ত্যাগের সংসার – পর্ব ১৯

0
282

#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
part : 19
!
মায়ের মাথায় ঘোমটা টেনে দুষ্টু মার্কা ডেভিল হাসি দেয় হা হা হা,
!
কি হলো বাবা হাসছিস কেন?
!
কেন আবার?
আজকাল কার শকুন গুলো ও আমার মায়ের ওপরে বদ নজর দেয়,
!
মানে,
!
কিছুনা মা,
চলো আমি তোমাকে রুমে দিয়ে আসি,
!
আচ্ছা বাবা চল,
!
হঠাৎ তখন আমার মামাতো বোন জিয়ানা এসে বলে,
ভাইয়া আমি না,
!
চুপ যা তুই আমি দেখে নিচ্ছি,
!
কি হয়েছে বাবা?
!
কিছুনা মা,
!
ওই তুই এতো বেশি বুঝিস কেন?
আমি জানি তুই বাবাই কে দেখে এখানে এসেছিস তাই না?
!
হুমম?এখন কি করবে?
!
স্ক্রু টাইট দিতে যাবো?
তার আগে দেখে আয় তো সে কোথায় অবস্থান করেছে?
!
কোথায় আবার?
বাসার সামনে রহিম দাদুর দোকানে বসে চা খাচ্ছে সে,
!
ওকে,
রহিম নানু কড়া করে রং চা বানিয়ে দাও তো,
!
এখনি দিতাছি নানু ভাই,
আমার আম্মা জান কেমন আছে?
!
মাশাল্লা ভালোই আছে মা,
!
জামাই বাবা কেমন আছে?
তার খবর জানিনা,
!
কেন নানাভাই?
তার সাথে সব সম্পর্কের পাট চুকিয়ে এসেছি নানু আর যাবো না,
!
কেন?
!
লোক ভালো না,
!
জামাই বাবা কে কবে দেখেছি মনে ও নেই জানো নানুভাই?
!
রহিম সাহেবের কথা শুনে মিয়াদ তার বোত্রিশ টা দাঁত বেড় করে খান সাহেবের বাংলার পাঁচের মতো চেহারার দিকে তাকিয়ে হা হা করে হেসে দেয়,
!
কি হলো নানুভাই হাসো কেনো?
!
এমনি নানুভাই তুমি তাকে কবে দেখেছ?
!
ওই তো আম্মাজানের বিয়ার সময়ে,
আসলে বড় লোকের ছেলে তো তার পরে আর কখনো শশুড় বাড়ি বেড়াতে আসেনি,
!
আসবে কেন কত দামি জুতো পরে জুতোর সোল খুইয়ে যাবে না?
!
খান সাহেব ছেলের কথায় খানিকটা ভড়কে গিয়ে নিজেকে সামলে নিয়ে মনেমনে বলে,
!
ফাজিল ছেলে তোমাকে এখানে না পেয়ে বাসায় পেলে চাপকে সিধে করে দিতাম,
!
হঠাৎ খান সাহেব কে চমকে জিয়ানা এসে মিয়াদ কে চোখ মেরে বলে,
!
রহিম দাদু ফুফি মায়ের ফোনে একশো টাকা রিচার্জ করে দাও তো,
!
হ্যা নানুভাই আমি আম্মু নাম্বার বলছি তুমি রিচার্জ করে দাও,
!
হ্যা নানুভাই,
!
নম্বর বলো নানুভাই,
!
তখনি খান সাহেবের কান খাড়া হয়ে যায় 0176…. না থাক দরকার নেই পঞ্চাশ টাকার দুটো স্ক্র্যাচ কার্ড দিয়ে দাও আবার কে না কে মাকে ফোন করে ডিস্টার্ব করবে কে জানে?
!
খান সাহেব নিজের রাগ টাকে সামলে নিয়ে বলে,
!
আমি কখনওই বেগম কে ফোন কিনে দেই নি এই ভয়ে যে পিছে যদি ও অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে?
!
কিন্তু এ বাড়িতে এসেই ছেলেরা ওকে ফোন কিনে দিয়েছে আর আমি সেটা জানিনা,
!
জিয়ানা চল বাসায় চল
!
খান সাহেব রাত আটটার সময় ও দোকানে বসে চা খাচ্ছিলেন,
!
আর বারান্দা দিকে নজর রাখছিলেন,
!
হঠাৎ করেই বেগম বারান্দায় এসে দোকানের দিকে তাকাতেই খান সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে মিষ্টি করে হাসি দেয়,
!
কিন্তু বেগম মুখ ঘুড়িয়ে চলে যায়,
!
আর মনে মনে ভাবে,
জীবনে ও তো আমার বাপের বাড়ি বেড়াতে আসেনি,
!
আর এখন দোকানে বসে চা খাচ্ছে?
অসহ্য কর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here