দেওয়ানা_(আমার ভালোবাসা) #লিখিকাঃ_রিক্তা ইসলাল মায়া #পর্বঃ_১৫

0
423

#দেওয়ানা_(আমার ভালোবাসা)
#লিখিকাঃ_রিক্তা ইসলাল মায়া
#পর্বঃ_১৫

🍂
অস্থিরতার একটা রোগ বলা যায়,,, স্বাধারণ রোগে আক্রান্ত হলেও মানুষ মেডিসিন নিয়ে ভালো হয়ে যায়,,, তবে মনের অস্থিরতা রোগে আক্রান্ত হলে কি মেডিসিন নিয়ে ভালো হওয়া যায়,,, যদি যায় তবে আমারও কি এখন ডাক্তার এ কাছে যেতে হবে অস্থিরতার নামক মেডিসিন এর জন্য,,, নাকি ডক্টর আমাকে উনি (রিদ) নামক মেডিসিন দিবেন,,, আচ্ছা এ অস্থিরতার কি যাকে ধরে তার ভিতরটা কি শিরশির ব্যাথা অনুভব হয়, আর মনে মধ্যে কি শুধু ব্যাকুলতা বিরাজ করে যা এ মূহুর্তে আমার করছে,,,, যদি হয়ও তাহলে হঠাৎ করে আমার এমন লাগছে কেন,,,
কেন আমার চোখ দুটো উনাকে (রিদ) খুঁজে চলছে একটু দেখা আশায়,,, কই আগে তো আমার সাথে এমন কখনো হয় নি, আমার মনটা এত ব্যাকুল হয়নি উনাকে দেখার জন্য তাহলে আজ এমন লাগছে কেন,,,?

🍁
—” আয়ন ভাইয়া আমাকে বেন্ডেজ করে দেওয়া পর উনি আমাকে ফিহার কাছে দিয়ে যায় আর বলে যায় ওর সাথে থাকতে, একা কোথাও না যেতে, আমিও বাধ্য মেয়ে মতো আয়ন ভাইয়া কথা মেনে চলছি,,, ফিহা আমার সাথেই আছে এটা সেটা বলে যাচ্ছে আমাকে কিন্তুু আমি ওর কোনো কথায় মনোযোগ হতে পারছি না,,, কারণ মনে মধ্যে প্রচন্ড অস্থিরতার নিয়ে, আমার চোখ দুটো অন্য কাউকে খুঁজে চলছে আর সেটা হল আমার গুনধর স্বামীকে,, তাই চারপাশে চোখ বুলিয়ে তাকে খুঁজে চলছি দেখা পাওয়ার আশায়,,,, আচ্ছা উনি কি আমার সামনে আজকে ইচ্ছা করে আসতে চাইছে না যাতে আমি উনাকে খুঁজি কিন্তুু কেন,,, আমার এ অস্থিরতাটা কি উনি বুঝতে পেরেছেন তাই,,,,

আমার এমন চিন্তা ভাবনায় ব্যাঘাত ঘটায় ফিহার কথায়,,, ওহ খানিকটা রেগে বলে উঠে,,,,

—” মায়া তুই কি আমার কথা শুনতে পারছিস,,, মনোযোগ কই তর, আর কাকে খুঁজছিস তুই,,,,

আমি ওর দিকে না তাকিয়ে চারপাশে চোখ বুলিয়েই চলছি আর সুপ্ত কন্ঠে বলে উঠি,,,,

—” তর ভাইকে,,, দেখেছিস তুই

ফিহা আমার কথায় তেতলে উঠে বললো,,,

—” আয়ন ভাইয়া সবেমাত্র গেল তকে আমার কাছে দিয়ে নিচে রেডি হতে,,,, আর তুই যেতে যেতে ভুলে গেলি,,,

আমার খুঁজা অনুসন্ধান জারি রেখে, ফিহার দিকে না তাকিয়ে বিরক্তি নিয়ে বলি,,,,

—” আয়ন ভাইয়াকে খুঁজছি না আমি,,,,

ফিহা হালকা সন্দেহা দৃষ্টি নিয়ে আমাকে আবার প্রশ্ন করে,,,,

—-” তাহলে কাকে খুঁজছিস তুই,,, (ভ্রু কুঁচকে)

ফিহার এমন কথায় আমার মনোযোগ ভূষ্ট হল,,, তাই বিরক্তি নিয়ে ওর দিকে তাকায় কিছু বলতে যাব এর আগেই ওর ফোন বেচারা বেজে ওঠে,,,, ফিহা হালকা বিরক্তি নিয়ে ফোনে কথা বলতে চলে যায়,, ওর চলে যাওয়াতে আমি ভিষণ খুশি হলাম,,, আর আমার এ খুশিটা একধাপ বাড়িয়ে উনাকে খুঁজে চলছি চারপাশে,,

চঞ্চল আর অশান্ত চোখে খুঁজতে খুঁজতে মূহুর্তেই আমি স্থির হয়ে গেলাম,,, অবশেষে আমার বহু প্রত্যাশিত ব্যাক্তিকে পেয়ে গেলাম আমার সামনে,,,, ছাদে সুইমিং পুলের একপাশে দাঁড়িয়ে আছে সাথে রয়েছে দুটো জেন্টেলম্যান উনার (রিদ) সাথে কথা বলছে,,, কিন্তুু উনি(রিদ) কোনো কথা বলছে না,,,, উনার শান্ত দৃষ্টি স্থির করে আমার দিকে তাকিয়ে আছে,,, মনে হচ্ছে যেন উনি শুরু থেকে আমাকেই দেখছিলেন আর আমি উনাকে খুঁজে চলছি এটা উনি জানেন প্রথম থেকে,,,,

উনাকে দেখা মূহুর্তেই আমি থমকে গেলাম কে কি করছে আমি কিছু দেখতে পারছি না আর না শুনতে,,, আমি এক অস্থির চোখে তাকিয়ে রইলাম উনার দিকে,,,, উনার পড়নে রয়েছে নীল কোর্ট, নীল পেন্ট, ভিতরে সাদা শার্ট, গলায় হালকা চিকনের এ মধ্যে কালো টাই-ই, এক হাতে ব্যান্ডের ঘড়ি,, অন্যহাতে ওয়াইন গ্রাস ধরা, যা কিছুক্ষন পর পর চুমুক দিচ্ছে,,,,
চুল গুলো স্পাইক করা তুর্কী স্টাইলে,,, বাদামী চোখ তার ওপর মাতাল করা শান্ত দৃষ্টি যা আমাকে এ মূহুর্তে খুন করছে,,,,,

ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম উনার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে,,,, উনিও আমার দিকে তাকিয়ে আছে আগের ন্যায় শান্ত দৃষ্টিতে,,,, কিছু বুঝতে পারছি না হঠাৎ করে এমন করছি কেন আমি,,, কি হয়েছে আমার,,, উনাকে আমার খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছে কেন,,, আর কেনই বা একটু ছুয়ে দিতেও ইচ্ছা করছে,,, আমি এক পা এক পা করে উনার দিকে এগিয়ে চলছি খানিকটা কাছে যেতেই, কেউ আমাকে পিছন থেকে আমার হাতটা চেপে ধরে আমি চমকে উঠে সাথে সাথে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল আয়ন ভাইয়া হাসি মুখ,,,,

উনি আমাকে হাসি মুখে প্রশ্ন করেন,,,,

—-” ওদিকে কোথায় যা মায়াপাখি,,, আর একা কেন তুমি, ফিহা কোথায়,,,,? তোমার কি হাতে কোনো সমস্যা হচ্ছে,, ব্যাথা করছে খুব ( অস্থির হয়ে)

আমি শান্ত দৃষ্টিতে আয়ন ভাইয়া দিকে তাকিয়ে রইলাম, উনি কি বলছেন আমার কোনো বোধগমন হচ্ছে না,, আর না কিছু শুনতে পারছি,,, শুধু তাকিয়ে আছি,,, উনাকে দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে পড়নে তার কালো সুর্ট, কালো পেন্ট, ভিতরে সাদা শার্ট,, গলায় হালকা চিকনের মধ্যে কালো টাই-ই, এক হাতে ব্যান্ডের ঘড়ি,, আর চুল গুলো স্পাইক করা,,, যেকোনো মেয়েকে মূহুর্তেই দেওয়ানা বানাতে সক্ষম,,,,

আমার তাকিয়ে তাকা দেখে উনি হেসে আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন উনার সাথে,,, আর আমি পিছন ফিরে উনার দিকে তাকিয়ে থেকে আয়ন ভাইয়া সাথে যেতে লাগলাম,,, উনি (রিদ) তখনো শান্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে ওয়াইন এ গ্রাস এ চুমুক দিচ্ছিলেন,,,, উনাকে শান্ত দেখে আমার কেন জানি অশান্ত লাগছিল খুব,,,,

🍂 🍂 🍂

ছাদে দাদীর পাশে বসে আছি আমি, বাকিরা সবাই যার যার কাজে ব্যস্ত, দাদাজান, ফুপা, আয়ন ভাইয়া, ফুপি, তারা আপুর শশুরবাড়ির মানুষদের সাথে কথা বলায় ব্যস্ত,,, ফিহা সেলফি তোলায়,,, দাদী মেহমান দের সাথে কথা বলায় ব্যস্ত,,, আর আমি মাথা নিচু করে বসে আছি কিছু ভালো লাগছে না আমার তাই,,,, হঠাৎ কি মনে করে আমি মাথা উচু করে উনার দিকে তাকায় সাথে সাথে আবারও উনার শান্ত দৃষ্টি আমার চোখে পড়ল,,, উনি আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে তবে এবার উনি (রিদ)একা হাতে ওয়াইন এ গ্রাস আর অন্যহাত পকেটে গুঁজানো,,,, দুজনই পলকহীন ভাবে তাকিয়ে আছি একে ওপরের দিকে,,,

তখনি দাদীর কথায় আমি আবারও পাশে ফিরে তাকায়,, দাদী আমাকে বলছে আপুর এনগেজমেন্ট শুরু হবে এখন,,, তাই স্টেজ এ সামনে যেতে বলেই উঠে দাঁড়িয়ে আপুর কাছে যেতে লাগলেন দাদী, আমি দাদীর যাওয়ার দিকে একপলক তাকিয়ে উঠে দাঁড়িয়ে পরি,,, আর সামনে দিকে তাকায় উনাকে দেখার জন্য কিন্তুু উনাকে না দেখে চারপাশে খুঁজতে লাগলাম,,,অবশেষে কোথাও না পেয়ে পাশ ফিরে তাকাতেই আমি চমকে উঠলাম,,, উনি আমার পাশে দাড়িয়ে আছে আমার সাথে,,, কিন্তুু দৃষ্টি তার সামনে স্টেজের দিকে,,, আমি স্তব্ধ ও অস্থিরতা সাথে ধীর পায়ে এগোতেই উনিও (রিদ) আমার সাথে কদম মিলিয়ে হাটতে শুরু করেন,,,

চলবে,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here