ভুল -পর্ব ৫

0
220

#ভুল ৫ম পর্ব
#jannat_Nur

হুমায়রা নেশা জাতীয় মেডিসিন হাতে পেয়ে ভাবতে থাকলো সোজা পথে যখন কাজ হয়নি অবশেষে আঙ্গুল বাঁকা করতেই হলো মিস্টার আমিরুল! এখন দেখবে কিভাবে আমার হাত থেকে তুমি রক্ষা পাও। হুমায়রা মেডিসিনটা খুব যত্ন করে রেখে দিল।
রাতে যখন আমিরুল ইসলাম বাসায় আসছে হুমায়রা তার সামনে উপস্থিত হয়েছে খুব সাজসজ্জা করে। আমিরুল ইসলাম তাকিয়ে দেখে আজ হুমায়রা অনেক সাজগোজ করেছে। আমিরুল ইসলাম দ্বিতীয় বার তার দিকে না তাকিয়ে সোজাসুজি ড্রয়িং রুমে চলে গিয়ে টিভি অন করে নিউজ দেখছিল। হুমায়রা আমিরুলের কাছে এসে বসলো।
হুমায়রাকে কাছে বসতে দেখে জিজ্ঞেস করলেন, সিরাত কি ঘুমিয়ে গেছে?

না সিরাত এখন পড়তেছে।

আচ্ছা আপনি তাকে একটু নিয়ে আসেন আমার কাছে।

হুমায়রা গিয়ে সিরাতকে নিয়ে আসলো, আমিরুল ইসলাম সিরাতকে বসিয়ে কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করল আব্বু তোমার লেখাপড়া কেমন চলছে! ভালোভাবে লেখাপড়া করছো তো?

ইয়েস পাপা আমি ভালোভাবে পড়াশোনা করছি!
তুমি বলেছিলে আমাকে স্পোর্টস হোন্ডা কিনে দিবে, এখনো কিনে দিচ্ছ না কেন।

আরে বাবা তোমাকে এখন হোন্ডা কিনে দিলে চালাতে পারবেনা, তোমার বয়স কত মাত্র সাত বছর। বড় হও তখন স্পোর্টস হোন্ডা কিনে দেবো! এখন তোমাকে খেলনা হোন্ডা কিনে দিয়েছি সেটাই আপাতত চালাও।

না আমার খেলনা হোন্ডা চাইনা, স্পোর্টস হোন্ডা এখনি লাগবে, আমি বড় হয়ে গেছি।

ছেলের এমন আবদার দেখে আমিরুল ইসলাম অবাক হয়ে যাচ্ছে! তাকে কোনরকম বুঝিয়ে শান্ত করে পড়ার টেবিলে পাঠিয়ে দিল আমিরুল ইসলাম। তারপর হুমায়রাকে বলল ডিনার রেডি করতে, হুমায়রা ডিনার রেডি করতে না যেয়ে আমিরুল ইসলামের খুব কাছে এসে বসলো। আমিরুল ইসলাম বুঝতে পারছে না আজ কেন এরকম করছে এই মেয়ে। এক বছরের বেশি সময় ধরে সে তার বাসায় আছে কখনো এমন করেনি, আজকে হুমায়রার আচরণ অস্বাভাবিক লাগছে আমিরুল ইসলামের কাছে। মাত্রা অতিরিক্ত সাজগোজ করেছে হুমায়রা, কেন এত সাজগোজ করছে বুঝতে পারছেনা আমিরুল ইসলাম, তাই সে হুমায়রাকে বলল আপনি আমার কাছে বসলেন কেন? আর এত সাজগোজ করেছেন আপনি কি কোথাও যাবেন, কোথাও পার্টি আছে?

না সেজেছি আপনার জন্য, আমার কাছে আপনি খুব স্পেশাল মানুষ। আচ্ছা আমাকে কি আপনার ভালো লাগেনা? আপনি কেন আমাকে সবসময় ইগনোর করে চলেন। আপনি এই বয়সে স্ত্রী ছাড়া আছেন, আমি একজন সুন্দরী যুবতী মেয়ে আপনি কি করে পারেন আমাকে ইগনোর করে চলতে।

হুমায়রা আপনি আমার সাথে এরকম কথা বলবেন না! আপনি আমার ছেলেকে দেখাশোনা করেন আমি আপনাকে সম্মান করি, আপনার সাথে আমার এটুকু সম্পর্ক এর বাহিরে আমি আর কোন কিছুই ভাবি না। আপনি সুন্দর হোন আর যাই হোন সেটা অন্যের চোখে হতে পারেন! আমার চোখে আপনি শুধু আমার ছেলের আয়া আমি এটুকুই ভাবি।

আমিরুল ইসলামের কথা শুনে হুমায়রার মেজাজ এত পরিমানের খারাপ হয়েছে, তার ইচ্ছে করতেছে আমিরুল ইসলামকে এখনই গলা টিপে মেরে ফেলতে। এটা কি রকম পুরুষ মানুষ এত সুন্দরী একজন মেয়ে একই বাসায় থেকে তার দিকে তাকায় না! তাকে কেউ ইগনোর করে চলে সেটা ভাবতেই নিজেকে নিজের কাছে ছোট লাগছে হুমায়রার। কত পুরুষ তাকে দেখে পাওয়ার আশায় ছটফট করে তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে, এই একমাত্র পুরুষ যে কি না তাকে দেখলে ইগনোর করে চলে।
মনে মনে ভাবছে হুমায়রা যেভাবে হোক তোমার এই দম্ভ আমি শেষ করে ছাড়বো মিস্টার আমিরুল। তুমি আমাকে এখনো চেনা নাই ভাবছো সহজ-সরল কিন্তু আমার চাল যদি তুমি দেখো তখনই অবাক হবে।

হুমায়রা খাবার রেডি করতে গেল, কিছুক্ষণ পর আমিরুল ইসলামকে ডাক দিল খাবার খাওয়ার জন্য। ডাইনিং টেবিলে এসে বসলো আমিরুল ইসলাম। তাকে সবকিছু রেডি করে দিয়ে হুমায়রা চলে গেল সিরাতের কাছে। আমিরুল ইসলাম ফেরার আগে সিরাতকে রাতের খাবার খাইয়ে ফেলেছিল হুমায়রা। ঘন্টাখানেক পর সিরাতকে ঘুম পাড়িয়ে রেখে হুমায়রা আমিরুল ইসলামের রুমে গেল। রুমে গিয়ে দেখে আমিরুল সেখানে নেই, ব্যালকনিতে ইজি চেয়ারে বসে ঘুমিয়ে আছে। হুমায়রা সেটা দেখে একটু মুচকি হাসলো মেডিসিনটা কাজ শুরু করে দিয়েছে। হুমায়রা আমিরুল ইসলামের কাছে গিয়ে তার হাতে ধরে বললেন, আপনি এখানে ঘুমিয়ে আছেন কেন বেডরুমে চলেন। ঘুম চোখে আমিরুল ইসলামের কেমন যেন মাতাল মাতাল লাগছিল! সে চোখ মেলে তাকাতে পারছে না আস্তে করে বলল আমার মাথাটা কেমন ঘুরছে, আমি রুমে যেয়ে শোয়ার মত শক্তি পাচ্ছি না। খাবার খাওয়ার পর কেন জানি কেমন লাগছে।

হুমায়রা বলল সমস্যা নেই, আসেন আমি আপনাকে হেল্প করি, এটা বলেই হুমায়রা আমিরুল ইসলামকে ধরে দাঁড় করালেন। তারপর ধীরে ধীরে তার রুমের দিকে নিয়ে আসলেন, বিছানায় শোয়া মাত্রই আমিরুল ইসলাম চোখ বন্ধ করে ফেলছে! তার মাথাটা ভীষণ ঘোরাচ্ছিল। এই সুযোগের অপেক্ষায় ছিল হুমায়রা।আমিরুল ইসলামের সাথে ঘনিষ্ঠ কিছু ছবি তুলে নিলো তার ফোনে। তারপর আমিরুল ইসলামের পাশে শুয়ে পরলো হুমায়রা।
হুমায়রা সবসময় সিরাতের সাথে ঘুমাতো, আজকে যখন ছিলাম সজাগ হয়ে দেখে বিছানায় হুমায়রা নেই, দরজা খোলা। সিরাত বিছানা থেকে নেমে হুমায়রাকে ডাকছিল আন্টি আন্টি বলে। কিন্তু হুমায়রার কোন সারা শব্দ না পেয়ে সিরাত তার বাবার রুমের দিকে আসলো। আমিরুল ইসলামের দরজার সামনে এসে ডাক দিল সিরাত! তখন আমিরুল ইসলামের ঘুম ভেঙে গেল, সে সজাগ হয়ে অবাক হয়ে দেখে হুমায়রা তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শুয়ে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে উঠলো। হুমায়রার ঘুম ভেঙে গেল, সে বলল কি হয়েছে এমন করে লাফ দিয়ে উঠলেন কেন?

আপনি? আপনি আমার বিছানায়, ছিঃ ছিঃ, কি করছেন আপনি এটা। আপনি কেন আমার বিছানায় ঘুমাইছেন আমাকে এভাবে জড়িয়ে ধরে? তাড়াতাড়ি বিছানা থেকে নামুন। সিরাত দরজার ওপাশে ডাকতেছে সে কি ভাববে আপনি আমার রুমে।

মিস্টার এত উতলা হবেন না, আপনি দুধে ধোয়া তুলসী পাতা না, সাধু সাজার কোন দরকার নেই। আপনার ছেলে ছোট এখনো বুঝে না রাতে আমরা কি করেছি! তাকে বলে দেবো তোমার আব্বুর শরীরটা খারাপ ছিল তাই এখানে এসেছি।

আমিরুল ইসলাম চিৎকার করে বলল অসভ্য মেয়ে আবার দাঁত বের করে হাসছে! আপনার লজ্জা লাগছে না এগুলো বলতে।

না মিস্টার আমার কেন লজ্জা লাগবে, আপনি আমাকে বলছেন স্ত্রীর মর্যাদা দিবেন বিয়ে করবেন। এটা বলেই তো আপনি আমাকে আপনার রুমে নিয়ে আসছেন।

হোয়াট, আমি আপনাকে নিয়ে আসছি? আপনি কি বলছেন, এত বড় মিথ্যা অপবাদ দিবেন না।

আমি আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছি না, আপনি খাবার খাওয়ার পর ব্যালকনিতে বসে ছিলেন! আমি যখন সিরাতকে ঘুম পাড়িয়ে আপনার রুমে আসছি আপনি রুমে নেই, দেখি ব্যালকনিতে বসে আছেন। আমি আপনার কাছে যাবার পর আপনি বলছেন আমাকে রুমে নিয়ে চলো আমার মাথাটা কেমন ঘুরাচ্ছে! আপনি হয়তো কাল নেশা করে আসছিলেন, তাই রাতের কথা ভুলে গেছেন।

আমি কখনো নেশা করি না এই অভ্যাস আমার নেই! আপনি যে এতদিন ধরে আমার বাসায় আসছেন কখনো দেখছেন আমি নেশা করছি।

আপনি নেশা করছেন না করেননি সেটা আপনার ব্যাপার, আপনি তো আবোল তাবোল বলছিলেন আমি যখন আপনাকে রুমে নিয়ে আসলাম। আপনি বললেন আপনাকে ধরে শুইয়ে দিতে। আমি শুইয়ে দিয়ে চলে যাচ্ছিলাম আপনি আমাকে যেতে দেন নাই, জোর করে জড়িয়ে ধরছেন! আর যা করার সবই তো করলেন সারারাত।

আমিরুল ইসলাম হুমায়রার কথা শুনে এত আশ্চর্য হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না। সে এই মেয়েকে জড়িয়ে ধরবে অসম্ভব। সিরাত আবার তার বাবাকে ডাকছে। হুমায়রা গিয়ে দরজা খুলে দিল, সিরাত তার বাবার কোলে এসে বসেছে। হুমায়রা বলছে আমি ব্রেকফাস্টে রেডি করি, খেয়ে তুমি স্কুলে যাবে। আমিরুল ইসলামের মুখে কোন কথা নেই কি বলছে হুমায়রা এগুলো। সে শারীরিক সম্পর্ক করছে তাও আবার নিজের ইচ্ছাতে সেটা কি করে হয়। বাবাকে চুপচাপ বসে থাকতে দেখে সিরাত বলল,

পাপা তোমার কি হয়েছে তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ।

না আব্বু আমার কিছু হয়নি, একটা দুঃস্বপ্ন দেখেছিলাম তাই এভাবে বসে আছি।

আন্টি তো আজকে রাতে আমার সঙ্গে ছিল না সে তোমার সঙ্গে ছিল কেন?

আমিরুল ইসলাম ছেলের প্রশ্নে মনমরা হয়ে গেল, ছেলেকে সে কি উত্তর দিবে। তখন হুমায়রা এসে বলল তোমার আব্বুর শরীর খারাপ ছিল তাই তোমার আব্বুর সেবা-যত্ন করেছি আজকে রাতে বুঝেছ বাবু। এখন তুমি ফ্রেশ হতে যাও, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও স্কুলে যেতে হবে।

সিরাত ফ্রেশ হবার জন্য তার বাবার রুম থেকে বের হলে হুমায়রা রাতের তোলা পিকগুলো আমিরুল ইসলামকে দেখালো।

এই দেখুন আপনি কিভাবে আমার সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন, আমি মিথ্যে বলছি নাকি পিকচার দেখলেই বুঝবেন।

আমিরুল ইসলামের মুখে কোন কথা নেই মনে হচ্ছে সে হুমায়রা ফাঁদে আটকা পড়ে গেছে। কি করবে এখন আমিরুল ইসলামের মাথায় কোন বুদ্ধি আসতেছে না। তাকে চুপ দেখে হুমায়রা বলল কিছু তো বলেন এভাবে চুপ করে থাকলে হবে।

আপনি কি চান আমার কাছে, কেন এভাবে আপনি আমাকে ব্ল্যাকমেইল করার জন্য ষড়যন্ত্র করলেন।আমি এটা জানি আপনার কোন মতলব আছে তার জন্য আপনি আমাকে কাল খাবারের সাথে কিছু খাইয়ে ছিলেন, সেটা এখন বুঝতে পারছি।

আমিরুল ইসলামের কথা শুনে হুমায়রা বলল,মিস্টার তুমি যাই বুঝতে পারো না কেন একটা কথা কিন্তু বুঝতে পারোনি, আমি তোমাকে পছন্দ করি অনেক বেশি পছন্দ করি! যেদিন থেকে তোমার বাসায় এসেছি আমার স্বপ্ন আমি তোমার হবো। কিন্তু তুমি তো আমার দিকে ফিরেও তাকালে না তাই আমাকে এমন একটা ষড়যন্ত্র করতে হলো! না হলে কখনোই এমনটা করতাম না। তুমি নিজেই আমাকে এমন করতে বাধ্য করলে। নিজ থেকে তুমি আমার হলে না, তাই আমিই তোমার হলাম।

চুপ করবেন আপনি, আজকে আমার বাসা থেকে বের হয়ে যাবেন! আপনাকে আমার ছেলেরা আয়া হিসাবে আমি আর রাখবো না।

ওকে ডার্লিং আয়া হিসেবে না রাখো তোমার ছেলের মা হিসেবে আমি তো তোমার বাসায় থাকবো।

সেটা কখনোই না আপনার মত এমন জঘন্য চরিত্রের মেয়েকে আমি বিয়ে করবো সেটা কি করে ভাবলেন। যে মেয়ের দিকে আমি ফিরে তাকাইনি সে হবে আমার স্ত্রী, মেয়েদের আমি ঘৃণা করি তারা যে কোন সময় যে কোন কাজ করতে পারে! এদের কোন বিবেক নেই। আপনি কত টাকা চান বলেন আমি চেক লিখে দিচ্ছি, প্লিজ তারপর আপনি আমার বাসা থেকে চলে যান! ঝামেলা করবেন না।

হুমায়রা খুব জোরে হেসে উঠলো বলল, আমি পরে আপনার সাথে কথা বলছি! এখন সিরাতের স্কুলের টাইম হয়ে গেছে তাকে স্কুলে রেখে আসছি, এটা বলে হুমায়রা সিরাতকে নিয়ে স্কুলে চলে গেল।
আমিরুল ইসলাম বিছানা থেকে নেমে ব্যালকনিতে এসে দাঁড়ালো! ভাবছে মেয়ে মানুষ আসলেই শয়তানের হাড্ডি হয় এ মেয়েকে আমি ভালো মনে করছিলাম। আচ্ছা আমি লিলি বাইডেনের মেয়েকে কল করি সে কেন এমন একটা মেয়েকে আমার ছেলের জন্য আয়া হিসাবে এনে দিল।

মিস্টার আমিরুল কি মনে করে আপনি আমাকে কল করছেন, কল রিসিভ করে আমিরুল ইসলামকে জিজ্ঞেস করলেন লিলি বাইডেনের মেয়ে।

আপনি যে মেয়েকে আমার বাসায় আয়া করে দিয়ে গিয়েছেন, সে কত বড় জঘন্য কাজ করেছে জানেন আপনি? সে আমাকে ব্ল্যাকমেইল করেছে এখন তাকে বিয়ে করতে বলে।

লিলি বাইডেনের মেয়ে এটা শুনে বলছে এখন আমি আপনার বাসায় আসতেছি হুমায়রার সাথে কথা বলব, সে কেন এমন করবে আপনি যদি কিছু না করে থাকেন।

আপনি বিশ্বাস করেন তার সাথে আমার কোন সম্পর্ক নেই তার দিকে আমি ফিরেও তাকাইনি কখনো। সে আমার বাসায় ছিল আমার ছেলের আয়া হিসেবে আমি সেই নজরেই তাকে দেখতাম। কিন্তু সে আজকে যা করেছে তা বলার মত না আপনি আসেন বিস্তারিত বলবো।

চলবে….

https://m.facebook.com/groups/371586494563129/permalink/681632780225164/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here