ভালোবাসার_চেয়েও_বেশি 💞💞 #লেখিকা- Mehruma Nurr #পর্ব-১৮

0
556

#ভালোবাসার_চেয়েও_বেশি 💞💞
#লেখিকা- Mehruma Nurr
#পর্ব-১৮

★দেখতে দেখতে আরো একসপ্তাহ পার হয়ে গেল। এই কয়দিনে নূর একটা ব্যাপার ভালো করেই লক্ষ্য করেছে। ওর জীবনে অনেক পরিবর্তন এসেছে এই কয়দিনে। পুরোটা না হলেও কিছুটা সুখকর হয়ে উঠেছে ওর জীবন। এর অনেকটা ক্রেডিট যায় আদিত্যের। উনি রোজ আমাকে বাসা থেকে নিয়ে যায়, আবার ভার্সিটি শেষে নামিয়ে দিয়ে যান। আর উনার শর্ত অনুযায়ী রোজ আমাকে তার সাথে খাবার খেতে হয়। কৃষ্ণচূড়া গাছের নিচে ওনার সাথে কাটানো সময়গুলোও মধুর লাগে এখন।রোজ রাতে ফোন দিয়ে কথা বলে।
এই কয়দিনে নূর বুঝতে পেরেছে যে,আদিত্য ওকে পছন্দ করে। আর নূরও আদিত্যের প্রতি দূর্বল হয়ে গেছে।

বাসায়ও এখন তেমন সমস্যা হয় না। ওই আন্টিটা অনেক ভালো। বাসায় আমার সাথে সময় কাটায়। আমার সব কাজে হেল্প করে। তাই এখন আর বেশি ক্লান্ত হই না। ছোট মা অবশ্য অনেকবার ওনাকে নিয়ে ঝামেলা করতে চেয়েছিলেন। কিন্তু আন্টি কিভাবে যেন ওনাকেও পটিয়ে ফেলেন। এখন আর ছোট মা কিছু বলে না।

এসব ভাবতে ভাবতে নূর রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলো, আদিত্য রোজ যেখানে গাড়ি নিয়ে অপেক্ষা করে সেখানে। আদিত্যের গাড়ির কাছে এসে, সামনে তাকাতেই কপাল কুঁচকে গেল নূরের।
গাড়িতে আদিত্যের জায়গায় অন্য একটা লোক বসে আছে। নূর একটু চমকে গেল। ভালো করে খেয়াল করে দেখলো গাড়িটা আদিত্যেরই। তাহলে লোকটা কে?আর উনার গাড়িতে কি করছে?
নূরের ভাবনার মাঝেই হঠাৎ লোকটা গাড়ি থেকে নেমে দাড়ালো।
নূর একটু ঘাবড়ে যেয়ে দুপা পিছিয়ে গেল।
লোকটা মাথা নিচু করে নম্র স্বরে বললেন।
…গুড মর্নিং ম্যাম। স্যার আপনাকে ভার্সিটি পৌঁছে দিতে বলেছেন। প্লিজ গাড়িতে বসুন।

নূর ভ্রু কুঁচকে তাকিয়ে আমতা আমতা করে বললো।
…ক ককোন স্যার।

লোকটা আবারও একই কায়দায় বললেন।
….ম্যাম, আদিত্য স্যার বলেছেন। আপনাকে পৌঁছে দিতে।

নূর একটু অবাক হয়ে বললো।
….কেন?উনি আজ আসবেন না?

…..না স্যার আজ আসবেন না। তাই আমাকে পাঠিয়েছেন।

…..কেন? কি হয়েছে? আজ আসবেন না কেন?

…..সেটাতো বলতে পারবো না ম্যাম।আমি স্যারের ড্রাইভার। আমাকে শুধু বলা হয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। প্লিজ ম্যাম গাড়িতে উঠে বসুন।কথাটি বলে ড্রাইভার গাড়ির পিছনের দরজা খুলে দিল।

নূরের একটু মন খারাপ হলো।প্রতিদিন আদিত্যের সাথে যাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। এখন একটা অপরিচিত লোকের সাথে কিভাবে যাবে। নূরের ভাবনার মাঝেই হঠাৎ ওর ফোনে একটা ম্যাসেজ আসলো। নূর ফোনটা বের করে দেখলো আদিত্যের ম্যাসেজ।

“আমি আজ আসতে পারবো না তাই ড্রাইভার পাঠিয়ে দিলাম। ওর সাথে চলে যাও।খবরদার একা যাবে না। ভার্সিটি শেষে আবার ও তোমাকে নামিয়ে দিয়ে যাবে। ”

নূর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর গাড়ির পিছনের সিটে উঠে বসলো। ড্রাইভার সামনে বসে গাড়ি স্টার্ট দিল।
নূর বসে বসে ভাবছে, আজ কি হয়েছে?উনি আসলোনা কেন? উনি কি অসুস্থ? এসব ভেবে নূরের কেমন যেন অস্থির অস্থির লাগছে।
একটু পরে গাড়ি ভার্সিটির সামনে এসে থামলো। নূর নেমে ক্যাম্পাসের ভেতরে চলে গেলো। ভেতরে যেয়ে দেখলো তানি একটা গাছের নিচে বসে আছে। নূর ওর কাছে এগিয়ে গেল। তানির পাশে যেয়ে চুপচাপ বসে পড়লো। তানি নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললো।
…..কিরে? কি হয়েছে? মুখটা এমন বাংলার পাঁচের মতো বানিয়ে রেখেছিস কেন?

নূর মাথা নাড়িয়ে বুঝালো কিছু না।
তানি আবার বললো।
….কি কিছু না? দেখতেই পাচ্ছি তোর মন খারাপ? তারপরও বলছিস কিছু না। দেখ এমনিতেই আমার মুড অফ। তারপর আবার তুইও এমন করলে কিন্তু আমার খারাপ লাগবে।

নূর তানির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললো।
….কেন? তোর আবার কি হয়েছে? তোর মন খারাপ কেন?

তানি ঠোঁট উল্টে ন্যাকা স্বরে বললো।
….কারণ আজ আবির আসেনি তাই।

নূর অবাক হয়ে বললো
…. আজ ওরাও আসেনি?

…..হুম আজ ওরা কেউই আসেনি।
তানি একটু দুষ্টু হেসে বললো।
….এক মিনিট, এক মিনিট। তারমানে তোর এইজন্য মন খারাপ। কারণ আজ আদিত্য ভাইয়া আসেনি হুম?সামথিং, সামথিং?

তানির কথায় নূর থতমত খেয়ে গেল। ও আমতা আমতা করে বললো।
….এ এএমন কিছুই না।

…..হুম, হুম। বুঝি বুঝি। কেও একজন কাওকে খুব মিস করছে।

নূর লজ্জায় লাল হয়ে গেল। মিথ্যে রাগ দেখিয়ে বললো।
….ধ্যাৎ, তুইও না।

তানি হেসে দিলো। নূর একটু কৌতুহলী হয়ে তানিকে জিজ্ঞেস করলো।
…..আচ্ছা তুই কি জানিস ওরা সবাই কেন আসেনি আজ?

…..হুম জানিতো। আবির বলেছে আমাকে।

….কি বলেছে?

তানি একটু সিরিয়াস হয়ে বললো।
….জানিস, আজ নাকি আদিত্য ভাইয়ার মায়ের মৃত্যুবার্ষিকী।

কথাটা শুনে নূরের বুকের ভেতর ধক্ করে উঠলো। নূর অবাক হয়ে জিজ্ঞেস করলো।
….উনার মা নেই?

তানি একটু অবাক হয়ে বললো।
…সেকি?তুই জানিস না?আদিত্য ভাইয়ার মাতো সেই ছোট বেলায়ই মারা গেছেন। যখন উনার বারো বছর বয়স তখন উনার মা মারা যান। আজকের দিনে উনারা সবাই আদিত্য ভাইয়ার মায়ের নামে করা বৃদ্ধ ও এতিমখানায় যায়।

তানির কথা শুনে নূরের মনের ভেতর অনেক খারাপ লাগা শুরু করলো। তার মানে আমার মতো উনারও মা নেই।

তানি আরেকটু করুন সুরে বললো।
……জানিস, আবির আমাকে বললো। আজকের দিনে নাকি, আদিত্য ভাইয়া কারোর সাথে কথা বলেন না।একদম একা একা বসে থাকেন। শুনেছি আদিত্য ভাইয়া নাকি উনার মায়ের সবচেয়ে বেশি ক্লোজ ছিল। তাই হঠাৎ করে উনার মায়ের চলে যাওয়াটা উনি মেনে নিতে পারেননি। অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলেন।

নূরের খারাপ লাগাটা আরো বেড়ে গেল।বুকের ভেতর কেমন চিনচিন ব্যাথা শুরু হলো। উনার মতো এতো স্ট্রং মানুষের ভেতরে যে এতো কষ্ট আছে তা দেখে বোঝাই যায় না।

তানি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো।
…ক্লাস শুরু হয়ে যাবে। চল ক্লাসে যায়।

নূর অন্যমনস্ক হয়ে থাকায় তানির কথা শুনতে পায় না। তানি ভ্রু কুঁচকে নূরের কাঁধ ধরে হালকা ঝাকিয়ে বললো।
…কিরে?কোথায় হারিয়ে গেলি?ক্লাসে যাবি না?

নূর সম্ভূতি ফিরে পেয়ে তানির দিকে তাকিয়ে বললো।
…হুম? হ্যা চল।

————————————-

ক্লাসে বসে আছে নূর। প্রথম ক্লাস চলছে। নূরের কিছুতেই ক্লাসে মন বসছে না।মনটা ছটফট করছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে। বারবার শুধু আদিত্যের কথা মনে পরছে। নাজানি কেমন আছেন উনি?এসব ভাবতে ভাবতে কোনরকমে ক্লাসটা শেষ হলো। নাহ্ আর থাকতে না পেরে প্রফেসর চলে যেতেই নূর আমতা আমতা করে তানিকে বললো।
….তানি,বলছি কি শোন না?ইয়ে মানে।

তানি ভ্রু কুঁচকে বললো।
….কি মানে মানে করছিস?যা বলবি ঠিক করে বল।

….মানে বলছি কি,চলনা আমরা ওখানে একটু যাই?

তানি ভ্রু উঁচিয়ে বললো।
…ওখানে? ওখানে কোথায়?

…..ইয়ে মানে উনার কাছে।

….উনার কাছে? এক মিনিট, তুই কি আদিত্য ভাইয়ার কথা বলছিস?

নূর মাথা ঝাকালো। মানে হ্যা।

তানি অবাক হয়ে চেয়ে রইল নূরের দিকে। যে মেয়ে আজ পর্যন্ত স্কুল কলেজ বাদ দিয়ে কোথাও যাওয়ার কথা শুনলেও ভয়ে কাঁপত।সেই নূর কিনা আজ নিজেই ক্লাস বাদ দিয়ে কোথাও যেতে চাচ্ছে। নূর যে আদিত্যের প্রতি দূর্বল হয়ে পরেছে সেটা তানি ভালোই বুঝতে পারছে। তানি দুষ্টু হেসে বললো।
…..হ্যা হ্যা তুই চাইলে তো অবশ্যই যাওয়া যায় তোর উনার কাছে। তবে ম্যাডাম আমরা যাবো কিভাবে। আমরা তো আর রাস্তা চিনিনা।

নূর একটু ভাবলো তারপর হঠাৎ বললো।
….একটা উপায় আছে।

তানি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললো।
…কি?

নূর তানির হাত ধরে বললো।
….তুই চল আমার সাথে তারপর বলছি।

নূর তানির হাত ধরে বাইরে নিয়ে এলো।তারপর আদিত্যের গাড়ির কাছে এসে দাড়ালো। ওদের আসা দেখে আদিত্যের ড্রাইভার তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে দাড়িয়ে নূরের সামনে মাথা নিচু করে বললো।
….ম্যাম আপনি কি এখন বাসায় যাবেন? চলুন নামিয়ে দিয়ে আসি।

নূর বললো।
….আমরা এখন বাসায় যাবো না। আপনি কি আপনার স্যারের এতিমখানা চিনেন?

ড্রাইভার মাথা বললো।
….জ্বি ম্যাম, চিনি।

….তাহলে আমাদের একটু ওখানে নিয়ে যেতে পারবেন?

…জ্বি অবশ্যই। চলুন।

নূর মুচকি হেসে তানিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। তানি এতক্ষণ সব হা করে দেখছিল। ও র সব মাথার উপর দিয়ে যাচ্ছে। গাড়িতে বসে তানি নূরকে জিজ্ঞেস করে।
….নূর এসব কি? আর এই লোকটাই বা কে?আমিতো কিছুই বুঝতে পারছি না।

নূর তানিকে সবটা খুলে বললো। তানি সবটা শুনে দুষ্টু হেসে বললো।
….বাব্বাহ্ তলে তলে এতোকিছু? আর আমি জানিই না।

নূর নিচের দিকে তাকিয়ে লাজুক হাসে।

—————————————-

গাড়িটা এতিমখানার সামনে এসে থামলো। ড্রাইভার বলে উঠলো।
….ম্যাম আমরা চলে এসেছি।

নূর আর তানি গাড়ি থেকে নেমে দাড়ালো। নূরের কেমন যেন বুকের ভেতর দুরুদুরু করছে। এখানে চলেতো এসেছে, কিন্তু এখন ভেতরে যেতে ভয় লাগছে। যদি উনি আমাকে এখানে দেখে রাগ করেন?তানি নূরের দিকে তাকিয়ে বললো।
….কিরে? এখানে দাঁড়িয়ে পরলি কেন? চল ভিতরে?

নূর তানির দিকে তাকিয়ে বললো।
…যদি উনি রাগ করেন?

…..আরে রাগ কেন করবে?এতো না ভেবে ভেতরে চল।

নূর মাথা ঝাকিয়ে সায় দিল। তারপর তানির হাত ধরে ভেতরে ঢুকলো।

ভেতরে ঢুকে নূর চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। এতিমখানাটা অনেক বড়ো। চারপাশে সুন্দর গাছগাছালিতে ভরা। জায়গায় জায়গায় বাচ্চারা খেলাধুলা করছে। আবার কিছু বয়স্ক লোকও এখানে ওখানে বসে আছে। নূরের কাছে জায়গাটা অনেক ভালো লাগছে। নূর আর তানি দেখতে পেল। আবির আর তাসির এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। নূর আর তানি ওদের দিকে এগিয়ে গেল।

ওদের দেখে আবির আর তাসির খানিকটা অবাক হয়।আবির তানির দিকে তাকিয়ে বললো।
…তোমরা এখানে? তুমিতো বলোনি যে তোমরা এখানে আসবে?

নূর একটু অস্বস্তিতে পরে গেলো। ভাবছে এখন কি বলবে? ও মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। তানি মুচকি হেসে বললো।
….আসলে আগে কোনো প্লান ছিলোনা। হঠাৎ করে ইচ্ছে হলো তাই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম।তারপর তানি আবিরকে চোখ দিয়ে নূরের দিকে ইশারা করে বুঝালো আসল ব্যাপারটা।আবিরও ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসলো।

নূর শুধু এদিক ওদিক তাকিয়ে আদিত্যকে খুঁজছে। তাসির বিষয়টা বুঝতে পেরে নূরের উদ্দেশ্যে বললো।
….আদিত্য ওই দিকে আছে। তুমি চাইলে যেতে পারো। হাত উঠিয়ে আঙুল দিয়ে এতিমখানার পিছনের দিকে ইশারা করে দেখালো তাসির।

নূর একটু দ্বিধায় পরে গেলো। যাবে কি যাবে না তাই ভাবছে। তানি বললো।
….তুই যা দেখা করে আয়।আমি এখানেই আছি চিন্তা করিস না।

নূর মাথা ঝাকিয়ে তাসিরের ইশারা অনুযায়ী সেই দিকে হাটা শুরু করলো।

নূর যেতেই আবির চিন্তিত স্বরে তাসিরকে বললো।
….তুই যে নূরকে আদিত্যের কাছে পাঠালি।যদি আদিত্য রেগে যায়? তুই তো জানিস ও আজকের দিনে কারোর সাথেই তেমন কথা বলে না। ইভেন আমাদের সাথেও না।

তাসির আবিরকে আস্বস্ত করে বললো।
….তুই চিন্তা করিস না। দেখবি নূরই পারবে ওকে আজকের দিনে স্বাভাবিক করতে।
তাসিরের কথায় আবিরও ভরসা পেল।তাই ও আর কিছু বললো না।

নূর হাটতে হাটতে এতিমখানার পেছনের সাইটে চলে এলো। নূর দুর থেকে দেখতে পেল আদিত্যকে।একটা সাদা পাঞ্জাবি পরে একটা ব্রেঞ্চের ওপর দুহাত দুই দিকে রেখে মাথা আকাশের দিকে করে চোখ বন্ধ করে বসে আছে।

নূরের একটু ভয় লাগছে আদিত্যের কাছে যেতে। যদি উনি আমাকে এখানে দেখে রেগে যায়? নূর মনে একটু সাহস জুগিয়ে এগিয়ে গেল আদিত্যের কাছে।
নূর আদিত্যর কাছে এসে দেখলো। আদিত্য এখনো চোখ বন্ধ করে উপরের দিকে মুখ করে বসে আছে। নূর আস্তে করে আদিত্যের পাশে বসে পরলো।

আদিত্য বুঝতে পারলো ওর পাশে কেউ বসেছে। আদিত্য চরম বিরক্ত হয়ে গেলো। আজকের এই দিনটাতে ও একা থাকতে চায় এটা জানা সত্বেও কে আসলো ওকে ডিস্টার্ব করতে? সেটা দেখার জন্য আদিত্য বিরক্তি নিয়ে পাশে তাকালো।পাশে তাকাতেই আদিত্য একটা ঝটকা খেল।আদিত্য অবাক হয়ে তাকিয়ে রইলো নূরের দিকে।

আদিত্যকে দেখে নূর চমকে গেল। চেহারাটা কেমন মলিন হয়ে গেছে।চুলগুলো কেমন উস্ক খুস্ক হয়ে আছে। চোখ দুটোও কেমন লাল হয়ে গেছে।

কিছুক্ষণ পর আদিত্য নূরের দিক থেকে মাথা ঘুড়িয়ে সামনে তাকালো। নূরের দিকে না তাকিয়েই গম্ভীর কণ্ঠে বললো।
….তুমি এখানে কি করছো? তোমার এখানে আসা ঠিক হয়নি।

নূরের মনে মনে ভয় লাগলেও উপরে উপরে সাহস দেখিয়ে বললো।
….কি করছি মানে?রোজ যেটা করি সেটাই করতে এসেছি।আমার শাস্তি ভোগ করতে এসেছি। দেখুন আমি কখনো কথার বরখেলাপ করিনা। আমি আপনাকে কথা দিয়েছি যে রোজ আপনাকে একটা করে চুমু দিবো।তাই আজ যখন আপনি ভার্সিটি আসেননি আমিই চলে এলাম আমার কথা রাখতে। নাহলে আপনিই হয়তো কাল আবার বলবেন আমি আমার কথা রাখিনি। হয়তো আবার নতুন কোনো শাস্তিও দিতে পারেন। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না।
একদমে কথাগুলো বলে থামলো নূর। এতক্ষণ কি বলেছে ও নিজেই জানেনা। নূর শুধু আদিত্যকে একটু স্বাভাবিক করার জন্য এসব কথা বলেছে।

আদিত্য নূরের কথায় অনেক অবাক হলো। নূরকে এর আগে এতো কথা বলতে কখনো দেখিনি। নূর যে ওর মাইন্ড ডাইভার্ট করার জন্য এসব কথা বলেছে তা ও ভালোই বুঝতে পারছে। আদিত্য আবারও নূরের না তাকিয়েই গম্ভীর কণ্ঠে বললো।
…..যাই বলোনা কেন তোমার এখানে আসা উচিত হয় নি।আজকের দিনে আমার মন মেজাজ ঠিক থাকেনা। তোমাকে উল্টা পাল্টা কিছু বলে দিতে পারি। তখন তোমারই খারাপ লাগবে।তাই বলছি তুমি চলে যাও প্লিজ।আর তোমাকে এখানকার কথা কে বললো?

আদিত্যের কথায় নূর মনে মনে প্রচুর ভয় পেয়ে যায়। তবু্ও ওখান থেকে উঠে না।ওখানেই বসে থাকে।

আদিত্য আবার বলে ওঠে।
…. দেখো আমাকে কেউ সিমপ্যাথি দেখাক সেটা আমার একদম পছন্দ না। কারণ যে যতোই বলুক যে তোমার কষ্ট আমরা বুঝি। আসলে কেউই বোঝেনা।যার কষ্ট শুধু সেই বোঝে। তাই আমার এইসব অহেতুক সিমপ্যাথি খুবই বিরক্ত লাগে।

নূর আবারও একটু সাহস নিয়ে বললো।
…আমি আপনাকে কি সিমপ্যাথি দেখাবো।আপনি তাও আপনার মাকে দেখেছেন তার সাথে কতো কথা বলেছেন। তার সাথে খেলাধুলা করেছেন। তার চেহারা আপনার মনে আছে। তার শরীরের গন্ধ আপনার মনে আছে। তার সাথে জুড়ে থাকা শতশত ভালো মন্দ সব স্মৃতি আপনার মনে আছে। অথচ আমাকে দেখুন। পৃথিবীতে এসে মা জিনিসটা কি তাই চিনলাম না।তার আগেই সে চলে গেল। তাহলে আপনিই বলুন আমি কিভাবে আপনাকে সিমপ্যাথি দেখাবো। যেখানে আমিই আপনার চেয়ে বেশি হতভাগি।কথাগুলো বলতে বলতে নূরের গলা ধরে এলো।

নূরের কথা শুনে আদিত্যের বুকের ভেতর হু হু করে উঠলো। আদিত্য মায়া ভরা চোখে নূরের দিকে তাকালো। মেয়েটাতো সত্যিই বলেছে।ওর কষ্ট তো আমার চেয়েও অনেক বেশি।

আদিত্যর তাকানো দেখে নূর জোরপূর্বক একটা হাসি দিয়ে বললো।
…. সত্যি বলছি আমি কোনো কথা বলবো না। শুধু চুপচাপ এখানে বসে থাকবো।আই প্রমিজ।

আদিত্য আর না বলতে পারলো না। মাথা ঝাকিয়ে সায় জানালো।তারপর আবার সামনের তাকিয়ে বসে রইলো। আদিত্য যতই মানা করুক না কেন। মনে মনে সেও চায় নূর ওর পাশে থাকুক। নূর পাশে থাকলে ওর তখন শান্তি শান্তি লাগে।

কিছুক্ষণ দুজনেই ওভাবে চুপচাপ বসে রইলো। হঠাৎ আদিত্য নূরের দিকে তাকিয়ে বললো।
…নূর তুমি যদি কিছু মনে না করো আমি কি একটু তোমার পায়ের ওপর মাথা রেখে শুতে পারি?

আদিত্যের এমন কথা শুনে নূর একটু লজ্জায় পরে গেলো। ও কি বলবে বুঝতে পারছে না। নূর মাথা নিচের দিকে করে ঝাকালো। মানে সে রাজি।

আদিত্য নূরের পায়ের ওপর মাথা দিয়ে শুয়ে পরলো। পা দুটো ব্রেঞ্চের ওপর গুটিয়ে কাত হয়ে সামনের দিকে মুখ করে শুয়ে পরলো।
আদিত্য শুতেই নূরের সারা শরীর কেঁপে উঠলো।এই প্রথম কোনো ছেলে নূরের এতো কাছে এসেছে। সারা শরীরে অদ্ভুত এক অনূভুতি ছড়িয়ে পরলো।এমন অনুভূতি আগে কখনো হয়নি। নূর ওড়নার কোণা চেপে ধরে চোখ বন্ধ করে বসে রইলো।

আদিত্য বললো।
…মাথাটা অনেক ব্যাথা করছে। একটু চুলগুলো টেনে দিবে প্লিজ?

নূর আরো লজ্জায় পরে গেলো। কাঁপা কাঁপা হাতটা উঠিয়ে আদিত্যের মাথায় রাখলো।তারপর আস্তে আস্তে চুলগুলো টেনে দিল।নূর খেয়াল করলো আদিত্যের চুল কি সুন্দর সফট আর সিল্কি। ইচ্ছে করছে শুধু হাতাতেই থাকি।

আদিত্যরও এখন অনেক ভালো লাগছে। আদিত্য আবার বলে উঠলো।
…জানো?ছোট বেলায় আমি এভাবে আমার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে থাকতাম আর মা আমাকে এভাবে চুল টেনে দিতো।

নূর আগ্রহ নিয়ে বললো।
…তাই? আরো বলুন না আপনার মায়ের সম্পর্কে।

আদিত্য নূরের মুখের দিকে চেয়ে বললো।
….তুমি সত্যিই শুনতে চাও আমার মার সম্পর্কে?

নূর মাথা ঝাকিয়ে বললো।
….হুম। বলুন না।আমার মায়েদের কথা শুনতে খুব ভালো লাগে।

আদিত্য মুচকি হেসে আবার সামনের দিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বললো।
…ঠিক আছে। তারপর আদিত্য ওর মায়ের অনেক বলতে শুরু করলো। কথা বলতে বলতে আদিত্যের মনটা অনেক ফুরফুরে হয়ে গেলো। কথা বলতে বলতে মাঝে মধ্যে আবার ওরা হেসেও দিচ্ছে।

এদিকে দূর থেকে আবির তাসির তানি এবং সানা আর ওর বাবাও এগুলো দেখছে। সবার ঠোটেই একটা আনন্দের হাসি। আদিত্যকে এভাবে দেখে আদিত্যের বাবার চোখে খুশিতে পানি চলে এলো। সানা ওর বাবাকে জরিয়ে ধরে বললো।
….দেখেছো বাবা বলেছিলাম না ভাইয়ার জীবনেও কেউ না কেউ আসবে।যে ভাইয়ার জীবনটা রঙিন করে তুলবে।

সানার বাবাও মাথা ঝাকিয়ে বললো।
….হ্যারে মা।এখন আমিও নিশ্চিন্ত হয়ে গেলাম ওকে নিয়ে। ওর জীবনটা সাজানোর জন্য কেউ চলে এসেছে।
তারপর ওরা সবাই ওখান থেকে চলে গেল।

একটু পরে আদিত্য নূরের কোল থেকে উঠে বসে বললো।
….চলো তোমাকে আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেই।

নূর মাথা ঝাকিয়ে বললো।
….ঠিক আছে চলুন।

নূর উঠে যেতে নিতেই আদিত্য নূরের হাত ধরে বলে উঠলো।
….যাওয়ার আগে তোমার কাজটাতো করে যাও। যেটার জন্য তুমি এসেছ।

নূর লজ্জায় মাথা নিচু করে ফেললো।

আদিত্য বললো।
….তোমাকে আর একটা শেষ রিকুয়েষ্ট করবো। রাখবে প্লিজ?

নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললো।
…কি?

….আজকের চুমুটা আমার কপালে দিবে প্লিজ? মা সবসময় আমার কপালে চুমু দিতো।

নূর মাথা নিচু করে ঝাকালো। মানে সে রাজি।

আদিত্য খুশী হয়ে চোখ বন্ধ করে নিল।তারপর নূর আদিত্যের কপালে চুমু দিয়ে চলে গেল। আর আদিত্য বসে বসে মুচকি হাসলো।

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here