ক্রাশ যখন বড় আপু-Part 14

0
269

★★★ক্রাশ যখন বড় আপু★★★
#লেখক_আসিফ
~~~পর্ব_১৪~~~
.
.
— মাইশা এটা কি হলো,,,আমি পারবো না,,,তোকে বিয়ে করতে?(আমি)
— তোকে বিয়ে করতে কইছে কে?(মাইশা)
— তাহলে আংকেল কে আমাকে বিয়ে করবি বললি কেন?..আমাদের নাকি প্রেমের সম্পর্ক।(আমি রাগ দেখিয়ে বললাম)
— আরে,,বোকা আব্বু আমার জন্য ছেলে দেখছে।বিয়েটা আটকানোর জন্য অভিনয় করছি।তুই শুধু আমাকে সাহায্য কর?(মাইশা)
— নিধি সুনলে কি হবে?
— কেউ কিছু জানতে পারবে না।এখন নীলা আপুর কাছে চল?(মাইশা)
— হুম নীলা আপুই পারে এই বিপদ থেকে উদ্ধার করতে।।।
আমরা নীলা আপুর কাছে গিয়ে সব খুলে বললাম।।নীলা আপুকে খুব চিন্তিত মনে হচ্ছে।নীলা আপু আমাদের ছোট দের সকল সমস্যা সমাধের মুল মন্ত্র।
— আসিফ এক কাজ কর,,,(নীলা আপু)
— বলো আপু,,,(আমি)
— তুই মাইশার আব্বুকে,,,আমার আব্বুর নাম্বার দিয়ে দে?আমি আব্বুকে কি করতে হবে বলে রাখবো।।।?(নীলা আপুর বুদ্ধি কাজ করবে আশা করি)
— হুম ঠিক আছে।
— মাইশা,,,তুমি কিছু বলবা না,,,শুধু বলবা,,,তুমি আসিফকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবা না?(নীলা আপু)
— আচ্ছা আপু।।(মাইশা)
মাইশা যাবার সময় মামার নাম্বার নিয়ে গেছে।।
রাত হয়ে গেছে,,,নিধির সাথে আজ কথা হয় নি।।নিধিও আমাকে ফোন দিচ্ছে না।।নিধি এখন সন্ধ্যার পর ফোন দেয় না।।কারন আমি এখন ফাইনাল ইয়ার এ।।।
নিধিকে ফোন দিলাম,,,,
–হ্যালো নিধি কেমন আছিস?(আমি)
— ভালো না তোমাকে দেখতে মন চাচ্ছে?(নিধি)
— আমারও তোকে খুব দেখতে ইচ্ছে করে?…
— তোমার পড়া লেখা কেমন চলছে?(নিধি)
— ভালোই,,,তর,।
— ভালো,,,,নীলা আপুর কি খবর,,,,? (নিধি)
— ভালোই,,,,নীলা আপু তোকে বেড়াতে আসতে বলেছে।আসবি?(আমি)
— নীলা আপুর সাথে কথা বললেই ত যেতে বলে,,,,কাল আমাকে রিসিভ করতে এসো?(নিধি)
— কালই আসবি তুই,,,?(আমি)
— কেন,,,তুমি চাও না,,,,সমস্যা হবে তোমার?(নিধি)
–আরে না পাগলি,,,রওনা দিয়ে ফোন দিস।।।অনেক রাত হইছে এখন রাখি বায়……(
— হুম বায়।।।
এটা কি হলো।।কাল যদি নিধি এসে মাইশার কান্ড দেখে তাহলে ত নিধি অনেক কষ্ট পাবে।।আর এই কথা আব্বু সুনলে ত আমাকে মেরেই ফেলবে,,,।আর নিধিকে আসতে মানাও করতে পারবো।।।কারন নিধি কোথাও যেতে চায় না
।অনেক জোর করে নীলা আপু,,রাজি করিয়েছে।।।
নীলা আপুর হেল্প দরকার এখন।।।নীলা আপুর রুমের সামনে ডাকতে শুরু করলাম।।।
— নীলা আপু,,,দরজা খুলো কথা আছে,,,,
— কি কথা,,,,(নীলা আপু দরজা খুলে)
— আপু নিধি নাকি কাল এখানে আসছে?(আমি)
— ও তকে ত বলা হয় নি।।।নিধি কে অনেক বলে রাজি করিয়েছি?(নীলা আপু)
— আপু মাইশার ব্যাপার টা জানলে?(ভয়ে ভয়ে)
— নিধি কিচ্ছু বুজতে পারবে না।।(নীলা আপু)
— তাই যেন হয়।।।।
রুমে গিয়ে ঘুমাতে গেলাম।কিন্তু ঘুম আসছে না।।।চোখ বন্ধ করলেই পেছনে বাশ আর হাতে হারিকেন দেখতে পাই।।।
সকাল হয়ে গেছে,,,,মাইশা,,, ফোন দিছে,,,তারাতারি যেন তাদের বাসায় যাই।।।আল্লাহ জানে কি বিপদে পরি।।।বাচাবে কে?
— আসসালামু আলাইকু আংকেল?(সোফায় বসে আছে)
— হুম অলাইকুম আসসালাম?বসো?(আংকেল)
— জ্বি,,,(বসছি)
— তোমার আব্বুর সাথে কথা হইছে আমার,,,,সে এই বিয়েতে রাজি,,,,কিন্তু কত গুলো শর্ত দিছে।।।(আংকেল)
— কি বলেছে??(আমি ভয়ে ভয়ে)
— এখন বিয়ে টিয়ে হবে না।।।তোমাকে চাকরি পেতে হবে।। আমিও এটাই চিন্তা করছি,,,এখন মাইশাকে বিয়ে না দেওয়াটাই ভালো।।তোমরা ভালোভাবে লেখাপড়া করো।।।সময় হলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়ে করিয়ে দিব।।।(আংকেলের কথা শুনে ভালোই লাগছে)
মাইশা মনে মনে অনেক খুশি।।মামা ত পাক্কা খেলোয়ার ভালোভাবেই খেলেছে তাহলে।।।।।।
মাইশা আমাকে নিয়ে গেলো রেস্টোরেন্ট এ,,,ট্রিট দেওয়ার জন্য,,,,
আমিও সকালের নাস্তা,,, বিরিয়ানি দিয়ে শুরু করছি,,,।কারন এটা আমার খুব ফেবারিট ত তাই।।
নিধির ফোন,,,
— হ্যালো নিধি কই তুই?(আমি)
— এই ত চলে আসছি,,,দশ মিনিট লাগবো।।তুমি বাস স্টেন্ডে ত?(নিধি)
— হুম আসছি,,,এসে ফোন দিস অকে।।।
— আচ্ছা।।দেরি করবা না আমার ভয় লাগতাছে।।
— আচ্ছা।।
ফোন রেখে রেস্টোরেন্ট থেকে বের হয়ে যাবো।।।।
— নিধি আসবে,?(মাইশা)
— হুম তারাতারি চল।।।
— দাড়া বিল দিয়ে আসি,,,(মাইশা,)
— চল,,,,
(বিল দিতে গিয়ে দেখি সাদিয়ার বফ,,,,তাহলে এটাই সাদিয়ার রেস্টুরেন্ট)
— আরে দুলাভাই কি খবর এটা আপনার রেস্টুরেন্ট।।। ভালোই ত?(আমি)
— হুম,,,ভাইয়া,,,কেমন আছেন আপনারা।।(সাইফুল)
— ভালো,,দুলাভাই।।।মাইশা বিল্টা দে?(মাইশাকে বললাম)
— না না কি বলেন লাগবেনা।।।আপনারা ত আমার আত্মীয়।।।
— তাই,,,আচ্ছা ঠিক আছে।।একটা কাজ আছে পরে আরেকদিন আড্ডা দিবো।বায়।।(আমি)
— ঠিক আছে।।।
আমরা একটা রিক্সা নিয়ে বাস স্টেন্ডে গিয়ে নিধির অপেক্ষা করছি।।নিধি যানে আমরা বেস্ট ফ্রেন্ড তাই মাইশাকে দেখলে রাগ করবে না।
নিধি বাস থেকে নামতে দেখে,,,এগিয়ে গেলাম,,,আমরা।।।
— নিধি আসতে সমস্যা হয় নি ত???(আমি)
— না তবে ভয় করছিল খুব,,,একা ত,,,(নিধি)
— হায়,,কেমন আছো নিধি,,,(মাইশা)
— ভালো মাইশা,তুমি।?
–হুম ভালো।।।
আমরা একটা সিএনজি নিয়ে বাসায় আসলাম।।।বাসায় যাওয়ার পথে মাইশার আব্বু সামনে পরছে।।।
— কি জামাই বাবাজি,,,কে এটা?(মাইশার আব্বু)
— আংকেল আমার চাচাতো বোন?(আমি)
নিধি আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে মনে হয় কাছা খেয়ে ফেলবে।।মাইশা তর বাপে কি বিপদে ফেললো রে।।।।
.
.
চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here