#ইয়াসমিন_রিমা
#অসম_প্রেম
#পর্ব_৮
বসে বসে ফোন টিপছে। তাকাচ্ছে উফ্ মনে হয় কোনো দিন কোন মেয়ে দেখেনি। বেহায়া কোথাকার। অসভ্য।
মন চায় চোখ দুটো উঠিয়ে ফেলি।
খাওয়া দাওয়া শেষ হল। টেবিলে বসে
, তুমিও খাও।মুখ মুছতে মুছতে আর by the way তোমার রান্না খারাপ হয়নি মোটামুটি ভালো। কিন্তু তোমার রান্না ত মাস্টার্সসেফ কেও হার মানাবে। good luck 👍 আর কি করবে রাজি হয়ে যায় ও। তোমার হাতে কোনো উপায় নেই।
, আপনি এত খারাপ কেন। জোর করে না কোন কিছু হয় আর না ত কোন কিছু পাওয়া যায়।সেটা আপনি জানেন না।
, তোমার হাতে সময় নেই।আজ রাত ৮ টায় বিয়ে। গহন আর শাড়ি পাঠিয়ে দেব ।রেডি থেকো।আসছি
, কিন,,,,তু
চলে গেল।
চেয়ারে ধপ করে বসে পরলাম।ভাবছি। একটা সময় বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। আসলে যেই স্বপ্ন দেখায় সেই স্বপ্ন গুলো ভেঙ্গে দেয়।কত আসা ছিল একটা খুব সুন্দর সংসার হবে। কিন্তু আজ তার ভিন্ন।যাকে কখনো ভালোবাসিনি যাকে চিনিই না তাকে বিয়ে করতে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে তার কথা খুব মনে পড়ছে। আমার জীবনের প্রথম প্রেম। প্রথম ভালোবাসা।যাকে কখনো ভোলা হবে না।যার জায়গায় হয়তো কখনো কাউকে বসাতে পারব না। সত্যি প্রথম প্রেম কখনো ভোলা যায় না।সেত সৃতিতেই রয়ে যায়। কিন্তু তার ভালোবাসা সারাজীবন পোড়ায়। আচ্ছা ভালোবাসা এমন কেন। শুধু কাঁদায় আর তার সৃতি গুলো সারাজীবন পোড়ায়।ভোলা যায় না। একটা সময় ছিল সে বর্তমান আর আজ প্রাক্তন 😭😭। প্রাক্তন বিশ্বাস কর আজো আমি তোমার আগের মতই ভালো বাসি।কেন হারিয়ে গেল আমার জীবন থেকে 😥 কেন কেন কেন। আমায় সারাজীবন জরিয়ে রাখলে কি হত। আমি পারব না তোমার জায়গায় কাউকে বসাতে।পারব না আমি।
আমি এই বিয়ে করব না। কিছুতেই না। দরকার পরে এখান থেকে পালিয়ে যাব অনেক দূরে।
এখনি ব্যাক গুছিয়ে নিতে হবে।
,,,
আদিত্য
তোমায় আমাকে বিয়ে করতেই হবে।মিস প্রেমা চৌধুরী।এই আদিত্য শেহ্জাহান খানকে চেন না তুমি। আমি তোমাকে খুব ভালো করেই চিনি এখন তুমি পালানোর চেষ্টা করবে।তাই বিয়ে টা আমি এখনি করব। এসিস্ট্যান্ট কে বলল
, সুমন তুমি সব ঠিক করে রেখেছ।আর জান ত কি করতে হবে।
, হ্যা স্যার আমি সব ব্যবস্থা করে দিয়েছি।আর গহনা শাড়ি সব পাঠিয়ে দিয়েছি।
, ওকে।
দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা পড়ে গেল। গাড়িতে বসে আছে প্রেমার বাড়ির সামনে। বাড়ি ফোন করল আদিত্য ।
,হ্যালো আপু।
,হ্যা বল এখন ফোন করলি যে।
,আপু বরন ডালা সাজা বাড়ি বউ নিয়ে আসছি।
,এসব কি বলছিস। তোকে কম মেয়ে দেখাইনি আজ অবধি একটাও দেখসনি।প্রতি বার বলেছিস তোর ভালো লাগেনা। তুই বিয়ে করতে চাস না।আজ তুই বিয়ে করতেছিস তাও কাউকে না জানিয়ে।তোর পছন্দ থাকলে আমাকে বললে কি হত।
,হা হা হা হা হা আপু তুই ও না। আমি বাড়িতে বউ নয় কাজের বুয়া নিয়ে আসছি।
, তুই এসব বলছিস। তুই কি পাগল হয়ে গেছিস নাকি।
,আপু রাখছি । বাকি কথা এসে বলছি। bye
,,
একজন লোক এসে শাড়ি গয়না দিয়ে চলে গেল।
আমি এখনি যাব। ঘর থেকে বের হতে গেলাম।তখন বাড়ির সামনে ফাঁকা জায়গায় উনার গাড়ির সামনে হেলান দিয়ে দাড়িয়ে আছেন আমার দিকে। এখন পালাব কিভাবে।লোক টা বোধহয় বিয়ে করেই ছাড়বে।আর এদিকে বার বার শ্রাবন ফোন দিয়েই চলছে। বুঝি না।
একি আমার সব পালানোর রাস্তা বন্ধ করে দিয়েছে। সঙ্গে কাজিকেও নিয়ে এসেছে।
, কি হল দাঁড়িয়ে না থেকে যাও গিয়ে রেডি হয়ে নাও। এখন দাঁড়িয়ে থেকে লাভ নেই।
হাতে ফোন দেখিয়ে।
, যাচ্ছি।
আর কোন উপায় নেই। আল্লাহ বাঁচাও আমাকে।
বউ সেজে বসে আছি😥কার বউ সাজার স্বপ্ন দেখেছিলাম।আজ কার জন্য বসে আছি।
পাশে আদিত্য শেহ্জাহান খান বসে তার সামনে কাজি বসে আছে।
আগে কন্ট্রাক ম্যারেজের পেপারে সাইন করাল। আমার হাত কাঁপছে জানি না।আজ বুক ফেটে কান্না আসছে। এরপর কাজি কবুল বলাল উনিও বললেন।
শুনেছি আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন।
আল্লাহ কিছু মানুষকে আমাদের জীবন থেকে নিয়ে যান যাতে আমাদের জীবনটা যাতে নষ্ট না হয়।কারন সে আমাদের জন্য কল্যানকর নয়।
দেখতে দেখতে বিয়েটা হয়ে গেলো। এখন আর পালনোর কোন উপায় নেই।
গাড়িতে বসে আছি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পাশে লোকটা এখন আমার দুই মাসের বিয়ে করা স্বামী।
জানি না কি হবে উনার বাড়িতে।
জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। তোমায় কখনো ভোলা হবে না প্রিয়। তোমার শুন্যতা পোড়াবে আমায়।
চলবে,,
(সামনে পরীক্ষা তার জন্য গল্প দিতে দেরি বা ছোট হতে পারে। কেমন হল জানাবেন পেজটি লাইক দিয়ে রাখবেন)