Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী পর্ব,,,১৮

0
501

Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী

পর্ব,,,১৮

লেখক,, junior

তোমার সমস্যা কি রাশেদ,,, সারাদিন কোথায় থাকো,,, আঙ্কেল

একটু সমস্যায় আছি আঙ্কেল,,, তবে সমাধান হয়ে গেছে,,,, কিছু কি হয়েছে নাকি আবার,,, আমি

সব সময় তো হচ্ছেই,,, আর দুইদিন পর বিয়ে,,, কাল থেকে লোক আসা শুরু করবে,,, কিন্তু এদিকে তো বিয়ের বর ই ঠিক করতে পারলাম না,,, আঙ্কেলU

আংকেল এর কথা শুনে অনিতা বললো,,,,,

বাবা,,, আমি রাশেদকেই বিয়ে করবো,,, তোমরা বিয়ের আয়োজন করো,,, কথাটা বলে অনিতা রুমে চলে গেল,,,

আমি তো ওর কথা শুনে,, হাঁ হয়ে দাঁড়িয়ে আছি,,, নিজের বিয়ের কথা এমনভাবে বলছে,,, মনে হচ্ছে ঈদের মার্কেটের জন্য টাকা চাচ্ছে,,,,

রাশেদ তুমি দাঁড়িয়ে আছো,,, বসো,,, আমাদের সাথে খাও,,, আঙ্কেল

আমিও খাওয়া শুরু করলাম,,,,

রাশেদ অনিতা কি বলেছে শুনেছো তো,,, তোমাকে আমরা আগে থেকেই পছন্দ করেছিলাম,,, এখন প্লিজ অমত করো না,,, এ বিয়ে না হলে আমার মান সম্মান কিছু থাকবে না,,, আঙ্কেল

অত চিন্তা করতে হবে না আঙ্কেল,,, আমি বিয়ে করতে রাজি আছি🙈🙈🙈🙈🙈 আপনি বিয়ের ব্যবস্থা করেন,,, আমি

আমার কথা শুনে আঙ্কেল ,,আন্টি ,,নিশিতা সবার মুখে হাসি ফুটলো,,, নিশিতা দেখলাম মুচকি মুচকি হাসতেছে,,, এসব দেখে লজ্জাই লাগছে,,,, তাই আর বসে থাকলাম না,,, রুমে চলে গেলাম,,,

রুমে শুয়ে আছি,,, একটু পর অনিতা আসলো,, অনিতাকে উঠে বসলাম,,,

তুমি এইসময় এখানে কেন,,, আমি

ওমা😱😱😱 কি বল,,, দুদিন পর তো এক ঘরে আর থাকবো,,, এখন আসলে সমস্যা নাকি,,, অনিতা

অনিতার কথা শুনে বুঝলাম,,, ও জেনে গেছে আমি বিয়েতে রাজি,,,,

দুদিন পরেই থেকো ,, এখন যাও,,, আমি ঘুমাবো,,,, আমি

দুদিন পরে মানে,,,🤬🤬🤬 আমি কি তোমার কাছে ওইসব চাচ্ছি নাকি,,, অনিতা

ওইসব কি,,,, আমি

ওইসব কি তুমি বোঝনা না,,, কচি খোকা,,, অনিতা

কিইই ,, আমি কচি খোকা,,,, দেখাচ্ছি তোমাকে আমি কি,,,, বলেই অনিতা গোলাপী ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নিলাম,,, প্রথমে অনিতা ছাড়াতে জোর করল,,, তবে পরে,, আর বললাম না 🙈🙈🙈🙈🙈

কিছুক্ষণ পর কারো গলার শব্দে দুজন দুজনকে ছেড়ে দিলাম,,,, খেয়াল করে দেখলাম নিশিতা এসেছে,,,

কি হচ্ছে এসব ভাইয়া,,, বিয়েটা তো হতে দিন,,, নিশিতা

নিশিতার কথা শুনে লজ্জাই পেলাম,,,,, কিছু বললাম না,,, দেখলাম অনিতাও লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে

বুঝতে পারছি,,, লজ্জা পেয়েছেন না,,, দরজা খোলা রেখেই যেসব করতেছেন,,, আমি না দেখে যদি বাবা-মা দেখতো,,, তাহলে,,, নিশিতা

তাহলে কি 🤬🤬🤬 খুব বড় হয়ে গেছিস তাই না,,, তোকে এ রুমে কে আসতে বলছে,,, অনিতা

আমি ইচ্ছে করে তোদের সিনেমা দেখতে আসিনি,,, বাবা পাঠিয়েছে তাই আসছি,,,, তোদেরকে এখন শপিং-এ যেতে বললো,,, বিয়ের কেনাকাটার জন্য,,, নিশিতা

কিইই,, এই সময় শপিং,,, বিকাল তো হতে চলল,,, এখন গেলে কখন আসবো,,, আমি

সেটা আমি জানি না,, আমাকে বলছে,, তাই আমি বলে দিলাম,, এখন আমি যাই,, ভরদুপুরে যেসব দেখলাম বাবা,,, কি যে হয়,,, মুচকি হাসি দিয়ে কথাগুলো বলে চলে গেল নিশিতা

তুমিও না,,,, যখন-তখন যা তাই করো,,, নিশিতা এখন কি ভাববে,,, অনিতা

কি ভাববে,,, ওকি ছোট আছে নাকি,,, কাল দিন পর তো বিয়ে হচ্ছেই আমাদের,,, আমি

হুম হইছে,,, এখন রেডি হয় নিচে এসো,,, শপিং এ যাবো,,,অনিতা

হুম ,,,তুমিও রেডি হয়ে নাও,,,, আমি

তারপরে রেডি হয়ে বাইরে গাড়িতে বসে রইলাম,,, একটু পর অনিতা ও আসলো,,, অনিতা কে দেখতে খুব সুন্দর লাগছে,,, নীল শাড়ি পরেছে,,,, এককথায় নীলপরী,,,,

আজকেও গাড়িতে ড্রাইভার নিলাম না,,,, আমি গাড়ি চালাচ্ছিলাম,, আর অনিতা পাশে বসে ছিল,,,,

তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে,, আমি

তাই নাকি,,, এতদিন কি সুন্দর লাগে নি নাকি আমাকে,,, নাকি এভাবে দেখোই নি,,, অনিতা

দেখার আর কই সুযোগ দিলে,,, যেদিন থেকে তোমার সাথে দেখা হয়েছে,, সব সময় তো শুধু অপমান করছো,,,, ভালোভাবে কথাই বলো নি,, আমি

ভুলে যাও এসব,,, আমি এগুলো ইচ্ছা করে করছিলাম,, তোমাকে যখনই এয়ারপোর্টে দেখেছিলাম,,, আমার তো বিশ্বাস হচ্ছিলো না,, আমিতো স্বপ্ন মনে করছিলাম,,, পরে নিশিতার কাছে,, তোমার বিষয়ে সব কিছু শুনলাম,,, অনিতা

কি কি শুনে ছিলে,,, আমি

শুনেছিলাম তুমি বিবাহিত কিনা,,, কারো সাথে প্রেম করো কিনা,,, আমাদের বাড়িতে কিভাবে এসেছো,,, এই সবই,,, অনিতা

এসব শুনেছিলে কেন,,, আমি যদি বিবাহিত হতাম কি করতে তাহলে,,, আমি

মেরে ফেলতাম তোমাকে,,, এত ভালোবেসে ছিলাম,,, আর চলে গেলে এভাবে ছেড়ে যেতে দিতাম নাকি,,, অনিতা

সেটা তো দেখতেই পেলাম,,, তবে আমি ইচ্ছা করে সেদিন গিয়েছিলাম না,,, আমি তোমার কাছেই আসতে ছিলাম সেইদিন,,, কিন্তু হঠাৎ বাবার মৃত্যুর খবরটা মেনে নিতে পারছিলাম না,,, তাড়াহুড়ো করে ফোনটা রেখে গেছিলাম এখানে,,, তাই যোগাযোগ করতে পারিনি তোমার সাথে,,, আমি

সেটা আমি শুনেছি,,, তবে দোষ তোমার ছিল,, আমাকে তো একবার বলতে পারতে,,, আমি কি তোমাকে ছেড়ে যেতাম নাকি,,, ভালোই যখন বাসবো,, ছেড়ে যাবো কেন,,, তুমি ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারতে ,,, কিন্তু করনি,,, অনিতা

হুম পারতাম,,, কিন্তু ইচ্ছা করেই করিনি,,, তখন আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাই ছিলাম না,,, আমার জন্য কেন কষ্ট পাবে তুমি,,, আমি

তুমি আমাকে ভালোই বাসো না,,, ভালোবাসলে অবশ্যই বলতে,,, একবার তো বলেই দেখতে,,, আমি কি করি,,, অনিতা

আচ্ছা বাদ দাও,,, অতীত ভেবে আর কি লাভ,, যা হয়ে গেছে তা তো গেছেই,,, এখন বলো তোমার পিটারের কি খবর,,, আমি

আরে ও আমার না,,, এমনি কয়েক দিন ব্যবহার করছিলাম,,, পাগল একটা,,, ওকে বিয়ে করা বাদ দিয়ে সারা জীবন কুমারি থাকবো,,,, তোমাকে একটু মজা দেখানোর জন্য এরকম করেছি,,, অনিতা

এটা কেমন মজা,,, আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম তখন,,,, কি করতে,,, আমি

আমি জানি তুমি করবেনা,, কারণ তুমি এখনো আমাকে ভালবাসো,,, তুমি আসলে বোকা,,, তোমাকে কতবার বোঝাতে চাইছি,,, আমি তোমাকে এখনও ভালবাসি,,, কিন্তু সেটা তুমি বোঝার চেষ্টাই করোনি,,, অনিতা

আমার অত চালাক হওয়া লাগবে না,,, তুমি চালাক হলেই হবে,,, আমি

আমি তো চালাক ই,,, আচ্ছা আমাদের বিয়েতে,, পিয়ালী কে দাওয়াত দিবে না,,, অনিতা

অনিতার কথা শুনে চমকে উঠলাম,,,,

আরে চমকানোর কিছু নেই,, আমি সবই জানি,,, তোমার কোন দোষ নেই,,, সেদিন রাতে চড় মারার জন্য খুব দুঃখিত,,,, অনিতা

তুমি সব জানো মানে,,, তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়ে ছিলে নাকি,,,, আমি

হুম ,,, তোমাদের দিয়ে বিশ্বাস নাই,,, অনিতা

আমাদের দিয়ে বিশ্বাস নাই মানে,,, ভালো তোমাকে বেসেছি,, আর তোমাকে বিয়ে করছি,,, এখানে অবিশ্বাসের কি করলাম,, আমি

করোনি,, তবে আরেকটু হলে করতেই,,, আচ্ছা বাদ দাও,, শপিং মলের কাছে চলে এসেছি,,,,

তারপর দুইজন গাড়ি থেকে নেমে,,, শপিং মলের ভেতরে গেলাম,,,, ভেতরে গিয়ে অনিতাক কাকে যেন খুজতে লাগল,,,,

কী খুঁজতেছো এভাবে ,,, কাউকে আসতে বলেছো নাকি
আমি

হুম,,,, কিন্তু এখনো যে কেন এলো না,,, বললতো 5 মিনিট লাগবে,,,, অনিতা

কে,,, কাকে ডাকছে,,, আমাকে তো বললে না,,, আমি

সব কথাই তোমাকে বলতে হবে,,,, আসলেই দেখতে পাবে,,, অনিতা

অনিতার কথা শুনে,, মনটা খারাপ হয়ে গেল,,,, কে এমন ব্যক্তি,,, যার কথা আমাকে বলা যাবে না,,,

চলবে

ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন

ধন্যবাদ সবাইকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here