ত্যাগের সংসার – পর্ব ২০

0
260

#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
part : 20
!
আর দেকানে বসে চা খাচ্ছে?অসহ্য কর?আর উনি এখানে কি করছেন?
রূপে গুনে ষোলআনা পূর্ণ তবে কি ও ওনাকে খুশি করতে পারেনি নাকি?
!
যা চলে গেল?একটু দাঁড়িয়ে গেলো না?
ভেবেছি আমি নিচে দাঁড়িয়ে তোমার সাথে ভাব জমিয়ে প্রেম করবো তুমি করতে দিলেনা?এতো টাই খারাপ আমি?রাতে বাসায় ফিরে খান সাহেব দেখেন মেয়ে তাকে ছাড়াই ডিনার করছে ও মেয়ের মুখ টা কালো হয়ে আছে,তাই সে মেয়ের কাছে এগিয়ে যায় কিন্তু মেয়ে তাকে ইগনোর করে চলে যায়,এতে খান সাহেব মন সাহেব তার খারাপ করে কক্ষে গিয়ে শুয়ে পরে কিন্তু মিয়াদের দুষ্টুমিরর কথা মনে করে একগাল হেসে ঘুমনোর চেষ্টা করে,পরেরদিন সকালে অফিসে যাওয়ার সময় খেয়াল করে দেখে তার বেগম স্কয়ার হসপিটাল থেকে বেড়িয়ে আসছে তাই সে গাড়ি থামিয়ে তাড়াতাড়ি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে,তুমি কেমন আছো?চলো বাসায় চলো,
!
আপনি সোজা কথা বুঝতে পারেননা আমি আপনাকে এক্সপেক্ট করছিনা?
!
খান সাহবে তখনি রেগে জান আর নিজেকে সামলাতে না পেরে বলেন ইশা আসলে ঠিকি বলে তুই একটা অশিক্ষিত,গাইয়া তুই আমার যোগ্য না,তোরর কুশিক্ষায় বড় হয়ে আমার ছেলে গুলো নষ্ট হয়ে গেছে,এই তুমি ফোন কিনেছিস কেন পরপুরুষের সাথে প্রেম করার জন্যে?এই তুই না বিবাহিত তোর দেখি তিন টা বাচ্চা আছে কার সাথে অবৈধ সম্পর্ক আছে তো বল আমাকে বল তোর আশিক কে গিয়ে দেখে আসি আমি?
!
আপনার মতো ফালতু লোকের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই সমস্ত সম্পর্কের পার্ট চুকিয়ে এসেছি এখন আপনি নাটক করছেন কেন?মা,বাবা চল বাসায় চল এই লোকের সাথে কথা বলে আমার মুখ খারাপ করতে চাই না আমার,অফিসে গিয়ে খান সাহেবের রাগ ঠান্ডা হতেই সে চোখেরজল মুছতে মুছতে বলেন আমি তোমাকে বাসায় ফিরে আসার কাথা বলতে চেয়েছিলাম কিন্তু রাগের মাথায় আবারো ইশার প্রসঙ্গ টেনে এনে তোমাকে কষ্ট দিয়েছি, কি করো তোমাকে বোঝাবো যে আমি ভুল করেছি,
!
বাজে লোক একটা ওর সংসার ছেড়ে এসে ও এক চিলতে শান্তি নেই আমার,
!
মা বাদ দাও তো আর শোনো,
!
কি?
!
আমার যে বোন হবে সেটা তোমাকে দেখলে বোঝা যায় না কেন হুমম?
!
বাবা সাত আট মাসের আগে কিছু বোঝা যায়না,
!
ওকে যখন বোঝা যাবো আলট্রাসোনোগ্রাফি করে দেখবো আমার বুনু কিক মারে না কিল মারে হু হু হু,
!
বাবা তোরা তো ধরেই নিয়েছিস বুনু হবে,
!
বুনুই তো হবে আর ও ইয়ানার মতো ডায়নি হবেনা হুহহহহ শাঁকচুন্নি একটা হা হা হা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here