Surprise Lover -Part 19+20

0
753

😍Surprise Lover😍
#Arohi_Afrin
19+20
Part:19( Special part)

আরো ওয়াশরুমে গিয়ে মুখ পানি দিয়ে আসতেই কেউ ওকে হাত ধরে টান দিল,,,আরো সোজা সেই মানুষটার বুকে গিয়ে পরলো,,,আরো আচমকা এমন হওয়ায় ভয়,পেয়ে গেলো,,,মাথা ওঠাতেই অবাক,,আয়ান তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে,,,,,,আরো এক ব্রু উঁচু করে জিজ্ঞাস করলো “কি”,,আয়ানের হুশ আসলো,,,হ্যা মানুষটা কিন্তু আয়ানই ছিল,,

আয়ান:মিস বিল্লিরাণি,,, এভাবে মুখে পানি দিয়ছো কেন?খারাপ লাগছে নাকি??ডাক্তারের কাছে নিয়ে যায়?(অনেকটা অস্থির হয়ে)

আরো অবাক হয়ে তাকিয়ে আছে,,সামন্য মুখে পানি দেওয়ার কারণে আয়ান কতো অস্থির হয়ে গেছে,,আরোর হুশ আসলে সে এখনো আয়ানের বুকে নিজেকে আবিষ্কার করে,,,আরো নিজেকে ছুটানোর চেষ্টা করলো,,,

আরো:স্যার ছাড়েন কেউ দেখে ফেললো খারাপ মনে করবে,,

আয়ান:দেখুক সমস্যা কি,, আমি আমার,,,

আরো:আপনার কি??(গাধা বলে দিলে কি হয়)

আয়ান:আব,,,আ,,কিছু না,,,

আয়ান আরোকে ছেড়ে দিল,,,আরো অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে গেল,,,,,

আয়ান:কি করছিলাম আমি,,,ইসস,,,খুব শিঘ্রয় বলে দিব মিস বিল্লিরাণি যে আমি তোমায় কতোটা ভালোবাসি,,,

আয়ানের কল আসায় সে চলে যায়,,,

আরো ক্লাসে বসে ভাবতে থাকে আয়ান কখন তাকে ভালোবাসার কথা বলবে?নাকি আধো ভালোবাসে কি না??

এর মাঝে কিছুদিন চলে যায়,,আয়ান অনেকটা free হয় আরোর সাথে,,,,

আজ পূর্ণিমা,,,আকাশের চাদটা স্বচ্ছ তালার ন্যায় গোলাকার,,বাহিরের দৃশ্যটা চাদের আলোয় অনেক সুন্দর দেখাচ্ছে,, আরো বেলকনিতে দাড়িয়ে আকাশের চাদের দিকে আছে আর ভাবছে,

আরো:আমার কেন যেন মনে হচ্ছে আজ আমার সাথে কিছু একটা ঘটবে,,এমন অস্থির লাগছে কেন??

আরো বিছনায় শুয়ে এপাশ ওপাশ করছে কিছুতেই ঘুম আসছে না,,,,,,

রাত ২:৩০,, আরোর চোখ লেগে আসতেই সে ফিসফাস আওয়াজ শুনতে পায়,,,বিছানা থেকে উঠে বসে,,,,এই মূহুর্তে আরো ভীষণ ভয় পাচ্ছে,,,আরো খেয়াল করলো আওয়াজ টা ঠিক বেলকনির দিক থেকে আসছে,,,আরো গুটি গুটি পায়ে বেলকনিতে যায়,,,,

বেলকনিতে আসতেই আরো একটা ছায়া দেখে যেইনা চিৎকার দিতে যাবে ওমনি কেউ ওর মুখ চেপে ধরে,,,আরো দেখে সে আর কেউ নয়,,আয়ান,,,,আরো এক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে আছে,,,,

আয়ান:কি করছো কি তুমি?এভাবে চিৎকার করলে সবাই চোর ভেবে আমাকে পিটাবে,,

আরো:উমমমমমমমমম

আয়ান:কি হলো,,, ওপস সরি আরো,,,

আয়ান হাত সরাতেই আরো জোরে জোরে শ্বাস নিতে থাকে,,আর বলে,,

আরো:আপনি এখানে কেন এসেছেন??জানেন আমি কতোটা ভয় পেয়ে গিয়েছিলাম,,,আরো অনেক বকবক করতে থাকে কিন্তু আয়ানের কথা গুলা কান পর্যন্ত যাচ্ছে না,,সে আরোকে দেখছে,,চাদের আলো আরোর মুখ বরাবর এসে পড়েছে,,চাদের আলোয় আরোকে আরও মায়াবী লাগছে,,

আরো মুখের সামনে হাত নাড়িয়ে বললো,,

আরো:কি হলো মিস্টার কই হারায় গেলেন??

আয়ান:মাশাল্লাহ একদম বার্বি ডলের মতো লাগছে,,

😳😳আরো আয়ানের কথা শুনে অবাক,,আরো ভাবছে আয়ান কি পাগল হয়ে গেছে নাকি, কি সব বলছে,,আরো লজ্জায় মাথা নিচু করে ফেললো,,

আয়ান:আচ্ছা শুনো,, তোমার জন্য একটা Surprise আছে,,,

আরো:কি Surprise 😱??

আয়ান:মিস বিল্লিরাণি আমি জানি তুমি #Surprise_lover,,,So Surprise টার জন্য একটু Wait তো করতে হবে,,

আরো:😳😳😳

আয়ান:অবাক হওয়ার কিছুই নেই,,,Let’s go,

আরো:ওমা let’s go বললেই হলো?কই যাবো এতো রাতে?বাসার কেউ টের পেলে আমার আস্ত রাখবে না,,আমার surprise লাগবেনা আপনি বরং যান,,আপনার problem হবে,,

আয়ান আরোর মুখে আঙুল রেখে বললো,

আয়ান:Shhhhh আস্তে কথা বলো,,তোমার কথায় সবাই জেগে যাবো,,,ভয় পাওয়ার কিছু নেই,,বেশি দূরে নিয়ে যাবো না,,একটু সামনে,, আবার বেশি টাইম ও নিবো না,,কথা দিলাম,,

আরো:কিন্তু,,

আয়ান:আমার ওপর বিশ্বাস আছে?যদি না থাকে বলে দাও,,আমি চলে যাচ্ছি,,
আয়ান পিছন ফিরতে আরো আয়ানের হাত ধরে বলে,,

আরো:চলেন,,কিন্তু স্যার এই পোশাকে?(লজ্জা পেয়ে বললো,,

আয়ান খেয়াল করলো আরো সাদা লেডিস শার্ট কালো প্লাজু আর গলায় কালো ওরনা পেছানো,,

আয়ান:No problem, এভাবে তোমাকে আরও বেশি Cute লাগছে,,

আরো লজ্জায় তাকাতে পারছেনা,,

আয়ান:লজ্জা পেতে হবে না চলো,,,আয়ান আরোর হাত ধরলো,,আয়ান মুচকি হাসলো,,

বেলকণিতে আয়ান সিড়ি বেয়ে উঠেছে,,আয়ান নেমে আরোকে বললো,,

আয়ান:আস্তে আস্তে নামো সাবধানে,,,

আরো ভয়ে ভয়ে নামলো,,,মনে মনে বললো,,”জীবনেও এতো রাতে বের হয়নি,,বাট অসম্ভব ভালো লাগছে”

আয়ান আরোকে গাড়িতে বসিয়ে দিল,,নিজেও ড্রাইভিং সিটে বসলো,,,,,গাড়ি এসে কোনো এক জায়গায় ধাড় করালো, রাত হওয়ায় তেমন একটা বোঝা যাচ্ছে না,,

আয়ান:আরো ভয় পেয়োনা আমি আছি,,

আরো গাড়ি থেকে নামলো,,,আরো যে ভয় পাচ্ছে তা আয়ান ভালো করেই বুঝতে পারছে,কারণ আরো আয়নের হাত শক্ত করে ধরে আছে,,,,আয়ান আরোকে নিয়ে জায়গাটাতে এলো,,

আরো অবাক চোখে তাকিয়ে রয়লো,,সামনে বিল,, আর বিলের মধ্যে অনেক গুলো জোনাকি পোকার ঘোরাফেরা,,,, একেতো পূর্ণিমা তার উপর জোনাকি পোকা,,জায়গাটা পুরো আলোকিত হয়ে আছে,,,,,,হালকা ঠান্ডা বাতাস বয়ছে,আরো আস্তে করে আয়ানের হাত ছেড়ে দিয়ে আরেকটু সামনে গেলো,,,তার,দুই হাত প্রসারিত করে ঠান্ডা বাতাশ উপভোগ করছে,,,

আয়ান শুধু আরোকে দেখছে,,আয়ান আরোর চেহারা দেখে বুঝতে পারে আরোর জায়গাটা বেশ পছ্ন্দ হয়েছে,,আরো আয়ানের দিকে ফিরে বললো,

আরো:জানেন স্যার এতো সুন্দর জায়গাটা আমি first দেখলাম,,আসলে রাতে কখনো ঘুরে বের হয়নি,মাম্মা পাপ্পা রাতে কোথাও যেতে না,,আরো আবার পিছন ফিরে বললো,,
“অনেক অনেক অনেক Thanks,,কতো খুশি হয়েছি বলে বুঝাতে পারবো না” আরো পিছন ফিরতেই অবাক কারণ আয়ান এক হাটু গেড়ে একটা কোণ Ice-cream নিয়ে বসেছে,,আর বলছে,,

আয়ান:জানিনা আরো কিভাবে কখন তোমায় এইভাবে ভালোবেসে ফেলেছি,,,শুধু এইটুকু জানি,,তোমাকে দেখার জন্য সবসময় মনের মধ্যে অস্থিরতা কাজ করে,,,জানো?ওইদিন যখন তুমি বৃষ্টি বিলাস করছিলে তখন ইচ্ছে করছিল তোমায় ছোয়েঁ দিতে,,,তোমি কি জানো?তোমার লজ্জামাখা ফেচটা কত্তো কিউট??একসময় তোমার উপর অনেক রেগে ছিলাম,,কিন্তু বহু সময় পর আমি অনুভব করতে পারি যে আমি তোমায় কতোটা ভালোবাসি,,,আরো?

আমি,ভোরে পড়ে থাকা শিশির বিন্দু হয়ে তোমার পায়ে পরশ লাগিয়ে দিতে চায়,,

আমি বৃষ্টির প্রতিটা ফোটা হয়ে তোমায় ছোঁয়ে দিতে চায়,,,,,

বিকালের সেই সূর্যের সিন্ধ আলো হয়ে তোমার মুখে মাখিয়ে দিতে চায়,,,,

রাতের সেই জোছনার হালকা আলোয় তোমায় আলোকিত করতে চায়,,

দিবে কি সেই সুযোগ??

আরো অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে,,আরো কখনো ভাবেনি আয়ান এইভাবে প্রপোজ করবে তাও আবার Ice-cream দিয়ে(,কজ আরোর Ice-cream অনেক অনেক ফেবারিট),,,,

আরোর এতোটা খুশি হয়েছে যে খুশিতে তার চোখের থেকে দুই ফোটা নোনা জল গড়িয়ে পরলো,,,,আরো বললো,,

আরো:আমিও আপনাকে অনেক ভালোবাসি,,কেন আমি নিজেও জানিনা,,আপনাকে কল্পনা করতে ভালো লাগে,,আপনার সেই হাসিমাখা চেহারাটা বারবার চোখের সামনে ভাসে,, I Also Love You স্যার(মাথা নিচু করে বললো)

আয়ান খুশিতে পাগল হওয়ার উপক্রম প্রায়,,আয়ান বললো,,

আয়ান:আমি জানতাম তোমিও আমাকে ভালোবাসো,,Ice-cream টা নাও,,

আরো আয়ানের হাত থেকে Ice-cream নিয়ে দেখলো ice-cream এর মাঝ বরাবর একটা Blue stone এর রিং,,

আরো মুচকি হেসে রিংটা হাতে নিলে আয়ান বলে,,

আয়ান:আমি পরিয়ে দি?

আরে:অনুমতি লাগবেনা,,আপনি না পরালে কে পরাবে🙈🙈(লজ্জামাখা ফেচ নিয়ে বললো)

আয়ান মুচকি হেসে আরোকে বাম হাতের অনামিকা আঙুলে রিংটি পরিয়ে হাতের উপর একটা কিস দিল,,

মূহুর্তেই আরো লজ্জায় লাল হয়ে গেল,,,

চলবে😍
😍Surprise Lover😍

#Arohi_Afrin

Part:20

আয়ান মুচকি হেসে আরোকে বাম হাতের অনামিকা আঙুলে রিংটি পরিয়ে হাতের উপর একটা কিস দিল,,

মূহুর্তেই আরো লজ্জায় লাল হয়ে গেল,আয়ানের স্পর্শে আরো বারবার কেঁপে উঠছে,,এক অদ্ভুদ অনুভূতি কাজ করছে,,,

আরো হাতের Ice-cream সামন্য গলে গিয়ে এক ফোটা নিচে পড়ে গেল,,,আরো ফিক করে হেসে দিল,,,

আয়ান:ওপস সরি Ice-cream গলে গেল,,

আরো:It’s ok,,

আয়ান:মিস কিউটিপাই তুমি কি জানো তোমার হাসি কতো কিউট!!

আরো:(বারবার লজ্জাকর পরিস্থিতির স্বীকার হচ্ছি🙈🙈)

আয়ান:ওকে ওকে লজ্জা পেতে হবে না,,চলো তোমাকে বাসায় পৌঁছে দি,,

আরো:জায়গাটা সত্যি অনেক সুন্দর,, আর আপনাকে many many thanks এমন একটা Surprise দেওয়ার জন্য,,আর আজকের রাতটা সারাজীবন মনে থাকবে,,

আয়ান মুচকি হেসে আরোর হাত ধরে বললো,,

আয়ান:সবসময় এভাবে হাসি খুশি থাকবা মিস কিউটিপাই,,,, চলো☺☺

আয়ান আরোকে নিয়ে গাড়িতে উঠলো,,,,আরো গাড়ির গ্লাসের বাহিরের দৃশ্য দেখছো আর আয়ান আরোকে দেখছে,,,,

কিছুক্ষন পর তারা চলে এলো,,,,,

আয়ান:সাবধানে উঠিও,,যাও,,

আরো যেতে গেলে কি যেন ভেবে আয়ানের সামনে এলো,, আয়ানের গালে একটা কিস করে তাড়াতাড়ি চলে সিড়ি বেয়ে উঠে গেল,,

আয়ান এখনো Shocked,সে ভাবতে পারেনি আরো কিস দিবে,,, আরো বেলকনিতে দাড়িয়ে আয়ানের দিকে তাকিয়ে হাসতে লাগলো,,,আয়ানের হুশ আসতেই সে ও মুচকি হেসে আরো হাত নেড়ে “বাই”বললো,,,আরো ও হাত নাড়লো,,,আয়ান গাড়িতে উঠে চলে গেল,,,

আরো বিছানায় বসে টুনুমুনুকে কোলে নিলো,,আয়ানের গালে যে কিস দিয়েছিল এটা ভাতেই আরো দুই হাত দিয়ে মুখ ঢেকে নিল,,

আরো:ইশ কি লজ্জা কি লজ্জা,,,আরো টুনুমুনুর গায়ে হাত বুলাতে বুলাতে বললো,,

আরো:জানিস টুনুমুনু ওনি আজ আমাকে কত্তো কিউট একটা সারপ্রাইজ দিয়েছে,,প্রপোজ করেছে তাও Ice-cream দিয়ে,,,,,,,,আজকে অনেক হেপি লাগছে,,হয়তো এই জন্যে মনের মধ্যে অস্থিরতা বিরাজ করছিলো,,,, যায় একটু ঘুমায়,, Good Night my Cute টুনুমুনু,,

এরপর আরো ঘুমিয়ে যায়,,,,সকালে শুরু হলো তার মাম্মামের চিল্লানো,,,,

রেহানা রহমান :আরো??তুকে নিয়ে কি করবে আমি,,,ক্লাসের দেরী হয়ে যাবে ওঠনা মা,,

আরো:মাম্মাম সকাল সকাল চিল্লাচ্ছো কেন,,(ঘুম ঘুম কন্ঠে বললো)

রেহানা রহনান:কি??সকাল তাই না?যা ঘুমা তুই দেরী হলে বুঝবি,,,

আরো ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দিলো এক চিৎকার,,,

আরো:আআআআআআআ এত্তো দেরী??হায় হায় আজকে আমার খবর আছে,,মাম্মাম তোমাকে না বলেছি তাড়াতাড়ি ডাকতে?

রেহানা রহমান চোখ রাঙিয়ে কিছু বলতে যাব তখনি আরো কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল,,,আরোর মাম্মাম হতাশ হয়ে বিছানা ঘুছাচ্ছে,,,আর নিজে নিজে আরোকে বকছে,,

আরো fresh হয়ে আয়নার সামনে গেল,,রেড়ি হতে লাগলো,,আর মুচকি মুচকি হাসছে,,আরো হালকা খেয়ে সাজিকে নিয়ে কলেজে চলে গেল,,,কিন্তু লাভ হলো না,,,, আয়ান করানোর সময় দেখলো আরো আর সাজি দৌড়ে আসছে,,আয়ান মনে মনে বললো”মেয়েটা পারেও বটে”

আরো আর সাজি হাপাতে হাপাতে বললো,

“May I Come In Sir”

আয়ান আজ রাগ করলো না,,কেনই বা করবে কাল তো ওর জন্যই আরোর ঘুম থেকে উঠতে দেরী হয়েছে,,,তাই আয়ান শুধু বললো,,

আয়ান:নেস্ট ক্লাস থেকে পানিশমেন্ট দেওয়া হবে,আজ মাফ করে দিলাম,,,,,,,,,,,বয়ান আরোর দিকে তাকিয়ে চোখ টিপ মারলো,,,,,আরো ভেংচি কেটে ওর সিটে বসলো,,,

আরো টেবিলের ওপর হাত রাখতেই জান্নাত ফিসফিস করে বললো,,

জান্নাত :Wowwwwww বিল্লি তুর রিংটা কত্তো কিউট,,

আরো:দেখতে হবে কে দিয়েছে,,আরোর মুখ ফসকে কথাটা বেরিয়ে গেলে ও হাত দিয়ে নিজের মুখ ডাকে,,,,

সাজি:আরো কে দিয়েছে বলতো??

আরো:আব,মানে,না,,ইয়ে,,

জান্নাত :কি ইয়ে মানে না মানে করছিস Clearly বল না রে দোস্ত,,

আরো:আসলে হয়েছে কি,,

সাজি:হেয়ালি করিসনা চারো মাথা গরম হলে কিন্তু তোর মাথা ফাটবে বলে দিলাম,,

আরো:Cool babs cool,,,ক্লাস শেষ হোক than বলবো,,,

জান্নাত :না বললে তুর কয় অবস্তা করি দেখিস,,

আয়ান আড় চোখে আরোকে দেখছে,,,আয়ান দেখলো আরো তার হাতের রিং এর দিকে তাকিয়ে মৃদ হাসছে,,আয়ানের মুখেও হাসি ফুটে উঠলো,,,,

ক্লাস শেষ হবার পর জান্নাত আর সাজি আরোর দুইপাশে অধীর আগ্রহে বসে আছে আরো কি বলবে তা শুনার জন্য,,,

আরো:এরকম করলে কিভাবে বলি বলতো,,

সাজি:ওকে ওকে বল তুই,

আরো:তোরা পচাবিনা তো আবার??

জান্নাত :দোস্ত তুই তো জানোস আমরা কতো ভালো😉

আরো:হাহ আসছে ভালো হতে

সাজি:উফ ঝগরা অফ করবি তোরা?আরো বলবি কি বলবি না?😠😠

আরো:আরে বলছি,,,আরো রাতের সব কথা বললো Without kiss,,কারণ এটা নিয়ে জান্নাত আর সাজি খুব পচাবে,তাই আরো বলেনি,,

জান্নাত :এহেম এহেম আমি কি কোনো film এর কাহিনি শুনছ?

আরো:জি না বাস্তবের কাহিনি শুনেছিস,,

সাজি:year আমার বিলিভ হচ্ছেনা,,,আজ এরোকম করে কেউ প্রপোজ করলোনা😔😔

আরো:সত্যি বলতে আমি ওনাকে কখন ভালোবেসেছি আমি নিজেও জানিনা,,

জান্নাত :ভালোবাসা এমনি হয়,,,,যদি তুই এর কারণ খুজতে যাস তাহলে দেখবি কোনে কারণ খুজে পাবিনা,,

সাজি:আজ একটা প্রেম করিনা বলে,,

আরো &সাজি:দোয়া করি তুই যেন সারাজীবন Single থাকিস😂😂😂😂

সাজি:ঠাটকা ঠাডা গুলা তোদের ওপর কেন পরে না,,ঠাডা গুলা কি তোদের চোখে দেখেনা,,

আরো:ঠাডার চোখ থাকলেই তো দেখবে,,

জান্নাত :😂😂😂😂

আরো:আমার মনে হয় সাজি ঠাডার চোখ দেখেছে তাই না বেবী😀😀

সাজি:বেবীর গুষ্টির তুষ্টি,,

জান্নাত :😂😂😂😂

আরো:গাইস Ice-cream 😱😱😱

সাজি:তুই একটা Ice-cream পেটুক,,কাল স্যার দিছে শান্তি হসনি?

আরো:জি না,,,Ice-cream my favourite, So নজর দিবিনা একদম,,,,,

জান্নাত :এই চল আজ আরো আমাদের ট্রিট দিবে,,

আরো:এইটা কোনো কথা?ট্রিট দিব নো প্রবলেম,,,,আয়,,

তিনজন Ice-cream এর দোকানে গেল,,,,তিনজন খুব মজা করে Ice-cream খেতে লাগলো,,জান্নাতের কল আসায় সে একটু ধুরে গিয়ে কথা বলছে,,,,

আয়ান দেখলো আরো বাচ্চাদের মতো করে Ice-cream খাচ্ছে,,আয়ান আরোর কান্ড দেখে হাসতে লাগলো,,,,আয়ান আরোর সামনে আসলে আরো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে,,,,আয়ান একটা রুমাল দিয়ে আরোর মুখে লেগে থাকা Ice-cream টা মুচে দেয়,,রু্,,,আরো এখনো চোখ বন্ধ করে আছে,,আয়ান হালকা ফু দেয় আরোর মুখে,,,আরো চোখ খুলতে আয়ান একটা চোখ মেরে রুমালটা আরোর হাতে দিয়ে চলে যায়,,,,

এদিকে সাজি মুখ চেপে হাসতে লাগলো,,,,,

সাজি:ও লারকা আখ মারে,আখ মারে😜😜

আরো:সাজি???????তুর জন্য এখনি ডেকে নিয়ে আনবো কাজি,,,

হঠাৎ একটা ছেলে এসে বললো,,,,

-এখনি কাজি ডেকে নিয়ে আসো আমি এক পায়ে রাজি,,,,,

সাজি:তুর মাথায় শাঁকচুন্না আমি পচাঁ ডিম পাঠাবো,,দাড়া,,,সাজি কি যেন খুজতে লাগলো,,,ছেলেটা ভয় পেয়ে দৌড় দিল,,,

আসলে সাজি যখন থেকে কলেজে ভর্তি হয়েছে তখন থেকে ছেলেটা সাজির পেছনে পরে আছে,,সাজি চান্স দিচ্ছেনা,,,তার আবার প্রেমে এলার্জি😂

আরো হাসতে হাসতে নিচে বসে গেল,,,জান্নাত এসে বললো,,

জান্নাত :নিচে বসে ভেটকাচ্ছিস কেন,,

আরো সব বললো,,জান্নাতের হাসি আটকায় কে,,জান্নাত ও হাসতে লাগলো,,সাজি বললো,,

সাজি:তুরা হাসছিস??শালা মুডের ১২টা বাজায় দিল,,ধুর যামু গা,,তুরা থাক,,,

সাজি হনহন করে চলে গেল,,,,

আরো:আরে সাজি চলে গেল,,,,,,,আচ্ছা জানতু বাই,,আমিও যায়,,

জান্নাত :বাই,,

দুজনি ভিন্ন রিকয়্শায় উঠে চলে গেল,,,

আরো রিকশায়,,

চলবে!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here