Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী পর্ব,,,১৭

0
551

Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী

পর্ব,,,১৭

লেখক,,, Junior

কিরে সূর্য আজ কোনদিকে উঠলো,,, এত সকাল-সকাল আমাদের বাড়ি,,, রাফিন

সূর্য ঠিকই উঠছে রে ,, আমি মনে হয় ঠিক নাই,,, আমি

কেন কি হয়েছে,,, তোর আবার কি হলো,,, রাফিন

অনেক বড় প্রবলেম আছি রে দোস্ত,,, সত্যি বলতে কাল রাতে ঘুমাতে পর্যন্ত পারিনি,,, আমি

কি হয়েছে খুলে বলতো,,, রাফিন

তারপর রাফিন কে সব খুলে বললাম,,,,,,

কি কস রে মামা 😱😱😱😱 এখন কি করবি,,, রাফিন

সেটা তো আমিও ভাবছি রে,,, কি করব,,, কিছু মাথায় আসতেছে না,,, তুই কিছু একটা কর,,, আমি

আমি কি করবো,,, একরাতে দুইজন বিয়ের প্রস্তাব 🤣🤣🤣🤣 তুই অনেক লাকি রে মামা,,, আমার মতে দুজনকে বিয়ে কর,, রাফিন

শালা এই সময় মজা করতেছিস,,, তোর কাছে আসলাম বিষয়টা শেয়ার করতে,,, আর তুই মজা করছিস,,, আমি

সরি দোস্ত,,, এখন কি করবি,,, কিছুতো একটা করতেই হবে,,, একসাথে আর দুজনকে তো বিয়ে করা সম্ভব না,,, তবে আমি এই সুযোগ পেলে মিস করতাম না,,,, রাফিন

সুযোগটা তুই নে,, আমার এমন সুযোগ লাগবে না,,, কি করা যায় সেটা বল,,, আমি

আমি যতদূর জানি,, তুই তো অনিতা কে ভালবাসিস তাই না,,, রাফিন

হুম অনেক ভালো বাসি,, অনিতা ও আমাকে ভালবাসে,,,, আমি

সেটা তো দেখতেই পাচ্ছি,,, কিন্তু সমস্যা হলো পিয়ালি,, ও আবার তোকে বিয়ে করতে চাচ্ছে তাইতো,,, কিন্তু তুই ওকে ভালবাসিস না,,,, রাফিন

হুম,,, আমি কখনো ওভাবে দেখিনি পিয়ালী কে,, আমি জানতাম পিয়ালী আমাকে আগে থেকেই ভালোবাসতো,,, কিন্তু এমন সমস্যা হবে ভাবতে পারিনি,,, অনেক দূর গড়িয়েছে,,, এখন কিছু একটা কর,, আমি আর নিতে পারছি না,,, আমি

তুই না নিতে পারলে কে নিবে তাহলে,,, আমি নিব নাকি,,, রাফিন

এইতো ঠিক বলছিস ভাই,,, তুই আমার নিজের ভাই,, কথাটা বলে রাফিন কে জড়িয়ে ধরলাম

আরে কি করছিস ,,, ছাড় তো,, কি বলতে চাচ্ছিস সেটা আগে বল,,,

দোস্ত তুই পিয়ালী কে বিয়ে করে নে,,, দেখ এতে সবারই ভালো হবে,,, আমার জানামতে তুই তো কাউকে ভালোবাসিস না তাই না,,, আমি

ভালোবাসি না ঠিক আছে,,, কিন্তু পিয়ালী কে বিয়ে করতে পারবো না ভাই ,, তুই মাফ কর,,, রাফিন

প্লিজ দোস্ত না করিস না,,, কি বোঝার চেষ্টা কর,,, আমার সাথে যদি পিয়ালীর বিয়ে হয়,,, কেউ কি সুখে থাকতে পারবো বল তুই,,, আমি

হুম,, তাও ঠিক,,, মনের মিল না হলে তো আর একসাথে সারাজীবন থাকা যায়না,,, রাফিন

সেটাই তো রে,,,, এতই যখন বুঝতেছিস,,, তাহলে রাজি হয়ে জানা দোস্ত,,, আমি

যতই পাম মারো বন্ধু,,, আমি রাজি হব না,,,, রাফিন

শালা লাগবেনা যা,,, তোর রাজি হোওয়া,,, কালকে আমি চলে যাব বাড়িতে ,,, তারপর দেখবনি কি হয়,,, আমি

আরে বন্ধু রাগিস না,,, হুট করে তো আর এমন সিদ্ধান্ত নেয়া যায়না,,, আর পিয়ালী ও তোকে ভালবাসে,,, ওকে যদি আমি বিয়ে করি,,, তাহলে আমরা তো সুখে থাকব না,,,, রাফিন

তাহলে আমাকে কি করতে বলিস,,, আমি কি করবো,,, এভাবে দুই নৌকায় তো চলা যায় না,,, আমি

উপায় একটা আছে,,,, যদি এটাতে কাজ হয়,,, রাফিন

কি উপায় রে,,, তাড়াতাড়ি বল,,, আমি

তুই বিষয়টা পিয়ালির সাথে শেয়ার কর,,, সেটাই মনে হয় বেটার হবে,,,, রাফিন

কিছুক্ষণ চুপ থাকার পর বললাম,,,,

ঠিক বলছিস,,, সরাসরি বলে দেয়াই ভালো,,,, তুই পিয়ালী কে ডাক দে,,, আমি

কিছুক্ষণ পর পিয়ালী কে নিয়ে আসলো,,,,

কেমন আছো পিয়ালী,, আমি

হুম ভালো,,,, তুমি,,,, পিয়ালি

আমিও ভাল আছি,,, তোমায় একটা কথা বলার ছিল,,, তাই তোমাকে ডেকেছি,,,,,, আমি

কি কথা,,, কালকের ওই কথাটা নাকি,,, পিয়ালী মুচকি হাসি দিয়ে বলল

তোমাকে কিভাবে যে বলি,,, আমি জানি তোমার মনের অবস্থাটা ভালো না,,, কিন্তু আমারও কিছু করার নেই,,,, আমি তোমাকে কখনো ভালোবাসিনি,,, আর সে নজরে কখনো দেখিওনি,,, তুমিতো জানোই,, আমি অনিতা কে ভালবাসি,,,, আর তিন দিন পর ওকে বিয়ে করব,,, আমি

তুমি তো সেদিন বললে,,, অনিতা কে আর ভালোবাসো না,,,, তাইতো আমি,,,, পিয়ালী

সেদিন আমি রাগে বলেছিলাম,,, আমি বুঝিনি বিষয়টা এভাবে নেবে,,, আমি

আমার কথা শুনে পিয়ালী কাঁদতে লাগল,,,,

প্লিজ কেঁদোনা,,, বোঝার চেষ্টা করো,,, তুমি তো ছোট নেই,,, ধরো তোমার সাথে আমার বিয়ে হল,,, বিয়ের পরে কি আমরা কেউ সুখী থাকবো,,, তুমি বলো,,,, আমি

না,,, মাথা নাড়িয়ে বলল পিয়ালি,,,,

এভাবে আমরা কেউ সুখী থাকবো না,,, তার চেয়ে ভালো তুমি রাফিন কে বিয়ে করে নাও,,, আমি

আমার কথা শুনে রাফিন রাগী লুক নিয়ে তাকালো,, মনে হচ্ছে এখনই মারবে,,

রাফিন তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে,,, আমার মনে হয় ওর সাথেই তুমি সুখে থাকবে,,(একটু মিথ্যা বললাম,,,) আমি

রাশেদ,, এবার কিন্তু সত্যি খারাপ হয়ে যাবে,,, রাফিন

পিয়ালি তুমি একটু থাকো,,, আমি রাফিনের সাথে কিছুক্ষণ কথা বলে আসি,,,

তারপর রাফিনকে নিয়ে বাইরে আসলাম,,,,

কি হচ্ছে এসব,,, আমাকে কবে থেকে ভালবাসতাম ওকে,,, রাফিন

বন্ধু রাগ করিস না,,,, একটু মিথ্যে বললাম,,, তুই ও রাজি হয়ে যা,,, দেখ পিয়ালী অনিতার থেকেও সুন্দর কিন্তু,,, আমি

তাহলে তুই পিয়ালী কে বিয়ে করে নে,,,,, আর আমি অনিতাকে বিয়ে করি,,, রাফিন

ফাজলামি পরে করিস, বন্ধু,, এখন প্লিজ রাজি হয়ে যা,,,, আমি

ঠিক আছে,,, রাজি যা,,, শুধু তোর জন্য রাজি হলাম,,, কিন্তু তুই পিয়ালি যদি রাজি না হয়,, তাহলে কিন্তু,, তোদের দুজনের খবর আছে,,, রাফিন

সেটা আমি দেখব,,, খুব বাচাইলি রে আমিকে,,,, কথাটা বলে রাফিন কে আবার জড়িয়ে ধরলাম,,,

হইছে আর দরদ দেখাতে হবে না,,, মনে করিস না এমনি রাজি হয়েছি,,, এর পেছনে একটা কারণ আছে,,,, রাফিন

কি কারন 😱😱😱😱আমি

সেটা তোর বিয়ের দিনই বলবো ,,, এখন ভেতরে চল,,,, রাফিন

তারপর দুজন আবার ভিতরে গেলাম,,,, দেখলাম পিয়ালী বসে আছে

কি হলো পিয়ালি,,, কিছু বলো,,,, আমি

কি‌ বলবো,,, আমার ভাগ্যটাই খারাপ,,, কয়েকদিন আগে বাবাকে হারালাম,,, আমার এখন তোমাকে,,, পিয়ালী

আমি তো হারিয়ে যাচ্ছি না,, আমাদের বন্ধুত্বটা থাকবেই,,, দেখো সবাই তো সবকিছু পায়না ,,, সব ইচ্ছা কখনো পুরণ ও হয় না,,, হয়তো তোমার ভাগ্যে আমি নাই,,, উপরওয়ালা আমাদের জুটি লিখে রাখে নাই,,, আমি

হয়তো,,,, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন এটা বলেন নাই কেন,,, রাফিন কে উদ্দেশ্যে করে পিয়ালি বললো,,,,

পিয়ালির কথা শুনে দেখলাম রাফিন আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়েছে,,,,

তখন আমি মুচকি হাসি দিয়ে বললাম,,,

কিরে বল,, লজ্জা পাচ্ছিস কেন,,, অনেকদিন ধরেই তো ভালোবাসিস,,, বলতে ভয় পাচ্ছিল তোমাকে,,,, তাই আজকে আমি বলে দিলাম,,, আমি

আমার কথা শুনে,, রাফিনের চেহারাটা দেখার মত হয়েছে,,, না পারছে হাসতে,,, না পারছে রাগতে,,,,

তাই নাকি ভাইয়া,,,, ভালবাসেন সেটা বলতেই পারতেন,, ভালোই করেছিলে,,, তখন বললে রাজি হতাম না,,, কিন্তু এখন রাজি হলাম,,, সারাজীবন ভালোবাসবেন তো,,, পিয়ালী

হুম বাসবো অনেক,,, তুমি এখন যাও,,, তোমার সাথে পরে কথা বলতেছি,,,, রাফিন

ঠিক আছে,,, আমি গেলাম,,, শাশুড়ি আম্মার কাছে,,, মুচকি হাসি দিয়ে কথাগুলো বলে চলে গেল পিয়ালী

দেখছিস রে মামা,,, একমুহূর্তেই তোর মাকে শাশুড়ি বানিয়ে ফেলেছে,,, খুব ভাগ্যবান তুই,,, এমন বউ পাচ্ছিস,,, আমাকে কিন্তু ট্রিট দিবি,,, আমি

শালা তুই পিছন দিয়ে বাঁশ দিয়ে বলতেছি স্ট্রিট দিস,,, তোর মত বন্ধু যেন শত্রুর না হয়,,, রাফিন

আরে রাগিস না,,, খুব বড় বিপদ থেকে উদ্ধার করলি,,, অনেক অনেক ধন্যবাদ তোকে,,, আমি

ঠিক আছে আর ধন্যবাদ দিতে হবে না,,, বন্ধুই তো,,, আচ্ছা চল,,, বাহির থেকে ঘুরে আসি,,,, রাফিন

ঠিক আছে চল,,, তবে আজকে সবকিছু আমি খাওয়াবো,,, আমি

তুই যখন বলতেছিস না করতে পারি বল,,, চল দেখব আজ কত টাকা নিয়ে বের হইছিস ,,, রাফিন

দুপুর পর্যন্ত রাফিনের সাথে আড্ডা দিলাম,,,, আজ মনটা খুব ভালো,,,, সত্যি রাফিনের মত বন্ধু হয় না,,,, কথায় আছে না বন্ধু কখনো ভাইয়ের চেয়েও বেশি হয়,,,,,

দুপুরের দিকে অনিতাদের বাড়ির দিকে গেলাম,,,,

গিয়ে দেখলাম সবাই খেতে বসেছে,,, আমার দিকে দেখলাম আঙ্কেল রাগী লুক নিয়ে তাকিয়ে আছে,,,

চলবে

ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন

ধন্যবাদ সবাইকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here