স্বর্ণাভ_সুখানুভূতি ~আফিয়া খোন্দকার আপ্পিতা পর্ব-২৩

0
301

#স্বর্ণাভ_সুখানুভূতি

~আফিয়া খোন্দকার আপ্পিতা

পর্ব-২৩

ঘড়ির কাটায় রাত দশটা। জয়নাল আবেদীনের কালো রঙা কারটা চলতে শুরু করেছে সবে। ভেতরে অল্প সল্প গল্প চলছে। সাত সিটের কারটায় বসেছে ছ’জন। ড্রাইভিং সিটে বসেছেন মধ্যবয়সী ড্রাইভার রাশেদ। ফ্রন্ট সিটে বসেছেন জয়নাল আবেদীন। দ্বিতীয় সিটে বসেছে জিশান, যায়েদ, জাহিন। মূলত জিশান, যায়েদ বাবার সাথে আলাপ করছে রাস্তাঘাট নিয়ে,আগ এটা এমন ছিল, এখন এমন হয়েছে। এমন কথাবার্তা চলছে। জয়নাল আবেদীন সেই আশি দশকে কেমন ছিল তাও বলছেন। ওদের গল্পের মাঝে রাশেদ ও জবাব দিচ্ছেন টুকটাক। রাশেদ পুরনো ড্রাইভার। সবার পরিচিত, সে হিসেবে গল্প জমেছে।

পিছনের সিটে বসা জাওয়াদ মুশরাফা। তারা নিরব শ্রোতার মতো সবার কথা শুনছে। কোন উত্তর দিচ্ছে না। জাওয়াদের চোয়ালে গম্ভীর্যে ভরা। মুশরাফা নিশ্চুপ বসে আছে। নিকাবের ফাঁকে বেরিয়ে আসা চোখজোড়ার দৃষ্টি জাওয়াদের পানে আবদ্ধ হচ্ছে খানিক পরপর। জাওয়াদের গম্ভীরতর মুখের পেছনকার কারণ পর্যবেক্ষণ করার চেষ্টা চলছে জোরদারভাবে।
দুটো কারণ থাকতে পারে। এক, মুশরাফার বহিরাগত এই পোশাক।
লোকটা এখনো ওর এই বাইরের যাওয়ার পোশাককে গ্রহন করতে পারেনি। এই পোশাকটা এখনো জাওয়াদের চোখে বেমানান লাগছে। ওর হতাশ হবার কথা, কিন্তু ওর চোখে কোন হতাশা নেই। ওর চোখমুখ একবারে স্বাভাবিক। এই স্বাভাবিকতার কারণ হলো, আল্লাহর উপর বিশ্বাস, ধৈর্যশীলতা। মুশরাফা মনেপ্রাণে বিশ্বাস করে, জাওয়াদের চোখে একদিন এই বিতৃষ্ণা থাকবে না। লোকটা ওর পর্দাকে সাপোর্ট করতে শুরু করেছে, একদিন মেনে ও নিবে। সবকিছু একসাথে পাওয়া যায় না। অপেক্ষা করতে হয়। পাওয়ার মাত্রা খুব ধীরগতিতে চলে। দুই একদিনেই জাওয়াদ সবটা মেনে নিবে এমন ভাবাও অনুচিত। ওকে সময় দিতে হবে, সম্মানটা মন থেকে আসতে হবে। ওকে পর্দার মর্ম বুঝতে হবে। তারপর সে পর্দাকে সম্মান করবে, বাঁকা চোখে দেখবে না। এর মধ্যকার সময়টা ওকে ধৈর্য ধরে কাটাতে হবে। কোনভাবে হতাশ হওয়া যাবে না। মুশরাফা হতাশ হচ্ছে না।

দুই, মায়মুনা। মায়মুনা ওদের এখানে আসাকে ভালো চোখে দেখেন নি। জয়নাল আবেদীন সৌজন্যতাবোধে স্ত্রীকে সেধেছেন একবার। মায়মুনা সাফ জানিয়ে দিয়েছেন তিনি যাবেন না। এবং তার পরিবারের কাউকে যেতে ও দিবেন না। এ নিয়ে স্বামীর সাথে একচোট ঝগড়া হয়েছে তার। মায়মুনা দমেন নি তবুও। কাকনের সাথে যুক্তি করে কাকনকে বাড়িতে রেখে দিলেন। জাওয়াদকে ও নিষেধ করলেন সেখানে যেতে। জাওয়াদ শুধু বলল,
‘বাবা যাবে, আমি না গেলে খারাপ দেখা যাবে মা।’ ব্যাস এর পর ছেলের উপর ও ক্ষেপেছেন। ছেলেকে বকাঝকা করে মুশরাফার উপর চড়াও হয়েছেন। জাওয়াদের সামনে ওকে অপবাদ দিলেন,
‘ তুই আমার ছেলেকে তাবিজ করেছিস, সবাইকে নিজের করে নিচ্ছিস। সংসারে অশান্তি লাগাচ্ছিস। তোর উপর গজব পড়বে। ‘

মুশরাফা তখন ব্যাগ গুছাচ্ছিল। শ্বাশুড়ির কথা থেমে গেল। নিষ্প্রাণ চোখে তাকাল শ্বাশুড়ির দিকে। নিজেকে গজব দেয়ার জন্য কষ্ট হলো না ওর। তৎক্ষনাৎ একটা হাদিস মনে এলো।
রাসুল (সা.) বলেছেন, যখন কোনো বান্দা কোনো ব্যক্তিকে অভিশাপ দেয়, তখন অভিশাপ আকাশে চলে যায়, আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়, অতঃপর তা জমিনের দিকে নেমে আসে। তখন জমিনের দরজাগুলোও তার থেকে বন্ধ করে দেয়া হয়, অতপর তা ডানে বাঁয়ে ঘুরতে থাকে, যখন কোনো উপায় না পায়, তখন যাকে অভিসম্পাত করা হয়েছে, সে যদি এর যোগ্য হয়, তাহলে তার প্রতি পতিত হয়। অন্যথায় অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। (আবু দাউদ, হাদিস : ৪৯০৭)

মানুষটা না জেনে গজব দিচ্ছেন, এখন যদি তার উপর এসে বর্তায়! আল্লাহ মাফ করো! আঁতকে উঠল মুশরাফা। জাওয়াদ রুমে ছিল। শ্বাশুড়ির কথার উত্তর না দিয়ে জাওয়াদের দিকে তাকাল। মায়ের আকস্মিক আক্রমণে জাওয়াদ ও হতভম্ব। নিজেকে ধাতস্থ করে মাকে বলল,
‘আমি কাল অফিস থেকে এখানেই ফিরব, মা। আর যাব না। ‘

মায়মুনা থামলেন না। রেগে মেগে ছেলেকে কতগুলো কথা শুনিয়ে চলে গেলেন। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। এই প্রথম সে অনুরোধের সুরে বলল,
‘ তুমি মায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না। মায়ের রাগটা একটু বেশি। তবে মনটা ভালো।’

জাওয়াদের এই বিচার ভয় পাওয়ার ব্যাপারটা বেশ ভালো লাগে মুশরাফার। ও হেসে ফেলল। হেসেই বলল,
‘উনি আমার মা না? মায়ের বিরুদ্ধে কেউ বিচার দেয়? আমি তো দিইনা। ‘

মুশরাফা আশ্বাস দিল। তবে জাওয়াদ গ্রহন করতে পেরেছে কি না বুঝা গেল না। সে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। মুশরাফা নিজেকে পর্দায় ঢেকে বের হলো। বসার ঘরে বেরুনোর সময় চোখাচোখি হতেই জাওয়াদের গম্ভীর্য চোখে পড়েছে। এই গাম্ভীর্যের কারণ দুটোই হতে পারে।

মুশরাফা ধীর স্বরে জিজ্ঞেস করল,
‘ সাইলেন্ট মুডে বসে আছেন কেন?’

মুশরাফার অদ্ভুত কথা শুনে জাওয়াদ ওর দিকে দৃষ্টি ঘুরাল। সাইলেন্ট মুডে বসে থাকে কিভাবে! কী অদ্ভুত কথা। জাওয়াদ ভ্রু কুঁচকাল,
‘ তো আমি এখন রিংটোন মুডে গিয়ে চিল্লাব?’

‘ চিল্লাবেন কেন? ভলিউম কমিয়ে বাবা, ভাইয়াদের সাথে কথা বলুন। চাইলে ভলিউম তার থেকেও কমিয়ে বউয়ের সাথে প্রেমালাপ ও করতে পারেন। বউ পাশে থাকলে কেউ চুপ থাকে?’
ফিসফিস করে বলল মুশরাফা। সামনের সিটে জিশান, যায়েদ বসা। কিছু বললেই শুনবে তারা।

জাওয়াদ ও স্বর খাদে নামিয়ে বাঁকা স্বরে বলল,
‘ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা আমার প্রথম বিয়ে। সে হিসেবে অভিজ্ঞতা নেই। বউয়ের সাথে কেমন আচরণ করতে হয় জানা নেই আমার। সেই জন্যই আমি চুপ থাকি। দয়া করে আপনি ও চুপ থাকুন, এবং আমার মাথা খাওয়া থেকে বিরত থাকুন।’

মুশরাফা ও বলল,
‘ পাঁচ টাকার কচকচে নোটের মতো আমার ও বিয়ের অভিজ্ঞতা একবারেই নতুন। পঞ্চ ইন্দ্রীয় নড়াচড়া করেই পদক্ষেপ নিচ্ছি। আমার পঞ্চইন্দ্রীয় তাদের দেখা অভিজ্ঞতা থেকে বলছে, নতুন বউ পাশে থাকলে স্বামীর চুপ থাকা সাঝেনা। সুতরাং, মুখে খই ফুটিয়ে আমাকে ধন্য করুন। ‘

রম্যক ভঙিমায় বলল মুশরাফা। জাওয়াদের গম্ভীর্যটা টিকল না। চোয়াল কোমল হলো। বিড়বিড় করে বলল, ‘পাজি মেয়ে।’

সেই ক্ষণে জয়নাল আবেদীন ওকে ডেকে বললেন,
‘ জাওয়াদ, অনিক যাচ্ছে আমাদের সাথে? ‘

জাওয়াদ বলল,
‘হ্যাঁ। মামা ওকে আলাদা করে বলেছেন। ‘

কথার পসরা আগাল। জাওয়াদ আর চুপ রইল না। ওকে স্বাভাবিক হতে দেখে হাফ ছাড়ল মুশরাফা। পথের শেষে গন্তব্য এলো। নাজমুল সাহেবের বিল্ডিংয়ের সামনে গাড়ি থামল। অনিককে ও দেখা গেল। বাইরে থেকে আসছে। ওর হাতে দুটো প্যাকেট। কর্মজীবী মানুষ কারো বাসায় গেলে খালি হাতে যেতে পারে না।
জয়নাল আবেদীন পথে এক গাদা ফলমূল, মিষ্টি কিনেছেন। প্যাকেটের সংখ্যা বেশি হওয়ায় সবার দুই তিনটা করে নিতে হলো। মুশরাফার এক হাতে ট্রলি, অন্য হাতে মিষ্টির প্যাকেট নিতে চাইল। জয়নাল আবেদীন দিলেন না। দুটো বাড়তি প্যাকেট নিজে নিয়ে সামনে এগুলেন। নাজমুল সাহেবদের বিল্ডিংয়ে লিফট নেই। প্যাকেট গুলো নিয়ে উঠতে বেগ পেতে হচ্ছে সবাইকে। সবার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মুশরাফার। জিলবাবটা একটু বড়ো হওয়ায় পায়ে বাজছে, তারউপর ভারি ট্রলি। সবার শেষে ধীরে ধীরে উঠছে সে। পুরুষরা সবাই আগে উঠে গেছে। জাওয়াদ উঠে গিয়েছিল। আবার ফিরে এলো। দুহাতের প্যাকেট এক হাতে নিয়ে খালি হাতে মুশরাফার হাত থেকে ট্রলিটা টেনে নিল। কোন রা না করে সিড়ি বাইতে লাগল। মুশরাফা হকচকিয়ে বলল,
‘এতগুলো নিতে পারবেন না আপনি। আমাকে দিন।’

জাওয়াদ ঘাড় ঘুরিয়ে বলল,
‘ নিজের আলখাল্লা সামলাও আগে। নাহলে উষ্ঠা খেয়ে গুষ্ঠি ভুলে যাবে। ‘

জিলবাব যে পায়ে ভাজছিল, লোকটা খেয়াল করেছে! মুশরাফার অপ্রত্যাশিত ছিল ব্যাপারটা। চমকাল ও। থামকাল ও কিছুটা। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। বরাবরের মতো সেই হাসি চওড়া হলো, হতেই হলো। জাওয়াদের হাঁটার গতি কমিয়ে দেয়া আর কয়েক কদম এগিয়ে ঘাড় ঘুরিয়ে মুশরাফাকে পরখ করা দেখে হাসিদের চওড়া না হয়ে উপায় রইল না।

নাজমুল সাহেবের বাসায় হৈচৈ কলরব। বিয়ের পর মেয়ে, মেয়ে জামাই, শ্বশুর দেবর এসেছে। আপ্যায়নে ব্যস্ত পুরো পরিবার। নাজমুল সাহেব দু’হাতে বাজার করেছেন, ফরিদা সকাল থেকেই ব্যস্ত রান্নাঘরে। ফাবিহা এসেছে গতকাল, সেও মায়ের সাথে রান্নায় হাত দিয়েছে, ফাইজা ঘর গুছিয়েছে। কলিংবেলের শব্দ শুনে ফরিদা মেয়েকে রান্নাঘরে রেখে দ্রুত হেটে বসার ঘরে গেলেন। মুশরাফা মামীকে দেখে ধীর স্বরে সালাম দিল। ফরিদা ওকে দেখেই জড়িয়ে ধরলেন। আদুরে গলায় বললেন,
‘কেমন আছে আমার মেয়েটা?’
‘ আলহামদুলিল্লাহ, ভালো আছে। ‘
হেসে বলল মুশরাফা। জাওয়াদ পাশে দাঁড়িয়ে ভ্রু কুঁচকাল। সত্যিই ভালো আছে সে!
সে মামী শ্বাশুড়িকে সালাম দিল, মামা শ্বশুরের সাথে কোলাকুলি করল। সবার সাথে কুশল বিনিময় করার পর ফরিদা প্রশ্ন করলেন,
‘ বেয়ান আর কাকন এলো না কেন?’

জাওয়াদ বাবার দিকে তাকাল। জয়নাল আবেদীন মুশরাফার দিকে। বাকি জিশান যায়েদ চুপ করে দাঁড়িয়ে আছে। মুশরাফা ধীর স্বরে বলল,

‘মায়ের হাঁটুর জয়েন্টে ব্যাথা। ডাক্তার বেশি হাটাঁহাটি করতে মানা করেছেন। মায়ের জন্যই ভাবি আসেনি।’

বাস্তবিকভাবেই মায়মুনার হাঁটুতে ব্যাথা। ডাক্তারের কথাটাও মিথ্যা নয়। আর মায়মুনার ঝগড়ার জন্য কাকন আসেনি, এটাও সত্য। সে হিসেবে একটা কথাও মিথ্যা নয়। মুশরাফা শুধু ঘুরিয়ে বলেছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাঁচা গেল। ফরিদা আফসোস করলেন, ‘আহারে! আল্লাহ ভালো করুক।’

মুশরাফা ভেতরে চলে গেল। বোরকা খুলে রান্নাঘরে ফাবিহার সাথে গল্পে বসল। নাস্তা দেয়া হলো। বসার ঘরে বসা সবাই। আকস্মিক জয়নাল আবেদীন প্রশ্ন করলেন,
‘ মুশরাফার বাবা মাকে দেখছি না যে? উনারা আসেন নি?’

এবার বাহানা দেয়ার পালা নাজমুল সাহেবের। তিনি ক্ষিপ্ত মনে বোনকে বকাঝকা করলেন। উত্তরটা সাজানো ছিল তার কাছে। তাই দিতে দেরি হলো না,
‘ মাহবুব ভাইয়ের ব্যবসায় একটু ঝামেলা চলছে। ব্যবসায়িক কাজে লন্ডন গেছে। লায়লা সাথে গেছে। তাই আসতে পারেনি। ‘

উপস্থিতমহল কথাটা বিশ্বাস করলেন কি না বুঝা গেল না। তবে এ বিষয়ে আর কেউ প্রশ্ন করলেন না। জাওয়াদ ভ্রু কুঁচকাল কেবল। ভরপুর আয়োজনের মধ্য দিয়ে রাতের খাবার শেষ হলো। খেয়েই জয়নাল আবেদীন দুই ছেলে, আর নাতিকে নিয়ে বেরিয়ে পড়লেন। জাওয়াদ রয়ে গেল। মুশরাফা ওকে ঘুমানোর বিছানা ঠিক করে দিয়ে মামা মামীর সাথে যে গল্পে বসেছে তার আর দেখা নেই। জাওয়াদ ঘুমিয়ে পড়ল।

ফজর নামাজ পড়ার জন্য আজ জাগাতে হয়নি। নিজেই উঠে নামাজ পড়েছে। নামাজ পরে আবার ঘুমিয়েছে। সকালে ঘুম ভাঙতেই ভুত দেখার মতো চমকে গেল জাওয়াদ। ওর মনে হলো এর চেয়ে বিস্ময়কর দৃশ্য দুটো নেই। ওর চোখের ঘুম উবে গেল। লাফিয়ে উঠে বসল, অবিশ্বাস্য চোখে চেয়ে রইল মুশরাফার দিকে। মুশরাফা ট্রেডমিলে হাঁটছে। পরনে ঢিলেঢালা লং টি-শার্ট আর প্লাজো। গলায় ওড়না প্যাঁচানো, পায়ে ওয়াকিং শু। কানে হেডফোন গুজানো। মুখ দিয়ে আবার কী যেন বিড়বিড় করছে। ওর এই লুক দেখার জন্য প্রস্তুত ছিল না জাওয়াদ। ট্রেডমিল আর মুশরাফা! ব্যাপারটা হজম হচ্ছে না ওর। মেয়েটা এক্সেরসাইজ ও করে! ওর হাঁটার গতি বেশ দ্রুত। ৫হবে বোধহয়। ওর হাটা দেখে মনে হচ্ছে না আজ নতুন হাটছে। বরং মনে হচ্ছে বেশ অভ্যস্ত ও।
আর এই পোশাক ও পরে! বিয়ের পর থেকে ওকে ঢিলেঢালা থ্রি-পিস পরতে দেখা গেছে। এসব টি-শার্ট প্লাজো পরতে দেখা যায়নি। আজ পরল কেন? এগুলো ও কি জায়েজ? ইসলাম এত স্মার্ট?

হাঁটার মাঝে খাটে নজর পড়ল মুশরাফার। কিছুটা চমকাল, তবে ভড়কাল না। তৎক্ষনাৎ হাটা থামাল না। হাঁটতে হাঁটতে গতি কমাল। ধীরে হাঁটল কিছুক্ষণ। তারপর দক্ষতার পরিচয় দিয়ে দ্বিতীয় ধফায় গতি কমিয়ে বন্ধ করল। কান থেকে হেডফোন নামাল। সাইডে রাখা বোতল হাতে নিয়ে ট্রেডমিল থেকে নামতে নামতে বলল,
‘ এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে! সবে সাড়ে আটটা বাজে। ‘

জাওয়াদ ওকে অন্তর্ভেদী চোখে পরখ করছে। এই মেয়ে এত কিছু কিভাবে রপ্ত করেছে! জাওয়াদ প্রশ্ন করল,
‘ হঠাৎ ট্রেডমিল নিয়ে পড়লে কেন?’

মুশরাফা বোতরের ক্যাপ খুলে ট্রেডমিলের উপর বসল। বসে বলল,
‘ হঠাৎ না, বিয়ের আগে সকালে ট্রেডমিলে হাঁটা আমার নিত্যরুটিনে ছিল। শরীর ফিট ছিল। বিয়ের পর শুয়ে বসে খেয়ে ভুড়ি বেড়ে যাচ্ছে, আনফিট হয়ে গেছি। আজ ট্রেডমিল কাছে পেয়ে নিজেকে ফিট রাখার ক্ষুদ্র চেষ্টা করলাম আর কি!’

জাওয়াদ প্রশ্ন না করে পারল না, ‘ গুনাহ হবে না?’

‘না। বরং ইসলাম বলেছে নিয়মিত ব্যায়াম করতে, শরীর ফিট রাখতে। শরীর ফিট রাখার জন্য ব্যায়াম করা জায়েজ। ছেলে মেয়ে উভয়ে। তবে মেয়েরা পর্দার ভেতর থেকে ব্যায়াম করবে। বিবাহিতদের তো বিশেষভাবে বলেছে।’

‘বিবাহিতদের বিশেষভাবে কেন?’ জাওয়াদ ভ্রু কুঁচকাল। মুশরাফা পানি খেল। মুখ চেপে হেসে বলল,
‘ স্বামী স্ত্রীর সৌন্দর্য একে অপরের জন্য। নিজেকে ফিট, এবং টিপটপ করে রাখতে বলেছে দুজনকে, যাতে একে অপরের প্রতি আকর্ষিত হয়। বেগানা কারো প্রতি আগ্রহ না জন্মে। এইজন্যই আপনাকে বলি ব্যায়াম করতে, হেলদি ফুড খেতে। অন্তত আমার মনোরঞ্জনের জন্য হলেও আপনার নিজেকে ফিট রাখা উচিত।’

নতুন কিছু জানল জাওয়াদ। কিছুটা বিস্মিত হলো। পরবর্তী প্রশ্ন করল,
‘ এই ড্রেসাপ? এটাও জায়েজ?’

মুশরাফার চোখে মুখে দুষ্টুমি ফুটে উঠল। ও চোখ মেরে বলল, ‘আপনার সামনে সব ড্রেসাপ জায়েজ?’

জাওয়াদ ভ্রু বাঁকিয়ে বিস্ময়ের সাথে বলল, ‘সব?’

জাওয়াদকে যে বাঁকা ইঙ্গিত করেছে তা ঢের বুঝতে পারল মুশরাফা। ওর গাল লাল হলো। দৃষ্টি সরাল। নিচের দিকে ফিরে বলল,
‘ হ্যাঁ সব। ইস্ট ওয়েস্ট সব কিছুই স্বামীর সামনে পরা যাবে। শরীয়তের ব্যাসিক মূলনীতি লংঘন না হলে পরা যাবে। তবে, ফাসেক মেয়েদের পোষাক না পরাই উত্তম। যেমন অনেক বেশি টাইট বা পাতলা হয় এমন ড্রেসাপ। এমন পোশাক মাহরামদের সামনেও না পরাই গাইরাত এর পরিচয়। এই শর্ত মেনে পরা যাবে। এখানে উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র স্বামীর মনোরঞ্জন, আর কিছু নয়।’

জাওয়াদ মুগ্ধস্বরে বলল, ‘ইসলাম তো দেখি স্বামীকে অনেক গুরুত্ব দিয়েছে! ব্যাপারটা সুন্দর। ‘

মুশরাফা গর্বিত গলায় বলল, ‘আমার ইসলাম সুন্দর। সুন্দর তার বিধান। আপনি ইসলামের বিধান গুলো বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। প্রতিটা বিধানের পিছনে চমৎকার একটা লজিক থাকে। মানুষ এই যুগে এসে স্মার্ট হচ্ছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চৌদ্দ’শ বছর আগে ইসলামের সাথে স্মার্ট হতে শিখিয়ে গিয়েছেন। ‘

মুশরাফার কথা বলার ভঙ্গি সুন্দর। কী সুন্দর গুছিয়ে কথা বলে! কথার বলার হেডফোনটা গলা থেকে টেনে খুলতে গেল। কোমরে বাধা মোবাইল ব্যাগে ফোন ছিল। হেডফোন টান লেগে ফোন থেকে খুলে গেল। জোরে কুরআন তেলাওয়াত বেজে উঠল।
মানুষ ট্রেডমিলে হাঁটার সময় গান শুনে, এই মেয়ে কুরআন তেলাওয়াত শুনছে। তখন কুরআন শুনেই গুনগুন করছিল! কুরআন তেলাওয়াত করতে করতে ব্যায়াম! কী চমৎকার ব্যাপার! জাওয়াদ আবার অবাক হলো।
ইসলামের মতো মেয়েটাও স্মার্ট। ইসলাম মেয়েদের এমন স্মার্ট হতে শিখায়? প্রতি পদে পদে চমকপ্রদ তথ্য জানে জাওয়াদ। এই মেয়ে সত্যিই একটা মিস্ট্রি বক্স।

সেদিন অফিস থেকে বাসায় চলে গেল জাওয়াদ। আর ফিরল না দু’দিন। মুশরাফা ফোন দিয়ে খবর নেয়। ফজরের সময় কল দিয়ে জাগিয়ে দেয়। প্রথমদিন জাগিয়ে দিল। দ্বিতীয়দিন কল দিল না, জাওয়াদ নিজেই কল দিয়ে বলল, ‘ আমার সাদা পাঞ্জাবিটা কোথায় রেখেছো?’

মুশরাফা ঘুমের ঘোরেই হাসল। ঘুমজড়ানো গলায় বলল,
‘এলার্ম দিতে ভুলে গিয়েছিলাম। তাই নামাজের সময়টা টের পাইনি। ‘
জাওয়াদ স্বরে বিরক্তির আভা মিশিয়ে বলল, ‘ আমি পাঞ্জাবির কথা জানতে চেয়েছি। ‘

মুশরাফা ঠোঁট টিপে হেসে বলল,
‘আপনি পাঞ্জাবির নয় আমার নামাজের খোঁজ নিতে ফোন দিয়েছেন, আমার এমনটা কেন মনে হচ্ছে বলুন তো?’

জাওয়াদ বলল, ‘ কারণ তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছো। পাগলরাই গ্রীষ্মে শীত খুঁজে, আর পাঞ্জাবিতে ঘুম।’

খট করে ফোন রাখল জাওয়াদ। মুশরাফা দমল না। ম্যাসেজ করল, ‘আমাকে পাগল বানানোর দায়টা কিন্তু আপনার। বাই দ্যা ওয়ে, আপনার সাদা পাঞ্জাবি আপনি সেচ্ছায় সজ্ঞানে ওখানে রেখে গিয়েছিলেন। এখন অজ্ঞান হবার ভান করা মানুষটাকে ও কিন্তু আমি বাহানার পাগল বলতে পারি। ‘

উত্তর এলো না। মুশরাফা বাসায় যেতে সাধল কয়েকবার। জাওয়াদ সাফ জানিয়ে দিয়েছে সে আর যাবে না। নাজমুল সাহেব ফোন দিয়ে ও সাধলেন, জাওয়াদ অফিসের বাহানা দিল। নাজমুল সাহেব বৃহস্পতিবার বিকেলে ফোন দিয়ে রাতে অফিস থেকে ফিরতে বললেন। এবার কোন বাহানা দিতে পারল না জাওয়াদ। অগত্যা যেতে হলো। রাত হলো পার। ফজর নামাজ মামা শ্বশুরের সাথে মসজিদে গিয়ে পড়ল।

নামাজ থেকে ফিরে লম্বা হয়ে শুয়ে পড়ল। মুশরাফা নেই রুমে। বারান্দায় দাঁড়িয়ে সুর্যোদয় দেখছে। জাওয়াদ আকস্মিক ঢেকে উঠল,
‘ মুশরাফা? এদিকে এসো?’

মুশরাফা এলো। জাওয়াদ বলল,
‘আমার মাথা ধরেছে, মাথাটা টিপে দাও তো!’

জাওয়াদকে কেমন উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। মুশরাফা ভ্রু কুঁচকে পাশে গিয়ে বসল। মাথায় হাত রাখতে গিয়ে টের পেল, জাওয়ার গা কাঁপছে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। মুশরাফা আঁতকে উঠে বলল,
‘ আপনাকে এমন দেখাচ্ছে কেন? কী হয়েছে আপনার? ‘

জাওয়াদ চোখে মেলে তাকাল। ওর চোখ লাল হয়ে আছে। ওর রক্তিম দৃষ্টি দেখে মুশরাফা ভয় পেল। হলো কী লোকটার? মুশরাফা আলতো স্বরে বলল,
‘ কী হয়েছে আপনার? বলুন না! কোন ঝামেলা হয়েছে? আমায় বলুন না। আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমার ভয় লাগছে। ‘

তীক্ষ্ম যত্নবোধ মুশরাফার স্বরে। আতঙ্কে মেখে একাকার চোয়াল। জাওয়াদ চোখ বন্ধ করে ফেলল। মুশরাফার হাত দুটো চেপে নিজের মাথায় রেখে বলল,
‘ মাইগ্রেনের ব্যাথাটা বেড়েছে। একটু মালিশ করে দাও। ঘুম দিলে ঠিক হয়ে যাবে। ‘

কথাটা বিশ্বাসযোগ্য হলো না মুশরাফার। মাইগ্রেনের ব্যাথার মতো লাগছে না। এটা অন্য ব্যাথা। কোন ব্যাথায় ব্যথিত উনি?

চলবে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here