একটি রূপকথার গল্প’ পর্ব-১২

0
305

#একটি_রূপকথার_গল্প’১২’
#জেরিন_আক্তার_নিপা

আরমান আজ সরাসরি অথৈদের বাড়িতে আসেনি। আগে নিজের ফ্ল্যাটে গেছে শাওয়ার নিয়েছে, ফ্রেশ হয়ে ভেবেছে অথৈকে কল করবে কিনা। কারণ অথৈ এমাসে একদিনও তার কল তুলেনি। মেসেজের রিপ্লাই দিবে তো দূর, সিন পর্যন্ত করেনি। অথৈর এমন করার কারণ কী তা আরমান জানে না। নিজের মুখে অথৈ বলেছিল, আপনার জন্য অপেক্ষা করব আমি৷ এটাই কি তার অপেক্ষা করার নমুনা! আরমানের সাথে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করে কেমন অপেক্ষা করা এটা! আরমান একবার ভেবেছে অথৈ সেদিন যে কথাটা বলেছিল তা হয়তো ভেবে বলেনি। আরমানের প্রতি তার কোনরকম দুর্বলতা কাজ করে না। করলে অন্তত তাকে এভাবে অবহেলার সাগরে ভাসিয়ে দিতে পারত না। কিন্তু পরে আবার এটাও মনে হয়েছে, অথৈ কথা দিয়ে কথা না রাখার মেয়ে না। ও আর যা-ই করুক জবানে পাক্কা। মনের কথা মুখে বলতে পারে সে। বনিতা করতে হয় না।
আজ অথৈদের বাড়িতে আসার কোন ইচ্ছে ছিল না ওর। অথৈর উপর অভিমানটাই এত গাঢ় হয়ে জমেছিল। বুয়া টেবিলে খাবার লাগিয়ে তাকে ডাকলে আরমান ফোন রেখে খেতে চলে গেল। অথৈ যদি তার কলই না তুলবে তাহলে সে কেন বারবার কল করে যাবে! কোন দরকার নেই। অনেকদিন পর খালার তাকে পেয়ে কম সময়ে বিশাল আয়োজন জুড়িয়ে দিয়েছে। আরমান খেতে বসলে খালা স্নেহের গলায় জানতে চাইল,

~ বউ মা’রে এই বাড়িতে কবে নিয়া আইবা বাবা?’

~ তোমার বৌমা কি আমার মত অধমের ঘরে আসতে চাইবে খালা?’

~ এইডা কেমুন কথা বাবা! ক্যান আইব না? তোমাগো না বিয়া হইবার কথা ছিল!’

~ জানি না খালা। তোমার বৌমার হাবভাব আমি বুঝি না। একবার মনে হয় ও আমাকে একদমই পছন্দ করে না। আরেকবার মনে হয় একটু একটু বোধহয় করে। কিন্তু পরক্ষনেই ওর কিছু আচরণে আমার এই ভুল ধারণা ভেঙে যায়। মনে হয় সত্যিই ওর সাথে আমার কোন মিল নেই।’

খালা হাসলেন। তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে বললেন,

~ মাইয়া মানুষ এমুনই গো বাবা। কঠিন চিজ। বুক ফাটে তো মুখ ফুটে না। তয় বাবা একটা কথা জাইনা রাইখো, আমরা মাইয়া জাতি তারেই সবচেয়ে বেশি অবহেলা করি যারে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি।’

~ কেন খালা! যাকে ভালোবাসবে তাকে বলতে এত কিসের বিপত্তি?’

~ উপরওয়ালা এইভাবেই আমাগো তৈরি করছে হয়তো। তোমার খালুজান বাইচা থাকতে মানুষটারে কোনদিন বুঝতে দেই নাই উনারে আমি কতটা ভালোবাসি। পৃথিবীতে এই একটা মানুষই আমার সবার চাইতে আপন ছিল। মানুষটা কোনদিন জানলো না। তিনি যাওয়ার পর এহন আফসোস করি কেন বুঝতে দিলাম না। মানুষটা কেন জানলো না আমার রাগই উনার প্রতি আমার টান।’

আরমান বিস্মিত হয়ে খালাকে দেখছিল। খালার চোখ দিয়ে পানি পড়ছে। আরমান খাবার রেখে উঠে দাঁড়িয়ে গেল। তাড়াহুড়ো করে বেডরুমের দিকে ছুটলো। ওকে উঠে যেতে দেখে খালা পেছন থেকে ডাকলেন।

~ কই যাও বাবা? খাইবা না! খাওন রাইখা উইঠা যাইতে নাই। যেখানেই যাও খাইয়া যাও।’

আরমান রুম থেকে গাড়ির চাবি, ওয়ালেট, ফোন নিয়ে বের যেতে যেতে বলল,

~ সময় নেই খালা। তোমার বৌমার বাসায় গিয়ে খাব। ও আমাকে বুঝতে না দিলেও আমার ওকে বোঝাতে হবে আমি ওকে ঠিক কতটা ভালোবাসি। পেটের ভেতর ভালোবাসা চেপে রেখে ভাত হজম হবে না।’
…….
ড্রাইভ করে অথৈদের বাড়িতে আসতে আসতে এতদিনে অথৈর উপর একটু একটু করে জমতে থাকা সব রাগ হওয়ায় মিলিয়ে গেল। এখানে এসে এখন স্বস্তি পাচ্ছে। কাজের মেয়েটা দরজা খুলে তাকে দেখেই অথৈকে ডাকতে উপরে ছুটে গেল। আরমান চাতক পাখির মত অপেক্ষা করে আছে অথৈ কখন নিচে নামবে। সিঁড়ির মাথা থেকে অথৈ আরমানকে দেখল। এই প্রথম আরমানকে সে ঘরের কাপড়ে দেখছে। নয়তো সবসময় লোকটা শার্ট প্যান্ট পরে ফিটফাট হয়ে তার সামনে আসে। আজ আরমানের পরনে ধূসর রঙের একটা টিশার্ট আর কালো ট্রাউজার। মাথার চুল অগোছালো না হলেও বরাবরের থেকে এলোমেলোই মনে হলো। অথৈ আরমানের সামনে এসে দাঁড়িয়ে খুব সহজ গলায় জানতে চাইল,

~ কখন এসেছেন আপনি?’

~ এইতো টিয়া যখন তোমায় ডাকতে গেল।’

আরমানের গলা শুনে অথৈর মোটেও মনে হলো না এতদিন তার কল না তোলার জন্য অথৈর উপর আরমান একটুও রেগে আছে। অথৈ এটাও খেয়াল করল আরমান তাকে আপনি থেকে তুমি করে ডাকছে। মনে মনে হাসল ও। অথৈ আরমানকে তাদের বাড়িতে দেখে সবসময় যেই কথাটা বলতো আজও তা বলতে ভুলল না।

~ আপনাকে না নিষেধ করেছিলাম আমাদের বাড়িতে আসতে। তবুও রাতদুপুরে চলে এলেন যে।’

~ কেউ একজন আমার কল না তুলে, মেসেজের উত্তর না দিয়ে আমাকে বাড়ি আসার নিরব নিমন্ত্রণ জানালে না এসে থাকি কী করে!’

অথৈ ভ্রু কুঁচকে আরমানকে দেখল। লোকটা কী ভীষণ চালাক। কীভাবে খোঁচা দিয়ে কথা বলছে। আরমান যেন তাদের বাড়ি এসে সরাসরি তার সাথে দেখা করে যায় এজন্য কল তুলেনি সে এটা বলতে চাচ্ছে! অথৈর চেহারার ভাব দেখে আরমান মিটমিটিয়ে হাসছে।

~ কবে ফিরেছেন?’

~ সে খবর জানার কোন প্রয়োজন আছে কারো? তারপরও বলছি, আজই ফিরেছি।’

~ ফ্ল্যাটে গিয়েছিলেন নাকি সোজা এখানে উঠেছেন?’

~ গিয়েছিলাম। গোসল করে খেতে বসে এত্ত বড় একটা বিষম খেলাম। তখন খালা বলল, কেউ হয়তো আমার কথা মনে করছে। যে বড় বিষম খেয়েছিলাম খাওয়ার মাঝে যদি ওরকম আরেকটা খেতাম তাহলে নির্ঘাত গলায় ভাত আটকে ওপারের টিকিট কাটতাম।’

~ আপনি টেবিলে গিয়ে বসুন। আমি খাবার দিচ্ছি।’

~ আমার আবার একা খাওয়ার অভ্যেস নেই।’

~ একা খেতে হবে না। আপনার ভাগ্য এতটাই ভালো, আপনাকে সঙ্গ দেওয়ার জন্য সন্ধ্যা থেকে মাথা ব্যথায় কেউ একজন এখনও না খেয়ে আছে।’

দু’জন মুখোমুখি খেতে বসল। অথৈ সবকিছু আরমানের হাতের কাছে এগিয়ে দিচ্ছে। আরমান জিজ্ঞেস করল,

~ স্যার কি বাড়িতে নেই?’

~ ঘরেই ঘুমোচ্ছে।’

~ ওহ।’ আরমান জীবনের প্রথম ভালোবাসার মানুষটিকে সামনে নিয়ে খেতে বসেছে। অথৈ তাকে বেড়ে খাওয়াচ্ছে! অথৈ পাতে যা-ই দিচ্ছে আরমান আপত্তি না করে সব খেয়ে যাচ্ছে। আজ পেট ফেটে যাওয়ার আগ পর্যন্ত খাবে। অথৈ বিষ দিলেও সেটা টুপ করে গিলে নিবে।
মানুষটাকে খেতে দেখে অথৈ ভাবল, আহা বেচারা এতরাতে না খেয়ে তাকে দেখার জন্য ছুটে এসেছে।
মনে হয় অনেক খিদে পেয়েছিল। কত তৃপ্তি করে খাচ্ছে। খাওয়া শেষ করে আরমান সোফায় বসে ঝিমোচ্ছে। প্রেয়সীর ডাগর চোখে ডুবে গিয়ে এমন খাওয়াই দিয়েছে এখন না পারছে নড়তে না পারছে উঠতে। পেটটা ঢোলের মত মনে হচ্ছে। অথৈ আবার রান্নাঘরে কী করতে গেছে কে জানে। গেছে তো অনেকক্ষণ হলো এখনও আসছে না কেন?
চায়ের কাপ হাতে অথৈ ফিরে এলো। আরমান আতঙ্ক নিয়ে ওর হাতের দিকে তাকাল। না নিজের জন্য এক কাপই এনেছে। তার জন্য আনেনি। অথৈ চা সাধলে সে নিশ্চয় না করতে পারত না। তখন এটা নিজের সাথেই অত্যাচার হয়ে যেত। মেয়েটার বুদ্ধি আছে।
অনেক রাত পর্যন্ত ওরা বসে রইল। ওদের মাঝে তেমন কোন কথা হচ্ছে না তবুও একে অপরের পাশে এভাবে বসে থাকতে ভালো লাগছে। অথৈ কেন এমন করল, আরমানের কল কেন তুলে না সে। চোখের সামনে এলে অথৈকে অন্য মানুষ মনে হয়। আবার দূর থেকে আরেকরকম। অনেক কিছুই জিজ্ঞেস করার ছিল আরমানের। কিন্তু এই সুন্দর সময়ে কোন কথাই জিজ্ঞেস করতে ইচ্ছে করল না।

~ আজ তাহলে উঠি?’

আরমান এমনভাবে কথাটা বলল যেন অথৈর অনুমতি চাচ্ছে সে। অথৈ না করলে যাবে না। ঘড়ি দেখল অথৈ। বলল,

~ ঠিক আছে।’

মেয়েটা এমন কেন? কাটখোট্টা। তার যে যেতে ইচ্ছে করছে না এটা কেন বুঝতে পারছে না।

~ স্যারের সাথে তো দেখা হলো না।’

~ বাবা এখন ঘুমোচ্ছে। কাল সকালে এসে দেখা করে যাবেন।’

যাক সকালে আবার আসার অনুমতি দিয়ে দিয়েছে অথৈ। আজ হোক কাল হোক এটা তো ওর শ্বশুরবাড়ি হবে। তবুও অথৈ যে কেন আরমানের এখানে আসা পছন্দ করে না৷ ওইদিন বলল, তার নাকি ঘনঘন শ্বশুরবাড়ি আসা পুরুষ একদম পছন্দ না। আরে বাবা বউ যদি বাপের বাড়ি পড়ে থাকে তাহলে সে শ্বশুরবাড়ি আসবে না!
দরজার বাইরে গিয়ে অথৈর দিকে ফিরে আরমান বলল,

~ আসছি।’

~ হুম।’

এমন বেরসিক মেয়ে মানুষ হয়! সাবধানে যাবেন এটা বললে কী এমন ক্ষতি হতো। আরমান চলে যাওয়ার পর অথৈ একা একাই হেসে ফেলল। মনটা প্রজাতির মত ফুরফুরে লাগছে। সন্ধ্যা থেকে যে প্রচণ্ড মাথা ব্যথা ছিল, পেইন কিলার নেওয়ার পরেও সারছিল না। মনের আকাশে এত্ত বড় বড় কালো মেঘ ভেসে বেড়াচ্ছিল। আরমান এসেছে শুনে মাথা ব্যথা, মন খারাপ একেবারে গায়েব হয়ে গেল। আরমান কি তার সকল রোগের চিকিৎসা? তার মন ভালো করার মেডিসিন!
…..
সকালে বেরুবার আগে আশরাফ হোসেন মেয়েকে লক্ষ করলেন। কাল রাত থেকে অথৈকে এখন সম্পূর্ণ ভিন্ন লাগছে। অথৈ হয়তো ভাবে বাবা তাকে বুঝতে পারে না। বাবার থেকে সে সবকিছু লুকাতে পারে। কিন্তু আশরাফ হোসেন যে মেয়ে মুখ ফুটে কিছু বলার আগেই সবকিছু বুঝে নেয় এটা হয়তো তার মেয়ে জানে না৷ রাতে অথৈর মাথা ব্যথা থাকলেও তার থেকে বেশি তার মন খারাপটাই মূখ্য ছিল। মেয়ের মন খারাপ বাবা বুঝবে না! আশরাফ হোসেন অথৈর মন খারাপের কারণও ভালো করেই জানে।
মেয়েটা একেবারে তার মায়ের মতো হয়েছে। কিন্তু এখন অথৈর এত খুশির কারণ আশরাফ হোসেন বুঝতে পারছেন না। আরমান কি ফিরেছে?

~ খালুজান আপনি কি আজ বাড়িতে থাকবেন?’

~ কেন?’

~ ভাইজান আসবে। কাল রাতেও আসছিল। আপা উনারে নাস্তার দাওয়াত দিয়া দিছিল।’

~ কাল রাতে আরমান এসেছিল!’

~ হ্যাঁ। অনেক রাতে। তখন আপনি ঘুমাই গেছিলেন।’

~ ওহ।’ অথৈর খুশির কারণ এবার বুঝতে পারছেন তিনি।

চলবে_

পাঠকমহল, কমেন্ট করতে কিপ্টেমি করবেন না।
গল্প নিয়ে সকল ধরনের পোস্ট গ্রুপে করতে পারেন। চটপট এড হয়ে যান।
গ্রুপ লিংক
https://facebook.com/groups/928548141001685/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here