Ex গার্লফ্রেন্ড যখন বাড়ীওয়ালী
পর্ব,,০৯
লেখক,, junior
আরে তেমন কিছু না,,,, সত্যি কি তোমার আমাকে কিছু বলার নেই অনিতা,,, ভেবে বলো কিন্তু,,, আমি
আমার কথা শুনে অনিতা আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল,,, তার চোখ দেখে মনে হচ্ছে,,, অনেক কথা বলতে চাইছে,,, কিন্তু কিসের ভয় যেন বলতে পারছে না,,,,
কি হলো বলো,,,, আমি
কি বলবো,,,, বলতে তো অনেক কিছুই চাই,,, কিন্তু সেটার শোনার যোগ্যতা তো তুমি হারিয়ে ফেলেছ,,, অনিতা
আচ্ছা ঠিক আছে,,, আর কোনদিন বলবো না,,,, হয়তো আমার ধারণা ভুল ছিল,,, তুমি বললে না,,, আমরা কি বন্ধু হতে পারি না,,,, আমি
হুম,,, আমরা তো বন্ধু হয়ে থাকতেই পারি,,, পুরনো সবকিছু ভুলে,,,,অনিতা
আমি তো ভুলতেই চাই,,, কিন্তু তুমি তো বারবার মনে করিয়ে দাও,,,, আমি
ঠিক আছে আর মনে করিয়ে দেবো না,,, এখন তাহলে আমরা আবার বন্ধু,,,অনিতা
হুম,,, তাহলে আমার সাথে যেন আর খারাপ ব্যবহার করো না,,, সব সময় তো শুধুই অপমান করো,,, আমি
ঠিক আছে,,,, চলো ঘুরতে যাই এক জায়গায়,,,,অনিতা
কিইই,,, এখন,,,, রাত হয়ে গেছে তো,,, আমি
তাই কি,,, সমস্যা নাই,,, বাড়িতে আমি ফোন করে বলে দিবনি,,, চলোতো,,,,অনিতা
কিন্তু এত রাতে,,, কোথায় যাবে,,,, আমি
আরে চলো আগে,,, গেলেই দেখতে পারবে,,, তুমি এখন ড্রাইভিং সিট থেকে নামো,,,অনিতা
কেন 😱😱 ড্রাইভিং সিট থেকে নামল গাড়ি চালাবে কে,,, আমি
কেন আমি,,,, আমি কি পারিনা নাকি,,,,অনিতা
তাই নাকি,,, তুমিও গাড়ি চালাতে। পারো,,, আগে জানতাম না তো,,, আমি
হুম,, আমিও পারি,,, আমেরিকাতে শিখতে হয়েছিল,,,, তুমি এখন নামো,,, অনিতা
তারপর অনিতা গাড়ি চালাতে লাগলো,,, আমিও পাশের সিটে ছিলাম,,,, রাতে গাড়ির হেডলাইটের লাল আলোতে,,, অনিতা কে খুব সুন্দর লাগছিল,,, মনে হচ্ছিল,, হারিয়ে যাই এক নতুন জগৎ এ,,, কত আনন্দ করতাম আগের দিনগুলোতে,,, দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতাম না,,, কত হাসি ঠাট্টা রাগ অভিমান,, সব মিলিয়ে আনন্দময় সময় পার করতাম,,, খুব মিস করছি সেই দিনগুলো,,,,
কি ব্যাপার রাশেদ,,, কোন কথা বলছোনা যে,,, কি ভাবছো এত,,,অনিতা
নাহ কিছু না,,, জানো অনিতা আগের দিনগুলোর কথা খুব মনে পড়ছে,,, খুব মিস করতেছি,,,, আমি
আবার পুরনো কথা তুলছো,,,, সব ভুলে,, এখন আমরা নতুন বন্ধু,,,, অনিতা
ওহহহ আমি তো ভুলেই গেছিলাম,,,,, আচ্ছা সরি,,, আমি
সরি বলতে হবে না,,, বন্ধুত্বের মাঝে কোন সরি নেই,,,অনিতা
কিছুক্ষণ পর অনিতা গাড়ি থামালো,,,,
কি হলো গাড়ি থামালে কেনো,,, আমি
চলে এসেছি আমাদের গন্তব্য,,, তাই গাড়ি থামালাম,,, নামো এখন,,,অনিতা
এত তাড়াতাড়ি চলে আসলে,,,,,আমি
হুম,,, নামো এখন তাড়াতাড়ি,,,, অনিতা
গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম,,, এটাতো আমার আর অনিতার পছন্দের জায়গা,,, আগে প্রতিদিনই এখানে আসতাম,,, কত হাসি ঠাট্টা,, এখানে করতাম,,, একসাথে বসে ফুচকা খেতাম,,, রাতে দুজন দুজনার হাত ধরে হাঁটতাম,,, কিন্তু কিছুই বুঝলাম না,,, অনিতা আমাকে এখানে নিয়ে আসলো কেন,,, কি বোঝাতে চাচ্ছে ও,,,
কি ব্যাপার অনিতা,,, কোথায় নিয়ে আসলে তুমি,,,, আমি
কেন তোমার ভালো লাগেনি,,, আগে না বলতে,,, অনেক ভালো লাগে তোমার এই জায়গা,,,, কিন্তু আজ এমনকথা বলছো কেন,,,অনিতা
আমি সেটা বলিনি অনিতা,,, অনেকদিন হলো এখানে আসা হয়না,,,, সময় পায়নি,,, আমি
ওহহহ,,, তবে আমি,, প্রতিদিন এখানে আসতাম,,, যখন বিদেশ গিয়েছিলাম,,, খুব মিস করতাম,,, এই জায়গাগুলো,,, জায়গার মানুষ গুলোকে,,, বিদেশ থেকে আসার পরেও প্রতিদিনই আসতাম,,,, তবে আগের মত আর ভালো লাগেনা এখানে আসতে,,,,,অনিতা
কেন,,, ভালো লাগবে না কেনো,,, আমি
এমনি,,, বাদ দাও এসব,,, চলো একটু ঘুরে আসি,,,, অনিতা
হুম চলো,,,, আমি
তারপর দুজন হাঁটতে লাগলাম,,, সেই মায়া জড়ানো রাস্তা দিয়ে,,, সত্যি বলতে অনেক ভালো লাগছিল,,, আমি কখনো ভাবি নি,,, এমন দিন আবার আসবে আমার জীবনে ,,,,,
রাশেদ একটা কথা বলি,,,,অনিতা
হুম বলো,,,, আমি
তোমার হাতটা একটু ধরি,,,, অনিতা
অনিতার কথা শুনে,, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর দিকে,,, তারপর হাতটা বাড়িয়ে দিলাম,,,, হাতটা এগিয়ে দেওয়ার সাথে সাথে,,, খুব শক্ত করে জড়িয়ে ধরলো,,,, মনে হচ্ছে ছাড়বে না,,আর,,,, আমি আর কিছু বললাম না,,,, আবার হাটতে লাগলাম দুজন,,,,,,,
আচ্ছা রাশেদ,,,,, ওই দিনের কথা তোমার মনে আছে,,,অনিতা
কোন দিন,,, কিসের কথা বলছো তুমি,,, আমি
12 নভেম্বর,,,, দুজনের এখানে দেখা করার কথা ছিল ,,, আমার বার্থডে ছিল,,, মনে পড়ছে,,, সেদিনের কথা,,,অনিতা
আমি তার কথা শুনে,, বুকের মধ্যে কেমন জানি চমকে উঠলো,,, সেই দিনটার কথা মনে পড়লে,, এখনো আমার শরীর ঠান্ডা হয়ে যায়,,, সেদিন বুঝেছিলাম,,, বাবারা কেন কাঁদে না,,,, কতটা দায়িত্ব থাকে তাদের উপর,,,,
কি হল চুপ করে আছো কেন,,,অনিতা
নাহ,, কিছুনা,,, বাদ দাওনা ওসব,,, কি লাভ সেই পুরোনো কথা তুলে,,, সব কি ঠিক হবে আগের মতো,,, আমি
তা হয়তো হবেনা,,, কিন্তু জানো রাশেদ,, সেদিন না,,, তোমার দেয়া শাড়ি পরে এসেছিলাম,,, অনেক আশা নিয়ে এসে ছিলাম,,, সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম,,,, কিন্তু তুমি যখন সন্ধ্যার পরে আসলে না,,, আমার তখনও বিশ্বাস হচ্ছিল না,, তুমি আজ আসবে না,,,, কিন্তু শেষে আমার বিশ্বাস টা ভেঙ্গে গেল,,,, অনিতা
আমি অনেক স্বপ্ন দেখেছিলাম সেদিনটা নিয়ে,,, কিন্তু ভাগ্যের পরিহাসে,, সেদিন তোমার কাছে আসতে পেরেছিলাম না,,, আমি
সেদিন আসতে পারেনি তো কি হয়েছিল,,, তারপরে তো আসতে পারতে,,, আমি কি তোমাকে মেরে ফেলতাম নাকি,,, তারপরও প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম,, আমার বিশ্বাস ছিল তুমি আসবে,,,, কিন্তু পরের বিশ্বাসটা ভেঙে দিয়েছিল,,,,অনিতা
তোমাকে পরে একদিন সবকিছু বলবো,,, এখন বাদ দাও এসব,,, চলো ফুচকা খেয়ে আসি,,, তোমার না ফুচকা অনেক পছন্দ,,, আমি
তোমার মনে আছে 😃😃😃 চলো তাড়াতাড়ি 😋😋😋অনিতা
হুম,,চলো,,,😁😁 আমি
তারপর অনিতার সাথে ফুচকা খেতে গেলাম,,,, সেই আগের ফুচকাওলা মামাই আছে,,, আমাদের দেখে সহজেই চিনতে পারছিলো,,, অনেক গল্প করতাম মামার সাথে,,, মামা আমাদের দেখেই একটা হাসি দিয়ে বলল
ভাইজান,, এতদিন কোথায় ছিলেন,,, সেই কতদিন আগে আপনাকে দেখেছিলাম,,,, চিনতে ই তো পারছিনা,,, মামা
আমি অনেকদিন পর দেখলাম মামা আপনাকে,,, কেমন আছেন,,, আমি
ভালো আছি,,,, আপনারা যাওয়ার পর থেকে,, আর ভালোই লাগে না,,, কি হয়েছিল ভাইজান,,, প্রতিদিন দেখতাম আপা মনি আপনার জন্য এখানে বসে থাকতো,,,মামা
আরে মামা এসব বাদ দেন,,, আগে ফুচকা দেন তো,, অনেকদিন হলো খাইনা😋😋😋😋 অনিতা
অনিতার কথা শুনে মামা একটা হাসি দিয়ে বলল,,,
হুম আপা মনি,,, দিতেছি থামেন,,, আপনাদের জন্য আমার স্পেশাল ফুচকা বানাবো,,,মামা
হুম দেন তাড়াতাড়ি,,,,অনিতা
তারপর অনিতা ফুচকা খাওয়া শুরু করল,,,, অনিতার ফুচকা খাওয়া দেখে আমি তো অবাক 😱😱😱 আমার কথা মনে হয় ভুলেই গেছে,,,,,
দুই প্লেট খাওয়ার আমার দিকে নজর দিলো,,,,
কি হলো,,, এভাবে চেয়ে আছো কেন,,,, অনিতা
,কই নাতো,,, তোমার খাওয়া দেখছিলাম,,, সেই আগের মতই আছো,,, ফুচকা পেলে আমাকে ভুলে যাও,,, আমি
😁😁😁😁😁 অনিতা
আচ্ছা মামা কত বিল হয়েছে,,, আমি
আরে মামা কি বলেন,,, এতদিন পরে আসছেন,,, আর আমি আপনাদের থেকে বিল্ নেবো,,,, মামা
তে বিল নেওয়া লাগবে না মামা,,, টাকা দিয়ে কেনা,,, সব কথা বাদ দিয়ে বিলটা নেন,,, আমি
নিতে চাইলো না,, কিন্তু জোর করে দিলাম,,,, আসার সময় মামা বললো
ভাইজান,,, এখন থেকে প্রতিদিন আসেন এখানে,, আপনাদের ছাড়া খুব ফাকা ফাকা লাগে,,,, মামা
আচ্ছা মামা চেষ্টা করবো,,, আগের মত আর নাই মামা,,, কাজে ব্যস্ত হয়ে গেছি,, আমি
তা তো বুঝতেছি ভাইজান,,, তা আপনারা কি বিয়ে করেছেন,,,মামা
মামার কথা শুনে,,, কি বলবো বুঝতে পারছি না,,, দেখলাম অনিতা অবাক হয়ে তাকিয়ে আছে,,,,
না মামা এখনো করিনি,, তবে সামনে বিয়েটা সেরে ফেলব,,, আমি
ওহহহ,,, আপনাদের কিন্তু খুব সুন্দর মানাবে ভাই জান,,,,মামা
তাই নাকি,,, দোয়া করেন মামা,,, আসি তাহলে,,, আমি
তারপর আমি আর অনিতা বাড়ির দিকে রওনা দিলাম,,, এবার গাড়িটা আমি ড্রাইভিং করতে লাগলাম,,,, কিন্তু এখন আর অনিতা কোন কথা বলছে না,,, এর বিষয়ে কিছুই বুঝিনা,,, আগেতো এমন ছিলো না,, সব সময় হাসিখুশি থাকত,,,,
কি হলো অনিতা,, চুপ করে আছো কেন,, কিছু বলছো না যে,, আমি
কি বলবো 😡😡 তুমি ফুচকাওলা মামাকে ওসব বললে কেন,,,, অনিতা
চলবে
ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন
ধন্যবাদ সবাইকে