Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী
পর্ব,,,৮
লেখক,, junior
ঠিক আছে বলো,,, যদি সম্ভব হয় রাখবো,,, আমি
আরে সম্ভব হবে,,,, সহজ কাজ,,,, অনিতা
আচ্ছা বলো,,,, আমি
আমার আর পিটারের বিয়ের বিষয়টা আমার পরিবারকে রাজি করাতে হবে,,, বাবা বিদেশী ছেলের সাথে বিয়ে দিবেনা,,,, তাই বলছি তুমি বাবাকে রাজি করাবা,,, তোমার কথা বাবা শোনে,,,, অনিতা
কিইইই,,, আমি পারবো না,,,, আমি
ঠিক আছে,,, টাকাও তাহলে নেয়া লাগবে, না,,,, তুমি এখন আসতে পারো,,, অনিতা
আরে অনিতা,,, টাকাটা সত্যি লাগবে,,,, অন্য কোন শর্ত দাও,,, এটা কিভাবে সম্ভব বলো,,, এক্স গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক করে দিতে হবে,,, এটা শুনলে সবাই হাসবে,,, আমি
কে কি করবে জানিনা,,, যদি রাজি থাকো তাহলে যত টাকা লাগে দিব,,,অনিতা
আচ্ছা আমি রাজি,,,, এখন টাকাটা দাও,,,(টাকা খুব দরকার হওয়ার রাজি হয়ে গেলাম,,,, কি মেয়ে রে বাবা,,, এভাবে কি কেউ প্রতিশোধ নেয় নাকি,,,, নিজের বিয়ে এক্স বয় ফ্রেন্ডকে দিয়ে সাজাচ্ছে,,,,)
এইতো গুড বয়’,,, আমি ম্যানেজারকে বলে দিবনি,,, যত টাকা লাগে নিও ওখান থেকে,, অনিতা
যত লাগবে না,,, পরের মাসের বেতনটা দিলেই হবে,,, আমি
আচ্ছা তাই নিয়ো,,,, তাহলে কাজটা কবে করছো,, অনিতা
কোন কাজ 🤔🤔🤔🤔 আমি
কি,,,,,😡😡😡😡 কেবোলি বললাম বললাম,,, আর এখনি ভুলে যাচ্ছো,,,, নাকি টাকাটা পেয়ে গেছো,,,অনিতা
ওহহহ,,,ওই কথা,,,, ভুলি নাই,,, বলবনি এক সময়,,,, বুঝলাম না,,, তোমার সামনে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি কেন যে ওই ,, ধলারে বিয়ে করতে চাচ্ছো ,,, বুঝতেছিনা,,, আমি
তোমার বুঝতে হবে না,,,, আর ভালো ছেলে কই,,, একবার তো এইসব ভালো ছেলেরে পছন্দ করছিলাম,,, বিনিময় কি পেয়েছি,,, ত তুমিতো ভালোভাবে জানো,,, অনিতা
ঠিক আছে আর বলা লাগবে না,,,, আমি এখন যাই,,,,আমি
তারপরে অনিতার রুম থেকে বেরিয়ে আসলাম,,,,,,
অনিতার কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল,,,, তাহলে সত্যিই কি অনিতা আর আমাকে ভালবাসে না,,
আর বাসবে বা কি করে,,,, খুব অন্যায় করেছিলাম,,,, ওর সাথে,,,, আমি আর বসে থাকবো না ,,, আমিও প্রেম করবো পিয়ালী সাথে,,,,মেয়েটাও খারাপ না,,,, দেখতে শুনতে ভালই,,,, কিন্তু প্রস্তাব দিলে কি রাজি হবে,,,,
এসব ভাবতে ছিলাম তখন পিয়ালী আসলো,,,,
কি হয়েছে সোনা,,,, টেনশন আছো মনে হচ্ছে,,, পিয়ালী
কে,,,সোনা,,,,😱😱😱😱আমি
কেন সোনা ভুলে গেলে নাকি,,, কাল্ না বললে তুমি আমার বয়ফ্রেন্ড,,, আর আজকে কি সব বলছো,,, পিয়ালী
বয়ফ্রেন্ড বলতে বলেছি,,,, তোমাকে কি সোনা বলতে বলেছে নাকি,,, তামা রুপা ও তো ডাকতে পারতে,,, আমি
আরে তুমি তো কিছুই বোঝনা,,, সোনা বাবু না বললে কি,,, কেউ বিশ্বাস করবে,,, তোমার আর আমার মধ্যে রিলেশন আছে,,, তাছাড়া ম্যাডামকে তো বিশ্বাস করাতে হবে নাকি,,, পিয়ালী
হুম,,,, কিন্তু তুমি এসব জানলে কিভাবে,,,, আগে কয়টা করছো,,, সত্যি করে বলো,,,, আমি
আরে কি বলো এসব,,,, এগুলোতো সিনেমাতে দেখেছি,,, এর আগে একজনকে ভালোবেসে ছিলাম,,,, আর এখনো বাসি,,,, কিন্তু সাহস করে বলতে পারছিনা,,,, পিয়ালী
তাই নাকি,,,, তা কে সেই ছেলেটা,, আমাকে কি বলা যাবে,,, আমি
নাহ বলা যাবে না,,,, পরে বলব তোমাকে,,,, আচ্ছা এসব বাদ দাও,,, কী করছো এখন,,,, পিয়ালী
আমি তো বসে আছি,,,, কিন্তু পিয়ালী, তুমি হঠাৎ আমাকে তুমি তুমি করে বলছ কেন,, আগে তো আপনি করে বলতে,,, আমি
ওটাও সিনেমাতে দেখেছি,,,, তুমি তুমি করলে নাকি,,, প্রেমটা জমে যায়,,, পিয়ালী
সবকিছু দেখছি সিনেমাতেই দেখছো,,, বাস্তু কিছুই দেখনি,,,,, আমি
হুম দেখছি,,,, অনেক কিছুই দেখছি,,,, তোমার বলে টাকা লাগবে,,, কোন সমস্যা হয়েছিল নাকি,,, পিয়ালী
ম্যানেজ হয়ে গেছে,,,, কিন্তু আমার টাকা লাগবে,,, সেটা তুমি কিভাবে জানলা,,, তোমাকে তো বলিনি,,, আমি
রাফিন ভাইয়া বলছে,,,, তোমার নাকি ভাইয়ের শরীর অসুস্থ,,,, আমাকে বলতে পারতে,,, আমার কাছে তো টাকা ছিল,,,, পিয়ালী
না তোমাকে বলে টেনশন দিতে চাই নি,,,,, তাছাড়া এমনি ম্যানেজ হয়ে গেছে,,,, আমি
টেনশন মানে 😡😡😡😡 তার মানে তুমি আমাকে বন্ধু ভাবো না,,, পিয়ালি
রাগছো কেন,,, বন্ধু ভাবি,,, আচ্ছাএরপরে কোন কিছু লাগলে তোমাকে বলবো,,,, আমি
আচ্ছা ঠিক আছে,,,, এখন তাহলে কাজ করো,,,, আমি তোমাকে তুমি করে বলায়,,, কিছু মনে করছো না তো,,, পিয়ালী
নাকি কি মনে করবো,,, তুমি করেই বলো,,,,, আমি
ঠিক আছে,,, ধন্যবাদ,,, লাঞ্চে কিন্তু একসাথে খাবো,,,, রেডি থেকো,,, পিয়ালী
আচ্ছা,,, মুচকি হেসে বললাম,,,,(মেয়েটা সত্যি অবাক করার মত,,,, এই কয়েক মিনিটে,,, একটা ভাললাগা কাজ করছে,,, সহজ সরল একটা মেয়ে,,,,)
তারপর কাজ করতে লাগলাম,,,, এরমধ্যে,, একবার অনিতা ঠেকেছিল,,, এই অনিতার বিষয়টা বুঝি না,,, এমনি ডাকে,,,, কোন কাজ ছাড়াই,,,,,
লাঞ্চের সময় পিয়ালী জোর করে ক্যান্টিনে নিয়ে গেল,,,, গিয়ে দেখলাম অনিতা ও আছে সেখানে,,,,
আমরা গিয়ে অনিতার কাছেই বসলাম,,,, অনিতা আমাদের দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকল,,,
কি হলো ম্যাডাম,,, তাকিয়ে আছেন কেন,,, আমি
নাহহ,, কিছু না ,,, তাহলে এটাই তোমার,, গার্লফ্রেন্ড পিয়ালী,,, অনিতা
হুম,,, ঠিক ধরছেন,,,, পছন্দ হয়নি আপনার,,,, আমি
হুম,,, খুব সুন্দর,,,, ভালোভাবে সংসার করো,,,, আচ্ছা তোমরা থাকো আমি গেলাম,,, আমার একটা জরুরি কল পড়ে গেছে,,,,অনিতা
কিছুই বুঝলাম না,,, একটু আগে হাসিখুশি ছিল,,, হঠাৎ কি হল,,, দেখলাম,, নিমেষে মনটা খারাপ হয়ে গেলো,,,,
তখন পিয়ালী বলে উঠলো,,,
আমি সিওর,,,, অনিতা এখনো তোমাকে ভালোবেসে,,,, ভালো না বাসলে,,, কখনই এভাবে উঠে যেতো না,,,, পিয়ালী
আরে বাদ দাও,,, এমনি হয়তো উঠে গেছে,,,, ও আর আমাকে ভালবাসে না,,, ভালবাসলে,,, ওর বিয়ের দায়িত্ব আমাকে দিতো না,,,, আমি
কিইই,,,, ওর বিয়ে মানে,,, আর দায়িত্বই বা কিসের,,, বুঝলাম না,,, পিয়ালী
তারপর পিয়ালী কে সবকিছু খুলে বললাম,,,,
🤣🤣🤣🤣🤣🤣কিইইই,, বলছো,,, এটা তো পুরা হাস্যকর কাহিনী,,,, আমার মতে ঠিকই করছে,,, ভালোবেসে ছেড়ে দাও কেন,,, পিয়ালী
রাগ হচ্ছে কিন্তু,,,, তোমাকে আনলাম,,, সমস্যা সমাধানের জন্য,,, আর তুমি উলটো অনিতার পক্ষ নিচ্ছো,,,, আমি
আচ্ছা সরি বাবা,,, ভুল হয়ে গেছে,,,, আমি কিন্তু একটা জিনিস বুঝতেছি না,,, অনিতা কি তাহলে তোমাকে ভালোবাসে না,,, নাকি প্রতিশোধ নেয়ার জন্য এমন করছে,,,, পিয়ালী
কি জানি,,,, আমিও তো সেটা বুঝতেছি না,,, সেজন্যই তো তোমাকে বলতেছি,,,, আমি
আচ্ছা দেখা যাক সামনে,,,, ও যদি তোমাকে সত্যিই এখনো ভালোবাসে,,, তাহলে আমার সাথে দেখলে,,, সহ্য করতে পারবে না,,, কারণ কোন মেয়েই,,, স্বামী আর বয়ফ্রেন্ডের ভাগ অন্য কাউকে দিতে চায় না,,,, পিয়ালী
লাঞ্চ করে কাজ করতে লাগলাম,,, কিন্তু অবাক করার বিষয়,,, সন্ধ্যা পর্যন্ত,,, একবার ও অনিতা ডাকে নি আমায় ,,,,, বিষয়টা আমিও বুঝলাম না
সন্ধ্যার পরে অফিস ছুটি হয়ে গেল,,,, সবাই সবার মত চলে গেল,,, যাওয়ার সময় পিয়ালী কিছুক্ষণ কথা বললো,,, অনেকক্ষণ গাড়ির কাছে দাঁড়িয়ে ছিলাম,,, কিন্তু অনিতার আসার কোনো নাম নেই,,,,, কি হয়েছে আল্লাহ ভালো জানে,,, এই মেয়েদের বিষয়টা বুঝি না,,, কখন রাগে,,, কখন হাসে,,, বোঝা মুশকিল,,,,
কিছুক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে আসলো,,,,
কি ব্যাপার এত দেরি হল কেন,,,,, আমি
কোন কিছু না বলে গাড়িতে উঠলো,,, আমি আর কিছু না বলে গাড়ি চালাতে শুরু করলাম
একটু পর আমি বলতে শুরু করলাম,,,,
কিছু কি হয়েছে,,, এভাবে মন খারাপ করে আছো কেন,,, আমাকে বলতে পারো,,,, সম্ভব হলে সমাধান করার চেষ্টা করব,,, আমি
নাহহ,,, কিছু হয়নি,,, আচ্ছা রাশেদ,,, তোমাকে একটা কথা বলি,,,, অনিতা
হুম বলো,,,, আমি
কিছুক্ষণ চুপ থাকার পর বললো,,
আচ্ছা থাক,,, অন্য একদিন বলবো,,, তখন টাকা কিসের জন্য চাইলে,,,, অনিতা
কথা ঘুরাচ্ছে কেন,,, যা বলার সরাসরি বলো,,, পরে কিন্তু সময় পাবে না ,,,, আমি
আমার কথা শুনে,, অনিতা কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ছিলো,,, তোর চোখটা দেখে মনে হচ্ছে ,, আমাকে কিছু যেন বলতে চাচ্ছে,,, কিন্তু কিসের ভয়ে যেনো বলছে না,,,,
বললাম তো পরে বলবো,,, বাদ দাও,,, আমি যে প্রশ্ন করলাম সেটার উত্তর দাও,,,,অনিতা
ঠিক আছে তোমার ইচ্ছা,,,, টাকাটা বাড়িতে দেয়া লাগবে,,,, ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ,,, তাই হাসপাতালে নিবে,,, মাসের শেষ,,, আমার কাছে টাকা ছিল না,,, তাই আগাম বেতন চাইলাম,,,, আমি
কি বলছো,,, এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে,,, আমি তোমার সাথে মজা করলাম,,, সরি রাশেদ,,, অনিতা
আরে সরি বলার কি আছে,,, তুমিতো জানতে না,,, বাদ দাও,, যা হয়ে গেছে তা ভেবে লাভ নাই,,,, আমি
আচ্ছা রাশেদ,,, আমরা কি এখন বন্ধু হতে পারি না,,,,অনিতা
অনিতার কথা শুনে অবাক হয়ে গেলাম,,,
বন্ধু হবে,,,, আবার মায়াতে জড়াতে চাচ্ছো,,,, কি লাভ,,, আমি চাইনা আমার জন্য কেউ কষ্ট পাক,,, আমি
তার মানে তুমি,,, বন্ধু হতে চাচ্ছ না,,, এটাই তো,,,অনিতা
আরে তেমন কিছু না,,,, তোমার কি সত্যি আমাকে কিছুই বলার নাই অনিতা,,, ভেবে বলো কিন্তু,,, আমি
চলবে,,,
ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন
ধন্যবাদ সবাইকে,,,,