ত্যাগের সংসার – পর্ব ৬০(২)

0
283

#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
part : 60
!
হা হা হা
!
আর হাসিস না বাপ তারপরে তোর মা আমার গলা ধরে ঘুমলো যেদিন আমাদের বিয়ের দু সপ্তাহ পূর্ণ হলো আমার ধৈর্য্যের মাধ ফুরিয়ে গেল একরকম জোরাজুরি করে তোদের মাকে নিজের করে নিলাম ও আমার এরূপ দেখে ভয় পেয়ে গেলো সে সময়ের ইন্টার পড়ুয়া মেয়ে কি আর অতো বুদ্ধি নিয়ে ঘুরতো?তোদের দাদী কে বলে দিলো আমি নাকি ওর সাথে খারাপ কাজ করেছি এসব শুনে মা আমাকে বকল বাবা ও বকাবকি তে যোগ দিলো তবুও তোদের মা আমাকে অবহেলা করতো তাই আমারো জোরাজুরি করতে হতো হঠাৎ তোদের মা অসুস্থ হয়ে পরলে ডক্টর এসে চেকাপ করে জানালো আমি বাবা হবো প্রথম বার বাবা হওয়ার অনুভূতি টা অনন্য ছিলো তোদের মা ও বদলে গেলো
!
তাহলে তুমি মা কে লেখাপড়া কেন করালেনা বাবাই
!
তার লেখাপড়া নিয়ে আমার কোনো আপত্তি ছিলনা আসলে মনে ভয় ঢুকে গিয়েছিল তাই আমার জন্যে তার লেখাপড়া হলো না
!
তোরা তো জানিস আমার চাচাতো ভাইয়ের ইউনিভারসিটি পড়ুয়া বউ তার শিক্ষকের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এবং জানাজানি হতেই তোদের চাচাকে ছেড়ে চলে যায় এই ঘটনাটা ওই সময়ে ঘটে তাই আমার মনে ভয়ের সৃষ্টি হয় তোদের মায়ের লেখাপড়া জলে চলে যায় বাবা মা এবং ও আমার ওপরে প্রচন্ড রকমের রেগে যায় তাই আমি ওকে এইচ এস সি পরীক্ষা টা দিতে দেই সে যাই হোক আমার রেগে ও প্রেগন্যান্ট অবস্থায় আমাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যায় তাতে আমি খুব রেগে যাই কারন ওকে ছাড়া আমি একমুহূর্ত একা থাকতে পারতাম না সেটা জানা সত্ত্বেও আমাকে ফেলে চলে যায় তোদের মা এতো টাই জেদি ছিলো আমি গিয়ে ফিরিয়ে আনার পরে ও আমাকে একা রেখে অন্যঘরে গিয়ে শুতো তখন আমার এতো রাগ হতো যে তোদের বলে বোঝাতে পারবোনা যাই হোক কয়েকদিন এভাবে চলার পর আমার মুখের ভাষা খুব খারাপ হয়ে গেলো এতো টা খারাপ হয়ে গেলো যে তোদের মা আমার মুখ টা বন্ধ করার জন্যে হলে ও আমার কাছে শুত তবুও ও রাগ দেখালে বলতাম
!
আমার সাথে শুবে কেন?
আমার সাথে তো শোয়া হয়ে গেছে আমাকে এখন আর ভালোলাগেনা নতুন কাওকে এনে দিবো তাকে ভালো লাগবে আর হ্যা আমি তোমার ভাতার নই স্বামী তাই আমাকে এতো মেজাজ দেখাবে না
!
মা না ঠিকি বলে বাবাই তুমি একটা বদ্ধ উন্মাদ
!
সে আমি ভালো করেই জানি যাই হোক তোর মা আস্তে আস্তে ওর লেখাপড়া নিয়ে আপত্তির কারন বুঝতে পারলো তাই আমার সিদ্ধান্ত কে মেনে নিলো তারপর ওর কোল আলো করে তোরা এলি বাড়িতে খুশির আমেজ এলো সাতদিন যাবত অনুষ্ঠান হলো সবাই তোদের দেখতে এলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here