Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী পর্ব,,,১৯

0
317

Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী

পর্ব,,,১৯

লেখক,,, junior

একটু পর রাফিন আর পিয়ালি আমাদের কাছে আসলো,,,আমি তো অবাক,,,,
কিরে তোরা ও আসছিস নাকি ,,, দোস্ত আমি

হুম আসলাম,,,আসতে তো চাইলাম ই না,, কিন্তু অনিতা মাড্যাম এতো জোর করলো,,,শেষে আসতেই হলো,,,, রাফিন

আরে থাম থাম,,,অনিতা আসতে বলছে মানে,,,, আমি

হুম আমি আসতে বলছি ওদের,,আমি সব রাফিনের কাছ থেকে শুনেছি,,, তুমি বলেছিলে না গোয়েন্দা লাগিয়েছে নাকি,,, ঠিকই বলছো,,, তোমার প্রিয় বন্ধু রাফিন ই তোমার গোয়েন্দা ছিল,,,, অনিতা

😱😱😱😱😱কি বলো,,,শেষে কিনা ,, আমার প্রিয় বন্ধুর ই এই কাজ 😓😓😓😓

বন্ধু কিছু মনে করিস না,,, আমরা আমরাই তো,,,😊😊😊😊 রাফিন

হুম,, মনে করার কি আছে,,, আমি যাই বলিস,,, তোদের দুজনকে কিন্তু খুব মানিয়েছে, তোরা বিয়ে করছিস কবে তাই বল,, আমি

আমার কথা শুনে পেয়ালি লজ্জা পেয়েছে,,,,

আগে তোদের টা শেষ হোক,,, তারপরে না হয় আমাদের টা ভাববো,,,, রাফিন

চলো সবাই,,, এসব কথা পরে বললে ও পারবে,,, এখন শপিং করি,,, তাছাড়া আবার রাত হয়ে যাবে,, অনিতা

হুম চলো,,,, আমি

তারপর কেনাকাটা করতে শুরু করলাম ,,, অনিতা কে বিয়ের সবকিছু আমি পছন্দ করে দিলাম,,, এরকম ভাগ্যবান হয় খুব কম মানুষেরই হয়,,, এখন শুধু শাড়ী গহনা,,, বিয়ের যাবতীয় জিনিস বাকি আছে,, ওগুলা নাকি কালকে আঙ্কেল আন্টির সাথে এসে কিনবে,,,,,

অনিতা আমার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করেছে,,, বিয়েতে ওটাই পরার কথা বলতেছে,,,, সেম কালারের পাঞ্জাবি একটা রাফিন কে কিনে দিলাম,,,, নিতে চাইল না কিন্তু অনেক জোরাজুরি তে নিলো,,, ওকে এ পর্যন্ত তো কিছু কিনে নিতে পারিনি,, কিন্তু ও আমাকে অনেক কিছু দিছে,,,,

সন্ধ্যার পরে কেনাকাটা করে বাড়িতে আসলাম,,,,,,
খুব টায়ার্ড লাগছিল,,, তাই এমনিতে বিছানায় শুয়ে পরলাম রেস্ট নিতে,,,

কিছুক্ষণ পর মাকে ফোন দিলাম,,,,

কেমন আছো তোমরা,, আমি

ভালো আছি,, তুই কেমন আছিস ,,,,মা

আমিও ভালো আছি,,, কালকে তোমরা কখন আসবে,,, আমি

সকালের দিকে যাবোনি,,, আর তোদের গাড়ি পাঠাতে হবে না,, আমরা বাসে করেই যাবোনি,,,মা

আচ্ছা,,, আমি তাহলে টিকিটের ব্যবস্থা করছি,,, তোমার সকাল সকাল বেরিয়ে পড়ো,,, রাখি তাহলে,,, আমি

তারপর ফোনটা কেটে দিলাম,,, ছেলের বিয়ে আর মাই জানেনা,, এখানে আসলে সব বুঝিয়ে বলবো,,,,

কিছুক্ষণ পর আন্টি খেতে ডাকলো,,, ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম,,,,

দেখলাম অনিতা ও এসেছে,,,, কিন্তু আঙ্কেল নাই,,, কি যেন জরুরি কাজে বাইরে গেছে

খাওয়া শুরুর পর,,,

তা কি কি কিনলে তোমরা,,,, আন্টি

বেশি কিছু না আন্টি,,, অনিতা তো কিছু কিনলোই না,,, কাল নাকি আপনাদের সাথে গিয়ে কিনবে,,,, আমি

ওহহহ,,,, কাল দিন পরে তো গায়ে হলুদ ,,, কালকে সবকিছু ম্যানেজ করতে হবে,,, তোমার মাআর ভাই কবে আসবে,,, আন্টি

কালকে সকালে আসবে মনে হয়,,, ফোন দিয়েছিলাম,,,, আমি

তাহলে তো খুব ভালো,,, ড্রাইভারকে সকালে গাড়ি নিয়ে যেতে বলো তাহলে,,, আন্টি

গাড়ি পাঠাতে হবে না,,, বাসে করেই আসবে,, আমি টিকিট কেটেছি,,,, আমি

তা কেমন করে হয়,,, বাসে আসবে মানে,,, তোমার আংকেল শুনলে তো রাগ করবে,,, আন্টি

মা নিজেই বললো,, সে নাকি বাসে আসবে,,, অত চিন্তা করেন না,,, ভালো বাসেই টিকিট কেটেছি,,, আমি

ঠিক আছে,,, ভালোভাবে আসতে বলো,,,, আন্টি

তারপর খাওয়া শেষ করে রুমে গেলাম,,, মাকে আবার ফোন দিয়ে,,, সবকিছু বললাম,,, তবুও বাসেই আসবে,,, এসব গাড়িতে উঠতে নাকি ভয় করে,,,

কিছুক্ষণ পর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম,, কি থেকে কি হয়ে গেল,,, আল্লাহ সবাইকে কখনো না কখনো,, সুখ দেয়,,,

একটু পর অনিতা আসলো,,,

কি ব্যাপার এত আগেই শুয়ে পড়ছো যে,,, অনিতা

হুম,,, ভালো লাগছে না,,, খুব মাথাব্যথা করছে,,, সারাদিন অনেক ধকল গেলো তো,,, আমি

কি বলো,,,, আচ্ছা তুমি থাকো আমি আসি,,,, বলে চলে গেলো অনিতা

কিছুক্ষণ পর আবার আসলো,, কিন্তু হাতে একটা বাটি দেখলাম,,,,

হঠাৎ কোথায় গিয়েছিলে,, আর হাতে ওটা কি,, আমি

এটা তেল,,, এটাই আনতে গিয়েছিলাম,,, তুমি বললে না মাথা ব্যাথা করছে,,, তেলটা মাথায় মালিশ করে দেই,,, দেখবে মাথাব্যথা করবে না,,,,, অনিতা

আরে এসব করতে গেলে কেন,,, সামান্য মাথাব্যথা ছিল,,, বেশি না তো,,,, আমি

এটুকুই হোক,, হয়েছে তো,,, তুমি এখন শুয়ে পড়,,, আর কোন কথা না,,, অনিতা

বাধ্য ছেলের মতোনশুয়ে পড়লাম,,, অনিতা মাথায় তেল মালিশ করে দিতে লাগল,,,।।

আচ্ছা অনিতা,,, আমাদের মে আগে সম্পর্ক ছিল,, সেটা আঙ্কেল আন্টি কে জানানো উচিত না,,, আমি

কেন,,, বাবা মাকে বলে কি করবে,,, বাবা-মা কিন্তু খুব রেগে আছে ওই ছেলের উপর,, ওই ছেলেটা যে তুমি,, বাবা জানলে কি করবে,, আল্লাহ ই ভালো জানে,,,অনিতা
তাই নাকি,,, তাহলে আর বলবো না,,, কিছু কথা নাহয় গোপনই থাক,,, আমি

আমারও তাই মনে,,, আরে বলবো এক সময়,, বিয়েটা হয়ে যাক আগে,, আর তোমাকে হারাতে চাইনা,,, অনিতা

হুম,,, আমার মাথাব্যথা কমে গেছে,, এখন আর দিওনা,,, আমি

এত তাড়াতাড়ি কমে গেলো,,, আমার তো দিতে ভালই লাগছিল,, অনিতা

বিয়ের পর দিও,, যত খুশি ,,, তুমি এখন যাও আমি ঘুমাবো,,, আমি

আমি কোথায় যাবো,,, এখানেই থাকব আজ তোমার সাথে,,, অনিতা

আবার পাগলামি করতেছো,,, কাল দিন পর থেকে তো একসাথে থাকবে,,, এখন আঙ্কেল আন্টি দেখলে কি ভাববে,,, আমি

যা ভাবে ভাবুক,,, আমি থাকবো বলছি যখন থাকবোই,, অনিতা

একটু বোঝার চেষ্টা কর,, সব সময় এরকম পাগলামি ঠিক না কিন্তু,,, আমি

ঠিক আছে থাকো তুমি,,, গেলাম আমি,,, আর আসবোই না তোমার রুমে,,, কথাগুলো বলে অনিতা রাগ দেখিয়ে চলে গেল,,

জানি রাগটা সকালে ভেঙ্গে যাবে,,, তাই আর বাধা দিলাম না,,,,

সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পরে ছাদে গেলাম,,, গিয়ে দেখলাম,, অনিতা ছাদে দাঁড়িয়ে আছে,,, আমারতো দেখে বিশ্বাসই হচ্ছে না,,, এর আগে কোনদিন অনেক আছে দেখি নাই এত সকালে,,,,

এত সকালে তুমি এখানে,,, স্বপ্ন দেখছি নাতো,,,, আমি

স্বপ্ন কেন দেখবে,,,, সত্যি আমি আসছি,, অনিতা

আজকে হঠাৎ কি মনে করে এখানে ,,,, আমি

এমনিতেই আসলাম,,আজ আগেই ঘুম ভেঙ্গে গেছে,,,,, অনিতা

ওহহ,,আমি তো মনে করছিলাম,,,আমার সাথে গল্প করবে জন্যে এসেছো,,, আমি

তোমার সাথে গল্প করতে আসবো কেন,, তুমি আমাকে সহ্যই করতে পারো না😓😓😓অনিতা

অনিতার কথা শুনে পেছন থেকে জড়িয়ে ধরলাম,,,

কে বলছে তোমাকে সহ্য করতে পারিনা,,, আমি তো সবসময় তোমার কাছে থাকতে চাই,, আমি

হুম,,, মিথ্যা বলা লাগবে না,,,আমি জানি,,,, তুমি আমাকে কেমন ভালোবাসো,,, অনিতা

কেমন ভালোবাসি গো,,,, আমি

চলো নিচে যাই,,, এখানে আর ভালো লাগছে না,,,অনিতা

হুম চলো,,, আমি

তারপর সকালে ব্রেকফাস্ট করে,,, মা আর রাকিব কে আনতে গেলাম বাস স্ট্যান্ড ,,,, 2 ঘন্টা বসে থাকার পর,,,মা আর রাকিবের বাস টা আসলো,,,,

মা আর রাকিবকে নামাতে গিয়ে,, সেই বাসের হেলপারের সাথে দেখা হয়ে গেলো,,, প্রথম দেখাতেই চিনে ফেললো,,,

আরে মামা,,, কেমন আছেন,,,,,, আমি

আমাদের আর ভালো থাকা মামা ,,, সারাদিন মানুষের কথা শুনতে হয় শুধু,,,তা আপনে কেমন আছেন,,, হেল্পার মামা

ভালো আছি মামা,,, যদি কিছু মনে না করেন,,, একটা কিছু দিতে চাই,, আমি

কি দিবেন মামা,,, আমি বুঝঝি সেই টাকাটা দিবেন তাই তো,,,ওই টাকা আমাকে দিয়ে অপমান করেন না,,,, হেল্পার মামা

আর অপমান করবো,,, ছোট ভাই হিসাবে মনে করেন উপহার দিচ্ছি,,, আমি

আমার কথা শুনে,,, দেখলাম মামার চোখে জল চলে এসেছে,,,,

চলবে

ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন

ধন্যবাদ সবাইকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here