#ফিরে_আসা
২২
লেখা : অতন্দ্রিলা আইচ
আজকের দিনটা ভয়ানক বিশেষ। আজ সারা দেশব্যাপী মুক্তি পেয়েছে আরশাদের সিনেমা ‘শেষ বিকেল’। আমাদের দেশে সাধারণত দুই ঈদকে কেন্দ্র করে মুক্তি পায় যতশত সিনেমা। তবে আরশাদের ক্ষেত্রে ভিন্ন কথা। তার সিনেমা কোনো উপলক্ষে মুক্তি পায় না। আরশাদ হকের সিনেমা মুক্তি পাওয়াটাই তো তার ভক্তদের জন্যে একটা উপলক্ষ।
সিনেমা মুক্তির দিন সাধারণত সিনেমা সংলিষ্ট সকলের মন উৎফুল্লে পরিপূর্ণ থাকে। আর যদি সেই সিনেমায় থাকে আরশাদ তাহলে সবথেকে প্রচ্ছন্ন হাসিটা প্রযোজকই হাসে। সিনেমা সবে আজ মুক্তি পেয়েছে, কিন্তু আগামী চার দিনের সব টিকিট বুকড। পঞ্চম দিনের টিকিটও প্রায় শেষের পর্যায়ে। একেই বলে আরশাদ হকের ভক্তদের উন্মাদনা।
দিনটা নিতান্তই আনন্দের। তবে আনন্দের লেশমাত্র নেই অরার মাঝে। কপাল খারাপ হলে যা হয়! সময়টা তার পার হচ্ছে দুশ্চিন্তার মাঝে। দুশ্চিন্তাটা অবশ্যই আরশাদকে ঘিরে।
সাড়ে সাতটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি। সাড়ে সাতটায় শুরু হতে যাচ্ছে সিনেমার প্রিমিয়ার শো। প্রিমিয়ার শো নামি-দামী বহু তারকাকেই নিমন্ত্রণ জানানো হয়েছে। সকলেই অধীর আগ্রহে দেখতে এসেছে আরশাদের নতুন সিনেমা।
প্রিমিয়ার শো আয়োজন করা হয়েছে ঢাকার একটি মাল্টিপ্লেক্সে। এই উপলক্ষে শোয়ের পুরোটা সময়ে মাল্টিপ্লেক্সে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। আরশাদ আসবে উপলক্ষে কর্তৃপক্ষ এখানকার নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। অথচ যার জন্যে এত আয়োজন, এত উদ্দীপনা – সেই আরশাদেরই কোনো দেখা নেই।
সীমা ব্যাকুল কণ্ঠে বলল, “এই অরা? আরশাদ এখনো আসছে না কেন?”
অরা কয়েক মুহূর্ত বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সীমার দিকে। একে তো আরশাদের নিত্য-নতুন পাগলামি, সেই সঙ্গে যুক্ত হয়েছে এই মেয়ের পাগলামি। সীমা একপ্রকার জোরাজুরি করে আজ প্রিমিয়ার শোতে এসেছে অরার সঙ্গে। আরশাদকে সামনাসামনি দেখার শখ না-কি আজ পূরণ করেই ছাড়বে। সীমার আসা নিয়ে অরার তেমন কোনো ভয় নেই। ডিরেক্টর আগেই বলে দিয়েছেন, আরশাদের টিম থেকে যে কয়জন খুশি যে কয়জন আসতে পারে।
অরার যত ভয় সব আরশাদকে নিয়ে। এতগুলো মানুষকে খবর দেওয়া হয়ে গেছে। সবাই জানে আজকের প্রিমিয়ার শোতে আরশাদ উপস্থিত থাকবে এবং সকলের সঙ্গে পুরো সিনেমাটা দেখবে। আর সেখানে
আরশাদই যদি না আসে তবে তো কেলেঙ্কারি কান্ড ঘটে যাবে।
স্বাভাবিক সময় হলে অরা ফোন করে আরশাদকে আসার জন্যে অনুরোধ করতে পারতো। তবে এই সময়টা স্বাভাবিক নয়। আরশাদের মেজাজ আজ তুঙ্গস্পর্শী। তুঙ্গস্পর্শীর ওপরে যদি কিছু থাকে, তাহলে তার মেজাজটা আজ তাই।
সিনেমা মুক্তি পেয়ে গেছে সকালেই, কিন্তু প্রিমিয়ার শো করা হচ্ছে সন্ধ্যায়। আরশাদ ঠিক করে রেখেছিল মাঝের এই সময়টুকু সে প্রধান প্রধান কয়েকটা টিভি চ্যানেলে ইন্টারভিউ দেবে। সবকিছু স্বাভাবিকভাবে পরিকল্পনা অনুযায়ী চলছিল। সর্বপ্রথম ইন্টারভিউ দিতে আরশাদ যায় চ্যানেল ১৬ তে। উপস্থাপক একেকটা প্রশ্ন করছিল আর আরশাদ একেক করে শান্ত ভঙ্গিতে উত্তর দিচ্ছিল। সেই ইন্টারভিউ আবার সরাসরি সম্প্রচারিত হচ্ছে টিভির পর্দায়।
হঠাৎ উপস্থাপক এমন একটা প্রশ্ন করে বসলো যাতে আরশাদের মুখভঙ্গিতে নিমিষেই বদলে গেল। স্নিগ্ধ-শুভ্রতা উড়ে গিয়ে তার চোখেমুখে জায়গা করে নিলো একরাশ ক্রোধ।
প্রশ্নটা হলো, “আপনার জীবনে কী নতুন কেউ এসেছে?”
আরশাদ যথেষ্ট বুদ্ধিমান ছেলে। ব্যক্তিগত জীবনে সে যতই রাগী হোক না কেন, সেই রাগের লেশমাত্র প্রকাশ করবে না লাইভ ইন্টারভিউতে, হাজার হাজার ভক্তদের সামনে। বহুকষ্টে, দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে কৌশলে এড়িয়ে গেছে সেই প্রশ্ন। রাগটা প্রকাশ করেছে ইন্টারভিউ শেষ হবার পর। সেই উপস্থাপক আর লাইভ শোয়ের ডিরেক্টরকে যেতে হয় স্টিমরোলারের নিষ্পেষণের মধ্য দিয়ে।
ওই ঘটনার পর আর কোথাও ইন্টারভিউ দিতে যায়নি সে। সোজা চলে গেছে বাড়িতে। এখনো বাড়ি থেকে বেরোনোর নামগন্ধ নেই। কোনো মানে হয়?
সীমা প্রবল উৎকণ্ঠা নিয়ে বলল, “এই অরা? আমাকে কেমন লাগছে?”
অরা সীমার গাল টিপে দিয়ে বলল, “পরির মতো লাগছে।”
সীমা বিভ্রান্ত গলায় বলল, “পরিরা দেখতে কেমন হয়? সুন্দর হয়?”
অরা ফিক করে হেসে ফেলল।
সীমা ভ্রু কুঁচকে বলল, “হাসছিস কেন?”
“তোর ব্যস্ততা দেখে হাসছি। এত টেনশন করার কী আছে তাই তো বুঝলাম না।”
“আমার সারাজীবনের ক্রাশের সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে যাচ্ছি, টেনশন করবো না? এই অরা! ভালো করে খেয়াল করে দেখ তো, আমার মেকআপ বেশি হয়ে গেছে কিনা।”
“সীমা, তোর মেকআপ বেশি হলেও কিছু যায় আসে না কম হলেও না।”
“কেন?”
“কারণ স্যার ভালো করে মেয়েদের দিকে তাকায় না।”
সীমা মুখ খুলে আহত গলায় কিছু একটা বলতে যাবে তার আগেই তার চোখ পড়লো মাল্টিপ্লেক্সের বাইরে বিশাল জনস্রোতের দিকে। শত শত মানুষের ভীড়ে একজনকে কেন্দ্র করে। যাকে এক পলক দেখার জন্যে দীর্ঘকাল তপস্যা করতে পারবে তারা।
এক লাফে উঠে দাঁড়ালো সীমা। তার হাত-পা থরথর করে কাঁপছে, গলা শুকিয়ে আসছে। যে মানুষটাকে এতকাল স্বপ্নে দেখে এসেছে, সে আজ তার চোখের সামনে। সীমার চোখে জল চলে এল। আজকেই এই দিনটা নিঃসন্দেহে তার জীবনের সেরা একটি দিন।
সীমা কম্পিত পায়ে এগিয়ে যাচ্ছে আরশাদের দিকে। অরা যাচ্ছে তার পিছন পিছন।সিকিউরিটিরা আরশাদকে ঘিরে রেখেছে। ভক্তদের প্রবল স্রোতকে তার কাছেও ঘেঁষতে দিচ্ছে না। তবুও অনেকটা যুদ্ধ করে মাল্টিপ্লেক্সের ভেতরে প্রবেশ করলো আরশাদ।
সীমা নিজেকে আর ধরে রাখতে না পেরে উৎফুল্ল ভঙ্গিতে বলল, “আরশাদের দিকে এগিয়ে গিয়ে বলল, আরশাদ! আমি আপনার অনেক বড় ফ্যান।”
আরশাদের চোখদুটো সানগ্লাসের আড়ালে ঢাকা পড়ে আছে। তবুও পরিষ্কার বোঝা যাচ্ছে তার চোখেমুখে বিরক্তির শেষ নেই।
আরশাদ একরাশ বিরক্তি নিয়ে ঝাঁঝালো কণ্ঠে ডাকল, “অরা!”
অরা সীমার পেছনে দাঁড়িয়ে ছিল। আরশাদের ডাক পেয়ে সঙ্গে সঙ্গে সামনে এসে বলল, “জি স্যার?”
আরশাদ থমথমে গলায় বলল, “তোমাকে কতবার বলেছি এসব ফ্যান-ট্যান আমাকে বিরক্ত করতে না আসে।”
অরা ব্যস্ত ভঙ্গিমায় বলল, “I’m sorry sir. এই সীমা তুই যা গিয়ে হলে বস।”
সীমা এক বিন্দু নড়লো না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বেচারি নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আরশাদের দিকে। চোখের সামনে দিয়ে কী ঘটছে বুঝতেই যেন তার কষ্ট হচ্ছে।
আরশাদ গম্ভীর গলায় বলল, “এরপর থেকে যেন এই ভুলটা না হয়।”
আরশাদ দৃপ্ত পায়ে হেঁটে এগিয়ে গেল। সিনেমার প্রযোজক কোত্থেকে যেন ছুটে এসে হাত মেলানোর উদ্দেশ্যে হাসিমুখে তার হাতটা এগিয়ে দিল। আরশাদ তার সঙ্গে হাত না মিলিয়েই প্রবেশ করলো সিনেমা হলে। সর্বনাশ করেছে! আজ মনে হয় তার মেজাজের অবস্থা একটু বেশিই খারাপ। তবুও যে প্রিমিয়ার শোতে এসেছে, এই ঢের বেশি। সিনেমা শেষ হওয়ার আগ পর্যন্ত আরশাদকে নিয়ে চিন্তাভাবনা না করলেও চলবে। আপাতত সীমাকে সামলানোর গুরুদায়িত্ব কাঁধে নিতে হবে অরাকে।
অরা নিচু গলায় বলল, “বলেছিলাম, আগ বাড়িয়ে কথা বলতে যাবি না। আমি সময় সুযোগ বুঝে কথা বলিয়ে দেবো। কী হতো আমার কথাটা শুনলে?”
সীমা চুপ করে রইলো। অরার কথাগুলো তার কর্ণকুহরে পৌঁছাতে সক্ষম হয়েছে কিনা কে জানে? সম্ভবত তার মস্তিষ্কে এখনো আরশাদের বলা শব্দগুলোই ঘুরপাক খাচ্ছে।
অরা আবারও বলল, “চল হলে গিয়ে বসি, সিনেমা শুরু হয়ে যাবে তো।”
সিনেমা কান্নাজড়িত কণ্ঠে বলল, “আমি কোনো সিনেমা-টিনেমা দেখবো না। তোর বসের সিনেমা তুই দেখ! আমি গেলাম।”
সীমা দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল মাল্টিপ্লেক্স থেকে। অরা দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল তার গমনের দিকে। অরার ভাগ্যটাই খারাপ! যেখানেই যায় সেখানেই তার সময় পার হয়ে যায় মানুষের পাগলামির সামাল দিতে দিতে।
সীমা যেমন হন্তদন্ত করে বেরিয়ে গেল, রাস্তায় নির্ঘাত একটা অঘটন ঘটাবে। বাধ্য হয়ে অরাও বেরিয়ে গেল তার পিছু পিছু। আপাতত এখানে না থাকলেও চলবে। সিনেমা চলাকালীন সময়টুকুতে আরশাদ নিশ্চয়ই তার খোঁজ করবে না।
মাল্টিপ্লেক্স থেকে বেরিয়ে সোজা বাসায় উদ্দেশ্যে রওনা দিলো সীমা। অরাকেও বাধ্য হয়ে তার সঙ্গে ফিরে আসতে হলো। পুরোটা রাস্তা সীমা টু শব্দ পর্যন্ত করলো না। নিঃশব্দে চোখের জল ফেলে গেল শুধু। অরাও আগ বাড়িয়ে কিছু বলতে গেল না। আরশাদকে ঘিরে মেয়েটার হাজারো অনুভূতি জড়িয়ে আছে। সেই অনুভূতিগুলো মাত্র কয়েক সেকেন্ডের মাথায় ভেঙে চুরমার করে দিয়েছে আরশাদ নিজেই। কান্না পাওয়াটাই তো স্বাভাবিক।
বাড়িতে ঢুকেই বসার ঘরে সোফায় গা এলিয়ে দিলো সীমা। কান্নার রেশ এখনো কাটেনি, বরং বেড়েছে। নিঃশব্দের কান্না এখন পরিণত হয়েছে সশব্দের কান্নায়। সীমা কাঁদছে আর একটু পর পর হেঁচকি তুলছে।
অরা রান্নাঘরে ঢুকে সীমাকে উদ্দেশ্য করে উঁচু গলায় বলল, “আর কত কাঁদবি? এবার তো থাম।”
সীমার থামাবার কোনো নামগন্ধ নেই। অরা ফ্রিজ থেকে কাপকেক বানানোর সরঞ্জাম বের করলো। সবকিছু হাতের কাছেই থাকে। সীমা যখন রেগে যায় বা কষ্ট পায়, তখনি তাকে এই জিনিস বানিয়ে খাওয়াতে হয়। অরা চট করে ব্যাটার তৈরি করলো, কাপকেকের মল্ডে তা ঢেলে ওভেনে ঢুকিয়ে দিলো বেক করার উদ্দেশ্যে। বেক হতে বেশি একটা সময় লাগবে না। দেখা যাক, ততক্ষণে সীমার কান্না থামানোর চেষ্টা সফল করা যায় কিনা।
অরা সীমার কাছে এসে সোফায় বসতে বসতে বলল, “তোর এত কান্নাকাটি করার কী আছে তাই তো বুঝলাম না। ঝাড়িটা তো আমি খেয়েছি, তোকে তো কিছু বলেনি।”
সীমা চোখ জল মুছতে মুছতে আক্ষেপজড়িত কণ্ঠে বলল, “আমি ফ্যান-ট্যান? ফ্যান-ট্যান?”
“আহা থাম তো!”
“কেন থামবো আমি? এত বছর ধরে ওকে সাপোর্ট করে গেলাম, একটা সিনেমারও ফার্স্ট ডে ফার্স্ট শো বাদ যায়নি। আর আমাকে কী বলল? ফ্যান-ট্যান? আমি না-কি তাকে বিরক্ত করতে গেছি!”
অরা শীতল গলায় বলল, “আগেই বলেছিলাম প্রেমে এত হাবুডুবু খাস না। আগ বাড়িয়ে দেখা করতে যাওয়ার কোনো দরকার নেই। শুনলি আমার কথা?”
“আগে বুঝেছিলাম না-কি আরশাদ এতটা খারাপ?”
“স্যার মানুষটা কিন্তু খারাপ না। মাঝে মাঝে শুধু ভয়ঙ্করভাবে রেগে যায়।”
সীমা ক্রুদ্ধ গলায় বলল, “এত স্যার স্যার করবি না। খবরদার! আমার সামনে ওর নামও উচ্চারণ করবি না। সেলিব্রিটিরা এত খারাপ হয়? ছি! সামনাসামনি না দেখলে তো বুঝতেই পারতাম না। ক্যামেরার সামনে এমন ভাব করে রাখে যেন পৃথিবীতে তাদের মতো ভালো মানুষ আর দ্বিতীয়টা নেই। কিন্তু ভেতরে ভেতরে সবাই খারাপ। ওকে আজ সুপারস্টার বানিয়েছে কে? বল কে বানিয়েছে?”
“কে?”
“আমার মতো ফ্যানরা। অথচ সেই ফ্যানদের জন্যে বিন্দুমাত্র রেসপেক্ট নেই ওর।”
সীমার জন্যে এই মুহূর্তে খারাপই লাগছে। বেচারি কত আশা নিয়ে গিয়েছিল নিজের স্বপ্নের সেলিব্রিটির সঙ্গে দেখা করতে। আজ সামনাসামনি আরশাদকে দেখবে বলে গতরাতে তার চোখে এক ফোঁটাও ঘুম নেমে আসেনি। আরশাদ কি পারতো না তার সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে? ভালোভাবে কথা না বললেও, অমন কঠিন কঠিন কথা শোনানোর কী প্রয়োজন ছিল?
অরা উঠে গেল। কাপকেক এতক্ষণে হয়ে গেছে। ওভেন থেকে সেগুলো বের করে সুন্দর করে ক্রিম দিয়ে সাজিয়ে নিলো। এরপর সীমার সামনে নিয়ে এসে বলল, “হয়েছে, আর কাঁদতে হবে না। নে কাপকেক খা।”
কাপকেকের নাম শুনেই উঠে বসলো সীমা। দুহাত দিয়ে চোখের জল মুছে কাপকেকে কামড় দিয়ে বলল, “আমি তোকে বলে দিলাম অরা, আজকের পর থেকে আরশাদকে সব জায়গা থেকে আনফলো করে দেবো। এমনকি নিজের জীবন থেকেও আনফলো করবো।”
অরা মজার ছলে বলল, “আর তোর ক্রাশের কী হলো?”
সীমা তেজী কণ্ঠে বলল, “বললাম না, জীবন থেকেও অনফলো করে দেবো! আমার কোনো ক্রাশ নেই। আজকে থেকে ওর একটা সিনেমাও দেখবো না আমি।”
“তোর জীবনের প্রথম হার্টব্রেক তাহলে স্যারই করলো, তাই না?”
“আবারও স্যার স্যার করছিস? যা তো আমার চোখের সামনে থেকে।”
স্বাভাবিক হতে আরও ঘন্টাখানেক সময় লাগলো সীমার। মেকআপ-টেকআপ তুলে নিজের ফোনটা নিয়ে দৃঢ় ভঙ্গিতে বসলো আরশাদকে ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু শেষমেশ আনফলো করতেই গিয়েও করলো না। খানিকটা দার্শনিকের মতো করে বলল, “থাক আনফলো করবো না! আরশাদ তার ফ্যানদের ভালোবাসে না। কিন্তু সুপারস্টার হিসেবে আমি তো একটা সময়ে তাকে ভালোবেসেছি।”
আচমকা অরার ফোনের রিংটোন বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠেছে তার স্যারের নাম। ঠিক যেমনটা ধারণা করেছিল অরা। অরা জানতো সিনেমা শেষ হলেই তার ডাক পড়বে। তাই তো বাইরের পোশাক না ছেড়ে বসে আছে এখনো।
অরা ফোন রিসিভ করতেই আরশাদ গম্ভীর গলায় বলল, “এখনই আমার বাসায় চলে আসো অরা। আর সাথে করে তোমার ল্যাপটপটাও আনবে।”
আরশাদের মতো ঘরকুনো নায়ক এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আজ নতুন সিনেমা মুক্তি পেয়েছে, মুক্তির সঙ্গে সঙ্গে এতবড় হিটে পরিণত হয়েছে, দর্শক তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। কোথায় প্রিমিয়ার শোয়ের শেষে আজকের দিনটা উদযাপন করবে, তা না। বাড়িতে গিয়ে বসে আছে। অবশ্য আরশাদের দোষ দিয়েও লাভ নেই। সোশ্যাল অ্যাংজাইটিতে জর্জরিত মানুষেরা নিজেকে সর্বক্ষণ সবার থেকে আড়াল করে রাখতে চায়।
আরশাদ গম্ভীর ভঙ্গিমায় বসে আছে বসার ঘরের সোফায়। তার চোখমুখ দেখে মনে হচ্ছে যেন কোনোদিনও ওই চোখ কোনো অনুভূতির স্বাদ পায়নি। তার বিপরীতে থাকা সোফায় বসে আছে অরা। ভেতরে ভেতরে অরার গা বেয়ে বয়ে যাচ্ছে প্রবল কালবৈশাখীর ঝড়।
আরশাদ থমথমে গলায় বলল, “তুমি কি ইন্টারভিউয়ের আগে ওদেরকে বলেছিলে কোনো পার্সোনাল কোয়েশ্চেন না করতে।”
অরা শুকনো ঢোক গিলে বলল, “বলেছিলাম স্যার। কিন্তু ওরা শোনেনি।”
কয়েক মুহূর্ত কী যেন চিন্তা করে আরশাদ শুকনো গলায় বলল, “একটা কমপ্লেইন্ট লেটার লেখো। ওই উপস্থাপক আর শোয়ের ডিরেক্টরের অ্যাগ্যাইস্টে। পরিষ্কার লিখবে আমার টিম বারণ করা সত্ত্বেও তারা ইচ্ছা করে লাইভ প্রোগ্রামে আমাকে পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করেছে।”
অরা অবাক গলায় বলল, “কিন্তু স্যার, এতে তো ওদের চাকরি চলে যেতে পারে।”
আরশাদ অগ্নিদৃষ্টিতে তাকালো অরার দিকে। তার এই একটা দৃষ্টিই যেন যথেষ্ট একটা মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার জন্যে।
আরশাদ ঝাঁঝালো কণ্ঠে বলল, “ওদের চাকরি নিয়ে তোমার এত চিন্তা কীসের? নিজের চাকরি বাঁচাতে চাইলে চুপচাপ লেটারটা লেখো।”
আর কোনো কথা বলার সাহস অবশিষ্ট রইল না অরার মাঝে। বিনা বাক্য ব্যয়ে নিজের ল্যাপটপটা বের করে টাইপ করতে শুরু করলো কমপ্লেইন্ট লেটার। সীমা আরশাদের ওই একটা ধমক খেয়েই ভেঙে চুরমার হয়ে গেছে। ভাগ্যিস অরার মনটা অত নরম নয়। না হলে তো সেই কবেই আরশাদের এসব ধমকাধমকি সহ্য করতে না পেরে চাকরি ছেড়ে দিতো।
ওই বেচারাদের জন্যে খারাপই লাগছে অরার। আরশাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের এত আগ্রহ কীসের কে জানে? বারবার বারণ করে দেওয়া সত্ত্বেও লাইভ ইন্টারভিউতে ওই প্রশ্নটা না করলে ওদের এই দিন দেখতে হতো না।
লেটার টাইপ করে অরা তার ল্যাপটপ নিয়ে রাখলো আরশাদের সামনে। আরশাদ মনোযোগ দিয়ে পড়লো প্রত্যেকটি অক্ষর। এখন তার মুখভঙ্গি স্বাভাবিক পর্যায়ে এসেছে। চোখমুখ থেকে সেই কাঠিন্য ক্রমেই দূর হতে শুরু করেছে। তাকে দেখে আর অনুভূতিশূন্য মানুষ বলে মনে হচ্ছে না।
আরশাদ বলল, “চ্যানেল সিক্সটিনে মেইল করে পাঠিয়ে দাও।”
আরশাদের নির্দেশ অনুযায়ী অরা মেইল করে পাঠিয়ে দিলো সেই লেটার।
কাজ শেষে অরা আরশাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে তখনই আরশাদ বলল,
“অরা?”
“জি স্যার।”
“ওই মেয়েটা কে ছিল?”
“আমার ফ্রেন্ড স্যার। আপনার অনেক বড় ফ্যান।”
“ওকে আমার তরফ থেকে সরি বলে দিও প্লিজ।”
মনে মনে বিস্ময়ের সীমা রইল না অরার। সুপারস্টার আরশাদ হক, যে কাউকে ভয় পায় না সে কিনা সরি বলছে একটা সাধারণ মেয়েকে?
আরশাদ আবারও শান্ত ভঙ্গিতে বলল, “এই ঝামেলার কারণে আমার মাথা এমনিতেও কাজ করছিল না। তুমি জানো আমি ফ্যানদের সাথে কখনো বাজে বিহেভ করি না। I’m so sorry.”
অরা ব্যস্ত গলায় বলল, “আপনাকে সরি বলতে হবে না স্যার। It’s completely fine.”
“But I’m genuinely sorry. তুমি এক কাজ করো, তোমার ফ্রেন্ডকে আগামীকাল আমার সাথে দেখা করতে নিয়ে এসো।”
অরা অবাক গলায় বলল, “আগামীকাল?”
“হ্যাঁ। কেন? কোনো সমস্যা আছে?”
“জি না স্যার।”
আরশাদ মানুষটা এমনই। নিজের ভয়ঙ্কর রাগে চারিদিকের সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে, আবার নিজের কোমল হৃদয়টা দিয়ে আশেপাশের মানুষের মনে গভীর ছাপ রাখার ক্ষমতাও রাখে। চার বছর ধরে নিয়মিত তার আশেপাশে থাকার সুযোগ পাচ্ছে অরা। তবুও এই মানুষটা প্রতিনিয়ত বিস্মিত করে তোলে তাকে।
(চলবে)