ত্যাগের সংসার – পর্ব ৬০

0
222

#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
part : ৬০
!
কিন্তু
ওকে রিসেপশনে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম
!
তবুও নিজেকে সামলে
ওর কাছে গেলাম
!
একটু ভাব জমানোর চেষ্টা করলাম
তবে তোদের মা
!
যে বিপদজনক মহিলা আমাকে পাত্তা দিলোনা
!
বরং পুরো সময় টা আমাকে ইগনোর করে গেলো
!
ব্যাপার টা
আমার ইগো তে লাগলে
!
সে যাই হোক
রাতে তোদের মা বাবা মা কে ঔষধ খাইয়ে ঘরে এলো
!
ভাবলাম হয়তো বাসরের ব্যাপার টা
ও হয়তো গায়ে মাখেনি
!
আজ হয়তো
আমার কাছে শুবে
!
কিন্তু
না মেয়ের এতো সাহস
বালিশ টা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লো
!
এটা আমার গায়ে লাগল তবু ইগো টিগো সাইডে রেখে বললাম
!
আসো বেডে আসো
কিন্তু সে কোনো উওর দিলোনা বরং বইয়ে মুখ গুজে রাখল
!
তবে ও ঘুমিয়ে পরতেই ওর কাছে গেলাম
!
ওকে কোলে তোলার
চেষ্টা করতেই লাফ দিয়ে
দু হাত দূরে সরে গিয়ে বলে
!
কি করছেন আপনি?
কি মতলব আপনার
!
বললাম
আমার কোনো মতলব নেই
!
তুমি বেডে আসো
কিন্তু তোদের মা তো এলো না
!
বরং আমার সাথে জেদ করে বেডের নিচে ঢুকে ঘুমলো
!
হা হা হা
ওই তো বুড়া কালে বাল্যবিবাহ করলে যা হয় আরকি?
!
তোরা আমার সাথে মশকরা করছ?
!
না বাবাই মজা করছি তারপর
!
তারপর আরকি
ওভাবেই রাত গড়িয়ে সকাল হল
!
আমি জগিং করতে গেলাম এসে
দেখি
!
তোদের মা
খুব যত্ন করে রান্নাবান্না করছে
!
এতো কাজের লোক
কাওকে কেনোকিছু করতে দিচ্ছেনা
!
সব একা হাতেই করছে
সেই সুযোগ টা নিয়ে আমি ওর পেছনে গিয়ে দাঁড়ালাম
!
ও পেছনে ফিরে আমাকে দেখেই
দিলো এক দৌড়
!
তবে আমি ওকে ধরে ফেললাম
কিন্তু কাজ হলো না
!
তোদের দাদুদাদী এসে পরলে আমি নিজেই ওকে ছেড়ে পালিয়ে বাঁচলাম
!
তবে তোদের দাদুভাই
কিছু একটা সন্দেহ করেছিল
!
তখন বাবা আমাকে ডেকে পাঠালো
আমি সব টাই বাবা কে খুলে বললাম
!
তখন সে আমার কান টেনে ধরে বলল
!
“মরার আগে নাতিনাতনির মুখ দেখা বিনা বলে এই ব্যবস্থা করেছিস তাই না”
!
তখন আমি মজা করে বলি
বাবা তোমরা মাঠ ফাকা করে চলে যাও আমি গোল দিয়ে দিবো
!
আমি বুঝতে পারিনি যে বাবা কথা টা সিরিয়াসলি নিয়ে নিবে
!
আর পরেরদিনি মাকে নিয়ে
গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে,
!
তবে তোদের মা কে বাবা অনেক ভালোবাসতেন
!
তাই আমাকে অনেক ব্যাপারে সাবধান করে গেলেন
!
কিন্তু যাওয়ার পথে ও
বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো
!
আমি ওই বুড়ো ভাম টার সাথে থাকবো
কি করে?
!
তখন বাবা-মা ওকে বুঝিয়ে
আমার ওপরে ওর দায়িত্ব দিয়ে চলে গেলো
!
তারা যেতেই
তোদের মা অন্যরুমে নিজের আস্তানা গাড়ল
!
আমাকে সারাদিন এড়িয়ে চললো
কিন্তু
!
রাতে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে
বিদ্যুতের চমকানি ও আলোর ঝলকানি দেখে ভয় পেয়ে
!
আমাকে এসে জড়িয়ে ধরলো
!
তবে আমার কাজ
কিছু হলো না
!
কারন ও সারারাত ভয়ে
আমার বুকে মুখ লুকিয়ে কান্নাকাটি করল
!
তাই দেখে
বললাম আমি তো আছি?
ভয় কিসের?
!
আপনার ওপরে বজ্রপাত হলে
আমার কি হবে?
সেখানেই তো ভয়
!
তোদের মায়ের কথা শুনে
আমি হা করলাম
!
আর ওরি দিকে
হা করে তাকিয়ে রইলাম
!
হা হা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here