হৃদয়ে_লুকানো_প্রেম #নুুরুন্নাহার_তিথী #পর্ব_৩১(বিয়ে স্পেশাল)

0
638

#হৃদয়ে_লুকানো_প্রেম
#নুুরুন্নাহার_তিথী
#পর্ব_৩১(বিয়ে স্পেশাল)
হলুদের অনুষ্ঠান সুন্দর নির্বিঘ্নেই কে*টে গেলো। একটানা তিন-চার ঘণ্টা বসে থেকে প্রিয়ার কোমোড়ের অবস্থা নাজেহাল। জারিফ তো তাও কয়েকবার উঠে বন্ধুদের সাথে কথা বলেছে। রুমে গিয়ে প্রিয়া এই শাড়ি গহনা নিয়েই সটান হয়ে শুয়ে পরে বলে,

“ওরে কী যে শান্তি লাগতেছে এখন। সারাদিন শুয়েই থাকতে মন চাচ্ছে।”

ইফা হাতে করে একটা পে*ইনকি*লার ঔষধ এনে প্রিয়াকে দিয়ে বলে,

“এটা খেয়ে নে নয়তো কালকে ধকল সামলাতে পারবি না।”

“এই আপু! বিয়েতে অ্যাম্বুলেন্স এলাউ না?”

ইফা না বুঝে বলে,
“না তো। কেনো বলতো?”

ইফা না বুঝলেও প্রিয়ার বান্ধুবীরা ঠিকই বুঝে গেছে। মিম হাই তুলতে তুলতে বলে উঠে,

“বুঝোনা কেনো আপু! সে বলবে, সে অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে যাবে ও আসবে! ওর যতো অকর্মা চিন্তা-ভাবনা।”

প্রিয়া মিমকে ভে*ঙচি দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। মূলত সবাই ওকে ঘুমানোর তাগদা দিচ্ছিলো নাহলে সে তো হলুদের ফাংশনের ছবিগুলো দেখতে বসেছিল।

________

সকাল থেকে ব্যাস্ততা ও দৌড়াদৌড়ির উপরই যাচ্ছে। প্রিয়াকে সকাল সকাল পার্লারে নিয়ে গেছে। কাজিন মহলের সবার সাঁজগোজ করতে কখন এসে বিয়ের ভেন্যুতে পৌঁছাবে তা নিয়ে সন্দেহ। মা-চাচিরা বাড়িতে সব ঠিকঠাক করছেন।
জারিফদের বাড়িতে তামান্না, ফিহা, আরও কয়েকজন কাজিনদের ওয়াইফরা পার্লারে গিয়েছে তাদের বাচ্চাদের রেখে। এখন বাচ্চাদের নিয়ে বাবারা পরেছে মহাবিপাকে। জারিফের এক কাজিন আফসোস করে বলে,

“ভাইরে! বিয়ে তো করছিস। তিনমাস তো হাওয়ায় উড়লি। এখন বউ ঘরে তুলবি তারপর আমাদের কস্টটা ফিল করতে পারবি।”

আরেকজন বলে,
“বউয়েরা পার্লারে যাবে আর বাচ্চাদের ধরিয়ে দিয়ে যাবে। আজকে সারাদিন দেখবি ওরা বাচ্চার ধারে কাছেও ঘেঁষবে না।”

“ঠিক বলছেন ভাই।”

এক অবিবাহিত কাজিনের এহেনো সমর্থনে বিবাহিত কাজিনরা তীক্ষ্ম নজরে তাকায়। জায়ান বলে,

“তুই সমর্থন করিস কেনো? তুই তো বিয়ে করিস নাই। তোর তো বাচ্চা নাই। ব্যাপার কী হুম?”

বেচারা থতমত খেয়ে যায়। তার যে রিলেশন আছে আর প্রেমিকার প্যারায় যে সে এখনই অতীষ্ঠ তা তো বলতে পারবে না বিধায় আমতা আমতা করে হাসার চেষ্টা করে বলে,

“আরে আমি তো তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। দেখতেছি তো তোমাদের। ইশ! ভাবীরা কী নি*র্দয়!”

তারপরেও সন্দেহের তী*র পুরোপুরি হটেনি কিন্তু তারা আবার কথায় মশগুল হওয়াতে বেচারা হাঁফ ছেড়ে বাঁচে। জুম্মার নামাজের পর ওরা বরযাত্রী বের হয়।

________

পার্লার থেকে সেঁজে এসে বসে আছে। ভালোই গরম লাগছে। তারউপর হচ্ছে বৈশাখ মাস! প্রিয়া এই ভারী শাড়ি, গহনা পরে এখন তো কোনোরকম আছে। হঠাৎ “বর এসেছে” শোরগোলে প্রিয়াকে রেখে সবাই পাগারপার মেইনগেইটের কাছে। প্রিয়া বোকার মতো ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এবার সে মুখ ফুলিয়েছে। একটু পরপর দেখা যাচ্ছে রাহা ও কয়েকজন কোনদিকে দৌঁড়ে যায় আবার আসে। প্রিয়া কৌতুহলী হলো তাই সে টিপটিপ পায়ে মেইনগেইটের দিকে অগ্রসর হয়। আশেপাশের অন্যান্য গেস্টরা ব্যাপারটা দেখে হাসাহাসিও করছে কিন্তু তাতে প্রিয়ার কী? সে তো দেখবে।

জারিফের কাছ থেকে গেইট আটকিয়ে বড়ো এমাউন্ট দাবি করে বসে আছে। সাথে নানারকমের জুস সাঁজানো। নানাধরনের মিষ্টান্ন। কাঁচামরিচের রসোগোল্লাটাও রেখেছে। দুই পক্ষের কথা হচ্ছে। প্রিয়াকে দেখে জারিফের কাজিনরা বলে উঠে,

“ভাবীইইই! আমাদের সাহায্য করেন। এই এই ভাবী চলে এসেছে। এখন আর ভয় নাই।”

প্রিয়া হকচকিয়ে তাকায়। প্রিয়ার কাজিনরা পেছোনে ঘুরে প্রিয়াকে দেখে আবার সামনে ঘুরে জারিফের কাজিনদের বলে,

“হে হে! সে গুঁড়ে বালি! প্রিয়ু আমাদের টিমে। সে আমাদের সাপোর্ট করতে এখানে এসেছে।”

রাহা ভাব নিয়ে বলে,
“আহা শখ দেখো! আপুর বাহানা দিয়ে তারা ঢোকার ধা*ন্দা করে!”

রাহা কথাটা বলা মাত্রই প্রিয়ার কাজিনমহলে হাসির রোল পরলো কিন্তু তৎক্ষণাৎ জারিফের কাজিনমহল থেকে একটা শক্ত কন্ঠস্বর ভেসে আসলো,

“মুখ সামলে বলো পিচ্চি। অন্যরা বলেছে সেগুলো মানা গেলেও এক স্কুল পড়ুয়া মেয়ের মুখ থেকে এসব কাম্য না। শব্দের সঠিক ব্যাবহার করবে।”

রাহা ঈষৎ কেঁপে উঠলো। নিরবতা বিরাজ করল দুই পক্ষের মাঝেই। জায়ান গিয়ে শক্ত কন্ঠস্বরের মালিককে ফিসফিস করে বলছে,

“আস্তে নাহান। বাচ্চা মেয়ে বুঝেনি। তুই হাইপার হচ্ছিস কেনো? তোর না মা*থাব্যথা করছিল? তুই নাহয় গাড়িতে গিয়ে রেস্ট কর। সব ঠিক হলে ডাক দিবো।”

নাহান কপাল ঘষতে ঘষতে বলে,
“অ্যাই অ্যাম ফাইন। চাচ্চুকে বলো এসব বাড়ির বড়োদের মাঝে মিমাংসা করতে। এভাবে তর্ক চলতেই থাকবে।”

জায়ান সামনে এগিয়ে হালকা হেসে বলে,
“দেখেন আপনারা যেই এমাউন্ট দাবী করছেন তা পসিবল না। মাঝামাঝিতে আসেন। আর বড়োরা কথা বলেন।”

রাহা চুপসে গেছে। আঁড়চোখে নাহানকে একবার দেখে নিলো। ছেলেটি কে সে জানে না। হবে হয়তো জারিফের কাজিনদের কেউ। কিছুক্ষণের মধ্যে সবকিছু মিটিয়ে জারিফরা ভেতরে প্রবেশ করে। তারপর জারিফকে প্রিয়ার পাশে বসানো হয়। বর-কনে দুটোকে নিয়ে এখন ছবি, ভিডিও করার বাহার চলছে। ওদের কানের কাছে মৌ*মা*ছির মতো সবাই ভনভন করতেই আছে যার দরুন একটু কথা বলার সুযোগও পাচ্ছে না। এখন খাবার টেবিলে নিয়ে গেছে ওদের। জারিফ ও প্রিয়াকে প্রথম তিন-চার লোকমা বড়োরা খাইয়ে দেওয়ার পর প্রিয়ার কাজিনরা জারিফকে খাওয়াতে আসলে জারিফ বিনয়ের সাথে মানা করে দেয়। প্রিয়া প্লেটে গো*শ*ত ছুটাতে পারছে না তাই জারিফ ছুটিয়ে দিচ্ছে আবার খাইয়েও দিচ্ছে। এগুলো দেখে সবার উচ্ছাস প্রকাশ পাচ্ছে সাথে ছবি, ভিডিও তো আছেই।

খাওয়া দাওয়ার পর সবাই একটু বসে। জারিফ প্রিয়ার কানের কাছে ফিসফিস করে বলে,

“শহর জুড়ে রৌদ্রবর্ষণ নামুক। জ্বলমলে বৃষ্টি। কাল্পনিক তাই না? রোদের উপস্থিতিতে ভারী বর্ষণ হয় বলে জানা নেই। কিন্তু আমার কল্পনায় আমি তোমাকে নিয়ে সেই বর্ষণে ভিজতে চাই।”

প্রিয়া লাজুক হাসে। এই লোকটা ইদানীং কেমন কেমন কথা বলে যার সাথে প্রিয়া তার ভার্সিটিতে জারিফ স্যারের রোলে থাকা ক্যারেক্টারের মিল পায় না। প্রিয়া মৃদু কন্ঠে বলে,

“আপনার এই রূপের সাথে পরিচিত হওয়ার পর আপনার টিচার রূপটা আমার কাছে কেমন কেমন লাগে। ঠিক বিপরীত যেনো।”

“মনের প্রেমময় অনুভূতির প্রকাশ আমি একান্ত তোমার সম্মুখেই করব প্রিয়।”

প্রিয়া লাজুক হাসে। লাজুক কন্ঠস্বরে বলে,
“আপনার সকল শব্দে আমার হৃদয়ে ঝড় তুলে। ঝড়ে সামলানোর দায়িত্ব এবার থেকে আপনার।”

দুজন দুজনার চোখের দিকে নির্নিমিখ চেয়ে আছে। সময় যেনো থমকে গেছে। চোখে চোখে প্রেমের আদানপ্রদান!

_________

রাহা কোথায় যেনো দৌঁড়ে যাচ্ছিল হুট করে নাহানের সাথে বেশ জোড়েশোরেই ধা*ক্কা খেয়ে ছিটকে পরে। নাহান নিজের বাহুতে হাত বুলাতে বুলাতে ঝাঁঝালো কিছু বলতে নিবে তৎক্ষণাৎ দেখে একটা মেয়ে ফ্লোরে পরে গেছে। মেয়েটির উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলে,

“এই মেয়ে, উঠো। এতো ব্যাস্ত হয়ে দৌঁড়ানোর কী আছে? ধীরে সুস্থে গেলেই পারো।”

রাহা মুখের উপর আসা চুলগুলো সরিয়ে নাহানের দিকে তাকিয়ে ভড়কে যায়। নাহানও খেয়াল করলো তখনকার মেয়েটা। সে বিরক্তিকর শব্দ করল। রাহা নিজে নিজেই উঠে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলে,

“সরি। আমি খেয়াল করিনি।”

কথাটা বলে চলেই যাচ্ছিল তারপর আবার ঘুরে বলে,

“তখনকার জন্যও সরি। আমি ফান করে বলেছিলাম। বুঝতে পারিনি আপনার খারাপ লাগবে।”

নাহান কিছু বলবে তার আগেই রাহা চলে গেছে। জারিফের আকদের সময় নাহানের ভার্সিটির কারণে আসতে পারেনি। তবে সে সবকিছু শুনেছে সবার থেকে তাই জানে রাহা স্কুলে পড়ে ফিহার মতো।

______

আয়ান টেরেসে গিয়ে পিহুকে মেসেঞ্জারে মেসেজ করে,

“আচ্ছা আমার কী একটু কস্ট পাওয়া উচিত না? কিন্তু পাচ্ছি না কেনো? তাকে অন্যকারও সাথে বধূবেশে দেখছি কেমন কেমন লাগছে তবে কস্ট পাওয়ার অনুভূতি হচ্ছে কী-না বুঝতেই পারছি না। আমাকে বিরস মানুষ বুঝি এজন্যই বলে?”

পিহু অনলাইনেই ছিল। এই সময়ে আয়ান তাকে মেসেজ করবে তাও প্রথমবারের মতো। মেসেজের ধরণটাও কেমন যেনো। পিহু কী জবাব দিবে বুঝে উঠতে পারছে না। এদিকে মিনিটের কাঁটা তিন মিনিট পেরিয়ে গেছে। অবশেষে লিখে,

“হয়তো তার প্রতি থাকা প্রখর অনুভূতির স্থানে অন্যকেউ এসেছে!”

আয়ান সাথে সাথে দেখল। তারপর মলিন হেসে অফলাইনে চলে গেলো। একটু পর প্রিয়ার বিদায়।

চলবে ইনশাআল্লাহ্‌,
সকলের বৌভাতের দাওয়ার রইল। ওদের বিয়েরটা দিতে ভুলে গিয়েছিলাম। সরি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। কপি নিষিদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here