ত্যাগের সংসার – পর্ব ৫৯

0
213

#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
part : 59
!
হা হা হা
!
কি গো হাসো কেন?
!
তোমার কথা শুনে হাসি
!
এখানো হাসার কি হলো?
বিয়ের পরে আমাকে তুমি কম নাচিয়েছ?
!
আমি নাচাইনি আপনি নিজের দোষে নেচেছেন,
!
আমি নইলে ইগোর জ্বালায় তোমার কাছে আসিনি তুমি তো আসতে পারতে কিন্তু না শেষমেশ আমার জোরাজুরি করতে হলো
!
কে যেন বলেছিল সে আমাকে কখনওই নিজের স্ত্রী হিসেবে মেনে নিবে না ভালোবাসবে না?
!
আমি
!
তাহলে আমি কোন দুঃখ্যে আপনার কাছে আসবো?
আমারো তো আত্মসম্মান বোধ আছে তাই না?
!
সে তো তোমার মুখ না দেখেই বলেছিলাম আগে দেখলে তো বাসরে আসর জমাতাম
!
এই ঢং এর কথা বোলোনা তো
!
আচ্ছা বললাম না ছেলেদের বিরিয়ানি নিয়ে অফিসে যাবো তুমি যাবে
!
হ্যা চলো
জানিনা আমার ছেলে দুটো কি করছে
তারপর আমি ওনার সাথে অফিসে গিয়ে ওদের ওদের খাইয়ে বাসায় চলে আসি
!
আরে বাবাই সকাল সকাল চোরের মতো লুকিয়ে লুকিয়ে মাকে কি দেখছ?
!
এই প্রথম নারে বাপ গত ছাব্বিশ বছর ধরে এই কাজ টা আমি করে আসছি
!
কেন?
!
খুব ভালো লাগে তাই
!
হ্যা তাতো আমরা ও ছোটোবেলা থেকেই দেখে দেখে আসছি
!
আসলে তোদের মা যখন কাজ করে তখন ওর মধ্যে অন্যরকমের একটা সৌন্দর্য বিরাজ করে
!
আচ্ছা বাবাই তুমি তো মা কে বিয়ে করতে চাওনি তাহলে
!
এই না চাওয়ার জন্যে
আমার বাবার হাতে আমি মার খেয়েছি
!
সে যাই হোক
মা বাবার পছন্দে বিয়ে করে খুব সুখে আছি আমি
!
তা মা কে ভালোবাসলে কি করে?
বলো
!
সে অনেক কাহিনী
!
বাবাই বলো না প্লিজ
দাদুভাই বেঁচে তার থেকে শুনতাম
তোমাকে জ্বালাতাম না
!
আচ্ছা শোন
তোদের মাকে বিয়ের আগেই অনেকবার দেখেছি আমি কথা ও হয়েছে
!
আসলে ও আমাদের বাসার সামনে থেকেই আসা যাওয়া করতো
!
কিন্তু
তোদের মা এতোটাই বিচ্ছু ছিলো
!
ও রাস্তা দিয়ে হাসতে হাসতে গেলে
আমার বেডরুম দিয়ে শোনা যেতো
!
ওমা তাই হা হা তারপর তারপর
!
তারপর হলো কি?
আমি তোদের মায়ের কলেজের ট্রাস্টি বোর্ডের হেড ছিলাম
!
তবে আমি জানতাম না
যে তোদের মা ওই কলেজের ছাত্রী
!
তো পহেলা বৈশাখে
তোদের মা আটপৌরে সাড়ি পরে
কপালে লাল টিপ ও পায়ে আলতা পরে
!
খোপায় বেলি ফুলের মালা গুজে
ঠোঁটে লাল লিপস্টিক পরে কলেজের অনুষ্ঠানে এসেছিল এবং অনুষ্ঠানের আপ্যায়নের দায়িত্ব তোদের মায়ের উপরে ছিল
!
চিপ গেস্ট ছিলাম বলে ও আমার অনেক কেয়ার করছিল
বিষয় টা আমার অনেক ভালো লেগেছিল
!
সিম্পল ভাবেই তোদের মায়ের জন্যে ভালোলাগার সৃষ্টি হলো
!
এর মধ্যে
আমাদের বিয়ে ঠিক হলো
আমি জানি ওনা
!
যে সেই মেয়ে তোদের মা
!
ছবি দেখাল
না দেখেই রিজেক্ট করে দিলাম
!
মেয়ে দেখতে নিয়ে গেলো
মেয়ে না দেখেই চলে এলাম
!
বাবা রাগলেন
জীবনে প্রথম আমার গায়ে হাত তুললেন
!
আর বললেন
এই মেয়ে কে বিয়ে না করলে,তোর বিয়ে করার দরকার নেই
!
মা কোরানশরিফ ছুইয়ে
বিয়ের জন্যে রাজি করালেন
!
বিয়ে করলাম
বৌ নিয়ে বাড়ি এলাম
বাসরে তার মুখ না দেখেই যা নয় তাই বলে অপমান করলাম
!
কিন্তু
রিসেপশনে ওকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here