ভালোবাসার অনুভূতি – পর্ব ৩৯

0
748

#ভালোবাসার_অনূভুতি
#লেখিকা‌ঃ_আরভি_আহিয়াদ_তিহু
#পর্বঃ39 (ধামাকা পর্ব)

“আমি এখন যাচ্ছি।তোরা তোদের কাজ শেষ করে এই মেয়েটার হাত-পা বেধে এখানেই ফেলে রাখবি।”

কথাটা বলে সিয়াম রুম থেকে বেড়িয়ে গেলো।সিয়াম বেড়িয়ে যেতেই ওদের মধ‍্যে থেকে একটা ছেলে গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিলো।

মেঘ ইনজেকশন দেওয়ার জায়গাটা হাত দিয়ে চেপে ধরে ভয়ার্ত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে।হঠাৎ ও অনুভব করলো ওর মাথার মধ‍্যে কেমন ঝিম ধরে গেছে।চোখের সামনে সব কিছু দুটো দুটো দেখছে।শরীর আস্তে আস্তে কেমন দূর্বল হয়ে যাচ্ছে।ও ঝপসা চোখে সামনে তাকিয়ে দেখতে পেলো,,ছেলে গুলো ওর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে।ওদের এভাবে তাকাতে দেখে ঘৃনায় মেঘের গা গুলিয়ে উঠছে।

ওদের মধ‍্যে থেকে একটা ছেলে ফোনের ক‍্যামেরা অন করে মেঘের দিকে ধরে ভিডিও করতে লাগলো।আরেকটা ছেলে মেঘের দিকে তাকিয়ে বাজে একটা হাসি দিয়ে ওর দিকে একপা একপা করে এগিয়ে যেতে লাগলো।ছেলেটা যতো মেঘের দিকে এগিয়ে যাচ্ছে,মেঘ ততো পিছনের দিকে সরে যাচ্ছে।মেঘকে এভাবে পিছাতে দেখে দাড়িয়ে থাকা ছেলে গুলো অট্টোহাসিতে ফেটে পড়লো।

মেঘ পিছাতে পিছাতে এক সময় ওর পিঠ দেয়ালের সাথে ঠেকে গেলো।ছেলেটাও সুযোগ পেয়ে মেঘের উপরে ঝাপিয়ে পড়লো।মেঘ ছটফট করছে ছেলেটার থেকে ছাড়া পাওয়ার জন‍্য,কিন্তু ওর শরীরে একটুও জোড় নেই।তার উপর শরীর কেমন কাপছে।মেঘ ছেলেটাকে যতো দূরে সরাতে চাচ্ছে,ছেলেটা ততো ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে।

ছেলেটার সাথে ধ্বস্তাধ্বস্তি করতে করতে এক পর্যায়ে মেঘের হাত ছেলেটার কোমরে চলে যায়।মেঘ বুঝতে পারে ছেলেটার কোমরে প‍্যান্টের সাথে কিছু একটা গোজা আছে।ও ভালো করে সেটার উপর হাত রাখতেই বুঝে যায় ওটা একটা রিভলবার ।মেঘ চট করে টান দিয়ে রিভলবার টা বের করে এনে ছেলেটার পেটে চেপে ধরে।গানটা চেপে ধরতেই ছেলেটার হুস ফিরে আসে।ও ছিটকে মেঘের থেকে দূরে সরে যায়।মেঘ গানটা ছেলেটার দিকে তাক করে রেখেই আস্তে আস্তে উঠে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে।মেঘের হাতে রিভলবার দেখে সব ছেলে গুলোর মুখ ফ‍্যাক‍্যাশে হয়ে যায়।মেঘ দেয়াল ধরে ধরে বসা থেকে দাড়িয়ে ছেলে গুলোকে উদ্দ‍্যেশ‍্য করে বললো

“খবরদার আমার দিকে কেউ এক পাও এগোলে তার গায়ে গুলি করতে দ্বীতিয় বার ভাববো না।আপনাদের জন‍্য ভালো এটাই হবে আমাকে এখান থেকে যেতে দিন।নাহলে সবাইকে মেরে দিবো।”

যেই ছেলেটা মেঘের সাথে জবরদস্তি করার চেষ্টা করেছিলো সেই ছেলেটা বললো

“দেখ ওটা কোনো খেলনা না।ওটা আমাকে দিয়ে দে যেকোনো সময় ওটা থেকে গুলি বেড়িয়ে যেতে পারে।”

মেঘ এলোমেলো পায়ে ছেলেটার দিকে একটু এগিয়ে গিয়ে দাতে দাত চেপে বললো

“এটা যে কোনো খেলনা না সেটা আমিও জানি।তাইতো বলছি আমাকে যেতে দে নাহলে সত‍্যি সত‍্যি এটা থেকে গুলি বের হবে।আর সেগুলো সব গিয়ে তোদের গায়ে লাগবে।”

ছেলে গুলো অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে।মেঘের মতো শান্ত,ভদ্র,বোকা টাইপের একটা মেয়ে যে এইরকম ভাবে ওদের হুমকি দিবে সেটা ওরা ভাবতেও পারেনি।যেখানে ঠিকমতো সোজা হয়ে দাড়াতে অবদি পারছে না,সেখানে এতোগুলো ছেলেকে একটা একা মেয়ে হয়ে মারার হুমকি দিচ্ছে?একটা ছেলে বিদ্রুপের স্বরে বললো

“হুহ ঠিক মতো তো দাড়াতেই পারছিস না,, এখান থেকে পালাবি কি করে?”

মেঘ তাছ‍িল‍্য হেসে বললো

“পালাতে না পারলে দরকার হলে নিজেকে শেষ করে দিবো। কিন্তু তবুও তোদের মতো জানোয়ারদের আমার শরীরটাকে ভোগ করতে দিবো না।”

বলেই মেঘ রিভলবার টা ওদের দিকে পয়েন্ট করেই একপা একপা পিছিয়ে যেতে লাগলো।যেতে যেতে রুমের দরজার কাছে এসে একহাত দিয়ে খুব সাবধানে দরজাটা খুলে বের হয়ে বাইর থেকে দরজা লক করে দিলো।

ছেলেগুলো ভিতর থেকে দরজা ধাক্কাচ্ছে আর মেঘকে উল্টাপাল্টা ভাষায় গালি দিচ্ছে।মেঘের আপাততো সেদিকে কোনো খেয়াল নেই।ও কোনো রকম ঢুলতে ঢুলতে সামনে এগোতে লাগলো।সামনে এগিয়ে আসতেই দেখতে পেলো এটা একটা গোডাউন।আর ওটা এই গোডাউন টার মধ‍্যেই পরিত‍্যাক্ত একটা রুম ছিলো।মেঘ দৌড়ে দরজার কাছে গিয়ে আস্তে করে দরজাটা একটু খানি খুলে বাইরে উকি মারতেই দেখলো সিয়াম আর ওর সব লোকজন বাইরেই দাড়িয়ে আছে।মেঘ দ্রুত দরজাটা আটকে দিয়ে দরজার সব গুলো ছিটকিনি লক করে দিলো।সামনের দরজা দিয়ে পালানো কোনো ভাবেই সম্ভব নয়।এদিকে সেই ছেলে গুলোও রুমের মধ‍্যে বসে চেচামেচি করছে।যেকোনো সময় সিয়াম আর ওর লোকেরা ওদের আওয়াজ শুনতে পারবে।

মেঘ এদিক সেদিক তাকিয়ে পালানোর জন‍্য রাস্তা খুজতে লাগলো।হঠাৎ ওর চোখ গেলো গোডাউন টার ওপর প্রান্তের একটা জানালার দিকে। মেঘ দ্রুত পায়ে জানালার কাছে এসে দাড়ালো।দেখলো জানালা টা একদম ছোট তাই হয়তো কোনো গ্রিলও লাগানো নেই।ও আর বেশি কিছু না ভেবে ভাঙা একটা চেয়ার নিয়ে এসে তার উপর ভর দিয়ে জানালা দিয়ে বাইরে বের হয়ে গেলো।জানালাটা ছোট হলেও মেঘ শুকনো থাকায় ওর বের হতে কোনো সমস‍্যা হলো না।

এদিকে সিয়াম আর ওর দলের কিছু ছেলেদের এক সাথে ফোন বেজে ওঠায় সবাই অবাক হলো।ফোনের স্কিনে চোখ রাখতেই সবাই বুঝতে পারলো ভিতরের সেই ছেলে গুলো কল করেছে।ওরা ফোন রিসিভি করতেই সেই ছেলে গুলো ভিতরে যাহ যাহ হয়েছে সব গরগর করে ওদের বলে দিলো।সব শুনে সিয়াম রেগে ফোনটাকে ফ্লোরে একটা আছাড় মারলো।তারপর দ্রুত দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করলো।কিন্তু দরজাটা ভিতর থেকে বন্ধ থাকায় অনেকক্ষন ধাক্কা ধাক্কির পরও খুলতে পারলো না।অবশেষে সবাই মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকলো।ভিতরে ঢুকেই জানালার সামনে চেয়ার দেখতে পেয়ে বুঝে গেলো মেঘ ওখান থেকেই পালিয়ে গেছে।ওরা গিয়ে রুমে বন্ধি থাকা ছেলে গুলোকে ছাড়িয়ে এনে, সবাই মিলে গাড়ি নিয়ে মেঘকে খুজতে বেড়িয়ে পড়লো।

এদিকে মেঘ দৌড়াতে দৌড়াতে কোথায় চলে এসেছে নিজেও জানে না।একে এতো রাত, চারপাশে একদম ঘুটঘুটে অন্ধকার।তার উপরে ড্রাগস টা শরীরে এমন ভাবে এফেক্টস করেছে ঠিক ভাবে তাকাতে অবদি পারছে না।এক প্রকার চোখ বন্ধ করেই দৌরাচ্ছে।হাত-পা ধীরে ধীরে অবস হয়ে আসছে হয়তো আর বেশিক্ষন এই ভাবে দৌড়াতে পারবে না।তবে ও মনে মনে সিন্ধান্ত নিয়ে নিয়েছে যদি পালাতে না পারে তাহলে হাতে থাকা পিস্তল টা দিয়ে নিজেকে শেষ করে দিবে।

মেঘ দৌড়াচ্ছিল তখনই হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে মেঘের সামনে থামলো।গাড়িতে থাকা হেডলাইটের তীব্র রশ্নি মেঘের চোখে লাগতেই ও চোখের উপরে হাত চেপে ধরলো।তারপর ধীরে ধীরে চোখের উপর থেকে হাত সরাতেই দেখতে পেলো ওর সামনে একটা সাদা রঙের গাড়ি দাড়ানো।আর গাড়ির মধ‍্যে কিছু লোক বসা যাদের সবার মুখে কালো মাক্স লাগানো।মেঘ ভাবলো এগুলো হয়তো সিয়ামের লোক তাই ও অন‍্য দিকে দৌড় দিলো কিন্তু সেদিক থেকেও একটা গাড়ি এসে ওর সামনে ব্রেক করলো ও গাড়িটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো এই লোক গুলোও একদম সেইম ধরনের মাক্স পড়ে আছে।ও পিছনে ঘুড়ে আবারও দৌড় দিতে নিলেই দুদিক থেকে দুটো গাড়ি এসে ওকে ঘিড়ে ধরলো।

মেঘ চারপাশে তাকিয়ে দেখলো ওর পালানোর কোনো পথ নেই,,গাড়ি চারটা ওকে চারদিক থেকে ঘিরে রেখেছে।মেঘের চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো,,এতো চেষ্টা করেও শেষ পযর্ন্ত এদের থেকে পালাতে পারলো না।এবার হয়তো ওরা ওকে আবার ধরে নিয়ে যাবে।তারপর শেয়াল কুকুরের মতো ওর শরীর টাকে ছিরে ছিরে খাবে।মেঘের এসব ভাবনার মধ‍্যেই ওর সামনে দাড়িয়ে থাকা সাদা রঙের একটা গাড়ির দরজা খুলে দুজন মাক্স পড়া ছেলে বের হয়ে অন‍্য একটা গাড়ির কাছে গিয়ে সেটার পিছনের দরজাটা খুলে দিয়ে সরে দাড়ালো।দরজাটা খুলতেই সেখান থেকে কালো হুডি পড়া একটা লোক বের হয়ে আসলো।লোকটা তার পুরো শরীর কালোতে আবৃত করে রেখেছে।

মেঘ ঝপসা চোখে দেখতে পেলো লোকটা ধীর পায়ে ওর দিকেই এগিয়ে আসছে।মেঘ শুকনো একটা ঢোক গিলে হাতে থাকা রিভলবার টা লোকটার দিকে পয়েন্ট করলো।কিন্তু তাতে লোকটার কোনো ভাবান্তর হলো না।লোকটা নির্লিপ্ত ভঙ্গিতে আস্তে আস্তে মেঘের কাছে চলে আসলো।লোকটাকে এতোটা কাছে আসতে দেখে মেঘ কোনো উপায় না পেয়ে নিজেই পিছাতে লাগলো।ও চাইলেও কিছু করতে পারছে না, কারন ভয়ে ওর হাত-পা কাপছে।মেঘ পিছিয়ে যেতে যেতে হঠাত করেই ওর গা গুলিয়ে উঠলো,হাত-পা একদম অবশ হয়ে গেলো,হাত থেকে রিভলবার টা মাটিতে পড়ে গেলো,চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেলো।মেঘ আর স্থির থাকতে পারলো না,মাথা ঘুড়িয়ে পড়ে যেতে নিলেই এক জোড়া বলিষ্ঠ হাত এসে ওকে ধরে আষ্টেপৃষ্ঠে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিলো।
_________________________

জ্ঞান ফিরতেই পিটপিট করে চোখ খুলে তাকালো মেঘ।তাকায়েই ঝাপসা চোখে দেখতে পেলো কেউ ওর দুইপাশে দুহাত রেখে ভর দিয়ে ওর দিকে ঝুকে আছে।তার চুল থেকে টুপটুপ করে পানির ফোটা এসে ওর চোখে মুখে পড়ছে।ও কয়েকবার পিটপিট করে চোখের পলক ফেলে সামনে তাকাতেই ওর চোখ আটকে গেলো সামনে থাকা সুদর্শন ব‍্যাক্তিটির উপর।মেঘ হতবম্ভ হয়ে ব‍্যাক্তিটির দিকে তাকিয়ে আছে।ও ব‍্যাক্তিটিকে দেখে এতোটাই অবাক হয়েছে যে চোখের পলক ফেলতে ভুলে গেছে।

মেঘকে এভাবে শকড হয়ে তাকাতে থাকতে দেখে ব‍্যাক্তিটি একটা মুচকি হাসি দিয়ে মেঘের দিকে একটু ঝুকে ওর নাকে নিজের নাক ঘসে বললো

“হোয়াট হ‍্যাপেন সুইটহার্ট,,এতো শকড হওয়ার কি আছে?”

লোকটার কথা শুনে মেঘের হুস ফিরে আসলো।ও আর এক মুহুর্তও দেড়ি না করে শক্ত করে লোকটাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেদে উঠলো।লোকটা যাষ্ট দুহাতে হালকা ভর দিয়ে মেঘের দিকে ঝুকে ছিলো, তাই মেঘ এইরকম হঠাৎ ঝাপটে ধরায় লোকটা টাল সামলাতে না পেরে মেঘের উপরে পরে গেলো।পড়েই সাথে সাথে আবার উঠতে চেষ্টা করলো কিন্তু মেঘ এমন ভাবে ঝপটে ধরে আছে যে উঠতেই পারছে না।লোকটা মৃদ‍্যু স্বরে মেঘকে উদ্দ‍্যেশ‍্য করে বললো

“কি হলো মেঘ পরী কাদছো কেনো?”

লোকটার কথা মেঘের কান অবদি গেলেও ও কিছুই বললো না।বরং ও লোকটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাদতে লাগলো।লোকটা নিজের একহাত মেঘের মাথায় রেখে আদুরে স্বরে বললো

“মেঘ পরী এইভাবে কাদছো কেনো?এখানে কান্নার কি হলো?তুমি জানোনা আমি তোমার কান্না একদম সহ‍্য করতে পারিনা।আমার খুব কষ্ট হয়।প্লিজ কান্না থামাও নাহলে কিন্তু আমিও এক্ষুনি কেদে দিবো।”

সেই ব‍্যাক্তিটি আর কেউ নয় আহান।

মেঘ আহানকে ছেড়ে দিয়ে ওর পিঠে এলোপাথাড়ি কিল ঘুসি দিতে দিতে বললো

“মিথ‍্যা কথা!সব মিথ‍্যা কথা,,আমার জন‍্য আপনার একটুও কষ্ট হয় না।কষ্ট হলে আমাকে ছেড়ে এতো দূরে থাকতে পারতেন না।আপনি খুব,খুব,খুব খারাপ।একদম বাজে একটা লোক।”

বলেই মেঘ ইচ্ছে মতো আহানকে মারতে লাগলো।আহান কোনো রকম মেঘকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ছিটকে বেডের অন‍্য পাশে গিয়ে উঠে বসে পিঠ ডলতে লাগলো।তারপর মেঘের দিকে তাকিয়ে চেহারাটা একদম বাচ্চাদের মতো করে কান্নার ভান ধরে বললো

“এ‍্যা এ‍্যা এ‍্যা আমি এখানে থাকবো না।আবার সবাইকে ছেড়ে চলে যাবো।যখন থেকে এসেছি সবাই শুধু মেরেই যাচ্ছে।এ‍্যা এ‍্যা এ‍্যা আমাকে কেউ ভালোবাসে না।”

আহানের এমন অভিনয় দেখে মেঘ কান্নার মধ‍্যেও ফিক করে হেসে দিলো।মেঘকে হাসতে দেখে আহান আবারও একই ভঙ্গিতে বললো

“ওই দেখো,আমাকে কাদতে দেখে এই মেয়ে আবার হাসছে।এ‍্যা এ‍্যা এ‍্যা আমি আর এখানে থাকবো না।আমাকে কেউ একটা উড়ন্ত ঘোড়া এনে দাও আমি উড়ে উড়ে এখান থেকে চলে যাই।”

আহানের এমন অভিনয় আর বাচ্চা বাচ্চা কথা শুনে এবার মেঘ খিলখিল করে হেসে দিলো।মেঘকে হাসতে দেখে আহানও ঠোটের কোনে একটা মুচকি হাসি ঝুলিয়ে ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলো।মেঘের কান্নারত অশ্রুসিক্ত চোখ আর ঠোটের খিলখিল করা হাসিতে ওকে যেনো এখন কোনো এক মায়া রাজ‍্যের “মায়া কুমারীদের” মতো লাগছে।এই মুহুর্তে এই মায়া কুমারীর দিকে তাকালে যে কেউ ঘায়েল হতে বাধ‍্য হবে।আহান নিস্পলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে।কতোদিন পর আজকে মেঘের এমন হাসি উজ্জল মুখটা দেখতে পেলো।এতোদিন মেঘের থেকে দূরে থেকে ওর দম আটকে আসছিলো।কতোবার ইচ্ছে করেছে এক ছুটে মেঘের কাছে চলে আসতে,কিন্তু সব ইচ্ছে যে পূরন করতে নেই।মাঝে মাঝে কিছু কিছু ইচ্ছে অপূর্ন রাখতে হয়,প্রিয় জনদের সুরক্ষিত রাখার জন‍্য।এসব ভেবেই আহান একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর মেঘের দিকে তাকিয়ে এক মলিন হাসি দিয়ে বললো

“মাএ কয়েকটা দিনে নিজের একি অবস্থা করেছো মেঘ পড়ি?তুমিতো সব সময় চাইতে আমি তোমার থেকে দূরে থাকি।তাহলে যখন আমি সত‍্যি সত‍্যি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম,,তখন তো তোমার সব চেয়ে বেশি খুশী হওয়ার কথা ছিলো।কারন তোমার লাইফ থেকে আহান নামের আপদ টা সারা জিবনের মতো চলে গিয়ে ছিলো।তাহলে তুমি এমন পাগলামি কেনো করেছো ?কেনো আমাকে দেখার জন‍্য এই ভাবে কান্নাকাটি করেছো?”

আহানের কথায় নিমিশেই মেঘের হাসিটা মিলিয়ে গিয়ে চেহারা আবারও কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেলো।চোখে মুখে অদ্ভুত এক বিষাদের ছায়া ফুটে উঠলো।কিছু ক্ষনের জন‍্যে মেঘ অতীতের সব কথা ভুলে গিয়ে ছিলো।কিন্তু আহানের প্রশ্নে আবারও এই কয়েকদিনে যা যা ঘটেছে সব ওর মনে পড়তে লাগলো।মেঘ আহানের দিক থেকে নিজের চোখ সরিয়ে মাথাটা নিচু করে নিলো।তারপর ধীর কন্ঠে বললো

“জানিনা কেনো পাগলামি করেছি!আর কেনো কেদেছি সেটাও জানি না।আর জানলেও আপনাকে বলতে চাই না।আমার নিজের মনের অনুভূতি গুলো আমি সিকরেট রাখতে চাই।কারো সাথে সেয়ার করতে চাই না।কিন্তু ওই লোক গুলো কেনো বলে ছিলো আপনি আর বেচে নেই?আর আমাকে যে ভিডিওটা দেখিয়ে ছিলো সেখানেই বা সবাই কার লাশ দাফন করেছিলো?সবাই কার জন‍্যই বা এভাবে কাদছিলো?আর আপনি এতোদিন কোথায় ছিলেন?”

মেঘের কথা শেষ হতেই আহান বসা থেকে দাড়িয়ে শক্ত কন্ঠে মেঘকে উদ্দ‍্যেশ‍্য করে বললো

“যখন জানোই না যে তুমি আমার জন‍্য কেনো কেদে ছিলো!তখন তোমার এটা জানারও অধিকার নেই আমি এতোদিন কোথায় ছিলাম!যেদিন তোমার সিকরেট অনুভূতি গুলো আমাকে বলতে পারবে সেদিন নাহয় আমিও তোমার সব প্রশ্নের অ‍্যান্সার গুলো দিয়ে দিবো।”

বলেই আহান হনহন করে রুম থেকে বেড়িয়ে যেতে লাগলো।ও হেটে দরজা পযর্ন্ত আসতেই মেঘ দৌড়ে গিয়ে ওকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো।তারপর কাদো কাদো গলায় বললো

“আপনি আমাকে ছেড়ে আবার কোথায় যাচ্ছেন?”

আহান ঝাঝালো কন্ঠে বললো

“যেখানেই যাই তাতে তোমার কি?ছাড়ো আমাকে যেতে দাও।তুমি তোমার সিকরেট নিয়েই বসে থাকো।একদম আমার কাছে আসার চেষ্টা করবে না।আর কাছে আসবেই বা কিভাবে আমি এক্ষুনি তোমার থেকে দূরে চলে যাবো।আর এতোটাই দূরে চলে যাবো যে তুমি চাইলেও কোনো দিন আমার ধারে কাছে আসতে পারবে না।”

আহানের কথা শুনে মেঘ আরো শক্ত করে আহানকে জড়িয়ে ধরলো।তারপর বললো

“নাহ প্লিজ আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না।আমি আপনাকে কোথাও যেতে দিবো না।”

আহান তাছিল‍্য হেসে বললো

“যেতে দিবে না মানে?কে আটকাবে আমাকে তুমি?পারলে আটকে দেখাও!”

বলেই আহান মেঘের হাত দুটো এক ঝটকায় ছাড়িয়ে সামনের দিকে দু-কদম এগিয়ে গেলো।আহানকে যেতে দেখে মেঘ গিয়ে সোজা আহানের পা ধরে বসে ফ্লোরে বসে হাউমাউ করে কেদে দিলো।

হঠাৎ মেঘের এমন কান্ডে আহান হকচকিয়ে উঠলো।ও ভাবতেও পারেনি মেঘ এমন একটা কান্ড করে বসবে।

মেঘ আহানের পা শক্ত করে ঝাপটে ধরে কাদতে কাদতে বললো

“আমাকে ছেড়ে কোথাও যাবেন না প্লিজ।আমি আপনাকে ছাড়া বাচতে পারবো না।আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি।এই কয়েকটা দিনে প্রত‍্যেকটা সেকেন্ড, প্রত‍্যেকটা মিনিট আমি উপলব্দি করতে পেরেছি আপনাকে ছাড়া আমি কতোটা অসম্পূর্ণ।এই কয়েকটা দিন আমি আপনাকে দেখার জন‍্য কতোটা ছটফট করেছি আপনাকে বলে বোঝাতে পারবো না।যখন শুনে ছিলাম আপনি আর বেচে নেই তখন আমার পৃথিবী উল্টে গিয়েছিলো।তখন কতোটা কষ্ট হয়েছে যদি আপনাকে আমি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন আমি আপনাকে কতোটা ভালোবাসি।প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না।আর যদি যেতেই হয় তাহলে আমাকে নিজের হাতে খুন করে তারপর যাবেন।কারন আমার পক্ষ‍্যে আপনাকে ছাড়া আর একটা সেকেন্ডও বাচা সম্ভব না।”

মেঘের কথা শুনে আহান হতবম্ভ হয়ে গেলো।ও কয়েক সেকেন্ডের জন‍্য ষ্টাচু হয়ে গেলো।আহান কখনো স্বপ্নেও ভাবতে পারেনি মেঘ ওকে এতোটা ভালোবেসে ফেলবে।ও মেঘকে হাত ধরে টেনে দাড় করিয়ে শক্ত করে মেঘকে জড়িয়ে ধরলো।খুশীতে আহানের চোখে পানি চিকচিক করছে।ও এক হাত মেঘের মাথায় রেখে বললো

“এই পাগলি এই রকম কেউ করে?আমি তোমায় ছেড়ে কোথায় যাবো?ওগুলো তো যাষ্ট আমি এমনিতেই তোমাকে ভয় দেখানোর জন‍্য বলে ছিলাম।তুমি জানো তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন‍্য আমি কতোটা অপেক্ষা করেছি।আর ফাইনাললি আজকে আমার এতো অপেক্ষার অবসান ঘটেছে।এতো অপেক্ষার পর আমি আমার কাঙ্খিত উওর টা পেয়ে গেছি।”

মেঘ আহানের বুকে মুখ গুজে ফোপাতে ফোপাতে বললো

“প্লিজ আপনি আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবেন না।তাহলে আমি মরেই যাবো।”

আহান মেঘের ঘাড়ে মুখ গুজে দিয়ে লো ভয়েজে বললো

“আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতেও পারি না।যতোদিন আমার নিশ্বাস চলবে ততোদিন না আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো,আর না তোমাকে আমার থেকে দূরে কোথাও যেতে দিবো।তুমি শুধুমাএ আমার হয়ে থাকবে।তোমার সব কিছুর উপর শুধু আমার অধিকার থাকবে।আজকের পর থেকে যদি তুমি আমি ছাড়া অন‍্য ছেলেদের কথা কখনো কল্পনাতেও আনো তাহলে আমি তোমার কি অবস্থা করবো তুমি ভাবতেও পারবে না।অনেক জ্বালিয়েছো আমাকে এইবার তোমার পালা।এখন চুপচাপ ভালো মেয়ের মতো কান্না বন্ধ করো।নাহলে বকা তো দিবোই সাথে কানের নিচেও দুটো দিবো।”

আহানের কথা শুনে মেঘের কান্না অটোমেটিক বন্ধ হয়ে গেলো।ও অবাকের চরম পর্যায়ে পৌছে গিয়ে চোখ দুটো রসগোল্লার মতো করে ফেললো।ও মনে মনে বললো

কাউক‍ে ভালোবাসি বললে সেও উওরে আমিও তোমাকে ভালোবাসি বলে।বাট এই ছেলে তো ভালোবাসি বললোই না, উল্টে হুমকি দিচ্ছে!এতোক্ষন তো সব ঠিকই ছিলো।কি সুন্দর ভালো ছেলেদের মতো কথা বলছিলো তাহলে হঠাৎ এতোটা রুড হয়ে গেলো কেনো?আচ্ছা ভালোবাসার কথাটা এনার কাছে প্রকাশ করে কি আমি কোনো ভুল করে ফেললাম?এক্ষুনি এই কথা বলছে,,না জানি ভবিষ্যতে কি করবে!

#চলবে,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here