#আকাশেও_অল্প_নীল #পর্বঃ১৬ #আর্শিয়া_ইসলাম_উর্মি

0
341

#আকাশেও_অল্প_নীল
#পর্বঃ১৬
#আর্শিয়া_ইসলাম_উর্মি

৪৬
যমুনা ফিউচার পার্কে বিয়ের জন্য কেনাকাটা করতে এসেছে মাহাদ, স্নেহা, দিগন্ত, রাইমা, শার্লিন, ইফরাদ। বড়োদের মাঝে এসেছেন সাহিরা বেগম ও শাহনাজ বেগম। বিয়ের শপিং বলে কথা, বড়োদেরও একটা মতামতের বিষয় আছে। মাহাদ রাইমাকে নিতে গিয়ে শার্লিনকে দেখে তাকপও ছাড়েনি, রাইমাও শার্লিনকে নিজের বোরখা আর হিজাব পরিয়ে রেডি করে সাথে এনেছে। দুজনের উচ্চতা প্রায় একই৷ শার্লিন বাসায় যাবে, রেডি হবে! এই ধৈর্য বা সময় কোনো টাই হাতে ছিলো না তাদের৷। এজন্য এই পন্থা অবলম্বন করেছে রাইমা। রাইমা আর শার্লিনকে নিয়ে বের হওয়ার সময় খালামনিকেও রেডি হতে বলেছিলো মাহাদ। শাহনাজ বেগম আসতে চাননি, তবুও ভাগ্নের জোড়াজুড়িতে এসেছেন তিনি। সবাই বের হওয়ার ইফরাদকেও ঠিকানা টেক্সট করে দিয়েছিলো শার্লিন। যার ফলে ইফরাদও আসতে পেরেছে। মায়েরা আর মেয়েরা মিলে দোকানে দোকানে ঘুরে শাড়ি না লেহেঙ্গা কোনটা বউকে পড়াবে খুজে খুজে হয়রান। বেশি জিনিস দেখলে কোন টা রেখে কোনটা পছন্দ করবে! এটা বুঝে উঠতে পারছেনা কেউ। ইফরাদ, দিগন্ত, মাহাদ এদের সাথে ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে দাড়িয়ে আছে একস্থানে। বাকিরা এক দোকানে বসে লেহেঙ্গা আর শাড়ি হাতরাচ্ছে। একজন বলে তো এটা সুন্দর তো অন্যজন অন্যটা নিয়ে বলে সেটা সুন্দর। ব্যস হয়ে উঠেনা কেনা৷ কোন টা নিবে কোনটা বাদ দিবে চোখ ধাঁধিয়ে উঠে। যমুনা ফিউচার পার্কটা ওদের বাসার থেকে আসতে কাছে হয় বলে ওরা এখানেই এসেছে৷ কিন্তু এসে যে এতো ঘোরাবে বুঝতে পারেনি মাহাদ। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে তবু এদের পছন্দ হওয়ার খবর নেই। বিয়ের যে আরও আয়োজন বাকি! এদের মাথাতেই নেই। দিগন্ত এবার বিরক্তি নিয়ে স্নেহার উদ্দেশ্যে বললো,

“আপা! আজ কি এখানেই রাত কাটিয়ে দিবি? এতো বড় শপিং মল! তোদের কিছু পছন্দ হয়না? চোখ কি খুলে বাসায় রেখে এসেছিস?”

স্নেহা করুণ চোখে ভাইয়ের দিকে তাকায়। বিয়ে নিয়ে তেমন স্বপ্ন না থাকলেও বিয়ের দিন তাকে সবথেকে সুন্দর লাগবে এই স্বপ্ন তার আছে! প্রতিটা মেয়েরই প্রায় এমন স্বপ্ন থাকে বিয়েকে ঘিরে। স্নেহাও তার উর্ধ্বে নয়৷ রাইমা দিগন্তের কথার জবাবে ঠোট বাকিয়ে বলে,

“আপনাদের বিরক্ত লাগলে শপিং মলের গেইট খোলা আছে, যেতে পারেন৷ যাওয়ার আগে শুধু আমাদের শপিং করার টাকাটুকু দিয়ে চলে যান।”

“সব টাকা তোমার খালামনির কাছে রাই। আমরা বরং বাড়িতেই যাই।”

মাহাদ বললো রাইমার কথার জবাবে। শার্লিন তখন বলে,

“তবে আপনারা কি করতে দাড়িয়ে আছেন? বডিগার্ড হিসেবেও তো আপনাদের রাখিনি! যেতে পারেন আপনারা।”

“শালীর বেডি মানুষ, ফোন দিয়ে ডেকে এনে অপমান করে। ঘসেটি বেগমের বংশধর পুরোই।”

ইফরাদ কপাল চুলকিয়ে ফিসফিস করে কথাটা বলে শার্লিনের কথা শুনে। শার্লিন ভাগ্যিস আবার কাপড় দেখায় ব্যস্ত হয়েছিলো, নতুবা ইফরাদকে ফিসফিস করতে দেখে জিদ ধরতো কি বলেছে ইফরাদ! না শোনা অব্দি তার কানের পোকা মে”রে ফেলবে, তবুও না জানা অব্দি ছাড়বেনা। দিগন্ত পাশেই দাড়িয়ে ছিলো। ইফরাদের কথা শুনে সে ফিক করে হেসে দেয়। রাইমা আচমকা মাহাদকে একটা প্রশ্ন করার জন্য তখনই তাকায় তাদের দিকে। দিগন্তের মুখে হাসি দেখে মুগ্ধতা ফুটে উঠে তার চেহারায়। আনমনে ভাবে,

” বাহ লোকটার হাসি তো চমৎকার, কিন্তু হাসি টাকে চেপে সবসময় রাগ দেখিয়ে বেড়ায়! এটা তো ঠিক না। বিয়ের পর উঠতে বসতে না হাসলে এ বেডার খবর আছে। রোজ দুবেলা নিয়ম করে আমার সামনে বসিয়ে জোড় করে হলেও হাসাবো। হাসিটা সুন্দর।”

রাইমা চুপচাপ এক পলকে দিগন্তের দিকে তাকিয়ে থাকায় দিগন্ত বিষয়টা খেয়াল করতেই অপ্রস্তুত হয়ে যায়। রাইমা চোখ সরিয়ে নেয়। কিছু বলতে গিয়েও বলেনা। মিটমিট করে হেসে অনেক বাছাই করে স্নেহার জন্য একটা শাড়ি আর একটা লেহেঙ্গা নেয়। সাথে আরও কয়েকটা শাড়ি নেয়। তার কাপড় নেওয়া শেষে রাইমার চোখ আটকে যায় একটা হালকা মিষ্টি রঙের লেহেঙ্গায়।

৪৭,
পছন্দ হলেও রাইমা কিছু বললো না। লেহেঙ্গা টা হাত দিয়ে নেড়েচেড়ে দেখে রেখে দেয়। শাহনাজ বেগম তা দেখে জিগাসা করেন,

“তোমার পছন্দ হয়েছে রাইমা? কিনে দিবো?”

“না মা, এমনি ভাবছিলাম ভাবীকে এই রঙে সুন্দর লাগবে। কিন্তু ভাবী নতুন বউ এতো ফিকে রঙ বিয়েতে পড়া যাবেনা৷ আমার বিয়ের সময় ভাবীকে এমন রঙের লেহেঙ্গা পড়তে বলবো ভাবীকে।”

রাইমা অতি সর্পণে কথাটা এড়িয়ে যায়। সাহিরা বেগম বললেন,

“তোমার ভাবী কি পরবে না পরবে পরের বিষয়। লেহেঙ্গা টা সুন্দর। তুমি আর শার্লিন দুজনে দুটো নাও। দোকানদারকে জিগাসা করে দেখি দুটো আছে কিনা!”

“আরে আন্টি না না আমার লাগবেনা। আমি এমনিতেও উস্টা খাই এসব পরে। আমার লাগবেনা। আপনি রাইকে কিনে দেন।”

শার্লিন কথাটা বলে উঠে তার কথা উঠায়। তার কথায় দোকানদার সহ বাকিরা একটু হাসলেও ইফরাদ মাথার পিছনে হাত দিয়ে মাথা চুলকে বলে,

“শুকনা পাঠকাঠিরে ভালোবাসছি, উস্টা খায় উঠতে বসতে। জানিনা বিয়ের দিন শাড়ি লেহেঙ্গা বাদ দিয়ে না জানি জিন্স টপ পরে বসে যায় বিয়ে করতে!”

দিগন্তের সাথে ইফরাদের তেমন পরিচয় নেই। বয়সের দিক থেকে দুজনই একই বয়সী। আজকেই শার্লিনের মাধ্যমে তার সাথে পরিচয়। এরমাঝেই তার পরপর দুটো কথা শুনেই তার হাসি পেলো। সে ইফরাদের কাধে হাত রেখে আস্তেধীরেই বলে,

“আমাদের দুইজনের কপালে দুঃখ আছে ভাই। দুনিয়ার মাঝে সেরা দুই সুস্থ পা”গলি আমাদের বউ হবে। এরপর দুজনের কি অবস্থা হবে! বিষয়টা কল্পনা করতে ভয় লাগছে ভাই।”

ইফরাদ দিগন্তের কথায় বোকার মতো হাসার চেষ্টা করে বলে,

“আসলেই, উপরওয়ালা জানেন কপালে কি আছে!”

মাহাদ ওদের পাশে দাড়িয়ে দাড়িয়ে ওদের কথা শুনছিলো। দিগন্ত আর ইফরাদের কথা শেষ হতেই সে বলে,

“মেয়ে দুটো একটু বেশিই সহজ-সরল। মানুষকে হাসানোর চেষ্টা করে। মনটা ভালো ওদের, এটা বিয়ের পরই বুঝবে। যতোটা প্যারা দেবে ওরা, তার থেকে শতগুণ ভালোবাসায় আগলে রাখবে। চোখের সামনে বড়ো হলো তো! চিনেছি ওদের। উপর থেকে শক্ত, হাসিখুশি, আধ পাগলি দুটো মেয়েকে যে দেখো তোমরা, এরা ভেতর থেকে ততোটাই নরম।”

মাহাদ কথা শেষে মুচকি হাসে। ওর সাথে তাল মিলিয়ে দিগন্ত আর ইপরাদও মুচকি হাসে। এদিকে রাইমা আর শার্লিন দেজানপ বসেই ডিসাইড করে ফেলেছে আগামীকাল ছোটো পরিসরে হলেও হলুদ ছুইয়ে মাহাদকপ ভুত বানাবে। সেজন্য হলুদের জন্য শাড়ি পছন্দ করে ফেলেছে। বিয়েতে পরার জন্য দুজনে একরকম একই রঙের দুটো গাউনও কিনে ফেলেছে। শাড়ি পরে উস্টা খাওয়া বা ভারী লেহেঙ্গা সামলানোর ঝুকি ওরা নিলো না। সব পছন্দ করা শেষে দাম ঠিক করে প্যাকেট করে নিয়ে উঠে পরে ওরা। সাহিরা বেগম বিল ছেলের হাতে ধরিয়ে দেয়। বাকি ব্যাগগুলো দিগন্ত আর ইফরাদ নিয়ে নেয়। মাহাদ বিল দিয়ে এসে ওদের থেকে কিছু ব্যাগ নিয়ে হাটা ধরে। হাঁটতে হাঁটতে দিগন্ত মাহাদকে প্রশ্ন করে,

“ভাই বিয়ে তো আমার বোন একা করছেনা! আপনিও করছেন। আপনার শেরোওয়ানি পাঞ্জাবি কিছু তো কিনলেন না।”

“এদের সাথে কিনতে ধরলে নানান কথা উঠবে শালাবাবু। আগামীকাল রেডি থাকিও তোমরা দুজন। বাইকে তুলে আনবো, চট করে কিনে নিয়ে যাবো।”

ইফরাদ বললো,

“বুদ্ধি ভালো।”

এরপর তিনজনেই হেসেই রাইমাদের অনুসরণ করে হাটতে শুরু করলো। গহনার দোকানে গিয়েছে তারা।

৪৮,
গহনার প্রতি একটুও আগ্রহ নেই রাইমার। সেজন্য সে বাইরেই দাড়িয়ে আছে। কিছু মেয়ে থাকে যাদের শাড়ি, চুড়ি, গহনা, সাজগোজের উপর কোনো আগ্রহ থাকেনা। তাদের জন্য হাতে ঘড়ি কানে সিম্পল কানের দুল হলেই এনাফ। রাইমা সেই কিছু মেয়েদের মাঝে একজন। সাজগোজ, গহনাগাঁটি মেয়েলি জিনিসপত্রে তার আগ্রহ নেই। সব আকর্ষণ শুধু ঘড়ির দিকে। বাকিরা সব ভেতরে গহনা পছন্দ করতে ব্যস্ত হয়ে পরেছে। দিগন্ত রাইমাকে একা দাড়িয়ে থাকতে দেখে পাশে গিয়ে দাড়ায়। গম্ভীর স্বরে প্রশ্ন করে,

“সবাই ভেতরে গহনা পছন্দ করে, আপনি এখানে একা দাড়িয়ে আছেন যে!”

“গহনা আমার পছন্দ না।”

“তো কি পছন্দ? ছেলেদের জিনিসপত্র?”

“ধরতে গেলে তাই!”

দিগন্ত অবাক হয় রাইমার কথায়। ভ্রু কুটি করে বলে,

“মানে?”

“মানে কিছু না। আপনার টাকা বেঁচে যাবে। আমার এতো টান নেই এসব শাড়ি, গহনার প্রতি। ঐ টাকা দিয়ে আমায় একগাদা চকলেট আইসক্রিম কিনে দিবেন।”

“মানুষ বাঁচাল হয়, আপনার মতো না৷”

“কথা আগ বাড়িয়ে আপনিই বলতে আসছেন।”

“আচ্ছা ক্ষমা চাই। এতো বাঁচালতা আমার পছন্দ না।”

“আমিও সবার জন্য বাঁচাল হই না। আমার জীবনে প্রিয় মানুষগুলো ব্যতিত আমায় টু শব্দ করতে কেউ দেখেনি। ১০টা কথার পর একটা উত্তর পায়। মানুষ হয়তো বলবে আমি আর শার্লিন ন্যাকামি করি, একটু বেশিই পাগলামি করি! সবাইকে কতো বিরক্ত করি৷ কিন্তু হয় কি বলুন তো! কাঁদানোর জন্য হাজারও মানুষ থাকে, দিনশেষে হাসানোর কেউ থাকেনা। কেউ ভরসা দিয়ে মন খারাপ থাকলে ম্যাজিক করে মন ভালো করেনা। বলেনা মন খারাপ কেনো তোমার? আমি তো আছি। মন খারাপির গল্পটাও কেউ শুনতে চেয়ে বলে না, আমায় বলো, বলে হালকা অনুভব করো। দিনশেষে নিজের আমি ব্যতিত কেউ থাকেনা। সেজন্য সারাদিন দুষ্টমি করি, বাঁচাল হই। যেনো দিনশেষে যেই মন খারাপের গল্পেরা ভীর জমায়! তাদের এই দিনের সুন্দর স্মৃতি গুলো দিয়ে হটাতে পারি। আইডিয়াটা দারুণ না?”

রাইমা কথাটা বলেই দিগন্ত কে ছাড়িয়ে তার দৃষ্টি ভেতরে অবস্থিত মায়েদের উপর যায়। তারা স্নেহার উপর বিভিন্ন ডিজাইনের গহনা বসিয়ে দেখছে কেমন হয়। রাইমার মুখে প্রিয় শব্দটা শুনে দিগন্ত একটু বিস্মিত হয়। তবে কি সেও রাইমার প্রিয় কেউ! দিগন্তের মুখের গম্ভীরতা ছাপিয়ে ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠে। মেয়েটাকে যতোটা ষ্টুপিড ভেবেছিলো, ঠিক ততোটা নয় সে। বিয়ে করাই যায়। রাইমা দিগন্তের হাসি আবার লক্ষ্য করে। আনমনে এবার বলে,

“আপনি হাসবেন না। আপনার হাসিটা ভয়ংক”র সুন্দর। অন্য মেয়েরা দেখলে ক্রাশ খাবে। আমি চাইনা, আমার উডবির উপর কেউ ক্রাশ খাক। আমার ব্যাক্তিগত জিনিসের উপর অন্য কারোর নজর আমি নিতে পারিনা।”

রাইমা কথাটা বলেই জিভে কামড় দেয়। গতকাল দুদিন আগে অব্দি যাকে সহ্য হতো না, তার প্রতি ভালো লাগা কাজ করছে। তবে কি এটার বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে, সেই পবিত্র বন্ধনে আবদ্ধিত হওয়ার পূর্বের অনুভূতি! যেই অনুভূতিই হোক না কেনো! অনুভূতি টা সুন্দর। রাইমা মাথা নিচু করে লাজরাঙা হয়ে হাসে। দিগন্ত অবাকের চূড়ান্ত সীমায় পৌছে গেছে। যে মেয়েটার সাথে তার ঝগড়া ছাড়া কিছু হয়নি দেখা হলে! সেই মেয়েটা বলছে তাকে, সে তার ব্যক্তিগত মানুষ! দিগন্ত মাথা চুলকে ভেতরে সবার মাঝে চলে যায়। কেমন একটা মনের মাঝে উথালপাথাল ঢেউয়ের সূচনা হয়ে গেছে মনে। রাইমার সামনে থাকলে নির্ঘাত রাইমা সেই শব্দ শুনতে পেতো! তার আগেই সে চলে যায়। রাইমা দীর্ঘশ্বাস ছাড়ে দিগন্তের যাওয়ার পানে তাকিয়ে। নিজমনে বলে,

“আই উইশ সম্পর্ক টা যেনো মন থেকে মানতে পারি আল্লাহ। তার প্রতি যদি আমার অনুভূতিগুলো সত্যি হয়, তবে আলহামদুলিল্লাহ। নিজেই নিজেকে বুঝতে পারিনা, সেখানে অন্যের প্রতি অনুভূতি আর কি বুঝবো! জানিনা কথাগুলো কিভাবে বললাম! কিন্তু যা বলেছি তা যেনো মন থেকে মেনে নিয়ে সম্পর্ক টা সহজ হয় আল্লাহ। তুমি দেইখো।”

চলবে?

ভুলত্রুটি মার্জনীয়, রিচেইক করিনি। আসসালামু আলাইকুম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here