ক্রাশ যখন বড় আপু-Part 12

0
280

★★★ক্রাশ যখন বড় আপু★★★
#লেখক_আসিফ
~~~পর্ব_১২~~~
.
.
আমাকে দেখে আম্মু দৌরে এসে,,,জড়িয়ে ধরে কাদতে শুরু করে দিছে?মাইশা,,,নীলা,,আপু,,নিধিকেও দেখছি,,।অহ নিধি মনে হয় বেড়াতে আসছে।।
— কোথায় চলে গেছিলি তুই,,,,।আব্বুর সাথে রাগ করে এভাবে হঠাৎ হারিয়ে যাবি,? তুই ছাড়া আমাদের আর কে আছে?(আম্মু কেদে কেদে বলতেছে)
— তোমাকে ছাড়া কোথায় যাবো মা?তবে নিধিকে নিজের চোখের সামনে থেকে বিয়ে হতে দেখতে পারবো না।তাই বাসা থেকে চলে গেছিলাম।।(আম্মুকে বুঝিয়ে বললাম)
— আমাকে বলে যেতি?(আম্মু)
— আব্বু কই?(আব্বুকে দেখছি না)
— তোকে আজ তিন দিন ধরে খুজে যাচ্ছে।রাতে বাসায় আসে সকালে খুজতে বের হয়,,সাথে তর মামা,,চাচা অ।।(আম্মুর কথা সুনে মনের ভিতর কেমন আনন্দ অনুভব করছি।অভিমান টা অনেক কমে গেছে)
— আব্বুকে ফোন দিয়ে আমি এসেছি বলো।(আমি)
নিধি আমার দিকে তাকিয়ে আছে।।চেহারার একি অবস্থা।হয়ত আমার জন্য অনেক কেদেছে।।।কেদে কি হবে,,,আব্বু যা বলছে তাই হয়েছে।।ভালো থাকিস নিধি ,, তোকে দেখলে বুকের ভিতর দহন হয়।। মনে মনে বলে গেলাম।।
নীলা আপু,,আমাকে একটা চর দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আপুকে সামলে নিয়েছি।কিন্তু আপু অনেক বকা দিচ্ছে,,,কেন এমন করছি।ভালোবাসা কি সব নাকি,,,,।মাইশাও মনে হয় কেদেছে,,,আম্মু,,নীলা আপুদের চোখের কোটা ফুলে আছে।।
নিধি দরজার সাথে হেলান দিয়ে দাড়িয়ে আছে,,,পরিপাটি থাকা মেয়েটাকে কেমন নাজেহাল অবস্থা দেখা যাচ্ছে।।
— নিধি,,,কেমন আছিস,,,তর বর কেমন আছে? (বলতে দেরি নিধি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে,, আর ছাড়তে চাচ্ছে না।)
— নিধি ছাড় তুই অন্য কারো বউ,,,তর বর দেখলে খারাপ ভাববে?(নিধিকে তার পর অ সরানো যাচ্ছে না,,,কেদে কেদে বলছে)
— আমি কারো বউ না,,,আমি শুধু তোমার? (নিধির কথা সুনে থমকে যাই,,,কি বলছে এইসব নিধি)
— কি বলিস নিধি,,,তোর বিয়ে হয় নি?(নিধিকে বললাম)
নিধিকে ছাড়িয়ে নিয়ে আম্মুর কাছে গেলাম।।
—আম্মু নিধি কি সত্যি বলছে,,,নিধির বিয়ে হয়নি,,,(আমার যে কি আনন্দ লাগছে।তার উপর হাজারো প্রশ্ন জমে আছে)
— না,,,রুমে আয় বলছি?(আম্মু আমাকে রুমে নিয়ে গেলো আর বলতে শুরু করলো)
,,,– গায়ে হলুদের দিন তুই যখন উদাও হয়ে গেলি,,,আমরা নিধিকে না জানিয়ে, তোকে খুজতে লাগলাম।।।সে রাতে তোকে খুজে পাচ্ছিলাম না।।কিন্তু এটা বুজে ফেলছি তুই কিছু একটা করে ফেলবি।।।সারারাত তোকে খুজে পাই নি,,,।বাসার সবাই কান্না করছে।।কিন্তু তর আব্বুর জন্য কেউ আওয়াজ করেও কাদতে পারছে না।।
বিয়ের দিন নিধি কার থেকে যেন তোর চলে যাওয়ার কথা যেনে যায়।।তার পর থেকে নিধির পাগলামি শুরু,।,।নিধি শুধু তোকে ফিরে পেতে চায়।।তোর আব্বুকে,,নিধি তোকে হারানোর ভুল গুলো দড়িয়ে দেয়।।নিধি তোকে ভালোবাসে সে কথা সবার সামনে বলে।।।।বিয়ে ভেংগে যায়।।তোর আব্বু নিজের সাথে অনেক যুদ্ধ করে,,বুজতে পারছে যে সে কি ভুল করেছে।।
তর আব্বু কেদে কেদে বলতে লাগলো,,আজ আমার সুখের জন্য আমার ছেলেটাকে হারাতে হচ্ছে।কে জানে কোথায় আছে এখন।সেই থেকে তোকে খুজে যাচ্ছে।।
আর নিধি শুধু ভালোবাসা হারানোর ভয়ে কেদে যাচ্ছে।।।এই দুই দিন খায়নি কিছু,,,
আম্মুর কথা সুনে চোখের পানি শুধু পরে যাচ্ছে।।
এবার তাহলে ভালোবাসার মানুষ টাকে পাবো।।
আমি নিধির কাছে গেলাম…
— নিধি এদিকে আয়,,,(নিধিকে ডাক দিলাম।নিধি আমার খুব কাছে)
— তোর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম রে নিধি,,,(নিধিকে জড়িয়ে ধরে)
–কাদিস না নিধি আব্বু আমাদের মেনে নিবে?ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে? <(নিধিকে মাইশা নিয়ে গেলো আর ঠিক হয়ে গেছে এইসব বলে বুঝাতে লাগলো) আব্বু,, মামা,,চাচ্চু আমার খবর পেয়ে বাসায় চলে আসলো।।আমাকে দেখে আব্বু কিছু না বলেই জড়িয়ে ধরেছে।,,,আর বলছে,,,মাফ করে দে আসিফ,,,,,নিধি তোর ই হবে।। আব্বু আমাকে,,,সব কিছু ভুলে যেতে বলেছে। কালই আমাদের বিয়ে হবে? ফ্রেশ হয়ে সকলে এক সাথে খাওয়া দাওয়া করে,,,, আব্বুকে ডেকে বললাম,,,, -- আব্বু,,আমার লেখাপড়া শেষ হয়নি,,,নিধির ও শেষ হয়নি,,,তাই বলছি কি?(আমি) -- কি বলতে চাস।।(আব্বু) -- মানে,,আমি ও লেখা পড়া শেষ করি নিধিও শেষ করুক।।তার পর না হয় বিয়ে করব।(আমার চিন্তা চেতনা দেখে আব্বু অনেক খুশি) -- এখন বিয়ে করলে,,,কি হবে?(আব্বু) -- এখন বিয়ে করলে,,,আমি মামার ওখানে থেকে পড়তে পারবো না।।আর নিধি ত অন্য কোথাও থাকছে না,,, আমাদের বাসায় ই থাকছে।সমস্যা নাই।।।(আমার কথা আব্বু সম্মতি জানালো) --আমি চাইনা বিয়ে করে নিধির সপ্ন নষ্ট হয়ে যাক।।কারন নিধির সপ্ন আমি সব কিছুই জানি,,।আমরা দুজন দুজন কে সবসময় পাশে চাই।।একজন বন্ধুর মতো।।শুধু শুধু অসময়ে বিয়ে করার কি দরকার।।(কথা গুলো সবার সামনেই বললাম।।সবাই খুব খুশি হয়েছে।আমার সিদ্ধান্তে।নিধিও অনেক খুশি।।) ফাস্ট ইয়ারের পরিক্ষার বেশি দিন নাই।তাই আমাকে ঢাকা চলে যেতে হবে।।নীলা আপু,,মাইশা,,মামা,মামির সাথেই চলে যাওয়ার সিদ্ধান্ত।কালকেই আমরা রওনা দিব।।আমার চলে যাওয়ার কথা সুনে নিধির চোখ ছল ছল হয়ে উঠলো।।। ,,,সন্ধ্যা হয়ে গেছে,, রুমে বসে কথা বলছি।নিধি আমাদের জন্য কি যেন একটা রেসিপি বানাতে গেছে।নিধির রান্নার হাত অনেক ভালো। মাইশা আমাকে বলছে,, -- আসিফ,,নিধি আসলে তোকে এত ভালোবাসে নিধির সাথে পরিচয় না হলে বুজতে পারতাম না।।(মাইশা) -- আমি জানি,,কিন্তু নিধি প্রকাশ করে না।। -- কাল তো আমরা চলে যাচ্ছি। নিধির কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে নিস।(মাইশা) -- হুম নিবো।। নিধি আমাদের জন্য,,নুডুলস বানিয়ে নিয়ে এসেছে।আমরা খেয়ে সবাই নিধির প্রশংসা করছি। আর প্রিয় মানুষেরর থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে।নিধি অনেক আনন্দ পাচ্ছে।। -- নিধি,,আমরা কিন্তু মাঝেমধ্যে আসিফের সাথে আসবো,,তোমার হাতের রান্না খাবার জন্য।(নীলা আপু) -- আচ্ছা আপু ঠিক আছে,,,(নিধি) যে যার রুমে ঘুমুতে চলে গেছে,,,,,নিধি আর আমি,,পাশাপাশি বসে আছি।।নিধি তার মাথা আমার কাদে রেখে,,চোখ বন্ধ করে আছে।মনে হচ্ছে যেন। ঘুমন্ত পরী আমার কাদে সুয়ে আছে।। -- নিধি,,কালকে ত চলে যাবো?(আমি) -- ভুলে যেওনা,,কিন্তু আমাকে,,যখন ফ্রি হবা কল দিবা,,, (নিধি কাদে মাথা রেখে দুহাত দিয়ে জড়িয়ে ধরে) -- আচ্ছা যাবো না?তর সপ্ন পুরনের পথে থাকবি? -- হুম,,,তোমাকে খুব মনে পড়ে আমার,,,তোমাকে শুধু মিস করি? -- আমিওও,,কারন আমি ত তোকে জিবন দিয়ে ভালোবাসি।। --নিধি চল ছাদে যাই,,,দেখ চাদটা আজ পুর্নতা পেয়েছে।(আমি বললাম) --হুম আমাদের ভালোবাসার মতো করে।,,, নিধি আমি ছাদের এক কোনে, বসে আছি।নিধি আমার খুব কাছে,,চাদের আলোয় নিধিকে খুব মায়াবী লাগছে।।নিধি আমাকে জড়িয়ে আছে।।নিধির কপালে হাল্কা একটা পরশ দিয়ে বসে বসে,,,ভবিষ্যৎ প্ল্যান করছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করিনি,,,দিনের আলো ফুটতে শুরু করে দিছে।।নিধি এখনো ঘুমিয়ে আছে আমার বুকে মাথা রেখে! -- নিধি উঠ,,,?(নিধিকে ডেকে তুললাম) --আরেকটু থাকি।। (নিধি চোখ বন্ধ করে) -- বাসার সবাই দেখছে।তুই আমার বুকে।। (মিথ্যা বললাম) -- কই,,,(নিধি লাফিয়ে উঠে দেখে কেউ নাই) --(আমি হাসছি নিধির ভয় আর লজ্জা দেখে) -- তুমি আমাকে ভয় দেখালে কেন,,,তুমি ত শুধুই আমার অন্যরা দেখলে,,,কি হয়েছে।।(নিধি) -- তাই,,,তাহলে এদিকে আস।। নিধি হাসতে হাসতে নিজের রুমে চলে গেলো।আমিও রুমে এসে ঘুমিয়ে আছি। ,,,কিছুক্ষন পর মাইশার ডাক,,, -- আসিফ,উঠ দেরি হয়ে যাচ্ছে বাস মিস করবো।(মাইশা) -- যা আসছি। -- আসিফ কাল রাতে কি হয়েছে সব দেখেছি আমি?(মাইশা) -- কি দেখেছিস??(ভয়ে ভয়ে।।আরে ভয় পাচ্ছি কেন।জড়িয়ে ঘুমিয়ে ছি আর ত কিছু হয়নি।) . . চলবে....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here