ইয়াসমিন_রিমা #অসম_প্রেম #পর্ব_৩৬

0
288

#ইয়াসমিন_রিমা
#অসম_প্রেম
#পর্ব_৩৬

,রাজু,হা হা হা হা হা। সত্যি আপনার তারিফ করতেই হয়।ম্যাডাম আপনার বুদ্ধি তে পারা সত্যি কষ্টকর।

,প্রেমা,হা হা হা হা।

,ম্যাডাম ওনাকে উঠিয়ে নিয়ে আসব।

, হুম। টেরও যেন না পায়।

,ম্যাডার ইরফান কিন্তু ডিল টা করার জন্য বার বার হুম কি দিচ্ছে কি করা যায়। তার পর আবার কিছু দিন পর ইলেকশন। সকল নেতাদের পকেটে টাকা ডুকে গেছে। কিন্তু প্রান্তিক শাহারিয়ার আপনার সাথে দেখা করতে চাইছে। আগামীকাল অনুষ্ঠানে আসেনি। এবার মনে হয় বিশাল বড় ঝামেলা হতে পারে। আমি শুনেছি অনেক নেতাদের উপর নাকি ক্রাপটেট রেড হবে। অবৈধ কালো টাকার জন্য।

, what ,কি বলছ এইসব। আমি ইলেকশনের পরে বিদেশে ব্যাক করব। ইরফানকে একটা শিক্ষা দিতেই হবে।ও জানে না আমি কতটা খারাপ। প্রান্তিক কেন দেখা করতে চাইছে। এখন ওর রাজনীতির মাঠে থাকা উচিৎ।

,ম্যাডাম ইরফানের ইল্লিগ্যাল বিজনেস আপনার ব্রান্ডের নামে চালাতে চাইতে। আপনাকে ইরফানের ইল্লিগ্যাল বিজনেস পার্টনার বানানো জন্য।কাম্পানির অনেক শেয়ার লস করেছে।

, কি। শেয়ার মার্কেটে এত লস শুধু ওই ইরফানের জন্য।ওর খবর আছে।

,ম্যাডাম আমাদের লোকের উপর হামলা করেছে।আজ অবধি ওর ডিলে যে রাজি হয়নি তাকে মেরে ফেলত।ও হুম কি দিচ্ছে আপনি রাজি না হলে আপনার ফ্যামিলিকে ও ,,,

, কি বলছ এগুলো।ও কি ভেবেছ আমি ওকে জিন্দা ছেড়ে দেব কখনো না। পুরো গ্যাং লাগিয়ে দে । ইরফানের না একটা বোন আছে ডেবিল মার্কা হাসি দিয়ে। ওকে উঠিয়ে নিয়ে আয়।বাকিটা আমি করে নেব। ফার্ম হাউস এর কি খবর।

, একদম লা,শ বানিয়ে দিয়েছি।

,ডেবিল মার্কা হাসি। আমার সাথে লাগতে আসা তাই।খেল খাতাম হা হা হা হা।

,ম্যাডাম যে কোন মুহুর্তে হামলা হতে পারে।

,I know

রাজু ফোনে কথা বলে পেছন ফিরে তাকালো।
রাজু, ম্যাডাম অজয় চৌধুরীকে উঠিয়ে নিয়ে এসেছি।

, good

কথার ফাঁকে প্রান্তিক শাহারিয়ারের ফোন।

প্রান্তিক শাহারিয়ার,হ্যালো কেমন আছো।

,প্রেমা,হ্যালো হঠাৎ ফোন।

,কেন আমি কি ফোন ও করতে পারি না। তুমি এত বেশি রাগ করো কেন।

, কি সমস্যা তোমার।আর কি শুরু করেছ।

, কেন কি হয়েছে। আমি তোমাকে খুব মিস করছি।

, মানে কি হ্যা ।

, কি আবার ভালোবাসি তাও তো বোঝই না।

,তা বুঝে আমার কোন কাজ নেই। মন্ত্রি মিনিষ্টার দের কি খবর। এবার রাজনৈতিক আবহাওয়া গরম আছে।

, হুম। রাজনৈতিক সব খবর ই রাখ খালি আমি বাদে

,কি সব জাচ্ছে তাই বলছো।কাজে মন দাও। খুব ভালো করেই জানো আমি এগুলো পছন্দ করি না।

, আমি তোমার জন্য সব করতে পারি। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো।

,বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি।

,হলো আর কই। বিয়ে করতে চাইলাম তুমি ত রাজি না।

, তোমার সাথে আমার শুধু রাজনৈতিক সম্পর্ক এর বাইরে আর কিছু নয়। তোমার হোল ফ্যামিলি আমাকে ত তোমার বাড়ির একজন বানিয়ে রেখেছে। তা শুধু তুমি করেছ‌। জানো এর পরিনতি কি হতে পারে।

, আমি আসছি তোমার সাথে দেখা করতে।

, প্রান্তিক শোনো
ফোন কেটে গেল।

,প্রেমা, প্রান্তিক কি শুরু করেছ।

রাজু, প্রান্তিক শাহারিয়ার বলেছে এবার আপনাকে বিয়ে করবে। আপনি রাজি না হলে রাজনীতি ছেড়ে দিবে। আপনি খুব ভালো করেই জানেন এবার রাজনৈতিক মাঠে প্রান্তিক শাহারিয়ার কে কতটা দরকার ‌।তা হলে বিরোধী দলের কাছে হেরে যেতে হবে।

, সেটা কখনোই হবে না। আমি হতে দেব না।

,ম্যাডাম আমি শুনেছি আমাদের কিছু ফার্মাসিটিক্যাল ঔষধ নকল করে বাজারে ছাড়ছে। অবস্থা বেগতিক।

, what কি বলছ এগুলো।কে বা কারা এগুলো করছে খোঁজ লাগাও।যারাই এর মূল হোতা তাদেরকে ফার্ম হাউস এ নিয়ে এসে এমন হাল কর যেন জীবনে মাথা তুলে যেন না দাড়াতে পারে। আমি ওদের শেষ করব। আমার সাথে লাগতে আসা। রাগে ফুঁসছে।২৪ ঘন্টার মধ্যে খুঁজে বার কর।

, খোঁজ লাগিয়ে দিয়েছি। এই সব চোরা কারবারি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। খুব শীঘ্রই পেয়ে যাব।

আজ মেজাজটা খারাপ হয়ে আছে। বিজনেস করতে হলে যে কত বাধা বিপত্তি পেরুতে হয়।কত শক্রর মোকাবিলা করতে হয় এগুলোতে অভ্যস্ত হয়ে আছি। আমার শত্রু যতটা না খারাপ তার থেকে দ্বিগুণ খারাপ আমি। আমি ওদের সবাইকে লা,শ বানিয়ে ছাড়ব।

গাড়ি তার আপন গতিতেই চলছে। এরমধ্যে একটা গাড়ি সামনে এসে ব্রেক করলো। গাড়ি থেকে একজন সুদর্শন যুবক নামলো।যুকব বললে ভুল হবে ৪০ বছর বয়সের হ্যান্সাম পুরুষ। চোখের সানগ্লাস খুলে এদিকে এসে গাড়ির জানালায় ধাক্কা দিল।

, প্রান্তিক শাহারিয়ার,এই যে ম্যাডাম।

কাচ নামিয়ে, আমার পিছু না নিলে তোমার শান্তি হয় না।

,না হয় না ত । আমি ও তোমার সাথে যাব কথা আছে।

,যা পছন্দ করিনা তা বেশি করে করছো।

,ড্রাইভারকে বাড়ি যেতে বলে নিজে এই গাড়িতে উঠল ।
আমার পাশের সিটে বসলো।

, প্রান্তিক,কি খবর রাজু তোমার ম্যাডাম কি আজ ও ঝাঁড়ি মেরেছে নাকি।না মানে বরাবরই ওনার মেজাজ গরম থাকে তাই আরকি বলছিলাম।

,প্রেমা, ইয়ার্কি মারসো আমার সাথে।

, প্রান্তিক,না তা কেন হবে।

,রাজু , আপনি ভালো আছেন তো ।

, প্রান্তিক,কি করে ভলো থাকব বলো তোমার ম্যাডমই ত আমাকে পছন্দ করে না।

,রাগি চোখে তাকিয়ে, তোমাদের ছেলেদের আর কোনো কাজ নেই আমাকে জালানো ছাড়া।

,রাজু, ম্যাডাম বাড়ি চলে এসেছি। উনাকে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবে।

, প্রান্তিক, কাকে নিয়ে আসবে।

, সেটা তোমার জেনে কাজ নেই। নিজের কাজে মন দাও সেটা ভালো হবে।

, প্রান্তিক, ঠিক আছে।

রাজু প্রান্তিক বাড়ির ভিতরে ঢুকছে। ফোন টিপতে টিপতে যাচ্ছিলাম তখনই চোখ চলে যায়। বাগানের দিকে সেখানে আদিত্য ও ফারহান আড্ডা দিচ্ছে।

,মনে মনে,এরা এই তিন জন আমার জীবনটা কে তেনা তেনা করে দিচ্ছে। একজন বিয়ে করে জালাচ্ছে।আর একজনের সাথে আমার বাবা বিয়ে ঠিক করে রেখেছে সে জালাচ্ছে। আবার একজন বিয়ে করার জন্য জালাচ্ছে।সব গুলোর মাথার মধ্যে বিয়া ছাড়া আর কিছুই নাই।

আর একজন তো এতো গুলো বছর। মনের মধ্যে থেকেও ভালো থাকতে দিচ্ছে না। জীবন থেকে একজন চলে যাওয়ার পর হাজার জন আসলো কিন্তু সেই একজনের ই মায়ায় আসক্ত হয়ে আছি। হায়রে জীবন।আজও চোখ বন্ধ করলে শুধু ওকে ই দেখি।আজ গুনতে গুনতে ১০ টি বছর কেটে গেল তবু ভোলা হলো না। আকাশের দিকে তাকিয়ে।তোমায়। সত্যি যদি আবার ফিরে পেতাম তোমাকে প্রিয়। তোমার জন্য আমি সব ছাড়তে রাজি আছি। আমার সকল ক্ষমতা সাম্রাজ্য ছেড়ে দিব শুধু তোমার জন্য।ফিরে এসো না আবার আমার জীবনে।
চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো।একটা বড় দীর্ঘশ্বাস ফেলে।

এদের কে আমার আর প্রিয়র মাঝখান থেকে সরাতে হবে।ঘার বেঁকিয়ে ডেবিল মার্কা হাসি দিয়ে। হা হা হা হা। আমি কাউকে ছাড়বো না। everything is finished I’m.হা হা হা হা হা। রহস্যময় হাসি দিয়ে।কেউ বাঁচবে না। না শ্রাবণ না ফারহান না প্রান্তিক আর না আদি। হা হা হা হা হা হা হা হা।
অট্ট হাঁসি দিয়ে।

চলবে,

কপি করা নিষেধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here