারপর সেও বাইরে নেমে পরে। দেখে এইটা একটা হাইওয়ে রোড।

আইরাত;; এই হাইওয়ে তে আমরা কি করছি? এখানে কেনো এলাম?

আব্রাহাম;; অবশ্যই কিছু না কিছু তো করতেই এসেছি।

আইরাত;; কিন্তু কি?

আইরাত আর আব্রাহাম রোডের পাশেই দাঁড়িয়ে ছিলো,, তখন আব্রাহাম আইরাতের গলাতে হাত দেয়।

আইরাত;; এই কি করছেন?

আব্রাহাম;; তোমার গলার স্কাফ দাও।

আইরাত;; হুয়াট?

আব্রাহাম কিছু না বলেই আইরাতের গলা থেকে তার স্কাফ নিয়ে নেয়। ছোট একটা স্কাফ। আইরাতের গলা থেকে আব্রাহাম তার স্কাফ টা নেবার পর আইরাতের দিকে নিজের চোখ গুলো স্থীর রেখেই নিজের পেছন দিকে আস্তে আস্তে পেছাতে লাগে। অর্থাৎ রাস্তার মাঝে যাচ্ছে। মুখে ঝুলে আছে বাকা হাসি। আইরাত কিছুই বুঝতে পারছে না যে আব্রাহাম করছে টা কি। রাস্তা তে অনেক বেশির গাড়ি চলাচল করছে, এক একটা হাওয়ার বেগে যাচ্ছে। আইরাত একবার রাস্তার আশে পাশে তাকাচ্ছে তো আরেকবার আব্রাহামের দিকে। কিন্তু আব্রাহাম তো আইরাতের দিকে তাকিয়ে পিছিয়েই যাচ্ছে পিছিয়েই যাচ্ছে। এক সময় রাস্তার মাঝ বরাবর আব্রাহাম চলে আসে। আর তখনই আব্রাহাম তার হাতে থাকা আইরাতের সেই স্কাফ টা নিয়ে নিজের চোখে বেধে দেয়। আইরাতের মুখ তো পুরো হা হয়ে গেলো। এই করছে টা কি? আগে থেকে গাড়ির স্পিড যেনো আরো বেড়ে গেলো আর তার সাথেসাথে আইরাতের ভয়ও। আব্রাহাম নিজের মন মতো করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে চোখ বেধে। আইরাত আর থাকতে না পেরে চিল্লিয়ে ওঠে…..

আইরাত;; আব্রাহাম আপনি করছেন টা কি? আব্রাহাম প্লিজ সাবধানে গাড়ি গুলো খুব বাজে ভাবে চলাচল করছে। আব্রাহাম আপনি এমন করছেন কেনো?

আব্রাহাম;; বেবিগার্ল, আমি জানি আমি সাথে অনেক বেশি বাজে করে ফেলেছি। আর এর শাস্তি তো অবশ্যই আমায় পেতেই হবে তাই না। তাই নিজেকে শাস্তি দিচ্ছি।

আইরাত;; কিহহহ? শাস্তি মানে? আব্রাহাম প্লিজ চলে আসুন। দেখুন একটা বার যদি কোন কিছুর সাথে ধাক্কা লাগে তাহলে সব শেষ। আব্রাহাম প্লিজ চলে আসুন।

আব্রাহাম;; ধাক্কা লাগলে লাগুক বাট আমি যাচ্ছি না।

আব্রাহাম এবার এক পা এক পা করে হাটতে শুরু করলো। আর আইরাতের অবস্থা কাহিল। সে রাস্তার সাইডে থেকে অনেক ডাকাডাকি করছে আব্রাহাম কে কিন্তু কে শোনে কার কথা। আইরাত বেশ কয়েকবার নিজের পা রাস্তায় রাখার চেষ্টাও করেছে কিন্তু পা ফেলার আগেই গাড়ি এসে পরে। যাওয়া মুশকিল আব্রাহামের কাছে। তখনই হঠাৎ একটা গাড়ি আব্রাহামের সাথে একদম লাগে লাগে একটা অবস্থা। আইরাত চিৎকার করবে কিন্তু ভাগ্য ভালো তার আগেই সেই গাড়ির ড্রাইভার টা ব্রেক কষে দিয়েছে। আব্রাহাম তার চোখ থেকে স্কাফ টা সামান্য তুলে দেখে তার সামনে একটা গাড়ি থেমে আছে। আব্রাহাম উলটা সেই গাড়ির ড্রাইভার কে হাই বলে। আর ওই গাড়ির ভেতরে যে মেয়েরা বা বাকি মানুষ রা ছিলো তারা উকি দিয়ে দিয়ে দেখছে৷ সেই গাড়ি তো চলে যায়। কিন্তু আব্রাহাম এবার নিজের দুই হাত দুই পাশে প্রশারিত করে রাস্তার মাঝখানে হেটে চলেছে। আইরাত এই ঠান্ডা আবহাওয়া তেও ঘেমে যাচ্ছে বারবার। আব্রাহাম কে অনেক ডাকছে এসে পরার জন্য কিন্তু লাভ নেই। আস্তে আস্তে আইরাতের আশেপাশে বেশ মানুষ জন জড়ো হতে লাগলো। সবাই আইরাতকে বলছে যে কি হয়েছে, কি হয়েছে? আর আইরাত ইশারাতে সামনে আব্রাহাম কে দেখাচ্ছে। এবার আইরাতের সাথে সাথে বাকি মানুষ রা সহ আব্রাহাম কে রাস্তার মাঝখান থেকে চলে আসতে বলছে কিন্তু শোনে না সে কথা।

আইরাত;; আব্রাহাম দেখুন আমার ভীষণ ভয় লাগছে প্লিজ এসে পরুন। কখন কি হয় আব্রাহাম আপনি কি শুনতে পারছেন আমার কথা। আব্রাহাম?

আব্রাহাম;; সব শুনতে পারছি৷

আইরাত;; এমন পাগলামি গুলো করার কি কোন মানে হয়?। যখন নিজের জীবন হারাবেন তখন বুঝবেন।

আব্রাহাম;; ওহহ হ্যালো তুমি কাকে কি বলছো। জীবন-মন সব অনেক আগেই হেরে বসেছি আমি তোমাতে 🥀।

আইরাত;; আব্রাহাম প্লিজ এসে পরুন।

আব্রাহাম;; Then first say that you forgive me!?

আইরাত;; Not at all…

আব্রাহাম;; Ok fine then আমি যাবো না এখান থেকে।

আইরাত;; আব্রাহাম ফাজলামি করার একটা সীমা থাকে, ভালো লাগছে না আমার। প্লিজ চলে আসুন।

আব্রাহাম;; আগে বলো আমাকে ক্ষমা করেছো তারপর আসবো। নয়তো আমি আসবো না। আমার সাফ কথা আগে বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো।

আইরাত;; না করি নি।

আব্রাহাম;; আমি যাবো না।

আইরাত তো এক মহা মুশকিলে পরলো। এই পাগল কে নিয়ে সে কি করবে। আইরাতের সাথে সাথে আরো অনেক মানুষ ই ডেকে চলেছে আব্রাহাম কে কিন্তু আব্রাহাম কোন কিছুরই পাত্তা দিচ্ছে না। সেম আগের মতোই হেটে যাচ্ছে রাস্তার মাঝে আব্রাহাম,, আইরাতের চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে যাওয়ার মতো অবস্থা। আইরাত এবার যেন সমুদ্র আর খাদের মাঝ বরাবর পরে গেছে। আব্রাহাম কে মাফ করবে কি করবে না। আইরাত নিজের কপালে হাত দিয়ে দেয়। কি বিপদ রে বাবা। আইরাত টেনশনে আব্রাহামের দিকে তাকিয়ে ছিলো আর এগুলো ভাবছিলো। তখনই একটা গাড়ি আব্রাহামের দিকে বেশ জোর গতিতে এগিয়ে যেতে ধরে। আব্রাহাম তো নিজের মতো করে হাটছিলো তাই একদম ঠিক সময়ে সে সরে আসে গাড়ির সামনে থেকে। আর গাড়ির যে চালক ছিলো সে অতি ভয়ে দ্রুত ব্রেক কষতে গিয়ে আরেকটা গাড়ির সাথে কিছুটা ধাক্কা খায়। আইরাত জোর চিল্লিয়ে ওঠে আর সাথে মুখে দুই হাত দিয়ে দেয়।

আইরাত;; এই ছেলে পাগল। আমি সিওর পাগল। এই পাগল গাদর থেকে আসছে। এই যেখানেই যাক ওর তো কিছু হবেই না উলটো অন্য মানুষের ক্ষতি হবে।

আইরাত আবার ডাক দেয়।

আইরাত;; আব্রাহাম প্লিজ আমার একটা কথা তো শুনুন উঠে আসুন না।

আব্রাহাম;; আগে বলো আমাকে ক্ষমা করেছো কিনা?!

আইরাত;; হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ক্ষমা করেছি করেছি। একদম ক্ষমা করে দিয়েছি। এবার তো প্লিজ আসুন।
(করি নি ক্ষমা বেটা খবিশ, মনে মনে)

আব্রাহাম;; ন্যাহ ন্যাহ ন্যাহ।

আইরাত;; না মানে, আরে বললাম তো মাফ করে দিয়েছে এবার প্লিজ মাঝ রাস্তা থেকে চলে আসুন প্লিইইইইইইজ।

আব্রাহাম;; Say that ‘You love me’..

আইরাত;; কিহহহহহহ?

আব্রাহাম;; এই মেয়ে কানে বেশি শুনো নাকি? বলো যে তুমি আমায় অনেক অনেক অনেক ভালোবাসো বলো এটা।

আইরাত;; জীবনেও বলবো না আমি।

আব্রাহাম;; জীবনেও এখান থেকে যাবো না আমি।

আইরাত;; উফফফফ আব্রাহাম 😤!

আব্রাহাম;; বলো তুমি আমায় ভালোবাসো বলো আগে আমি এসে পরবো,, আগে বলো।

আইরাত;; হায়রে আল্লাহ।

আইরাতের পাশে যে মানুষজন ছিলো এবার তারা মিটিমিটি করে হাসতে শুরু করলো। তারা সবাই বুঝলো যে আব্রাহাম-আইরাত দুইজন একচুয়ালি লাভ বার্ড”স্।
তবে গাড়ির যাতায়াত আর স্পিড যতো বেশি বাড়ছে আইরাতের বুকের ধুকপুকানি ঠিক ততো বেশিই জোরে বিট করছে।

আইরাত;; আব্রাহাম প্লিজ এবার তো চলে আসুন।

আব্রাহাম;; আগে বলো যে তুমি আমায় ভালোবাসো।

আইরাত বিরক্তি + রাগে মাথা ঘুড়িয়ে ফেলে। তখন একজন বৃদ্ধ মহিলা আইরাতের পাশে এসে তার কাধে হাত রাখে….

বৃদ্ধা;; মা

আইরাত;; জ্বি

বৃদ্ধা;; যতটুকু বুঝলাম ছেলেটা একটা উন্মাদ পাগল তোমার জন্য। রাগ-অভিমান সব সম্পর্কে তেই হয়। কিন্তু সেটা মনে বেশি দিন জমিয়ে রাখতে নেয়। আস্তে আস্তে পাহাড় সমান হয়ে যাবে। তাই রাগ বা অভিমানের পাহাড় গড়ার আগেই সেটা ভেঙে দাও। ভুল করেছে মাফ করে দাও না, বলে ফেলো যে ভালোবাসো।

আইরাত;; কিন্তু আমি তো….

বৃদ্ধা;; বলে ফেলো। ভালোবাসি কথা টা এমন একটা জিনিস যেটা বলে দিলেও মনে হবে যে কেনো বললাম আর না বললেও মনে হবে যে কেনো বললাম? তাই সবথেকে ভালো হবে যে বলে ফেলেই নিজেকে বলো যে কেনো বললাম। আর এখন যা দেখছি তোমার কাছে এটা বলা ছাড়া আর কোন উপায় নেই। বলে দাও মা ☺️। (আব্রাহামের দিকে তাকিয়ে)

আব্রাহাম;; জানপাখি আমার, আমি কি মরে যাবো??

আইরাত;; আব্রাহাম প্লিজ!

আব্রাহাম;; আগে বলো যে তুমি আমায় ভালোবাসো।

আইরাতের পাশে থাকা সব মানুষই আইরাতকে বলে দিতে বলছে আর আইরাতের সামনে আব্রাহাম এমন অবস্থা করছে। এগুলো যেনো আইরাতের মাথা খেয়ে ফেলছে। একদিকে এরা সবাই আরেক দিকে এই সাইকো আব্রাহাম। কি করবে কি করবে না ভেবে পায় না। তখন আরেকটা গাড়ি সাই করে আব্রাহামের দিকে আসতে ধরলে আইরাত নিজের দুই হাত দিয়ে দুই কান চেপে ধরে চিল্লিয়ে বলে ওঠে….

আইরাত;; আব্রাহাম আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি আমি আপনাকে। অনেক বেশি। আমি আপনাকে ভালোবাসি আব্রাহাম।

ব্যাস এটা বলার সাথে সাথেই আব্রাহাম হেসে দিয়ে নিজের চোখ থেকে আইরাতের স্কাফ টা খুলে ফেলে। মুখে তার ফুটে ওঠেছে গাঢ হাসির রেখা। আইরাত পিটপিট করে চোখ খুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম আইরাতের দিকে হেসে তাকিয়ে ছিলো ঠিক তখনই আরেকটা গাড়ি এসে এবার সত্যি সত্যি আব্রাহাম কে ধাক্কা মেরে দেয়।

আইরাত;; আব্রাহামমমমমমমমমমমমমমমমম!!

আইরাত এবার কেদেই দিয়েছে। সবকিছু ভুলে সোজা রাস্তার দিকে দৌড় লাগায়। এর মধ্যে রাস্তাতে সব গাড়ি গুলোই থেমে গিয়েছে। যে গাড়ি টা এসে ধাক্কা দিয়েছিলো তার ওনার বাইরে বের হয়ে আসে। সব থেমে গেছে। আইরাত দ্রুত গিয়ে আব্রাহাম কে ধরে আব্রাহাম একদম ব্যাথা পায় নি। শুধু কপালে চিকন একটা আচড় কেটেছে। আইরাত এসে সোজা আব্রাহামের জেকেট খামছে ধরে। আব্রাহাম তার চোখ থেকে আইরাতের স্কাফ টা খুলে নিজের হাতে পেচিয়ে নেয়। আইরাত তো কাদো কাদো ভাব। আব্রাহামের কপালে ছোট কাটা জায়গায় নিজের হাত রেখে দিয়েছে।

আইরাত;; আপনি ব্যাথা পেয়েছেন তাই না। সব আমার জন্য তাই না। আপনাকে কখন থেকে বলছি যে এসে পরুন এসে পরুন আপনি কথাই শুনেন না।

আব্রাহাম;; তুমি আমায় ভালোবাসো বলেছো।

আইরাত;; ধুর রাখুন তো। আপনার অনেক লেগেছে তাই না?

আব্রাহাম;; ন্যাহ একদম না 😊।

আইরাত;; মিথ্যা বলবেন না।

আব্রাহাম;; আহা কাল যে আমার হাত কেটে দিয়েছিলে না তুমি তার থেকে এটা অনেকটাই কম।

আইরাত;; চুপ করুন তো। কি এক পাগলের পাল্লায় পরেছি আমি। দেখুন সব থেমে গেছে রাস্তায়।

গাড়ির ওনার;; আই এম সো সো সো সরি স্যার। আমি ভাবি নি এই সময়ে এভাবে আপনাকে দেখবো। কি বলবো আমি বুঝতে পারছি না। আই এম সো সরি আব্রাহাম স্যার। আপনার লেগেছে। স্যার সরি।

আব্রাহাম;; হে ম্যান ইট”স ওকে। ভুলে যাও। ব্যাপার না।

গাড়ির ওনার;; থ্যাংক ইউ স্যার।

এই বলেই সেই ব্যাক্তিটি তার গাড়ি নিয়ে চলে যায়।
আইরাত আব্রাহামের দিকে ক্লান্ত নয়নে তাকায়।

আব্রাহাম;; নিজের জীবন বাজি রাখলাম আমি কিন্তু এমন রিয়েকশন দিচ্ছো তুমি।

আইরাত;; চলুন তো। এমন আজাইরা উদ্ভট কাজ যদি আবার করেছেন তো আপনার একদিন কি আর আমার যতোদিন লাগে।

আইরাত আর আব্রাহাম আবার নিজেদের গাড়িতে গিয়ে বসে পরে।

আব্রাহাম;; কোথায় যাবে বেবিগার্ল?

আইরাত;; চান্দের দেশে।

আব্রাহাম;; সরি সেখানে নিয়ে যেতে পারবো না আমি।

আইরাত;; আরে বাড়ি যাবো আমি। বাড়ি নিয়ে চলুন আমাকে।

আব্রাহাম আইরাতের কথা মতো তাকে তার বাড়ির সামনে ড্রপ করে দিলো। আইরাতও চলে যেতে ধরে কিন্তু আবার থেমে যায়।

আইরাত;; আমার স্কাফ?!

আব্রাহাম;; সেটা এখন আমার কাছে আমারই থাকবে আর দিবো না আমি।

আইরাত;; 😑। না দিলেন হাহ্।

এই বলেই আইরাত চলে যায়। আর আইরাতে বাড়ির ভেতরে না যাওয়া অব্দি সে তার দিকে তাকিয়েই থাকে। আইরাত চলে গেলে আব্রাহামও চলে যায়।



রাত বাজে ৯ টার কাছাকাছি। আইরাত বসে বসে টিভি দেখছে। তখন তার কাছে ফোন আসে।

আইরাত;; হ্যালো।

অয়ন;; হ্যাঁ আইরাত আমি অয়ন।

আইরাত;; জ্বি ভাইয়া বলুন।

অয়ন;; জলদি আব্রাহামের বাড়ি এসো।

আইরাত;; কি এখন কিন্তু কেনো?

অয়ন;; আব্রাহাম যে কি করছে আল্লাহ মালুম।

আইরাত;; কেনো কি করেছে?

অয়ন;; ট্যারেসের ওপরে চলে গিয়েছে। গিয়ে ট্যারেসের গ্লাস একদম লক করে দিয়েছে। খুলছে না। আর আইরাত ট্যারেস অনেক উঁচু । সেখান থেকে জাম্প না করে বসে আব্রাহাম।

আইরাত;; কি যাতা বলছেন আপনি। আচ্ছা আব্রাহাম কেনো এগুলো করছে?

অয়ন;; অবশ্যই তোমার জন্য। আইরাত বোন প্লিজ জলদি এসো।

আইরাত;; ধুত্তুরি।

এই বলেই আইরাত ফোন কেটে দেয়। এক দৌড়ে তার চাচ্চুর কাছে চলে যায়।

আইরাত;; চাচ্চু চাচ্চু,, এই চাচ্চু!

ইকবাল;; কি হয়েছে রে মা?

আইরাত;; জলদি তোমার গাড়ির চাবি দাও।

ইকবাল;; কি এতো রাতে তুই গাড়ির চাবি দিয়ে কি করবি? আর আমার গাড়ি তো….

আইরাত;; জানি সেটা ১৯শ কটকটি শনের। টাকা এটা ওটার অপর খরচ করতে পারো কিন্তু একটা গাড়ি কিনতে পারো না। যাই হোক জলদি চাবি দাও।

ইকবাল;; এতো রাতে গাড়ির চাবি দিয়ে কি করবি?

আইরাত;; আরে ওইযে মা মা মানে ওইযে আরে ওইতো দিয়া। হ্যাঁ হ্যাঁ দিয়া আরকি দিয়া না ওর মা মা মামার বাসা থেকে আসার সময় আটকে গিয়েছে বুঝলে। তো আমাকে ফোন করেছিলো হেল্প লাগবে ওর। তাই আমি যাচ্ছি। ওকে তো আর এভাবে একা একা রাতের বেলা ছেড়ে দিতে পারি না বলো। তাই চাবি লাগবে চাবি দাও।

ইকবাল;; তো আমি নিয়ে যাই।

আইরাত;; এই না না না না।

ইকবাল;; কি?

আইরাত;; না মানে বলছিলাম কি যে তোমার না শরীর খারাপ, প্রেসার আছে। তাই তুমি থাকো। তোমার যেতে হবে না। আমি পারবো আর জলদি এসে যাবো। চিন্তা করো না চাবি দাও তো দ্রুত।

ইকবাল;; আচ্ছা এই নে।

আইরাত চাবি নিয়েই দেয় এক্কেবারে দৌড় বাড়ির বাইরে। বাড়ির পেছন দিক থেকে তার চাচার গাড়ি টা বের করে স্টার্ট দিয়ে চলে যায়। বেশ অনেক সময় পর আব্রাহামের বাড়ির সামনে আসে। এসেই আইরাত গাড়ি থেকে দ্রুত নেমে আব্রাহামের বাড়ির ভেতরে চলে যায়। গিয়েই দেখে অয়ন চিন্তার চোটে নিজের হাতের নখ কামড়াচ্ছে।

আইরাত;; ভাইয়া আব্রাহাম কোথায়?

অয়ন;; তুমি এসেছো। আব্রাহাম ওপরে।

আইরাত কিছু না বলেই সোজা ওপরের দিকে দৌড় লাগায়। কিন্তু এবার আইরাত গিয়ে দেখে যে ট্যারেসের দরজা খোলা। যাই হোক সেইদিক টা ইগ্নোর করে আইরাত চলে যায় ওপরে। যেতেই যা দেখে তাতে আইরাতের আত্না টা ছাত করে ওঠে। কেননা সামনে তাকিয়ে দেখে আব্রাহাম ছাদের একদম ওপরে ওঠে তার রেলিং-এর ওপর দিয়ে হাটছে। তার হাতে রয়েছে একটা এলকোহলের বোতল। এরই মাঝে আব্রাহাম এই পরে যায় যায় অবস্থা তখন আইরাত জোরে ডাক দেয়।

আইরাত;; আব্রাহাম আবার। উফ আল্লাহ আপনি আবার কি করছেন এটা। নিচে নামুন। হায় আল্লাহ হাতে এলকোহলের বোতল। আব্রাহাম আপনি ড্রাংক। প্লিজ নিচে নামুন।

আব্রাহাম;; Look who”s come! My Babygirl…

আইরাত;; আব্রাহাম নিচে নামুন।

আব্রাহাম;; আইরাত জানো আমার কেনো জানি মনে হয় যে তুমি না আমাকে ক্ষমাই করো নি।

আইরাত;; কি?

আব্রাহাম;; হ্যাঁ, মানে আমার মন বলে যে তুমি সত্যি ক্ষমা আমাকে করো নি। শুধু তখন আমাকে রাস্তা থেকে আনার জন্য এমনি বলেছিলে।

আইরাত;; এইরে (মনে মনে)

আব্রাহাম;; কি বলো ঠিক ধরেছি আমি তাই না?

আইরাত;; ছাড়ুন ওইসব কথা আপনি নিচে নামুন তো আগে।

আইরাত এই বলেই আব্রাহামের দিকে এক পা এগোতে লাগে আর আব্রাহাম বলে ওঠে…

আব্রাহাম;; আব.. স্টপ রাইট দ্যায়ার। এক পা এগোবে না। ক্ষমা করো নি তুমি আমায়।

আইরাত;;

আব্রাহাম;; আমি জানতাম 😅।

আব্রাহাম;; আমার জানপাখি আমায় মাফ করে নি তাহলে আমি কেনো বেচে থাকবো। এই বেচে থাকার কোন মানেই হয় না। এর থেকে ভালো আমি মরে যাই।

আইরাত;; আব্রাহাম এবার কিন্তু খুব বেশি বারাবারি হচ্ছে। নিচে নামুন।

আব্রাহাম;; আ আ… এক কদম আগে বাড়াবে না বললাম তো।

আইরাত;; আব্রাহাম…

আব্রাহাম;; গুড বায় সুইটহার্ট।

এই বলেই আব্রাহাম তার দুই হাত মেলে দিয়ে ছাদের রেলিং-এর ওপর থেকে পেছনের দিকে পরে যেতে নেয়। আইরাত চোখ খিচে বন্ধ করে আব্রাহামের নাম ধরে ডাক দেয়।

আইরাত চোখ মেলে সামনে তাকায় দেখে কেউ নেই। মানে কি আব্রাহাম কি নিচে পরে গিয়েছে নাকি। আইরাত ছুটে গিয়ে রেলিং এ হাত রাখে। তারপর নিচের দিকে উকি দেয়। কোথাও কাউকেই তো দেখাই যাচ্ছে না। একদম শুনশান নীরব। তখনই আইরাত তার কাধে কারো হাতের শীতল স্পর্শ পায়। আইরাত চমকে গিয়ে চিল্লিয়ে ওঠে। এমনকি আইরাত নিজেই ভয়ে পেছনে ঘুরে পরে যেতে নিলে একটা হাত এসে আইরাতের কোমড় জড়িয়ে ধরে আষ্ঠেপৃষ্ঠে। আইরাত দেখে তা আর কেউ না স্বয়ং আব্রাহাম নিজে। আব্রাহাম হেসে আইরাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহামকে একদম ঠিকঠাক দেখে আইরাতের কলিজাতে যেনো পানি এলো। আইরাত এতোই ভয় পেয়েছে যে সে সব ভূলে আব্রাহাম কে একদম জোরে জড়িয়ে ধরে। আব্রাহামও তাই। আইরাত তো আব্রাহাম কে জড়িয়ে ধরে সোজা হাউমাউ করে কেদে দিয়েছে।

আইরাত;; আব্রাহাম প্লিজ এমন করবেন না আমার সাথে। আমি ভয়েই মরে যাবো। কেনো এমন করেন বলুন তো। আমি সত্যি ভয় পেয়ে গিয়েছি। আপনি চলে গেলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি। প্লিজ এমন করবেন না।

আব্রাহাম;; তো তোমার কি মনে হয় আমি এগুলো সত্যি সত্যি করছিলাম বাকি?

আইরাত মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়।

আইরাত;; মানে?

আব্রাহাম;; এগুলো সব কিছু আমাদের প্ল্যান ছিলো। মানে আমার, অয়ন আর হ্যাঁ দাদিরও।

আইরাত;; কিহ, কি বলেন এগুলো?

আব্রাহাম;; সত্যি।

আইরাত;; আর আপনি ড্রাংক না?

আব্রাহাম;; আরে না ওইটা এলকোহলের বোতল ছিলো ঠিকই কিন্তু তাতে লেমন জুস ছিলো।

আইরাত;; 🤦‍♀️🤦‍♀️।

তখনই ট্যারেসের দরজা দিয়ে অয়ন আর ইলা ভেতরে আসে।

অয়ন;; রাগ ভাঙলো তবে?!

ইলা;; আহাম আহাম। ভেঙেছে ভেঙেছে।

আইরাত এগুলো দেখে রাগ করে বসে আবার। এক মস্ত বড়ো বোকা বানিয়েছে আব্রাহাম আইরাতকে। আইরাত তারপর আব্রাহামের বুকে এলোপাতাড়ি কিল ঘুষি সব দিতে থাকে। আব্রাহাম হেসে হেসে আইরাতকে জড়িয়ে ধরে আর সাথে আইরাতও।





চলবে~~

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here